WBPSC Clerkship 2024 important Question Answer practice set 1।গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট 1

 WBPSC Clerkship 2024 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট 1

WBPSC Clerkship 2024 important Question Answer practice set 1।

PSC Clerkship 2024 পরীক্ষার প্রস্তুতির জন্য পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী

 এই প্র্যাকটিস সেট গুলি বানানো হয়েছে। PSC এর  পছন্দসয় গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।   আজকের প্র্যাকটিস সেটে 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ওই সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার গাফিলতি না করে, সত্যি একটা সরকারি চাকরির মনোভাব নিয়ে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে প্র্যাকটিস করুন।


1. হুসেন সাগর তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?


a) তেলেঙ্গানা


b) মধ্যপ্রদেশ


c) ঝাড়খন্ড


d) অন্ধ্রপ্রদেশ


উত্তর:a) তেলেঙ্গানা


VVI NOTE:

•ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেন সাগর


• ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল


•গুজরাটের মুদ্রা দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র


•স্বাধীনতার ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খন্ডের বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র


2. নিম্নের কোন গুহা স্থাপত্য বিহারে অবস্থিত নয়?


a)অজন্তা গুহা


b) সাতগর্ভ


c) বারাবর গুহা


d) নাগার্জনি গুহা

উত্তর:a)অজন্তা গুহা


VVI NOTE:

•সাতগর্ভ সম্রাট অশোক আজীবক সন্ন্যাসীদের জন্য নির্মাণ করেন


•বারাবর গুহা মৌর্য যুগে নির্মিত হয়


•নাগার্জুনি গুহা মৌর্য যুগে নির্মিত হয়


3. অমরকন্টক অবস্থিত-


a) মহারাষ্ট্রে


b)মধ্যপ্রদেশে


c) রাজস্থানে


d) উত্তরাখন্ড

উত্তর:b)মধ্যপ্রদেশে

VVI NOTE:

•ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীর মধ্যে বিন্ধ্য ও সাতপুরা রেঞ্জের মিলনস্থলে অবস্থিত অমরকন্টক।


• দুটি উল্লেখযোগ্য নদীর উৎস: নর্মদা এবং শোন



4. ILO( International Labour Organization )এর সদর দপ্তর কোথায়?


a) জেনেভা


b) নিউইয়র্ক


c) রোম


d) হেগ

উত্তর:a) জেনেভা

VVI NOTE:

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর যে গুলো জেনেভায় অবস্থিত:


Red cross


•WHO - World Health Organization


•WTO - World Trade Organization


•WMO - World Meteorological Organization


•UNHCR - United Nations High Commissioner for Refugees


•ITU - International Telecommunication Union


5. শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হল-


a) হাওড়া জেলায়


b) হুগলি জেলায়


c) পূর্ব বর্ধমান জেলায়


d) নদীয়া জেলায়

উত্তর:b) হুগলি জেলায়

VVI NOTE:

• পশ্চিমবঙ্গের  হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম হল কামারপুকুর।


•কামারপুকুরে গোঘাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর অবস্থিত।


6. কেরালার উপকূলভাগ (coastline) কি নামে পরিচিত?

a) মালাবার


b) উৎকল্


c) করমন্ডল


d) কোঙ্কন

উত্তর:a) মালাবার

VVI NOTE:

• উৎকল্ –ওডিশা

•করমন্ডল – তামিলনাডু 


7. আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?


a) মুর্শিদাবাদ


b) মালদা


c) পূর্ব বর্ধমান


d) বাঁকুড়া

উত্তর:b) মালদা

VVI NOTE:

•আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়া তে অবস্থিত

•সুলতান সিকান্দার শাহ এটি নির্মাণ করেন

•এখানে সিকান্দার শাহের সমাধি আছে


১৪. নিম্নের কোন স্থাপত্য সম্রাট শাহজাহান নির্মাণ করেননি?


a) শিশ মহল


b) লালকেল্লা


c)আরামবাগ


d) তাজমহল

উত্তর:c)আরামবাগ


VVI NOTE:

•শিশমহল আগ্রা ফোটে অবস্থিত এটি শাহজাহান নির্মাণ করেছিলেন যা Prince of builders নামে খ্যাত


