hs 2024 sociology Question Paper and answer ।উচ্চমাধ্যমিক 2024 সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তর

 উচ্চমাধ্যমিক 2024 সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো? Higher Secondary 2024 SOCIOLOGY Question Paper and answer key

hs 2024  sociology Question Paper and answer ।উচ্চমাধ্যমিক 2024 সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তর

আজ 23/02/2024 উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ  বিষয় সমাজবিজ্ঞান পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের  hs  SOCIOLOGY exam 2024 খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষায় কতগুলো  প্রশ্নের সঠিক উত্তর  করলে ।

Higher Secondary  SOCIOLOGY Question paper 2024 is very important for calculating your score with the help of Answer . Higher Secondary  2024  SOCIOLOGY Question with Answers is given in this post.

Higher Secondary 2024 English answer 


পরীক্ষার নাম

উচ্চমাধ্যমিক  (class 12 বা দ্বাদশ শ্রেণী)

পরিচালক 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)


রাজ্য

পশ্চিমবঙ্গ(West Bengal )

অফিসিয়াল ওয়েবসাইট

wbchse.wb.gov.in

আলচ্য বিষয় 

WBCHSE ক্লাস 12  পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র বিশ্লেষণ

বিষয়

  সমাজবিজ্ঞান (SOCIOLOGY)

পরীক্ষার তারিখ

23/02/2024 (শুক্রবার)

পরীক্ষার সময়

9:15 a.m. - 1:00 p.m.

পরীক্ষার সময়কাল

3 ঘন্টা 15 মিনিট(15মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য)

পূর্ণ মান

১০০(লিখিত -80 + প্রকল্প - 20)

সামগ্রিক অসুবিধা স্তর

মিডিয়াম 

hs 2024  sociology Question  ।উচ্চমাধ্যমিক 2024 সমাজবিজ্ঞান প্রশ্নপত্র

SOCIOLOGY

 (New Syllabus) 

2024


Total Time: 3 Hours 15 minutes 

Total Marks: 80


(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও:

1 × 24 = 24


(i) লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন কোন্ ব্যক্তি?


(a) ডি. পি. মুখার্জী


(b) বি. এন. শীল


(c) বেলা দত্তগুপ্ত


(d) এ. আর. দেশাই।

উত্তর:(a) ডি. পি. মুখার্জী


(ii) Sociological Bulletin প্রথম প্রকাশিত হয় ……. থেকে।


(a) কলকাতা বিশ্ববিদ্যালয়


(b) বোম্বাই বিশ্ববিদ্যালয়


(c) লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়


(d) মহীশূর বিশ্ববিদ্যালয়।

উত্তর:(b) বোম্বাই বিশ্ববিদ্যালয়


(iii) রণজিৎ গুহ…. .-এর সাথে যুক্ত।


(a) নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি


(b) কাঠামোগত ক্রিয়াবাদ দৃষ্টিভঙ্গি


(c) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি


(d) ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি।

উত্তর:(a) নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি


(iv) একজন বিশিষ্ট দৃষ্টবাদী চিন্তাবিদ হলেন


(a)স্যামুয়েল লর


(b) এফ. জে. মৌয়াৎ


(c) ইরাবতী কার্ডে


(d) ডি. পি. মুখার্জী।

উত্তর:(a)স্যামুয়েল লর


(v) The Village Communities in the East and West' লিখেছেন


(a) এ. আর. দেশাই


(b) বিনয়কুমার সরকার


(c) হেনরী মেইন


(d) বি. এন. শীল।

উত্তর:(c) হেনরী মেইন


(vi) ভারতবর্ষে উদারনীতিকরণ নীতি গ্রহণ করা হয়


(a) 1990 সালে


(b) 1991 সালে


(c) 1992 সালে


(d) 1994 সালে।

উত্তর:(b) 1991 সালে


(vii) 'আধিপত্যকারী জাতি' কার ধারণা?


(a) জি. এস. ঘুরে


(b) এম. এন. শ্রীনিবাস


(c) আই. পি. দেশাই


(d) মানবেন্দ্রনাথ রায়।

উত্তর:(b) এম. এন. শ্রীনিবাস


(viii) প্রাক-ব্রিটিশ ভারতে জমির প্রকৃত মালিক ছিলো


(a) জমিদার


(b) পঞ্চায়েত (গ্রাম পঞ্চায়েত)


(c) শিল্পপতি


(d) এদের কোনোটিই নয়।

উত্তর:(b) পঞ্চায়েত (গ্রাম পঞ্চায়েত)


(ix) 'Social Change in Modern India' গ্রন্থে এম. এন. শ্রীনিবাস আলোচনা করেন …….সম্পর্কে।


(a) সংস্কৃতায়ন।


(b) পশ্চিমীকরণ


(c) ধর্মনিরপেক্ষকরণ


(d) (a) ও (b) উভয়।


উত্তর:(a) সংস্কৃতায়ন।


(x) জাতি ব্যবস্থার কোটি বৈশিষ্ট্য নয়?


