Class 9 1st unit test life science suggestion 2024
যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদেরকে নূর স্টাডি পয়েন্ট থেকে আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা, তোমাদের কিছুদিন পর স্কুল ভিত্তিক 1st summative পরীক্ষা হবে , তার জন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুত নিচ্ছো। ক্লাস নাইন ছাত্র-ছাত্রীদের অনুরোধ যে , তোমাদের প্রতিটি বিষয়ের পাঠ্য বই গুলো খুঁটিয়ে পড়বে। Nur Study Point এর তরফ থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা বেশ গুরুত্বপূর্ণ Class 9 1st summative life science suggestion mcq দেওয়া হল।
Class 9 1st summative life science suggestion mcq
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
(1)যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্রেমকোশ তা শনাক্ত করো।-
(a) টিনোফোরা
(b) নিমাটোডা
(c) প্লাটিহেলমিনথিস
(d) অ্যানিলিডা।
উত্তর:(c) প্লাটিহেলমিনথিস
(2) ছদ্মসিলোম উপস্থিত থাকে-
(a) পরিফেরায়
(b) নিডারিয়ায়
(c) নিমাটোডায়
(d) অ্যানিলিডায়।
উত্তর:(c) নিমাটোডায়
(3) ভিটামিন-A-এর রাসায়নিক নাম হল-
(a) থিয়ামিন
(b) রাইবোফ্ল্যাভিন
(c) অ্যাসকরবিক অ্যাসিড
(d) রেটিনল।
উত্তর:(d) রেটিনল।
(4) ফ্লোয়েম কলার যে উপাদানটি মৃত তা হল - (a) সীভনল
(b) সঙ্গীকোশ
(c) ফ্লোয়েম প্যারেনকাইমা
(d) ফ্লোয়েম তন্তু।
উত্তর:(d) ফ্লোয়েম তন্তু।
(5) কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ প্রতি 100 mL রক্তে কত? -
(a) 80 - 100mg
(b) 300 - 500mg
(c) 500-700 mg.
(d) 150-250 mg
উত্তর:(d) 150-250 mg
(6) ইউক্যারিওটিক কোশের রাইবোজোমের প্রকৃতি হল-
(a) 80S
(b) 50S
(c) 40S
(d) 70S
উত্তর:(a) 80S
(7) হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হল-
(a) লোহা
(b) ম্যাগনেশিয়াম
(c) তামা
(d) ক্যালশিয়াম।
উত্তর:(a) লোহা
(8) যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেমকোশ তা শনাক্ত করো।-
(a) টিনোফোরা
(b) নিমাটোডা
(c) প্ল্যাটিহেলমিনথিস
(d) অ্যানিলিডা।
উত্তর:(c) প্ল্যাটিহেলমিনথিস
(9) যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো।-
(a) নিডারিয়া
(b) টিনোফোরা
(c) নিমাটোডা
(d) মোলাস্কা।
উত্তর:(b) টিনোফোরা
(10) জলে দ্রবণীয় ভিটামিনটি হল -
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-C
(c) ভিটামিন-D
(d) ভিটামিন-E।
উত্তর:(b) ভিটামিন-C
(11) কোশ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহণ ও ক্ষরণে সাহায্য করে যে অঙ্গাণু তা হল -
(a) নিউক্লিয়াস
(b) সেন্ট্রোজোম
(c) গলগি বস্তু
(d) মাইটোকনড্রিয়া।
উত্তর:(c) গলগি বস্তু
(12) সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে যে অঙ্গাণু সেটি হল….
