মাধ্যমিক 2025 বাংলা প্রশ্নপত্রের উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো? Madhyamik 2025 Bengali Question Paper and answer key
আজ 10/02/2025 মাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বাংলা পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের madhyamik bengali exam 2025 খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন মাধ্যমিক পরীক্ষায় কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করলে ।নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা গণিত mcq, short questions এর উত্তর কি হতে পারে দেখে নিন।
Madhyamik Bengali Question paper 2025 is very important for calculating your score with the help of Answer . Madhyamik 2025 Bengali Question with Answers is given in this post.
Madhyamik 2025 Bengali answer
2025
Bengali
Time-3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper)
90-For Regular Candidates
Full Marks 100-For External Candidates
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন।
ক) অপরাহে
খ) প্রদোষকালে
গ) প্রভাতে
ঘ) রাত্রে
উত্তর:গ) প্রভাতে
১.২ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল-
ক) এক ডজন
খ) দুই ডজন
গ) তিন ডজন
ঘ) ২৫টি
উত্তর:খ) দুই ডজন
১.৩ "প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান" ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?
ক) নল-খাগড়া
খ) বাঁশের কঞ্চি
গ) রোঞ্জের শলাকা
ঘ) হাড়
উত্তর:ঘ) হাড়
১.৪ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?
ক) ১৯৩৫ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৪৬ সালে
উত্তর:খ) ১৯৩৬ সালে
১.৫ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সলো সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে
বলে-
ক) যোগ্যতা
খ) আকাঙ্ক্ষা
গ) সংযুক্তি
ঘ) যোগ্যতাশূন্য
উত্তর:ক) যোগ্যতা
১.৬ 'আবার তোরা মানুষ হ' বাক্যটি
ক) নির্দেশক বাক্য
খ) আবেগসূচক বাক্য
C. অনুমতিমূলক বাক্য
ঘ) প্রার্থনাসূচক বাক্য
উত্তর:ঘ) প্রার্থনাসূচক বাক্য
১.৭ ভাববাচ্যে প্রাধান্য পায়।
ক) কর্তার ভাব
খ) কর্মের ভাব
গ) কর্মকর্তৃবাচ্যের ভাব
ঘ) ক্রিয়ার ভাব
উত্তর:ঘ) ক্রিয়ার ভাব
১.৮ 'আমি তোমাকে বইটি দিলাম।'- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্যের
খ) কর্মবাচ্যের
গ) ভাববাচ্যের
ঘ) কর্মকর্তৃবাচ্যের
উত্তর:খ) কর্মবাচ্যের
১.৯অনুসর্গ-প্রধান কারক হল
-
ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর:খ) তিন প্রকার
১.১০ 'বুলবুলিতে ধান খেয়েছে'-
'বুলবুলি'র সঙ্গে 'তে' যুক্ত হয়ে কী কারক হয়েছে?
ক) অধিকরণ কারক
খ) কর্তৃকারক
গ) কর্মকারক
ঘ) অপাদান কারক
উত্তর:খ) কর্তৃকারক
১.১১ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে?
ক) দ্বন্দ্ব সমাসে
খ) কর্মধারয় সমাসে
গ) বহুব্রীহি সমাসে
ঘ) দ্বিগু সমাসে
উত্তর:ক) দ্বন্দ্ব সমাসে
১.১২ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে-
ক) রূপক কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
ঘ) সাধারণ কর্মধারয়
উত্তর:খ) উপমিত কর্মধারয়
১.১৩ “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” – এভাবে লেখার কারণ কী? -
ক) যেন ভূতে পেয়েছে
খ) যেন স্বপ্নে পেয়েছে
গ) যেন নেশায় পেয়েছে
ঘ) এক আনন্দের অনুভূতিতে
উত্তর:গ) যেন নেশায় পেয়েছে
১.১৪ নদেরচাঁদের বয়স হলো-
ক) ত্রিশ বছর
খ) পয়ত্রিশ বছর
গ) চল্লিশ বছর
ঘ)পঁচিশ বছর
উত্তর:ক) ত্রিশ বছর
১.১৫ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল -
ক) গেরুয়া
খ) নীল
গ) রামধনু
ঘ) লাল
উত্তর:গ) রামধনু
১.১৬ 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' ছিল – -
ক) অন্ধকার
খ) উদ্ ভ্রান্তের
গ) শান্ত
ঘ) আন্তরিক
উত্তর:খ) উদ্ ভ্রান্তের
১.১৭"বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।"- কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?
ক) তিন দন্ড
খ) চার দন্ড
গ) পাঁচ দন্ড
ঘ) দু'দন্ড
উত্তর:খ) চার দন্ড
এই প্রশ্নপত্রটির সঠিক উত্তর যে সকল শিক্ষার্থী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exams) দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।