মিলিয়ে নিন মাধ্যমিক বাংলা পরীক্ষায় কতগুলো mcq ঠিক করলে ।Madhyamik 2024 Bengali answer key

Madhyamik 2024 Bengali answer key

মাধ্যমিক ২০২৪ বাংলা পরীক্ষা কেমন দিয়েছেন তা উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিন। নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা   mcq এর উত্তর কি হতে পারে দেখে নিন।

Madhyamik 2024 Bengali answer key

১। সঠিক উত্তরটি নির্বাচন করো:


১.১ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন?


(ক) চার আনা


(খ) আট আনা


(গ) এক টাকা


(ঘ) দু' টাকা

উত্তর:(খ) আট আনা


১.২ "লল্লাটের লেখা তো খণ্ডাবে না - বক্তা কে?


(ক) জগদীশ বাবু


(খ) রাম দাস


(গ) গিরীশ মহাপাত্র


(ঘ) অপূর্ব

উত্তর:(গ) গিরীশ মহাপাত্র

১.৩ পান্নালাল প্যাটেল কোন্ ভাষার লেখক ছিলেন?


(ক) পাঞ্জাবি


(খ) মারাঠি


(গ) গুজরাতি


(ঘ) হিন্দি

উত্তর:(গ) গুজরাতি

১.৪ "আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে !"


(ক) কাছে


(খ) দূরে


(গ) অনেক দূরে


(ঘ) কাছে দূরে

উত্তর:(ঘ) কাছে দূরে

১.৫ "ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়।"


(ক) পাযাণ স্তুপে


(খ) নীল খিলানে


(গ) গগন তলে


(ঘ) ঝড় তুফানে

উত্তর:(খ) নীল খিলানে

১.৬ "যথা বৃহন্নলারূপী কিরীটী,”- 'কিরীটী' হলেন -


(ক) কার্তিক


(খ) ভীম


(গ) অর্জুন


(ঘ) রাবণ

উত্তর:(গ) অর্জুন

১.৭ খাগের কলম কখন দেখা যায়?


(ক) হাতেখড়ির সময়


(খ) সরস্বতী পূজার সময়


(গ) হালখাতার সময়


(ঘ) নববর্ষের সময়

উত্তর:(খ) সরস্বতী পূজার সময়

১.৮ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল -


(ক) বাংলা ভাষার প্রতি অনীহা


(খ) ইংরেজির প্রতি আকর্ষণ


(গ) বাংলা পারিভাষিক শব্দ কম


(ঘ) বাংলা পারিভাষিক শব্দ বেশি

উত্তর:(ঘ) বাংলা পারিভাষিক শব্দ বেশি

১.৯ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন?


(ক) অন্নদাশঙ্কর রায়


(খ) সুনীল গঙ্গোপাধ্যায়


(গ) নিখিল সরকার


(ঘ) সত্যজিৎ রায়

উত্তর:(ঘ) সত্যজিৎ রায়

১.১০ 'নমি পুত্র পিতার চরণে,' নিম্নরেখ পদটি হল -

(ক) কর্তৃকারক


(খ) সম্বন্ধপদ


(গ) সম্বোধনপদ


(ঘ) কর্মকারক

উত্তর:(খ) সম্বন্ধপদ


১.১১ সূর্য উঠলে পদ্ম ফোটে। 'সূর্য' হল –


(ক) অনুক্ত কর্তা


(খ) উক্ত কর্তা


(গ) নিরপেক্ষ কর্তা


(ঘ) উপবাক্যীয় কর্তা

উত্তর:(গ) নিরপেক্ষ কর্তা

১.১২ 'শাপমুক্ত' – সমস্তপদটির সমাসের নাম –


(ক) করণ তৎপুরুষ


(গ) অধিকরণ তৎপুরুষ


(খ) অপাদান তৎপুরুষ


(ঘ) কর্ম তৎপুরুষ

উত্তর:(খ) অপাদান তৎপুরুষ

১.১৩ 'শিশুর শরীর কুসুমের মতো কোমল।'- এই বাক্যে 'কোমল' হল –


(ক) উপমান


(খ) উপমেয়


(গ) উপমিত


(ঘ) সাধারণ ধর্ম

উত্তর:(ঘ) সাধারণ ধর্ম


১.১৪ 'আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।' – গঠন অনুসারে - বাক্যটি -


(ক) সরল বাক্য


(খ) জটিল বাক্য


(গ) যৌগিক বাক্য


(ঘ) মিশ্র বাক্য


উত্তর:(খ) জটিল বাক্য


১.১৫ নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল –


(ক) প্রশ্নবাচক বাক্য


(খ) শর্তসাপেক্ষ বাক্য


(গ) সন্দেহবাচক


(ঘ) নঞর্থক বাক্য

উত্তর:(ঘ) নঞর্থক বাক্য

১.১৬ ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় -


(ক) কর্তৃবাচ্যে


(খ) কর্মবাচ্যে


(গ) ভাববাচ্যে


(ঘ) কর্মকর্তৃবাচ্যে

উত্তর:(ক) কর্তৃবাচ্যে


১.১৭ 'কাল থেকে সে আনন্দ করছে।' 'কাল থেকে তার আনন্দ করা হচ্ছে।' এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হল-


(ক) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য


(খ) ভাববাচ্য থেকে কর্মবাচ্য


(গ) কর্মবাচ্য থেকে ভাববাচ্য


(ঘ) কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য

উত্তর:(ক) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.