Joining করার নিয়ম || Joining rules in Bengali || Join with Simple, Complex Compound Sentence in English Grammar
Joining তিন ভাবে করা যায় । যেমন -
(1) Simple sentence দিয়ে Joining
(2) Complex sentence দিয়ে Joining
(3) Complex sentence দিয়ে Joining
(1) Simple Sentence দিয়ে Joining করার নিয়ম :
যে বাক্যে একটি subject এবং একটি finite verb ( সমাপিকা ক্রিয়া ) থাকে তাকে simple sentence বলে ।
যেমন – I Eat Rice
Simple Sentence দিয়ে Joining করার নিয়মগুলি হল -
নিয়ম – ১ Noun – Adjective
চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি Noun থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই Noun টিকে বর্ণনা করার জন্য একটি Adjective থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের Noun টির আগে দ্বিতীয় বাক্যের শুধুমাত্র Adjective টিকে বসাতে হয় ।
যেমন – ( 1 ) I saw a man . He was blind .
Ans . I saw a blind man .
( 2 ) I bought a car . It was costly .
Ans . I bought a costly car .
নিয়ম – ২ Too………… To
চেনার নিয়ম – প্রথম বাক্যে Very থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি না – বাচক ক্রিয়াপদ ( Can Not / Could Not ) থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের Very কে তুলে Too এবং দ্বিতীয় বাক্যের Subject টি ও না – বাচক ক্রিয়াপদটি ( Can Not / Could Not ) তুলে To বসাতে হয় ।
যেমন –
( 1 ) He is Very weak . He can not Walk .
Ans . He is too weak to walk .
( 2 ) The man was very old . He could not run fast .
Ans . The man was too old to run fast .
নিয়ম – ৩ Noun in Apposition
চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই ব্যক্তি বা বস্তুর কৃতিত্ব বা গুনাগুণ প্রকাশ থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে কোমা ( , ) এবং দ্বিতীয় বাক্যের Subject টি তুলে কোমা ( , ) বসাতে হয় ।
যেমন –
( 1 ) Rahul is a great singer . He can sing various kinds of songs .
Ans . Rahul is a great singer , can sing various kinds of songs .
( 2 ) Rabindranath was a great poet . He wrote "Gitanjali".
Ans . Rabindranath , was a great poet , wrote " Gitanjali" .
নিয়ম – ৪ Infinitive To = ( V 1 + to )
চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি কাজের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই কাজের উদ্দেশ্যে দেওয়া থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে to বসাতে হয় এবং তারপর verb এর 1 form লিখে বাকি অংশটুকু লিখতে হয় ।
যেমন – ( 1 )The boy jumped into the river . He wanted to save the child .
Ans . The boy jumped into the river to save the child .
( 2 )Ramu has some money . He can buy books .
Ans . Ramu has some money to buy books .
নিয়ম – ৫ Participle = ( v 1 + ing )
চেনার নিয়ম – একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে । অর্থাৎ প্রথম বাক্যে একটি কাজ ঘটে এবং দ্বিতীয় বাক্যে তারপরেই আর একটি কাজ ঘটে ।
উত্তর করার নিয়ম – যে বাক্যের কাজটি আগে ঘটে সেই বাক্যের verb টিকে Participle ( v 1 + ing ) করে verb এর পর থাকা বাকি অংশটুকু লিখে প্রধান subject লিখতে হয় এবং তারপর অপর বাক্যের verb টি থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হয় ।
যেমন –
( 1 ) The man saw a snake . He ran away .
Ans . Seeing a snake The man ran away .
( 2 ) I met my friend . I told her about an incident .
Ans . Meeting my friend, I told her about an incident .
নিয়ম – ৬ Being ( হয়ে )
চেনার নিয়ম – প্রথম বাক্যে কারণ থাকে এবং দ্বিতীয় বাক্যে ফলাফল দেওয়া থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথমে প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে being বসিয়ে প্রথম বাক্যের ক্রিয়ার পরে থাকা অংশটুকু লিখে কোমা ( , ) দিতে হয় । তারপর প্রধান Subject টি লিখে দ্বিতীয় বাক্যের subject টি বাদে বাকি অংশটুকু লিখতে হয় ।
যেমন –
The man was tired . He could not go to the market .