•লালকেল্লা দিল্লিতে অবস্থিত এটি শাহজাহান নির্মাণ করেছিলেন


•তাজমহল আগ্রাতে অবস্থিত এটি শাহজাহান নির্মাণ করেছিলেন


•আরামবাগ আগ্রাতে অবস্থিত বাবরের তৈরি চারবাগ শৈলীতে নির্মিত প্রথম মুঘল উদ্যান


9. পটুয়া চিত্র কোন রাজ্যের চিত্রশৈলী?


a) অন্ধ্রপ্রদেশ


b) পশ্চিমবঙ্গ


c) ঝারখন্ড


d) গুজরাট

উত্তর:b) পশ্চিমবঙ্গ


VVI NOTE:

• অন্ধ্রপ্রদেশের চিত্রশৈলী কলমকারী চিত্র


•পাইটকার ঝাড়খন্ডের চিত্রশৈলী


•পিথোরা চিত্র গুজরাটের চিত্রশৈলী


10. নিম্নের কোন লোকনৃত্য মহারাষ্ট্রের নয় ?


a) গোটিপুয়া


b) লাভনি


c) তামাশা


d) গাফা

উত্তর:a) গোটিপুয়া


VVI NOTE:

• গোটিপুয়া ওড়িশার একটি লোকনৃত্য


11. জয়দেব কেন্দুলী মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়?


a)বীরভূম


b) কোচবিহার


c) বাঁকুড়া


d) পূর্ব বর্ধমান

উত্তর:a)বীরভূম


VVI NOTE:

• বিখ্যাত কবি জয়দেব এর জন্মস্থান বীরভূমের কেন্দুলিতে পালিত হয় এই মেলা, এই মেলার বিশেষ আকর্ষণ হল বাউল গান


•বাঁকুড়ায় পালিত হয় মোরাংবুরু উৎসব। মারাংবুরু সাঁওতাল ও মুন্ডাদের প্রধান দেবতা।


• কোচবিহারে পালিত হয় সন্ন্যাসী ঠাকুরের মেলা।


•বৈরাগী তলা মেলা ও পীর সাহেবের মেলা মূলত পূর্ব বর্ধমানে পালিত হয়।


12. নিম্নের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত রচনা নয়?


a) বোধোদয়


b) ভ্রান্তিবিলাস 


c) সীতার বনবাস


d) অগ্নিপরীক্ষা


উত্তর:d) অগ্নিপরীক্ষা


VVI NOTE:

• অগ্নিপরীক্ষা বিখ্যাত রচনাটি আশাপূর্ণা দেবীর লেখা


•এছাড়া আশাপূর্ণা দেবীর কিছু গুরুত্বপূর্ণ রচনা হলো মিত্তির বাড়ি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা


13. কোন রাজার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন?


a) মহাপদ্মনন্দ


b) ধননন্দ


c) অজাত শত্রু


d) শিশুনাগ

উত্তর:b) ধননন্দ


VVI NOTE:

•ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ এবং অত্যাচারী শাসক

•মহাপদ্মানন্দ হলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা


•ভারতের প্রথম ঐতিহাসিক রাজা নামে পরিচিত ইনি পরিচিত 

• তার কিছু উপাধি হলো একরাট, বিরাট একছত্র,

সর্বক্ষত্রিয়চ্ছেতা দ্বিতীয় পরশুরাম উগ্রসেন


14. নিম্নের কোন বৃক্ষ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৃক্ষ নয়?


a) শাল


b) সেগুন


c) রবার


d) মহুয়া


উত্তর:c) রবার


VVI NOTE:

• রবার ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বৃক্ষ


ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য

বসন্তকালে পত্র মোচন করে ledge Account বার্ষিক গড় বৃষ্টিপাত ১০০ থেকে ২০০ সেন্টিমিটার অবস্থান- সমগ্র গাঙ্গেয় সমভূমি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল


15.পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?


a) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়


b) নারায়ণ গঙ্গোপাধ্যায়


c) সমরেশ বসু


d) আশুতোষ মুখোপাধ্যায়

উত্তর: a) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়


VVI NOTE:

•পিন্ডি দা চরিত্রের স্রষ্টা আশুতোষ মুখোপাধ্যায়


•গোগল চরিত্রের স্রষ্টা সমরেশ বসু


•টেনিদা, প্যালা, হাবলু, ক্যাবলা এর চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.