মাধ্যমিক 2024 ভূগোল উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো?Madhyamik 2024 Geography answer
মিলিয়ে নিন মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করলে
Madhyamik 2024 Geography answer key
মাধ্যমিক ২০২৪ ভূগোল পরীক্ষা কেমন দিয়েছেন তা উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিন। নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা ভূগোল mcq, short questions এর উত্তর কি হতে পারে দেখে নিন।
2024
GEOGRAPHY
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks-90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks-100
বিভাগ 'ক'
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো-
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ)আবহবিকার
উত্তর:(ঘ)আবহবিকার
১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে-
(ক) বার্গস্রুন্ড
(খ) ক্লেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তর:(ক) বার্গস্রুন্ড
১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো -
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়নোস্ফিয়ার
উত্তর:(গ) ট্রপোস্ফিয়ার
১.৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন -
(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
(গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
(ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
উত্তর:(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
১.৫ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো -
(ক) ৬ ঘন্টা
(খ) ৬ ঘণ্টা ১৩ মিনিট
(গ) ৬ ঘণ্টা ৩০ মিনিট
(ঘ) ৬ ঘণ্টা ৪৫ মিনিট
উত্তর:(খ) ৬ ঘণ্টা ১৩ মিনিট
১.৬ সমুদ্রের যে স্থানে উয় ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে -
(ক) হিমানী সম্প্রপাত
(খ) হিমশৈল
(গ) হিমপ্রাচীর
(ঘ) হিমগুল্ম
উত্তর:(গ) হিমপ্রাচীর
১.৭ বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো
(ক) ধানের খোসা
(খ) ফ্লাই অ্যাশ
(গ) পলিথিন
(ঘ) ক্যাডমিয়াম
উত্তর:(ক) ধানের খোসা
১.৮ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো-
(ক) ডাল হ্রদ
(খ) নৈনিতাল
(গ) উলার হ্রদ
(ঘ) প্যাংগং হ্রদ
উত্তর:(ঘ) প্যাংগং হ্রদ
১.৯ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো-
(ক) শিলং মালভূমি
(খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
(ঘ) ছোটোনাগপুর মালভূমি
(গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
উত্তর:(ক) শিলং মালভূমি
১.১০ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো-
(ক) লোহিত মৃত্তিকা
(খ) পলি মৃত্তিকা
(গ) কৃষ্ণ মৃত্তিকা
(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর:(গ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত -
(ক) লক্ষ্ণৌ
(খ) নাগপুর
(গ) কটক
(ঘ) মুম্বই
উত্তর:(খ) নাগপুর
১.১২ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো-
(ক) কাগজ শিল্প
(গ) দোহন শিল্প
(খ) লৌহ-ইস্পাত শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তর:(ক) কাগজ শিল্প
১.১৩ 'ভারতের ডেট্রয়েট' বলে পরিচিত
(ক) জামশেদপুর
(খ) আহমেদাবাদ
(গ) পুনে
(ঘ) চেন্নাই
উত্তর:(ঘ) চেন্নাই
১.১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো
(ক) সবুজ
(খ) লাল
(গ) গাঢ় নীল
(ঘ) হলুদ
উত্তর:(গ) গাঢ় নীল
বিভাগ 'খ'
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)
২.১.১ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। শ
উত্তর:শুদ্ধ
২.১.২ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
উত্তর:অশুদ্ধ
২.১.৩ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।
উত্তর:শুদ্ধ
২.১.৪ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।
উত্তর:অশুদ্ধ
২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।
উত্তর:অশুদ্ধ
২.১.৬ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। শু
উত্তর:শুদ্ধ
২.১.৭ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।
উত্তর:অশুদ্ধ
২. ২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):
২.২.১ প্রপাতকূপ সৃষ্টি হয় _______এর পাদদেশে।
উত্তর: জলপ্রপাত
২.২.২ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ______ শক্তির প্রভাবে।
উত্তর: কোরিওলিস
২.২.৩ নিরক্ষীয় অঞ্চলে _______ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
উত্তর: পরিচলন
২.২.৪ শীতল ______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।
উত্তর:
২.২.৫ ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ______ বর্জ্য।
উত্তর: চিকিৎসা সংক্রান্ত
২.২.৬ ন্যাপথা ________শিল্পের প্রধান কাঁচামাল।
উত্তর: পেট্রোরাসায়নিক
২.২.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল______।
উত্তর: অরুণাচল প্রদেশ
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):
২.৩.১ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়?
উত্তর: দ্রবণ
২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়?
উত্তর: আয়োনোস্ফিয়ার
২.৩.৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?
উত্তর: ভারত মহাসাগর
২.৩.৪ কর্ণাটিকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি
২.৩.৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে?
উত্তর: আমফান
২.৩.৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য?
উত্তর: লবণম্বু /ম্যানগ্রোভ
২.৩.৭ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী?
উত্তর: নল পথ/পাইপলাইন
২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো
উত্তর: সমোন্নতি রেখা
২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো:
উত্তর:
বিভাগ 'চ'
প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:
১.১ মেঘালয় মালভূমি
১.২ মালাবার উপকূল
১.৩ নর্মদা নদী
১.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
১.৫ একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
১.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র
১.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
১.৮উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্প কেন্দ্র
১.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
১.১০ বেঙ্গালুরু
আরো পড়ুন