Ans – Being tired , The man could not go to the market .
He is weak . He can not attend the meeting .
Ans – Being weak , he can not attend the meeting .
নিয়ম – ৭ Having / After Having
চেনার নিয়ম – প্রথম বাক্যে ক্রিয়া হিসেবে Have / Has / Had থাকে । অর্থাৎ একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে ।
উত্তর করার নিয়ম – প্রথমে প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে Having / After Having বসিয়ে প্রথম বাক্যের ক্রিয়ার পরে থাকা অংশটুকু লিখে কোমা ( , ) দিতে হয় । তারপর প্রধান Subject টি লিখে দ্বিতীয় বাক্যের subject টি বাদে বাকি অংশটুকু লিখতে হয় ।
যেমন –
I have completed the work . I go back .
Ans – Having completed the work , I go back
(1) Complex Sentence দিয়ে Joining করার নিয়ম :
Complex Sentence দিয়ে Joining করতে হলে নিচের বিষয়টি আগে প্রথমেই জানতে হবে —
Complex sentence দিয়ে Joining করতে গেলে তিনটি Clause দিয়ে করা যায় । যেমন –
(১) Adjective / Relative Clause দিয়ে Joining
(২) Noun clause দিয়ে Joining
(৩) Adverbial clause দিয়ে Joining
Complex Sentence দিয়ে Joining করার নিয়মগুলি হল —–
(১) Adjective / Relative Clause দিয়ে Joining :
Adjective / Relative Clause দিয়ে Joining করার নিয়মগুলি হল —–
নিয়ম – ১ who ( যিনি )
প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো ব্যক্তির উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই ব্যক্তিকে He / She / They দ্বারা প্রকাশ করা হয় ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে He / She / They এর জায়গায় Who বসাতে হয় । যেমন –
( 1 ) Ram is a doctor . He treats the patients well .
Ans . Ram is a doctor who treats the patients well .
( 2 ) I know a man . He is very wise .
Ans . I know a man who is very wise .
নিয়ম – ২ Which ( যেটি )
প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো বস্তুর উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই বস্তুটিকে It দ্বারা প্রকাশ করা হয় ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে It এর জায়গায় which বসাতে হয় । যেমন –
( 1 ) We bought a car . It was costly . Ans . We bought a car which was costly .
( 2 ) I have a pen . It is blue .
Ans . I have a pen which is blue .
(২) Noun Clause দিয়ে Joining :
Noun Clause দিয়ে Joining করার নিয়মগুলি হল —–
নিয়ম – ১ that / which / where / what
প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো বিষয়ের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যের শেষে ওই বিষয়কে it / that / that দ্বারা প্রকাশ করা হয় ।
উত্তর করার নিয়ম – দ্বিতীয় বাক্যেটি লিখে that / this / it এর পরিবর্তে that লিখতে হয় । যেমন –
( 1 ) The sun rises in the east . Everyone knows it .
Ans . Everyone knows that the sun rises in the east .
( 2 ) The woman was honest . She claimed this .
Ans . The woman claimed that she was honest .
(৩) Adverbial Clause দিয়ে Joining :
Adverbial Clause দিয়ে Joining করার নিয়মগুলি হল —–
নিয়ম – ১ Because / As ( কারণ / যেহেতু)
প্রশ্ন চেনার নিয়ম – এক বাক্যে কারণ থাকে এবং অন্য বাক্যে ফলাফল থাকে ।
উত্তর করার নিয়ম – এটি আবার দুইভাবে উত্তর করা যায় ।
( i ) Because এর ক্ষেত্রে :
নিয়ম – ফলাফল বাক্য + Because + কারণ বাক্য
( ii ) As এর ক্ষেত্রে :
নিয়ম – As + কারণ বাক্য + ( , ) + ফলাফল বাক্য ।
যেমন –
( 1 ) He is weak . He can not attend the meeting .
Ans . ( i ) He can not attend the meeting because he is weak .
[ OR ]
( ii ) As He is weak , he can not attend the meeting .
নিয়ম – ২ Though / Although
প্রশ্ন চেনার নিয়ম – দুই বাক্যে দুটি বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে ।
উত্তর করার নিয়ম – প্রথমে Though বা Although লিখে প্রশ্নের প্রথম বাক্যটি লিখতে হয় । তারপর একটি কোমা (,) দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।
যেমন –
(১) He is Poor . He is honest .