(a) মাইটোকনড্রিয়া
(b) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(c) রাইবোজোম
(d) লাইসোজোম।
উত্তর:(b) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
Class 9 life science mcq suggestion 2024
(13) সারকোলেমা যে কলায় দেখা যায় তা হল- (a) স্নায়ুকলা
(b) পেশিকলা
(c) আবরণীকলা
(d) যোগকলা।
উত্তর:(b) পেশিকলা
(14) জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ হল।
(a) শর্করা
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) জল।
উত্তর:(d) জল।
(15) কোন্ জোড়টি সঠিক নয় নির্বাচন করো।-
(a) নেপচুনের পেয়ালা-বহুকোশী ও কলাতন্ত্রযুক্ত, (b) অ্যাম্ফিঅক্সাস-ভার্টিব্রাটা
(c) হাঙর-পটকা থাকে না
(d) মোলাস্কা-ম্যান্টল পর্দা।
উত্তর:(b) অ্যাম্ফিঅক্সাস-ভার্টিব্রাটা
(16) কোন্ উদ্ভিদগোষ্ঠীকে ভাসকুলার ক্রিপটোগ্যামস্ বলা হয়?-
(a) ব্রায়োফাইটা
(b) জিমনোস্পার্ম
(c) অ্যাক্সিওস্পার্ম
(d) টেরিডোফাইটা।
উত্তর:(d) টেরিডোফাইটা।
(17) রক্তের হেমারেজ প্রতিরোধে রক্তরসের প্রোথ্রম্বিন ফ্যাক্টরটি তৈরি করতে সাহায্য করে নীচের কোন ভিটামিন? -
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-K
(c) ভিটামিন-D
(d) ভিটামিন-E।
উত্তর:(b) ভিটামিন-K
(18) সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ও আলোক নিরপেক্ষ বিক্রিয়া পর্যায়ক্রমে ক্লোরোপ্লাস্টের কোথায় কোথায় সংঘটিত হয়? -
(a) গ্রানা, স্ট্রোমা
(b) অন্ত ও বহিঃপর্দায়
(c) পেরিপ্লাস্টিডিয়াল স্থানে
(d) স্ট্রোমা, গ্রানা।
উত্তর:(a) গ্রানা, স্ট্রোমা
(19) প্রদত্ত কোন্ ক্ষারটি RNA-তে থাকে কিন্তু DNA-তে থাকে না?-
(a) ইউরাসিল
(b) অ্যাডেনিন
(c) থাইমিন
(d) সাইটোসিন।
উত্তর:(a) ইউরাসিল
(20) ফ্লোয়েম কলা গঠনকারী নীচের কোন্ কোশটি নিউক্লিয়াসবিহীন? -
(a) ফ্লোয়েম প্যারেনকাইমা
(b) সঙ্গীকোশ
(c) সীভনল
(d) সবকটি।
উত্তর:(c) সীভনল
(21) প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? -
(a) ব্রায়োফাইটার মূল উদ্ভিদদেহ লিঙ্গধর প্রকৃতির
(b) দ্বিবীজপত্রী বীজের দুটি বীজপত্র
(c) অ্যাডিপোজ বা মেদ কলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়কারী একপ্রকার আবরণী কলা
(d) প্লিহা সর্ববৃহৎ লসিকা গ্রন্থি
উত্তর:(c) অ্যাডিপোজ বা মেদ কলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়কারী একপ্রকার আবরণী কলা
(22) মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব। এটি কার উক্তি ?
(a) ওপারিন
(b) ফক্স
(c) হ্যালডেন
(d) পাস্তুর।
উত্তর:(b) ফক্স
(23) নেফ্রিডিয়া দেখা যায় যে প্রাণীতে, তা হল-
(a) আরশোলা
(b) অ্যামিবা
(c) কেঁচো
(d) ফিতাকৃমি।
উত্তর:(c) কেঁচো
(24) কোশপর্দা হল
(a) অভেদ্য
(b) ভেদ্য
(c) অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য
(d) কোনোটিই নয়।
উত্তর:(c) অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য
(25) ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়- (a) কোলেনকাইমা
(b) ক্লোরেনকাইমা
(c) এরেনকাইমা
(d) কোনোটিই নয়।
উত্তর:(b) ক্লোরেনকাইমা
(26) রক্ততঞ্চন ব্যাহত হয় কোন্ ভিটামিনের অভাবে -
(a) ভিটামিন C
(b) ভিটামিন D
(c) ভিটামিন E
(d) ভিটামিন K।
উত্তর:(d) ভিটামিন K।
(27) অ্যাডেনিন হল -
(a) পিউরিন বেস
(b) পিরিমিডিন বেস
(c) নিউক্লিওসাইড
(d) নিউক্লিওটাইড।
উত্তর:(a) পিউরিন বেস
(28) প্লাসমোডেসমাটা দেখতে পাওয়া যায়-
(a) কোশপ্রাচীরে
(b) রাইবোজোমে
(c) মাইটোকনড্রিয়ায়
(d) সেন্টোজোমে।
উত্তর:(a) কোশপ্রাচীরে
(29) বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটেগরিটি হল "
(a) গণ
(b) শ্রেণি
(c) প্রজাতি
(d) গোত্র।
উত্তর:(b) শ্রেণি
(30) ভিটামিন A-এর রাসায়নিক নাম-
(a) ক্যালসিফেরল
(b) টোকোফেরল
(c) রেটিনল
(d) ফাইলোকুইনন।
উত্তর:(c) রেটিনল
Class 9 1st summative life science suggestion
(31) পলিস্যাকারাইড ভাঙনের অন্তিম ধাপে কোন্ পদার্থ উৎপন্ন হয়?
