ক্লাস সিক্স ইতিহাস অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক প্রশ্ন উত্তর সাজেশন
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায়:প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক
chapter 8 important question answer suggestion west bengal board
অধ্যায় ৮
প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক
শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও শিল্প
A. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
1. বৈদিক শিক্ষা ছিল-
a) শিষ্যকেন্দ্রিক
b) গুরুকেন্দ্রিক
c) গুরু-শিষ্য সম্পর্ককেন্দ্রিক
উত্তর:c) গুরু-শিষ্য সম্পর্ককেন্দ্রিক
2. নালন্দা ছিল একটি-
a)বিহার
b)গুরুকুল
c)মহাবিহার
উত্তর:b)গুরুকুল
3. বিদ্যারম্ভ অনুষ্ঠানের মধ্যদিয়ে অক্ষর পরিচয় হত যত বছর বয়সে-
a)চার বছর
b)পাঁচ বছর
c)ছয় বছর
উত্তর:b)পাঁচ বছর
4. পাণিনির লেখা ব্যাকরণ বই-এর নাম-
a)অষ্টাধ্যায়ী
b) ইন্ডিকা
c) স্মৃতিশাস্ত্র
উত্তর:a)অষ্টাধ্যায়ী
5. ব্রাহ্মী লিপির ব্যবহার করেন-
a) সম্রাট অশোক
b) চন্দ্রগুপ্ত
c)চরক
উত্তর:a) সম্রাট অশোক
6. ভারতের দুটি মহাকাব্য হল-
a) ইলিয়াড ও ওডিসি
b)রামায়ণ ও মহাভারত
c)কোরান ও হাদিস
উত্তর:b)রামায়ণ ও মহাভারত
7. পঞ্চমবেদ বলা হয়-
a) রামায়ণকে
b)মহাভারতকে
c)অর্থশাস্ত্রকে
উত্তর:b)মহাভারতকে
8. সঙ্গম সাহিত্য বলা হয়-
a) তামিল সাহিত্যকে
b)চিনা সাহিত্যকে
c)উর্দু সাহিত্যকে
উত্তর:a) তামিল সাহিত্যকে
9. শুশ্রুত ছিলেন একজন-
a)কবি
b)নাট্যকার
c)চিকিৎসক
উত্তর:c)চিকিৎসক
10. মৃচ্ছকটিকম নাটকটি রচনা করেন-
a)শূদ্রক
b)হর্ষবর্ধন
c)বিশাখদত্ত
উত্তর:a)শূদ্রক
11. দশকুমার চরিতের লেখক-
a)দণ্ডী
b)কালিদাস
c)বাকপতিরাজ
উত্তর:a)দণ্ডী
12. নাগানন্দ নাটক লেখেন-
a) হর্ষবর্ধন
b)বল্লাল সেন
c) দণ্ডীন
উত্তর:a) হর্ষবর্ধন
13. পঞ্চতন্ত্র রচনা করেছিলেন-
a)কৌটিল্য
b) বিষ্ণুগুপ্ত
c) বিষ্ণুশর্মা
উত্তর:c) বিষ্ণুশর্মা
14. শুশ্রুত যে যুগের চিকিৎসক ছিলেন--
a)কুষাণ
b)গুপ্ত
c)মৌর্য
উত্তর:b)গুপ্ত
15. প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন-
a) বিষ্ণুশর্মা
b)কম্বন
c)শুশ্রুত
উত্তর:c)শুশ্রুত
16. বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন-
a)ব্যাকরণবিদ
b) গণিতবিদ
c) রসায়নবিদ
উত্তর:b) গণিতবিদ
17. অজন্তা একটি-
a)গুহাচিত্র
b)গ্রন্থ
c) স্তম্ভচিত্র
উত্তর:a)গুহাচিত্র
18. মহাবলিপুরমে পাথর কেটে রথের আকৃতির মন্দির তৈরি হয়-
a) চোল আমলে
b)পল্লব আমলে
c) চালুক্য আমলে
উত্তর:b)পল্লব আমলে
B.সম্পূর্ণ বাক্যে উত্তর দাও পূর্ণমান : ১
Q1. বৌদ্ধদের শিক্ষাকেন্দ্র কী নামে পরিচিত ছিল?