(a) অর্জিত মর্যাদা


(b) বংশানুক্রমিক


(c) উচ্চ-নীচ (শ্রেণিবিন্যাস)


(d) সমপাংক্তেয়তা।

উত্তর:(a) অর্জিত মর্যাদা

(xi) কোন্ টি ভারতীয় শহরের সামাজিক শ্রেণি কাঠামোর অন্তর্ভুক্ত নয়?


(a) শিল্পপতি


(b) শ্রমিক


(c) কৃষিজীবী


(d) প্রশাসক।

উত্তর:(c) কৃষিজীবী


(xii) 'Right to Education Act' কবে পাশ হয়?


(a) 2007


(b) 2008


(c) 2009


(d) 2010.

উত্তর:(c) 2009


(xiii) 'ধর্ম ও মানবতা সমান' কে বলেন?


(a) ফ্রেজার


(c) দুর্গহেইম


(b) কোঁৎ


(d) ওয়েবার।

উত্তর:(b) কোঁৎ


(xiv) Theosophical Society' -এর সাথে সম্পর্কিত ছিলেন


(a) অ্যানি বেসান্ত


(b) অরবিন্দ ঘোষ


(c) দয়ানন্দ সরস্বতী


(d) কেশবচন্দ্র সেন।

উত্তর:(a) অ্যানি বেসান্ত

(xv) 'শূদ্র জাগরণ' সম্বন্ধে কে বলেন?


(a) স্বামী বিবেকানন্দ


(b) আন্না হাজারে


(c) ঋষি অরবিন্দ


(d) ডঃ বি. আর. আম্বেদকর।

উত্তর:(a) স্বামী বিবেকানন্দ


(xvi) 'মূকনায়ক' একটি পত্রিকা যা শুরু করেন


(a) মহাত্মা গান্ধী


(b) ডঃ বি. আর. আম্বেদকর


(c) সাবিত্রী বাঈ ফুলে


(d) এ এন. শ্রীনিবাস।

উত্তর:(b) ডঃ বি. আর. আম্বেদকর


(xvii) নিরক্ষরতা দূরীকরণের একটি কর্মসূচী হল


(a) ট্রাইসেম (TRYSEM)


(b) অপারেশন ব্ল্যাকবোর্ড


(c) এন.আর.ওয়াই. (NRY)


(d) জে. আর. ওয়াই, (JRY).

উত্তর:(b) অপারেশন ব্ল্যাকবোর্ড


(xviii) হিন্দু বিবাহ আইন পাশ হয়


(a) 1950 সালে


(b) 1955 সালে


(c) 1960 সালে


(d) 1964 সালে।

উত্তর:(b) 1955 সালে


(xix) মেধা পাটেকর-এর নামের সাথে যুক্ত


(a) নর্মদা বাঁচাও আন্দোলন


(b) চিপকো আন্দোলন


(c) নিঃশব্দ উপত্যকা আন্দোলন


(d) আপ্পিকো আন্দোলন।

উত্তর:(a) নর্মদা বাঁচাও আন্দোলন


(xx) 42 তম সংশোধনী আইন, 1976, ভারতের সংবিধানে যে শব্দটি অন্তর্ভুক্ত করা হয়, সেটি হলো


(a) মানবিক


(b) ধর্মনিরপেক্ষ


(c) পশ্চিমী


(d) সামাজিক।

উত্তর:(b) ধর্মনিরপেক্ষ


(xxi) দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের যৌথ একটি কর্মসূচী হল


(a) NAEP


(b) NLM


(c)MGNREGA


(d) SSA.

