Class 9 History chapter 1 important question answer wbbse
ইতিহাস প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
অনুশীলনী প্রশ্ন উত্তর
Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য জীবন মুখোপাধ্যায় লেখা আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।100% সঠিক সমাধান।class 9 history chapter 1 important exercise question answer west Bengal Board
(ক) নৈর্ব্যক্তিক প্রশ্ন :
• সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. ১৭৮৯-এ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন-
(A) চতুর্দশ লুই
(B)ষোড়শ লুই
(C)নেকার
(D)রোবস্পিয়র
উত্তর:(B)ষোড়শ লুই
2. 'লেতর দ্য ক্যাশে' হল-
(A)অধিকারপত্র
(B) গ্রেপ্তারি পরোয়ানা
(C)ফ্রান্সের জাতীয় ব্যাঙ্ক
(D)গির্জার নির্দেশনামা
উত্তর:(B) গ্রেপ্তারি পরোয়ানা
3.ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলছেন-
(A)রুশো
(B)অ্যাডাম স্মিথ
(C)মন্তেস্কু
(D)রাইকার
উত্তর:(B)অ্যাডাম স্মিথ
4. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হত-
(A)ভিটিংয়েমে
(B)গ্যাবেলা
(C)ক্যাপিটেশন
(D)টেইল
উত্তর:(A)ভিটিংয়েমে
5. কাকে 'ঐশ্বর্যের ইন্দ্রপুরী' বলা হত?
(A)প্যারিসের 'স্টেটস জেনারেল B
(B)বাস্তিল দুর্গ
(C)ভার্সাইয়ের রাজপ্রাসাদ
(D)টুইলারিস রাজপ্রাসাদ
উত্তর:(C)ভার্সাইয়ের রাজপ্রাসাদ
6. রোবাস্পিয়র ছিলেন একজন-
(A)জাকোবিন নেতা
(B)অভিজাত নেতা
(C)জিরন্ডিন নেতা
(D)রাজতন্ত্রী
উত্তর: (A)জাকোবিন নেতা
7.ষোড়শ লুই-এর প্রাণদন্ড হয় কারণ তিনি-
(A)বিপ্লবের বিরোধিতা করেন
(B)নিষ্ঠুর ছিলেন
(C)বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন
(D)স্বৈরাচারী ছিলেন
উত্তর:(D)স্বৈরাচারী ছিলেন
8.যাজকরা রাষ্ট্রকে যে কর দিত তা হল-
(A)স্বেচ্ছাধীন কর
(B)টাইম
(C)গ্যাবেল
(D)কাপিটেশন
উত্তর:(A)স্বেচ্ছাধীন কর
9.ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন?
(A) তুর্গো
(B)নেপোলিয়ন
(C)মিরাঁবো
(D)রোবসপীয়র
উত্তর:(A) তুর্গো
10. ফরাসি বিপ্লবের জনক ছিলেন-
(A)রুশো
(B) ভলতেয়ার
(C)মন্তেস্ক্যু
(D)রোবসপীয়র
উত্তর:(A)রুশো
11. সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন-
(A)মিরাঁবো
(B)দাঁত
(C)রোবসপীয়র
(D)তুর্গো
উত্তর:(C)রোবসপীয়র
12. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন-
(A)রুশো
(B) ভলতেয়ার
(C)অ্যাডাম স্মিথ
(D)মন্তেস্কু
উত্তর:(D)মন্তেস্কু
শূন্যস্থান পূরণ করো:
1. প্রজাপতি রাজা বলা হয়_____ কে।
উত্তর: পঞ্চদশ লুই
2._____ খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে 'রুটির দাঙ্গা' শুরু হয়।
উত্তর:১৭৮৮
3. 'দি স্পিরিট অব লজ' গ্রন্থটির রচয়িতা_____
উত্তর:মন্তেস্কু
4. 'ফিলেজফিক্যাল লেটার্স' গ্রন্থের রচয়িতা_____
উত্তর: ভলতেয়ার
5. ______খ্রিস্টাব্দে বাস্তিলের পতন হয়।
উত্তর:১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ই জুলাই
6. রাজা ষোড়শ লুই-এর প্রাণদণ্ড দেওয়া হয়_____খ্রিস্টাব্দে।
উত্তর:২১ শে জানুয়ারি ১৭৯৩
7. স্টেটস জেনারেল-এর অধিবেশন ডাকা হয়নি_____ বছর।
উত্তর:১৭৫
8._____ ছিল উৎপাদনভিত্তিক আয়কর।
উত্তর:ক্যাপিটেশন
9. অঁসিয়া রেজিম-এর অর্থ হলো ______সমাজ।
উত্তর: পূর্বতন
10. টিপু সুলতান ছিলেন______ ক্লাবের সদস্য।
উত্তর: জ্যাকোবিন
11. জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন_______।
উত্তর: মাদাম রোনাল্ড, পাওলিন লিওন
12. ______খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়।
উত্তর:১৭৯২ খ্রিস্টাব্দে ২১শে সেপ্টেম্বর
• সত্য না মিথ্যা নির্ণয় করো:
1. চতুর্দশ লুই-এর আমলে ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছিল ঐশ্চর্যের ইন্দ্রপুরী।