উত্তর: বৌদ্ধদের শিক্ষাকেন্দ্র মহাবিহার নামে পরিচিত ছিল।
Q2. প্রাচীন ভারতবর্ষের দুটি উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্রের নাম লেখো।
উত্তর:প্রাচীন ভারতের দুটি উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হল নালন্দা মহাবিহার ও তক্ষশিলা মহাবিহার।
Q3. অষ্টাধ্যায়ী কী? এর রচয়িতার নাম কী?
উত্তর: অষ্টাধ্যায়ী হল একটি ব্যাকরণ গ্রন্থ। এর রচয়িতার নাম হল পাণিনি।
Q4.অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর: কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন।
Q5.খরোষ্ঠী লিপির উদ্ভব হয় কোন্ লিপি থেকে?
উত্তর:অ্যারামাইক লিপি থেকে খরোষ্ঠী লিপির উদ্ভব হয়।
Q6.পতঞ্জলি রচিত গ্রন্থটির নাম কী?
উত্তর: পতঞ্জলি রচিত গ্রন্থটির নাম মহাভাষ্য।
Q7. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বৌদ্ধ বিহারটির নাম কী?
উত্তর: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বৌদ্ধ বিহারটির নাম মোগলমারি (পশ্চিম মেদিনীপুর)।
Q8. তোরণ কাকে বলে?
উত্তর: বৌদ্ধস্তূপের মধ্যে প্রবেশ করার জন্য যে প্রবেশদ্বার নির্মিত হত, তাকেই বলা হয় তোরণ।
Q9. মুদ্রারাক্ষস কে রচনা করেন?
উত্তর:বিশাখদত্ত মুদ্রারাক্ষস রচনা করেন।
Q10. হর্ষবর্ধনের লেখা একটি সংস্কৃত নাটকের নাম লেখো।
উত্তর: হর্ষবর্ধনের লেখা একটি সংস্কৃত নাটকের নাম নাগানন্দ।
Q11.একটি তামিল মহাকাব্যের নাম লেখো।
উত্তর:একটি তামিল মহাকাব্য হল মণিমেখলাই।
Q12.মেঘদূতম-এর রচয়িতা কে?
উত্তর: মহাকবি কালিদাস মেঘদূতম রচনা করেন।
Q13. শুশ্রুত কে ছিলেন?
উত্তর:গুপ্ত যুগের একজন বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন শুশ্রুত।
Q14. আর্যভট্টের পরবর্তীকালের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর লেখো।
উত্তর:আর্যভট্টের পরবর্তীকালের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির।
Q15.সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর: সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন বরাহমিহির।
Q16.ব্রহাসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:ব্রহ্মগুপ্ত ব্রহাসিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন।
Q17. অশোকস্তম্ভে ক-টি প্রাণীর কথা বলা হয়েছে।
উত্তর:অশোকস্তম্ভে চারটি প্রাণীর (সিংহ, হাতি, ষাঁড়, ঘোড়া) কথা বলা হয়েছে।
Q18. গন্ধার শিল্পরীতির মূল বিষয় কী ছিল?
উত্তর:গন্ধার শিল্পরীতির মূল বিষয় ছিল বুদ্ধের জীবন ও বৌদ্ধধর্ম।
Q19. পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় প্রাপ্ত প্রত্নস্থলটির নাম কী?
উত্তর: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় প্রাপ্ত প্রত্নস্থলটির নাম চন্দ্রকেতুগড়।
C.সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পূর্ণমান : ২
Q1. নালন্দার শিক্ষাপদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
উত্তর: খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়কে ভারতীয় উপমহাদেশের 'অক্সফোর্ড' বলা হত। এই বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়নের প্রাণকেন্দ্র। এখানে বিভিন্ন বর্ণ ও ধর্মের ছাত্ররা পড়াশোনা করত। কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে ভরতি হতে হত। এই মহাবিহারে পরীক্ষার সুবন্দোবস্ত ছিল। চিন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসত। শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদের কঠোর নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হত।
Q2. প্রাচীন ভারতের দুটি শিক্ষাকেন্দ্রের নাম লেখো।
উত্তর:প্রাচীন ভারতের দুটি শিক্ষাকেন্দ্রের নাম হল নালন্দা মহাবিহার ও তক্ষশিলা মহাবিহার।
Q3.'বিদ্যারন্ত' অনুষ্ঠান বলতে কী বোঝো?
