Class 9 History chapter 1 important question answer wbbse

 Class 9 History chapter 1 important question answer wbbse

 ইতিহাস প্রথম অধ্যায় 

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 

অনুশীলনী প্রশ্ন উত্তর

Class 9 History chapter 1 important question answer  wbbse

Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য  জীবন মুখোপাধ্যায় লেখা আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।100% সঠিক সমাধান।class 9 history chapter 1 important exercise question answer west Bengal Board 


(ক) নৈর্ব্যক্তিক প্রশ্ন :


• সঠিক উত্তরটি নির্বাচন করো :


1. ১৭৮৯-এ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন-


(A) চতুর্দশ লুই


(B)ষোড়শ লুই


(C)নেকার


(D)রোবস্পিয়র

উত্তর:(B)ষোড়শ লুই


2. 'লেতর দ্য ক্যাশে' হল-


(A)অধিকারপত্র


(B) গ্রেপ্তারি পরোয়ানা


(C)ফ্রান্সের জাতীয় ব্যাঙ্ক


(D)গির্জার নির্দেশনামা

উত্তর:(B) গ্রেপ্তারি পরোয়ানা

3.ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলছেন-


(A)রুশো


(B)অ্যাডাম স্মিথ


(C)মন্তেস্কু


(D)রাইকার

উত্তর:(B)অ্যাডাম স্মিথ

4. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হত-


 (A)ভিটিংয়েমে


(B)গ্যাবেলা


(C)ক্যাপিটেশন


(D)টেইল

উত্তর:(A)ভিটিংয়েমে

5. কাকে 'ঐশ্বর্যের ইন্দ্রপুরী' বলা হত?


(A)প্যারিসের 'স্টেটস জেনারেল B


(B)বাস্তিল দুর্গ


(C)ভার্সাইয়ের রাজপ্রাসাদ


(D)টুইলারিস রাজপ্রাসাদ

উত্তর:(C)ভার্সাইয়ের রাজপ্রাসাদ

6. রোবাস্পিয়র ছিলেন একজন-


 (A)জাকোবিন নেতা


(B)অভিজাত নেতা


(C)জিরন্ডিন নেতা


(D)রাজতন্ত্রী

উত্তর: (A)জাকোবিন নেতা


7.ষোড়শ লুই-এর প্রাণদন্ড হয় কারণ তিনি-


(A)বিপ্লবের বিরোধিতা করেন


(B)নিষ্ঠুর ছিলেন


(C)বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন


(D)স্বৈরাচারী ছিলেন

উত্তর:(D)স্বৈরাচারী ছিলেন

8.যাজকরা রাষ্ট্রকে যে কর দিত তা হল-


(A)স্বেচ্ছাধীন কর


(B)টাইম


(C)গ্যাবেল


(D)কাপিটেশন

উত্তর:(A)স্বেচ্ছাধীন কর

9.ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন?


(A) তুর্গো


 (B)নেপোলিয়ন


(C)মিরাঁবো


(D)রোবসপীয়র

উত্তর:(A) তুর্গো

10. ফরাসি বিপ্লবের জনক ছিলেন-


 (A)রুশো


(B) ভলতেয়ার


 (C)মন্তেস্ক্যু


(D)রোবসপীয়র

উত্তর:(A)রুশো

11. সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন-


(A)মিরাঁবো


(B)দাঁত


(C)রোবসপীয়র


(D)তুর্গো

উত্তর:(C)রোবসপীয়র

12. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন-


(A)রুশো


(B) ভলতেয়ার


(C)অ্যাডাম স্মিথ


(D)মন্তেস্কু

উত্তর:(D)মন্তেস্কু


শূন্যস্থান পূরণ করো:

1. প্রজাপতি রাজা বলা হয়_____ কে।

উত্তর: পঞ্চদশ লুই

2._____ খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে 'রুটির দাঙ্গা' শুরু হয়।

উত্তর:১৭৮৮

3. 'দি স্পিরিট অব লজ' গ্রন্থটির রচয়িতা_____

উত্তর:মন্তেস্কু

4. 'ফিলেজফিক্যাল লেটার্স' গ্রন্থের রচয়িতা_____

উত্তর: ভলতেয়ার

5. ______খ্রিস্টাব্দে বাস্তিলের পতন হয়।

উত্তর:১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ই জুলাই

6. রাজা ষোড়শ লুই-এর প্রাণদণ্ড দেওয়া হয়_____খ্রিস্টাব্দে।

উত্তর:২১ শে জানুয়ারি ১৭৯৩

7. স্টেটস জেনারেল-এর অধিবেশন ডাকা হয়নি_____ বছর।

উত্তর:১৭৫

8._____ ছিল উৎপাদনভিত্তিক আয়কর।

উত্তর:ক্যাপিটেশন

9. অঁসিয়া রেজিম-এর অর্থ হলো ______সমাজ।

উত্তর: পূর্বতন 

10. টিপু সুলতান ছিলেন______ ক্লাবের সদস্য।

উত্তর: জ্যাকোবিন

11. জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন_______।

উত্তর:  মাদাম রোনাল্ড, পাওলিন লিওন 

12. ______খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়।

উত্তর:১৭৯২ খ্রিস্টাব্দে ২১শে সেপ্টেম্বর 


সত্য না মিথ্যা নির্ণয় করো:


1. চতুর্দশ লুই-এর আমলে ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছিল ঐশ্চর্যের ইন্দ্রপুরী।