উত্তর:সত্য
2. কুইসনে ছিলেন অবাধ বাণিজ্যনীতির বিরোধী।
উত্তর:সত্য
3. সালোঁ সংস্কৃতি ফরাসি বিপ্লব বিরোধী ছিল।
উত্তর:মিথ্যা
4. ব্রিয়েনের পূর্বতন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন ক্যালোন।
উত্তর:সত্য
5. ফ্রান্সে ব্রেটন ক্লাবের অনুকরণে গড়ে ওঠে জাকোবিন ক্লাব।
উত্তর:মিথ্যা
6. ফরাসি রাজপ্রসাদের নাম ছিল বাস্তিল।
উত্তর:মিথ্যা
7. ফরাসি রাজা ষোড়শ লুই 'প্রজাপতি রাজা' নামে পরিচিত ছিলেন।
উত্তর:মিথ্যা
8. রোবসপিয়র ছিলেন জাকোবিন দলের বিশিষ্ট নেতা।
উত্তর:সত্য
9. টিপু সুলতান জাকোবিন ক্লাবের সদস্য ছিলেন।
উত্তর:সত্য
10. 'আইনের মর্ম' গ্রন্থটির লেখক ভলতেয়ার।
উত্তর:মিথ্যা
বামদিকের স্তম্ভ সাথেই ডানদিকের স্তম্ভ মেলাও:
উত্তর:
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
1. ফ্রান্সের কোন্ রাজাকে 'প্রজাপতি রাজা' বলা হত?
উত্তর:ফ্রান্সের পঞ্চদশ লুইকে' প্রজাপতি রাজা' বলা হত।
2. জনসাধারণ কাদের 'অর্থলোলুপ নেকড়ে' বলত?
উত্তর: ইনটেনডেন্ট নামক কর্মচারীদের জনসাধারণ 'অর্থলোলুপ নেকড়ে' বলত।
3. 'গ্যাবেল' কী?
উত্তর:'গ্যাবেল' হল লবণ কর।
4. 'টাইথ' কী?
উত্তর:'টাইথ' হল ধর্ম কর।
5. বাস্তিলের পতন কবে হয়?
উত্তর:১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ই জুলাই
6. ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায়ে কারা ছিলেন?
উত্তর:ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায়ে যাজকরা ছিলেন।
7. 'দি স্পিরিট অব লজ' গ্রন্থের লেখক কে?
উত্তর:'দি স্পিরিট অব লজ' গ্রন্থের লেখক মন্তেস্কু।
8. ফরাসি জাতীয় সভার নাম কী ছিল?
উত্তর:ফরাসি জাতীয় সভার নাম হলো স্টেটস জেনারেল।
9. 'ব্রান্সউইক ঘোষণাপত্র' কবে জারি হয়?
উত্তর: 'ব্রান্সউইক ঘোষণাপত্র' ২৮ শে জুলাই ১৭৯২ জারি হয়।
10. 'মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র' কবে প্রকাশিত হয়?
উত্তর:'মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র' ১৭৮৯ খ্রিস্টাব্দে ২৬ শে আগস্ট
11. 'সেপ্টেম্বর হত্যাকান্ড' কবে সংঘটিত হয়?
উত্তর: ২ থেকে ৭ সেপ্টেম্বর ,১৭৮৯ খ্রিস্টাব্দে
12. 'সেপ্টেম্বর হত্যাকান্ডের' নায়ক কে ছিলেন?
উত্তর:'সেপ্টেম্বর হত্যাকান্ডের' নায়ক হলো জাঁ পল মারা।
13. বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করতো?
উত্তর: বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ রাজত্ব করতো।
14. নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অর্ন্তভুক্ত ছিল?
উত্তর: নিম্ন যাজকরা প্রথম এস্টেট সম্প্রদায়ের অর্ন্তভুক্ত ছিল।
15. কোন অভিযোগের ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল?
উত্তর: স্বৈরাচারী রাজার ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল।
16. কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয়?
উত্তর: ১৭৯৫ খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন প্রবর্তিত হয়।
17. "রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে"-উক্তিটি কার?
উত্তর:"রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে"-উক্তিটি হলো রোবসপিয়রের।
18. নারীদের অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেছিলেন?
উত্তর:নারীদের অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন অলিম্প দ্য গুজ।
19. ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে?
উত্তর:ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে ১৭৯৩ খ্রিস্টাব্দে।
20. 'দ্য সিটিজেন' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:'দ্য সিটিজেন' গ্রন্থের রচয়িতা সাইমন স্যামা।