উচ্চ মাধ্যমিক সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর সাজেশন । HS Bengali WBCHSE

 উচ্চ মাধ্যমিক সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় বাংলা গানের ধারা  প্রশ্ন উত্তর সাজেশন । Bangla Ganer Dhara MCQ Question Answer । Class 12 Bangla Sahityer Itihas Chapter 1 MCQ Question Answer। HS Bengali WBCHSE

উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় – বাংলা গানের ধারা MCQ/SAQ

উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় – বাংলা গানের ধারা MCQ/SAQ


১। বলো বলো সবে গানটি কে লিখেছেন ? 

উঃ- অতুলপ্রসাদ সেন।


২। হও ধরমেতে ধীর হও করমেতে বীর – গানটি কে লিখেছেন ? 

উঃ- অতুল প্রসাদ সেন।


৩। বাংলা ভাষার গজল গানের পথিকৃত কে ?

উঃ- অতুলপ্রসাদ সেন।


৪। ধনধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা কে ? 

উঃ- দ্বিজেন্দ্রলাল রায়।


৫। টপ্পাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে ?

উঃ- রামনীধি গুপ্ত।


৬। জারি শব্দের অর্থ কী ? 

উঃ- ক্রন্দন।


৭। কীর্তন গানে যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয় তা হল – 

উঃ- হারমোনিয়াম।


৮। একজন উল্লেখযোগ্য কবিরালের নাম লেখ ?

উঃ- হরু ঠাকুর।


৯। সত্যজিত রায়ের পথের পাঁচালী সিনেমার সংগীত পরিচালক কে ? 

উঃ- পন্ডিত রবীশঙ্কর।


১০। জলসাঘর ছবির সংগীত নির্দেশক কে ? 

উঃ- বিলায়েৎ খাঁ


১১। প্রথম সবাক বাংলা ছবির নাম কী ? 

উঃ- জামাইষষ্ঠী।


১২। মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ কবে ঘটে ? 

উঃ- ১৯৭৬ খ্রিঃ।


১৩। মহিনের ঘোড়াগুলির ব্যান্ডের দলানতাকে কে ছিলেন ?

উঃ- গৌতম চট্টোপাধ্যায়


১৪। তুমি নির্মল কর মঙ্গল করে গানটির রচয়িতা কে ? 

উঃ- রজনীকান্ত সেন।


১৫। বল রে জবা বল গানটি কে রচনা করেন ? উঃ- কাজী নজরুল ইসলাম


১৬। ও নদীরে একটি কথা গানটির শিল্পী কে ? উঃ- হেমন্ত মুখোপাধ্যায়।


১৭। ঝুমুর হল – 

উঃ- লোকসংগীত।


১৮। উত্তরবঙ্গে প্রচলিত লোকগান হল – 

উঃ- ভাওয়াইয়া


১৯। কোমল গান্ধার ছবিটির সংগীত পরিচালক কে ? 

উঃ- জ্যোতিরিন্দ্র মৈত্র।


২০। অযান্ত্রিক ছবিটির সংগীত পরিচালক কে ? উঃ- আলি আকবর খাঁ।


২১। কিশোর কুমারের প্রকৃত নাম কী ? 

উঃ- আভাস কুমার গঙ্গোপাধ্যায়।


২২। তামান্না ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে কোন সংগীত শিল্পীর আত্মপ্রকাশ ঘটে ? 

উঃ- মান্না দে।


২৩। মান্না দে র প্রকৃত নাম কী ছিল ? 

উঃ- প্রবোধ চন্দ্র দে।


২৪। চারণ কবি নামে কে প্রসিদ্ধ ছিলেন ? 

উঃ- মুকুন্দ দাস।


২৫। মায়ের দেওয়া মোটা কাপড়। মাথায় তুলে নে রে ভাই গানটির রচয়িতা কে ? 

উঃ- রাজনীকান্ত সেন।


২৬। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কয়টি গান রচনা করেছিলেন ? 

উঃ- ২২৩২ টি


২৭। মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা কে ? 

উঃ- সত্যেন্দ্রনাথ ঠাকুর।


২৮। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা কত ? উঃ- ৪১৮ টি।


২৯। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে ? 

উঃ- রামনিধি গুপ্ত।


৩০। আধুনিক পাঁচালী রূপকার কে ? 

উঃ- লক্ষীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ন নক্ষর।


৩১। পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাধিক অগ্রগন্য কে ? 

উঃ- দাশরথি রায়।


৩২ । ঠুংরি গানকে কারা জনপ্রিয় করেন ? 

উঃ- গিরিজা সঙ্কর চক্রবর্তী, বেগম আখতার, অজয় চক্রবর্তী।


৩৩। শ্যামা সংগীত গায়ক হিসেবে উল্লেখ্যযগ্যে কারা ?

উঃ- মৃনাল কান্তি ঘোষ, রামপ্রসাদ সেন, ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য।


৩৪। গোরু বা মোষের গাড়ির চালককে উদ্দেশ্য করে গাওয়া গান হল – 

উঃ- গাড়োয়ালি।


৩৫। নৌকার মাঝিমল্লারা শ্রম অপনদনের জন্য যে গান গায় ত হল – 

উঃ- সারিগান।


৩৬। সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন ছবির সংগীত পরিচালকের নাম – 

উঃ- সত্যজিৎ রায়।


৩৭। ঝনক ঝনক কনক কাঁকন বাজে কে গানটি গেয়েছেন ? 

উঃ- গীতা দত্ত।


৩৮। নজরুল গীতাকে জনপ্রিয়তার শীর্ষে কারা পৌঁছে দিয়েছিলেন ? 

উঃ- কানন দেবী, ফিরোজা বেগম, মানবেন্দ্র বন্ধ্যেপাধ্যায়।


৩৯। কান্তকবি নামে পরিচিত ছিলেন – 

উঃ- রজনীকান্ত সেন।


৪০। ঠুংরি গানের প্রবর্তক হিসেবে কার নাম প্রর্বতিত আছে ? 

উঃ- ওয়াজেদ আলি শাহ।


৪১। বিষ্ণুপুর ঘরানার একজন অন্যতম শিল্পীর নাম লেখ ? 

উঃ- যদুভট্ট।


৪২। সর্ব প্রথম বাংলায় ধ্রুপদ কে রচনা করেন ? উঃ- রামশঙ্কর ভট্টাচার্য।


৪৩। টপ্পা শব্দের আদি অর্থ কী ?

উঃ- লাফ।


৪৪। কীর্তন শব্দের সাধারন অর্থ কী ? 

উঃ- কীর্তির গান।


৪৫। মান্না দে দাদাসাহেব ফালকে পুরষ্কার কত খ্রিষ্টাব্দে পান – 

উঃ- ২০০৭ খ্রিঃ।


৪৬। আমরা করব জয় গানটির গীতিকার কে ? উঃ- শিবদাস বন্ধ্যেপাধ্যায়।


৪৭। প্রথম কোন বাংলা ছবিতে গানের ব্যবহার করা হয় ? 

উঃ- জোরবরাত।


৪৮। সাওতাল পরগনার জনপ্রিয় লোকসংগীত হল – 

উঃ- ঝুমুর


৪৯। কিশোর কুমার কতবার ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছিলেন ? 

উঃ- ৮ বার


৫০। পক্ষীদলের গানের শ্রেষ্ট প্রতিনিধী কে ? 

উঃ- রূপচাঁদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.