(a) ফ্যাটি অ্যাসিড
(b) অ্যামাইনো অ্যাসিড
(c) মনোস্যাকারাইড
(d) অলিগোস্যাকারাইড।
উত্তর:(c) মনোস্যাকারাইড
(32) সাইটোপ্লাজমের কাঠামো গঠনকারী কোশ অঙ্গাণুটি হল -
(a) মাইটোকনড্রিয়া
(b) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(c) রাইবোজোম
(d) লাইসোজোম।
উত্তর:(b) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(33) পিত্ত উৎপন্ন হয়-
(a) যকৃতে
(b) প্লিহাতে
(c) অগ্ন্যাশয়ে
(d) বৃক্কে।
উত্তর:(a) যকৃতে
(34) কোন প্রকার প্রাণীকলাকে ধাত্রপ্রধান কলা বলা হয়?-
(a) যোগকলা
(b) পেশিকলা
(c) আবরণী কলা
(d) স্নায়ুকলা।
উত্তর:(a) যোগকলা
(35) ছত্রাকের কোশ প্রাচীরের প্রধান উপাদান হল-
(a) পেকটিন
(b) সেলুলোজ
(c) কাইটিন
(d) পেপটাইডোগ্লাইক্যান।
উত্তর:(c) কাইটিন
(36) ছদ্মসিলোম উপস্থিত যে পর্বের প্রাণীদেহে, সেটি হল-
(a) নিডারিয়া
(b) অ্যানিলিডা
(c) নিমাটোডা
(d) টিনোফোরা।
উত্তর:(c) নিমাটোডা
(37) মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব হল-
(a) অ্যামিবা
(b) ব্যাকটেরিয়া
(c) মিউকর
(d) পরিফেরা।
উত্তর:(b) ব্যাকটেরিয়া
(38) যেটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। -
(a) প্রোটিন-অ্যামাইনো অ্যাসিড
(b) শ্বেতসার-শর্করা
(c) DNA-নিউক্লিওটাইড
(d) ফ্যাট-শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড।
উত্তর:(d) ফ্যাট-শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড।
(39) ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো।
(a) ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়,
(b) ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক
(c) উচ্চ তাপমাত্রায় কোনো কোনো ভিটামিন কার্যকারিতা হারায়
(d) ভিটামিন খাদ্যে খুব কম পরিমাণে থাকে।
উত্তর:(b) ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক
(40) কোয়ান্টাজোম দানা যে কোশ অঙ্গাণুতে বর্তমান, সেটি হল-
(a) ক্লোরোপ্লাস্ট
(b) মাইটোকনড্রিয়া
(c) গলগি বডি
(d) লিউকোপ্লাস্ট।
উত্তর:(a) ক্লোরোপ্লাস্ট
(41) প্রদত্ত কোন্ কলার কোশপ্রাচীরে কূপ থাকে?- (a) প্যারেনকাইমা
(b) কোলেনকাইমা
(c) জাইলেম
(d) স্ক্লেরেনকাইমা।
উত্তর:(d) স্ক্লেরেনকাইমা।
(42) IR-8 এক ধরনের
(a) উচ্চফলনশীল ধান
(b) উন্নত প্রজাতির মাছ
(c) উন্নত প্রজাতির মুরগি
(d) জীবনদায়ী আন্টিবায়ে
উত্তর:(a) উচ্চফলনশীল ধান
(43) প্রাণীদের যে পর্বে ছদ্মসিলোম দেখা যায় তা হল -
(a) পরিফেরা
(b) নিডারিয়া
(c) টিনোফোরা
(d) নিমাটোডা।
উত্তর:(d) নিমাটোডা।
(44) RNA-তে থাইমিনের (T) পরিবর্তে থাকে-
(a) অ্যাডেনিন (A)
(b) গুয়ানিন (G)
(c) সাইটোসিন
(d) ইউরাসিল (U)
উত্তর:(d) ইউরাসিল (U)
(45) ভিটামিন D-এর অভাবে হয়-
(a) রিকেট
(b) রাতকানা রোগ
(c) অন্ধত্ব
(d) বেরিবেরি।
উত্তর:(a) রিকেট
(46) তরল মোজেইক মডেল দেখা যায়-
(a) কোশপ্রাচীরে
(b) কোশপর্দায়
(c) সাইটোপ্লাজমে
(d) রাইবোজোমে।
উত্তর:(b) কোশপর্দায়