উত্তর:সত্য

2. কুইসনে ছিলেন অবাধ বাণিজ্যনীতির বিরোধী।

উত্তর:সত্য

3. সালোঁ সংস্কৃতি ফরাসি বিপ্লব বিরোধী ছিল।

উত্তর:মিথ্যা

4. ব্রিয়েনের পূর্বতন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন ক্যালোন।

উত্তর:সত্য

5. ফ্রান্সে ব্রেটন ক্লাবের অনুকরণে গড়ে ওঠে জাকোবিন ক্লাব।

উত্তর:মিথ্যা

6. ফরাসি রাজপ্রসাদের নাম ছিল বাস্তিল।

উত্তর:মিথ্যা

7. ফরাসি রাজা ষোড়শ লুই 'প্রজাপতি রাজা' নামে পরিচিত ছিলেন।

উত্তর:মিথ্যা

8. রোবসপিয়র ছিলেন জাকোবিন দলের বিশিষ্ট নেতা।

উত্তর:সত্য

9. টিপু সুলতান জাকোবিন ক্লাবের সদস্য ছিলেন।

উত্তর:সত্য

10. 'আইনের মর্ম' গ্রন্থটির লেখক ভলতেয়ার।

উত্তর:মিথ্যা


বামদিকের স্তম্ভ সাথেই ডানদিকের স্তম্ভ মেলাও:


বামদিক

ডানদিক

(i) ভলতেয়ার

(a) 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।'

(ii) 'সেপ্টেম্বর হত্যাকাণ্ড'

(b) পঞ্চদশ লুই।

(iii) 'স্বাধীনতার বৃক্ষ'

(c) 'রাজনৈতিক কারাগার'

(iv) 'প্রজাপতি রাজা'

(d) জাঁ পল মারা।

(v) অ্যাডাম স্মিথ

(e) টিপু সুলতান।

উত্তর:


বামদিক

ডানদিক

(i) ভলতেয়ার

(c) 'রাজনৈতিক কারাগার'

(ii) 'সেপ্টেম্বর হত্যাকাণ্ড'

(d) জাঁ পল মারা।

(iii) 'স্বাধীনতার বৃক্ষ'

(e) টিপু সুলতান।

(iv) 'প্রজাপতি রাজা'

(b) পঞ্চদশ লুই।

(v) অ্যাডাম স্মিথ

(a) 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।'

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

1. ফ্রান্সের কোন্ রাজাকে 'প্রজাপতি রাজা' বলা হত? 

উত্তর:ফ্রান্সের পঞ্চদশ লুইকে' প্রজাপতি রাজা' বলা হত।

2. জনসাধারণ কাদের 'অর্থলোলুপ নেকড়ে' বলত? 

উত্তর: ইনটেনডেন্ট নামক কর্মচারীদের জনসাধারণ 'অর্থলোলুপ নেকড়ে' বলত।

3. 'গ্যাবেল' কী? 

উত্তর:'গ্যাবেল' হল লবণ কর।

4. 'টাইথ' কী?

উত্তর:'টাইথ' হল ধর্ম কর।

5. বাস্তিলের পতন কবে হয়?

উত্তর:১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ই জুলাই

6. ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায়ে কারা ছিলেন? 

উত্তর:ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায়ে যাজকরা ছিলেন।

7. 'দি স্পিরিট অব লজ' গ্রন্থের লেখক কে?

উত্তর:'দি স্পিরিট অব লজ' গ্রন্থের লেখক মন্তেস্কু।

8. ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? 

উত্তর:ফরাসি জাতীয় সভার নাম হলো স্টেটস জেনারেল।

 9. 'ব্রান্সউইক ঘোষণাপত্র' কবে জারি হয়? 

উত্তর: 'ব্রান্সউইক ঘোষণাপত্র' ২৮ শে জুলাই ১৭৯২ জারি হয়।

10. 'মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র' কবে প্রকাশিত হয়?

উত্তর:'মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র' ১৭৮৯ খ্রিস্টাব্দে ২৬ শে আগস্ট

11. 'সেপ্টেম্বর হত্যাকান্ড' কবে সংঘটিত হয়?

উত্তর: ২ থেকে ৭ সেপ্টেম্বর ,১৭৮৯ খ্রিস্টাব্দে

12. 'সেপ্টেম্বর হত্যাকান্ডের' নায়ক কে ছিলেন?

উত্তর:'সেপ্টেম্বর হত্যাকান্ডের' নায়ক হলো জাঁ পল মারা।

13. বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করতো?

উত্তর: বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ রাজত্ব করতো।

14. নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অর্ন্তভুক্ত ছিল?

উত্তর: নিম্ন যাজকরা প্রথম এস্টেট সম্প্রদায়ের অর্ন্তভুক্ত ছিল।

15. কোন অভিযোগের ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল?

উত্তর: স্বৈরাচারী রাজার ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল।

16. কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয়? 

উত্তর: ১৭৯৫ খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয়।

17. "রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে"-উক্তিটি কার?

উত্তর:"রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে"-উক্তিটি হলো রোবসপিয়রের।

18. নারীদের অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেছিলেন?

 উত্তর:নারীদের অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন অলিম্প দ্য গুজ।

19. ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে? 

উত্তর:ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে ১৭৯৩ খ্রিস্টাব্দে।

20. 'দ্য সিটিজেন' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:'দ্য সিটিজেন' গ্রন্থের রচয়িতা সাইমন স্যামা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.