HS Bangla vasa Chapter 5 question answer
ক্লাস 12 বাংলা ভাষা পঞ্চম অধ্যায় শব্দার্থতত্ত্ব MCQ SAQ প্রশ্ন উত্তর সাজেশন
পঞ্চম অধ্যায় – শব্দার্থতত্ত্ব
MCQ
(১) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ?
উঃ– রত্নাগার
(২) ‘বিড়াল’ শব্দের একটি প্রতিশব্দ কী ?
উঃ- মার্জার
(৩) শব্দের সুশৃঙ্খল বিন্যাস হল-
উঃ – থিসরাস
(৪) সংস্কৃত ভাষার লিখিত থিসরাস কী ?
উঃ- অমরকোষ
(৫) ‘থিসরাস’ এ কীরকম শব্দ বিন্যস্ত থাকে ?
উঃ- শব্দানুক্রমিক
(৬) ‘দারুণ’ সশব্দের আদি অর্থ কী ?
উঃ- কাষ্ঠনির্মিত
(৭) ‘গবেষণা’ শব্দের আদি অর্থ কী ?
উঃ- গোরু খোঁজা
(৮) ‘কলম’ শব্দের আদি অর্থ ‘শর’ থেকে পরিবর্তিত হয়ে ‘লেখনী’। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?
উঃ – অর্থের রুপান্তর
(৯) গাং শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমান অর্থ যে কোন নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?
উঃ – শব্দার্থের প্রসার
(১০) ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ কী ?
উঃ- গবাদিপশুর থাকার জায়গা
(১১) ‘ধন্য’ শব্দের আদি অর্থ ‘ধনবান’ পরিবর্তিত অর্থ ‘সৌভাগ্যবান’ উদাহরনটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত তা হল –
উঃ- শব্দার্থের সংকোচ
(১২) ‘অন্ন’ শব্দের আদি অর্থ হল ‘খাদ্য’ পরিবর্তিত অর্থ হল ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?
উঃ- অর্থের সংকোচ
(১৩) ‘মৃগ’ শব্দের আদি অর্থ ‘যে কোনো পশু’ পরিবর্তিত অর্থ ‘হরিণ’ – এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?
উঃ- অর্থের সংকোচ
(১৪) থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে ?
উঃ – পিটার মার্ক রজেট
(১৫) রূপান্তরমূলক, সৃজনমূলক ভাষাবিজ্ঞানের প্রবর্তক কে ?
উঃ- নোয়াম চমস্কি
S.A.Q
(১) ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় কী ?
উঃ- সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো শব্দের অর্থ পরিবর্তনের স্বরূপ বিশ্লেষণ করা ঐতিহাসিক সব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় ।
২। শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব কাকে বলে ?
উঃ- কোনো ভাষার স্বতন্ত্র সামগ্রিক সব্দসমূহের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক সব্দার্থতত্ত্বের যে-শাখায় আলোচনা করা হয়, তাকে শব্দভিত্তিক শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব বলে।
(৩) থিসরাস কী ? [অথবা] থিসরাস কাকে বলে ? একটি বাংলা থিসরাসের উদাহরন দাও।
উঃ- শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনই হল থিসরাস। থিসরাসে সমার্থক বা বিপরীতার্থক শব্দসহ অর্থসম্বন্ধযুক্ত অন্য শব্দ তালিকাবদ্ধ করা হয়। একটি বাংলা থিসরাসের উদাহরণ হল-সাহিত্য সংসদ প্রকাশিত এবং অশোক মোখোপাধ্যায় সম্পাদিত ‘সমার্থ শব্দকোষ’
(৪) শব্দার্থতত্ত্বের শাখাগুলির নাম লেখ ?
উঃ- শব্দার্থতত্ত্বের শাখাগুলি হল – শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব, সত্যসাপেক্ষ তত্ত্ব ও বিষয়মূলক তত্ত্ব ।
(৫) শব্দার্থের রূপান্তর অন্য কী নামে পরিচিত ?
উঃ- শব্দার্থের রূপান্তর অন্য যে-নামে পরিচিত, তা হল-শব্দার্থের সংক্রম বা শব্দার্থের সংশ্লেষ বা শব্দার্থের আমূলক পরিবর্তন ।
(৬) লোকনিরুক্তি কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ- অনেকসময় দুরুচ্চার্য শব্দ সাধারণ মানুষের মুখে সহজতর রূপ নেয় এবং কখনো-কখনো অন্য কোনো পরিচিত শব্দের ধুনিসাম্যের প্রভাবে নতুন একটি শব্দ তৈরি হয়। একেই লোকনিরুক্তি বলে। যেমন হস্পিটাল > হাসপাতাল।
(৭) সমার্থক শব্দ কাকে বলে ?
উঃ- দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দগুলিকে সমার্থক শব্দ বলে। যেমন বাবা-পিতা, জনক।
(৮) বিপরীতার্থক শব্দ কাকে বলে ?
উঃ- দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বিপরীতার্থক শব্দ বলা হয়। যেমন দিন-রাত, আর্য- অনার্য ইত্যাদি।
(৯) থিসরাস কে, কবে রচনা করেন ?
উঃ- ১৮০৫ সালে পিটার মার্ক রজেট থিসরাস রচনা করেন এবং তা ১৮৫২ সালে প্রকাশিত হয়।
(১০) প্রথম আধুনিক থিসরাস কোনটি ?
উঃ- পিটার মার্ক রজেট-এর থিসরাসটি হল প্রথম আধুনিক থিসরাস।
(১১) শব্দর্থের প্রসার বলতে কী বোঝো ?
উঃ- সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্ব অর্থের সঙ্গে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থসমষ্টি যোগ হয়, তখন তাকে শব্দার্থের প্রসার বলে। যেমন কালি শব্দটির পূর্ব অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। কিন্তু বর্তমানে লাল, নীল, সবুজ নানা রঙের তরল পদার্থকেই কালি বলা হয়।
(১২) শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো ?
উঃ- কোনো কোনো সময়ে একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায়। একে বলে শব্দার্থের সংকোচ। যেমন অন্ন শব্দের আদি অর্থ খাদ্য কিন্তু বর্তমান অর্থ শুধুই ভাত।
(১৩) শব্দার্থের রূপান্তর বলতে কী বোঝো ?
উঃ- অনেকসময় শব্দের অর্থ পরিবর্তন এমনভাবে হয় যে, আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের যোগসূত্র পাওয়া সম্ভব হয় না। একেই বলে রূপান্তর। যেমন কলম শব্দের আদি অর্থ শর বা খাগ কিন্তু বর্তমান অর্থ লেখনী।
(১৪) একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও ?
উঃ- অমর কোষ অমর সিংহ-এর একটি বাংলা থিসরাস।
(১৫) প্রয়োগতত্ত্ব কাকে বলে ? সংক্ষিপ্ত উদাহরণ দাও।
উঃ- সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্ধের ওপর যে-প্রভাব রাখে, তা-ই প্রয়োগতত্ত্ব। উদাহরণ প্রয়োগতত্ত্ব ভাষার সেই উদাহরণগুলি তুলে ধরে যেমন দয়া করে সরে বসুন – বাক্যটি ব্যবহারের সঙ্গে সঙ্গেই অনুরোধের কাজটি সম্পন্ন হয়। বাক্যটি সত্য বা অসত্য তা যাচাই করার চেষ্টা অর্থহীন।