WEST BENGAL D.EL.ED part I
SUGGESTION 2024-2026 session
SUB: CHILD STUDIES
প্রশ্নের মান 2
1) শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কী? [D.el.ed part 1 2016-18/2020-22]
2) পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী?[D.el.ed part 12017-19/2020-22]
3) কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়ে গুলি কী?[D.el.ed part 12020-22/2021-23]
4) বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী
বোঝো?[D.el.ed part I 2014-16/2018-20/2019-21]
5) ভাষা ও বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন? [D.el.ed part I 2014-16/2015-17/2017-19]
6) থর্নডাইকের শিখন নীতির প্রস্তুতির সূত্রটি কী?[D.el.ed part I 2017-19/2021-23]
7) 'Deconditioning' বলতে কী বোঝেন? [D.el.ed part I 2015-17/2018-20]
8) বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কি বোঝেন?[D.el.ed part I 2014-16/2015-17/2017-19]
9) মনোযোগের যে কোন চারটি ব্যক্তিগত নির্ধারকের নাম কী? [D.el.ed part I 2016-18/2020- 17/2020-22]
10) সামাজিকীকরণ কী?[D.el.ed part I 2014-
16/2017-19]
11) শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদন উদ্দীপকগুলি কী?[D.el.ed part I 2016-18/2017-19/2018-20]
12) নির্মিতিবাদ কী?[D.el.ed part I 2016-18/2019-21/2020-22]
13) পরিনমন কাকে বলে?[D.el.ed part I 2017-19]
14) শিশুকেন্দ্রিক শিখন কৌশল বলতে কী বোঝেন? [D.el.ed part I 2014-16]
15) প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখ?[D.el.ed part I 2014- 16/2019-21]
16) পরিবারকে 'Turning point of civilization' বলা হয় কেন?
17)Super Ego বলতে কী বোঝেন?[2018-20]
18) ব্যাবলিং বলতে কী বোঝায় ?
19) ভাষার উপাদান কয় প্রকার ও কী কী?
20) মনোযোগের পরিসর বলতে কী বোেঝন? [2014-16]
21) Self image বলতে কী বুঝায়?
22) নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন?[2018-20]
23) দলগত খেলা বলতে কি বোঝেন?
24) সহযোগী খেলা বলতে কী বোঝেন?[2019-21]
25) শিখন বলতে কী বোঝেন? [2015-
17]
26) স্কিনারের সক্রিয় অনুবর্তনের যেকোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন?
27) দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে?[2014- 16]
28) বৃদ্ধি কাকে বলে। বৃদ্ধির বৈশিষ্ট্য লিখুন ?
29) বিকাশ কাকে বলে। বিকাশের বৈশিষ্ট্য লেখ?
প্রশ্নের মান- 7
1) প্রাচীন অনুবর্তন কী? তার বৈশিষ্ট্য গুলি লিখুন? [2016-18/2020-22]
2) থনডাইকের মূলসূত্র গুলি ও শিক্ষা ক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন ?[2016- 17/2018-20]
3) আবেগ বা প্রক্ষ্যভের স্তর গুলি আলোচনা করুন? [2016-18/2020-22]
4) বহুভাষিক শ্রেণিকক্ষের চারটি বৈশিষ্ট্য লিখুন? এই ধরনের শ্রেণিকক্ষে শিক্ষকের তিনি গুরুত্ব লিখুন? [2017-21/2021-23]
5) প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার? এই তত্ত্বের তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন।
6) পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন।
7) মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকার গুলি কি কি? মনোযোগের নির্ধারকগুলি বিবৃত করুন।[2022-24]
8) ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কি কি? উপাদান গুলির সংক্ষিপ্ত পরিচয় দিন।
9) নির্মিতিবাদ কাকে বলে। নির্মিতিবাদ এর প্রকার গুলি কি কি? ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটি সংক্ষেপে লিখুন।[2022- 24]
প্রশ্নের মান-16
1) স্মৃতির উপাদানগুলি কী কী? বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। [2022-24]
2) নৈতিক বিকাশ বলতে কি বুঝেন?
কোহেলবার্গ এর প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তর গুলি আলোচনা করুন। [D.el.ed part I 2014-
16/2015-17/2016-18/2018- 20/2019-21]
3) খেলার সংজ্ঞা দিন? প্রাথমিক স্তরের শিশুদের বিকাশ' সামাজিক বিকাশ ও প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। [D.el.ed part I 2014-16/2018-
20/2019-21/2021-23]
4)ফ্রয়েড ব্যক্তিত্ব
বিকাশের স্তরকে ক ভাগে ভাগ করেছেন? সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড কথিত স্তর গুলি বর্ণনা করুন।