উত্তর: গুপ্ত যুগের পরবর্তীকালে এখানকার হাতেখড়ির মতো শিশুর অক্ষর পরিচয়ের অনুষ্ঠান হত। একেই বলা হয় বিদ্যারম্ভ। এটি সাধারণত শিশুর পাঁচবছর বয়সে হত।
Q4.প্রাচীন ভারতীয় উপমহাদেশে ক-রকম লিপির চল ছিল? সেগুলির নাম লেখো।
উত্তর: প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু-রকম লিপির চল ছিল। যথা-ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি।
Q5.তামিল সাহিত্যকে 'সঙ্গম সাহিত্য' বলা হয় কেন?
উত্তর:খ্রিস্টপূর্ব ২০০ থেকে খ্রিস্টীয় ৩০০ অব্দের মধ্যে দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে তিনটি সাহিত্য সম্মেলন হয়েছিল। এই সম্মেলনগুলি সঙ্গম নামে পরিচিত। তাই তামিল সাহিত্যকে 'সঙ্গম সাহিত্য' বলা হয়।
Q6. বিশাখদত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম লেখো।
উত্তর: বিশাখদত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম হল-মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম। নন্দরাজ ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহন মুদ্রারাক্ষস-এর বিষয়বস্তু। অন্যদিকে দেবীচন্দ্রগুপ্তম নাটকে গুপ্তবংশীয় রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শকরাজার যুদ্ধ সম্পর্কিত আলোচনা রয়েছে।
Q7.তামিল সাহিত্যে মহাকাব্য কাকে বলা হত? দুটি তামিল মহাকাব্যের নাম লেখো।
উত্তর:তামিল ভাষাতে লেখা দীর্ঘ কবিতাগুলিকে তামিল সাহিত্যে মহাকাব্য বলা হত। দুটি তামিল মহাকাব্যের নাম শিলপ্পাদিকারম ও মণিমেখলাই।
Q8. হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম লেখো।
উত্তর: রাজা হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম হল-নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।
Q9.মহাকবি কালিদাসের লেখা দুটি কাব্য এবং দুটি নাটকের নাম লেখো।
উত্তর:গুপ্ত যুগের মহাকবি কালিদাসের লেখা দুটি কাব্য হল মেঘদূতম ও কুমারসম্ভবম এবং দুটি নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম ও মালবিকাগ্নিমিত্রম।
Q10. সংখ্যায়ন কী? সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা?
উত্তর:পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিতবিজ্ঞান তৈরি হয়েছিল। সেই গণিতবিজ্ঞানকে জৈনরা সংখ্যায়ন বলত। সূর্য সিদ্ধান্ত বইটি বরাহমিহিরের লেখা।
Q11.গুহাবাস কাকে বলে?
অথবা,
অশোক ও তাঁর পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের থাকার কোন্ ব্যবস্থা করেছিলেন?
উত্তর: অশোক ও তাঁর পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাত। সেই গুহাগুলির ভিতরে সন্ন্যাসীরা থাকতেন বলে তাকেই গুহাবাস বলা হত।
Q12.গন্ধার শিল্প বলতে কী বোঝো?
উত্তর: কুষাণ যুগে গ্রিক, রোম ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে এক নতুন ভাস্কর্য শিল্পরীতির জন্ম হয়। বুদ্ধের জীবন ও বৌদ্ধধর্ম এই দুই শিল্পরীতির সংমিশ্রণ হল গন্ধার শিল্পরীতি। এই শিল্প গড়ে ওঠে গন্ধার অঞ্চলকে কেন্দ্র করে। এজন্য এই নতুন শিল্প তথা শিল্পরীতিকে বলা হয় গনধার শিল্প।
Q13. মথুরা শিল্পের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: মথুরা শিল্পের বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল-
i) এই শিল্পরীতি ছিল সম্পূর্ণ ভারতীয়।
ii)এই শিল্পরীতিতে বুদ্ধমূর্তি বা ভারতীয় দেবদেবীর অবয়বগুলি বিশালাকারে তৈরি হত।
Q14.স্তূপ ও বিহারের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর: স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ-
স্তূপ
গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর অর্ধগোলাকার ঢিবির মতো স্থাপত্য হল স্তূপ।
•স্তূপ শব্দটির অর্থ হল মাটির ঢিবি।
•প্রথমদিকে স্তূপ ছিল মাটির। পরবর্তীকালে ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি হত।
বিহার
বৌদ্ধ ভিক্ষুকদের থাকা ও পড়াশোর জন্য বিহার তৈরি করা হত।
•বিহার হল অনেকগুলি গুহার সমষ্টি।
প্রথমদিকে বিহার ছিল অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি হত।