(47) স্ক্লেরেনকাইমা কলার কোশগুলি-
(a) বিভাজিত হয়
(b) খাদ্য পরিবহণ করে
(c) মৃত প্রকৃতির
(d) সজীব প্রকৃতির।
উত্তর:(c) মৃত প্রকৃতির
(48) মানবদেহের সবথেকে বড়ো পৌষ্টিকগ্রন্থি হল- (a) পাকস্থলী
(b) প্লিহা
(c) বৃক্ক
(d) যকৃৎ।
উত্তর:(d) যকৃৎ।
(49) ভাস্কুলার ক্রিপটোগ্যামস্ নামে পরিচিত-
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) ফার্ন
(d) মস।
উত্তর:(c) ফার্ন
(50) রাইবোজ শর্করাতে উপস্থিত কার্বনের সংখ্যা- (a) 4
(b) 5
(c) 6
(d) 7
উত্তর:(b) 5
Class 9 1st unit life science suggestion
(51) তোমাদের শরীরে যে হাড়গুলি রয়েছে তা প্রদত্ত কোন্ কলার অন্তর্গত?-
(a) আবরণী কলা
(b) যোগকলা
(c) পেশিকলা
(d) স্নায়ুকলা।
উত্তর:(b) যোগকলা
(52) জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তা হল -
(a) বায়োনিক্স
(b) প্যালিওন্টোলজি
(c) অ্যানথ্রোপলজি
(d) কোনোটিই নয়।
উত্তর:(b) প্যালিওন্টোলজি
(53) ভ্যাকুওলের আবরণকে বলা হয়-
(a) প্রোটোপ্লাস্ট
(b) টোনোপ্লাস্ট
(c) লিউকোপ্লাস্ট
(d) ফ্র্যাগমোপ্লাস্ট।
উত্তর:(b) টোনোপ্লাস্ট
(54) ব্যবস্তু সমন্বিত প্যারেনকাইমা কলাকে বলা হয় -
(a) প্রোসেনকাইমা
(b) এরেনকাইমা
(c) ক্লোরেনকাইমা
(d) ইডিওব্লাস্ট।
উত্তর:(d) ইডিওব্লাস্ট।
(55) দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, এমন প্রাণী পর্বটি হল-
(a) টিনোফোরা
(b) নিডারিয়া
(c) অ্যানিলিডা
(d) মোলাস্কা
উত্তর:(c) অ্যানিলিডা
(56) যে রাজ্যের সদস্যদের দেহ গঠনে অনুসূত্র (হাইফি) দেখা যায়, তা হল-
(a) মোনেরা
(b) প্রোটিস্টা
(c) ফানজি
(d) অ্যানিম্যালিরা।
উত্তর:(c) ফানজি
(57) জাইলেমের সজীব উপাদানটি হল-
(a) ট্র্যাকিড
(b) ট্র্যাকিয়া
(c) জাইলেম প্যারেনকাইমা
(d) জাইলেম তন্তু।
উত্তর:(c) জাইলেম প্যারেনকাইমা
(58) একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ হল- (a) ম্যাগনেশিয়াম
(b) আয়োডিন
(c) ম্যাঙ্গানিজ
(d) সোডিয়াম।
উত্তর:(a) ম্যাগনেশিয়াম
(59) ফ্যাটজাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাসটিডে তা হল
(a) অ্যামাইলোপ্লাস্ট
(b) এলাইওপ্লাস্ট
(c) প্রোটিনোপ্লাস্ট
(d) ক্রোমোপ্লাস্ট।
উত্তর:(b) এলাইওপ্লাস্ট
(60) যে প্রাণীকলায় কোশ উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি, তা -
(a) আবরণী কলা
(b) যোগকলা
(c) পেশিকলা
(d) স্নায়ুকলা
উত্তর:(b) যোগকলা
(61) আমাদের দেহে পিওরস ক্ষরণ করে যে অঙ্গটি তা হল-
(a) যকৃৎ
(b) বৃক্ক
(c) শুক্রাশয়
(d) প্লিহা।
উত্তর:(a) যকৃৎ
(62) ছত্রাকের কোশপ্রাচীরের প্রধান উপাদানটি হল- (a) পেকটিন
(b) কাইটিন
(c) পেপটাইডোগ্লাইক্যান
(d) সেলুলোজ।
উত্তর:(b) কাইটিন
(63) ভ্যাকুওলের আবরণকে বলা হয়-
(a) প্রোটোপ্লাস্ট
(b) টোনোপ্লাস্ট
(c) লিউকোপ্লাস্ট
(d) ফ্র্যাগমোপ্লাস্ট।
উত্তর:(b) টোনোপ্লাস্ট
(64) 'The Origin of Life on the Earth' গ্রন্থের লেখক-
(a) হ্যালডেন
(b) ওপারিন
(c) অ্যারিস্টট্ল
(d) সিডনি ফক্স।
উত্তর:(b) ওপারিন