উত্তর:(c)MGNREGA


(xxii) জনসংখ্যার অধ্যয়নকে বলা হয়


(a) জনতত্ত্ব / জনবিদ্যা


(b) গণতন্ত্র


(c) নৃতত্ত্ব


(d) প্রত্নতত্ত্ব।

উত্তর:(a) জনতত্ত্ব / জনবিদ্যা


(xxiii) জল সংরক্ষণ-এর সাথে জড়িত

(a) গোলাপী বিপ্লব


(b) নীল বিপ্লব


(c) সবুজ বিপ্লব


(d) শ্বেত বিপ্লব।

উত্তর:(b) নীল বিপ্লব

(xxiv) 'বাবা সাহেব' বলা হয় -কে।


(a) স্বামী বিবেকানন্দ


(b) ডঃ বি. আর. আম্বেদকর


(c) এ. আর. দেশাই


(d) রাজা রামমোহন রায়।

উত্তর:(b) ডঃ বি. আর. আম্বেদকর


(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর অনধিক 20 টি শব্দের মধ্যে দাও (বিকল্প  প্রশ্নগুলি লক্ষণীয়):

1×16=16


(1) ভারততত্বের সংজ্ঞা দাও।


অথবা


নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দাও।


(ii)দুটি ভারততাত্ত্বিক গ্রন্থের নাম লেখো।


অথবা


'নব্য মানবতাবাদ' (New Humanism) কার লেখা?


(iii)প্রাক্-ব্রিটিশ ভারতীয় সমাজের উল্লেখ প্রসঙ্গে- 'স্বয়ংসম্পূর্ণ' শব্দটি কে চয়ন করেন ?


অথবা


'ভুবন গ্রাম' কী?


(iv) SEZ-এর সম্পূর্ণ কথাটি লেখো।


অথবা


ভারতে উদারনীতিকরণ প্রক্রিয়ার একটি প্রধান বৈশিষ্ট্য লেখো।


(v) 'প্রান্তিক যৌথ পরিবার' কী?


(vi) 'অপারেশন বর্গা' কী?


(vii) নঈ-তালিম কী?


অথবা


গোখলের শিক্ষা বিলের একটি অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ করো।


(viii) 'হরিজন' কথাটির অর্থ কী?


(ix) 'নারী শিক্ষা ভাণ্ডার' কে প্রতিষ্ঠা করেন?


অথবা


জাতি ও উপজাতির মধ্যে একটি পার্থক্য লেখো।


(x) রাজ-যোগ কী?


(xi) অধিক জনসংখ্যা কী?


(xii) ঋতুনির্ভর বেকারত্ব কী?


(xiii) IRDP-র সম্পূর্ণ কথাটি লেখো।


অথবা


NRY ও JRY-এর মধ্যে একটি পার্থক্য লেখো।


(xiv) বাস্তুশাস্ত্র কী?


অথবা

গণমাধ্যম কী?


(xv) ভারতবর্ষে আঞ্চলিকতা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো।


(xvi) শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ করো।



(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)


| 3 নম্বরের প্রশ্নের উত্তর 100 শব্দের মধ্যে দিতে হবে। 5 নম্বরের প্রশ্নের উত্তর 200 শব্দের মধ্যে দিতে হবে এবং ৪ নম্বরের প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে দিতে হবে।


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

8 × 5 = 40

(a) বেথুন সোসাইটি সম্বন্ধে সংক্ষেপে লেখো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো।


5 + 3

অথবা


ভারতবর্ষে কাঠামো-ক্রিয়াবাদের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে এম.এন. শ্রীনিবাসের ভূমিকা আলোচনা করো।

3 + 5

(b) যজমানি ব্যবস্থা সম্বন্ধে কী বোঝো? এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

3+8

(c) ভারতীয় যৌথ পরিবারের ভাঙ্গন সম্বন্ধে আলোচনা করো।

8

(d) জাতি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। জাতি ব্যবস্থার প্রসঙ্গে গান্ধীজির সর্বোদয় নীতি সম্বন্ধে সংক্ষেপে ব্যাখ্যা করো।

5 + 3

অথবা


ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে মতবাদ আলোচনা করো।

3 + 5


(e) 'জনবিস্ফোরণ' বলতে কী বোঝো? ভারতে জনবিস্ফোরণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।

3 + 5

অথবা


ভারতবর্ষে দুর্নীতির কারণ আলোচনা করো। ভারতবর্ষে দুর্নীতি দমনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মধ্যে যে-কোনো তিনটি উপায় আলোচনা করো।

5 + 3


WBCHSE উচ্চমাধ্যমিক 2024 সমাজবিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর কী খুঁজছেন ?

যেসব শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক 2024 পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর খুঁজছেন তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি পাওয়ার জন্য নুর স্টাডি পয়েন্ট এর বিশেষজ্ঞরা  প্রশ্নপত্র দেখে তার একটি সম্ভব্য তৈরি করেছেন এবং দেখে নিন উচ্চমাধ্যমিক 2024  সমাজবিজ্ঞান  প্রশ্নগুলির সঠিক উত্তর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.