Ans. Though he is poor, he is honest.
(২) He is rich . He is dishonest .
Ans. Though he is rich, he is dishonest .
নিয়ম – ৩ That
প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি So বা Very থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি Can not বা Could not থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে that বসাতে হয় এবং তারপর দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।
যেমন –
(১) He was very weak . He could not walk properly.
Ans. He was very weak that he could not walk properly .
(২) The man is very old . He can not carry the load .
Ans. The man is very old that he can not carry the load .
নিয়ম – ৪ If you
প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি শর্তের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি ফলাফল দেওয়া থাকে ।
উত্তর করার নিয়ম – If you লিখে শর্ত বাক্যটি লিখতে হয় এবং তারপর একটি কোমা (,) দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।
যেমন –
(১) Work hard . You will be successful in life .
Ans. If you work hard, you will be successful in life .
(3) Compound Sentence দিয়ে Joining করার নিয়ম :
Simple Sentence দিয়ে Joining করার নিয়মগুলি হল —–
নিয়ম – 1 And
চেনার নিয়ম – একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে ।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে And লিখতে হয় । তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখতে হয় ।
যেমন –
(১) The man saw a snake . He ran away .
Ans : The man saw a snake and ran away
(২) I went to market yesterday. I bought many books from there .
Ans:I went to market yesterday and bought many books from there.
(৩) He picked up a turtle . He put it up on his head .
উত্তর – নিজে চেষ্টা করো ।
নিয়ম – 2 But
চেনার নিয়ম – দুটি বাক্যে বিপরীতমুখী কাজ ঘটে।
উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে But লিখতে হয় । তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখতে হয় ।
যেমন –
(১) They saw him there . They could not believe it .
Ans: They saw him there but could not believe it.
(২) I worked hard . I could not success in my life .
Ans:I worked hard but could not success in my life.
(৩) The sky was cloudy . It did not rain at that time .
উত্তর – নিজে চেষ্টা করো ।
নিয়ম – 3 not only ….. but also
চেনার নিয়ম – দুটি বাক্যে সমধর্মী অর্থ প্রকাশ করে।
উত্তর করার নিয়ম –
যেমন –
(১) He is rich . He is well-educated .
Ans:He is not only rich but also well-educated .
(২) He is Poor . He is honest .
Ans: He is not only poor but also honest .
(৩) I can speak Bengali. I can speak Hindi .
উত্তর – নিজে চেষ্টা করো
নিয়ম – 4 either ….or
চেনার নিয়ম – দুটি বাক্যে সমধর্মী অর্থ প্রকাশ করে।
উত্তর করার নিয়ম –
যেমন –
(১) He is rich . He is well-educated .
Ans: He is either rich or well-educated .
(২) He is Poor . He is honest .
Ans: He is either poor or honest .
(৩) I can speak Bengali. I can speak Hindi .
উত্তর – নিজে চেষ্টা করো
নিয়ম – 5 neither ……. nor
চেনার নিয়ম – দুটি বাক্যে সমধর্মী অর্থ প্রকাশ করে। তবে এখানে নেতিবাচক শব্দ যুক্ত থাকে ( not , no , never ) ।
উত্তর করার নিয়ম –
যেমন –
(১) He is not rich . He is not well-educated .
Ans:He is neither rich nor well-educated .
(২) He will not take tea . He will not take coffee .
Ans:He will neither take tea nor coffee .
(৩) I can not hear the sound. I can not hear the news .
উত্তর – নিজে চেষ্টা করো
নিয়ম – 6 so
চেনার নিয়ম – একটি কারণ বাক্য থাকে এবং একটি ফলাফল বাক্য থাকে ।
উত্তর করার নিয়ম – প্রথমে কারণ বাক্যটি লিখে so লিখতে হবে । তারপর ফলাফল বাক্যটি লিখতে হয় ।
যেমন –
(১) He is very weak . He can not walk properly .
উত্তর – He is very weak so he can not walk properly.
(২) she was ill . She could not attend the meeting.
উত্তর – She was ill so she could not attend the meeting.
(৩) The narrator was blind at that time. He could not see the girl .
উত্তর – নিজে চেষ্টা করো