(65) প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তা হল -
(a) গ্লাইকোসাইডিক
(b) হাইড্রোজেন
(c) ডাইসালফাইড
(d) পেপটাইড।
উত্তর:(d) পেপটাইড।
(66) রক্তের RBC ধ্বংস হয়-
(a) যকৃৎ
(b) বৃক্ক
(c) প্লিহা
(d) অগ্ন্যাশয়-এ।
উত্তর:(c) প্লিহা
(67) HCI ক্ষরিত হয় পাকস্থলীর -
(a) পেপটিক কোশ
(b) অক্সিনটিক কোশ
(c) গবলেট কোশ
(d) অ্যারিওলার কোশ থেকে
উত্তর:(b) অক্সিনটিক কোশ
(68) নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশটি হল-
(a) সীভনল
(b) সঙ্গীকোশ
(c) লাইসোজোম
(d) প্যারেনকাইমা।
উত্তর:(a) সীভনল
(69) ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা-
(a) 17টি
(b) 7টি
(c) 27টি
(d) 37টি।
উত্তর:(b) 7টি
(70) অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হল - (a) ফ্লেম কোশ
(b) ম্যালপিজিয়ান নালিকা
(c) নেফ্রিডিয়া
(d) সংকোচনশীল গহ্বর
উত্তর:(c) নেফ্রিডিয়া
(71) ভিটামিন-C এর অভাবে যে রোগটি দেখা যায় তা হল-
(a) অস্টিওম্যালেশিয়া
(b) রিকেট
(c) স্কার্ভি
(d) বেরিবেরি।
উত্তর:(c) স্কার্ভি
(72) প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন্ অঙ্গাণুটি ?
(a) মাইটোকনড্রিয়া
(b) গলগি বস্তু
(c) লাইসোজোম
(d) রাইবোজোম।
উত্তর:(d) রাইবোজোম।
(73) উদ্ভিদের জলসংবহনে সাহায্যকারী কলাটি হল-
(a) ফ্লোয়েম
(b) জাইলেম
(c) কোলেনকাইমা
(d) স্ক্লেরেনকাইমা।
উত্তর:(b) জাইলেম
(74) নার্ভতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল- (a) অ্যাক্সন
(b) নিউরোন
(c) কোশদেহ
(d) ডেনড্রন।
উত্তর:(b) নিউরোন
(75) পায়ে পিন ফুটলে পা সরিয়ে নিই, এই কাজটি নিয়ন্ত্রণ করে -
(a) মস্তিষ্ক
(b) যকৃৎ
(c) সুষুম্নাকাণ্ড
(d) বৃক্ক।
উত্তর:(c) সুষুম্নাকাণ্ড
(76) শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক হল-
(a) শ্রেণি
(b) বর্গ
(c) গোত্র
(d) প্রজাতি।
উত্তর:(d) প্রজাতি।
(77) ল্যাসোকোশ দেখা যায় প্রদত্ত কোন্ পর্বের প্রাণীর ? -
(a) প্ল্যাটিহেলমিনথিস
(b) টিনোফোরা
(c) পরিফেরা
(d) নির্ভারিয়া।
উত্তর:(b) টিনোফোরা
(78) ফুসফুস যে দ্বি-স্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয়-
(a) পেরিকার্ডিয়াম
(b) মেনিনজেস
(c) প্লুরা
(d) ক্যাপসুল।
উত্তর:(c) প্লুরা
(79) কোন্ কোশ অঙ্গাণুকে 'কোশের শক্তিঘর' বলা হয় ?
(a) নিউক্লিয়াস
(b) গলগি বস্তু
(c) রাইবোজোম
(d) মাইটোকনড্রিয়া।
উত্তর:(d) মাইটোকনড্রিয়া।
(80) প্রদত্ত কোন্ খনিজ মৌলটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?-
(a) আয়রন
(b) ক্যালশিয়াম
(c) পটাশিয়াম
(d) ম্যাগনেশিয়াম
উত্তর:(a) আয়রন
(81) প্রদত্ত কোন্ অঙ্গ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে?
(a) শুক্রাশয়
(b) সুষুম্নাকাণ্ড
(c) যকৃৎ
(d) বৃক্ক।
উত্তর:(b) সুষুম্নাকাণ্ড
(82) রক্ততঞ্চনে সাহায্য করে-
(a) শ্বেত রক্তকণিকা
(b) অণুচক্রিকা
(c) নিউট্রোফিল
(d) লোহিত রক্তকণিকা।
উত্তর:(b) অণুচক্রিকা