WBCHSE HS 2024 physics question paper with solution।উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা প্রশ্নপত্রের উত্তর

 উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা প্রশ্নপত্রের উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো? Higher Secondary 2024 Physics Question Paper and answer key

WBCHSE HS 2024 physics question paper with solution।উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা

আজ 21/02/2024 উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ  বিষয় শিক্ষাবিজ্ঞান পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের  hs education exam 2024 খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় কতগুলো  প্রশ্নের সঠিক উত্তর  করলে ।

Higher Secondary Physics  Question paper 2024 is very important for calculating your score with the help of Answer . Higher Secondary  2024  Physics Question with Answers is given in this post.

Higher Secondary 2024 Physics answer 


পরীক্ষার নাম

উচ্চমাধ্যমিক পরীক্ষা (class 12 বা দ্বাদশ শ্রেণী)

পরিচালক 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)


রাজ্য

পশ্চিমবঙ্গ(West Bengal )

অফিসিয়াল ওয়েবসাইট

wbchse.wb.gov.in

আলচ্য বিষয় 

WBCHSE ক্লাস 12  পদার্থবিদ্যা প্রশ্নপত্র বিশ্লেষণ

বিষয়

  পদার্থবিদ্যা

পরীক্ষার তারিখ

21/02/2024 (সোমবার)

পরীক্ষার সময়

9:15 a.m. - 1:00 p.m.

পরীক্ষার সময়কাল

3 ঘন্টা 15 মিনিট(15মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য)

পূর্ণ মান

১০০(লিখিত -80 + প্রকল্প - 20)

সামগ্রিক অসুবিধা স্তর

মিডিয়াম 


 PHYSICS 

( New Syllabus ) 

2024


Total Time: 3 Hours 15 minutes 


[Total Marks: 70]


• পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।


Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.


संक्षिप्त तथा बिंदुवार (सटीक) उत्तर के लिए विशेष अंक दिया जायेगा। वर्तनी अशुद्धि, अव्यवस्थित तथा खराब लिखावट के मामले में अंक काटा जायेगा। उपांत के अंक पूर्णाक के द्योतक हैं।

                 

                     SECTION-1


            (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:


         1 × 14 = 14


(ii) 5 m ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 µc তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে -


(a) 500 J


(b) 20 J


(c) 0.05 J


(d) 0 J.

উত্তর:(d) 0 J.


(ii) একটি ধারকের ধারকত্ব 2×10- 6 F এবং বিভব 200V। এটিকে সম্পূর্ণ রূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ হবে -


(a) 0.02 J


(b)0.04 J


(c) 0 . 8J


(d) 0.16 J.

উত্তর:(b)0.04 J


(iii) 100 °C উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 Ω। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005/°C হয়, তাহলে কোন্ উষ্ণতায় রোধটির মান 200Ω হবে?


(a) 200 °C


(b) 300 °C


(c)400 °C


(d) 500 °C

উত্তর:(c)400 °C


(iv) একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তার বহিঃস্থ সুষম চৌম্বকক্ষেত্রের সঙ্গে θ কোণ করে রাখা আছে। তারটি সর্বোচ্চ বল অনুভব করবে যদি _______হয়।


(a) θ = 0°


(b) θ = 30°


(c) θ = 60°


(d) θ= 90°

উত্তর:(d) θ= 90°

(v) তড়িৎ চুম্বক তৈরীতে নরম লোহা ব্যবহার করা হয়, কারণ নরম লোহার আছে-


(a) নিম্ন ধারণক্ষমতা ও উচ্চ সহনশীলতা


(b) উচ্চ ধারণক্ষমতা ও উচ্চ সহনশীলতা


(c) নিম্ন ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা


(d) উচ্চ ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা।

উত্তর:(c) নিম্ন ধারণক্ষমতা ও নিম্ন সহনশীলতা


(vi) যখন একটি চুম্বককে কুন্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে-


(a) কুণ্ডলীর পাক সংখ্যার উপর


(b) চুম্বকের গতির উপর


(c) কুণ্ডলীর রোধের উপর


(d) চুম্বকের চৌম্বক ভ্রামকের উপর।

উত্তর:(b) চুম্বকের গতির উপর



(vii) D.C. অ্যাম্মিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না, কারণ –


(a) পরিবর্তী প্রবাহ D.C. অ্যাম্মিটারের মধ্যে দিয়ে চলাচল করে না


(b) পরিবর্তী প্রবাহ অভিমুখ পরিবর্তন করে


(c) একটি পূর্ণ চক্রে তড়িৎপ্রবাহের গড় মান শূন্য হয়


(d) D.C. অ্যাম্মিটার ক্ষতিগ্রস্ত হয়।

উত্তর:(c) একটি পূর্ণ চক্রে তড়িৎপ্রবাহের গড় মান শূন্য হয়


(viii) একটি তড়িচ্চুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় তা হল-


(a)1:1


(b) C²: 1


(c) √c : 1


(d) c : 1

উত্তর:(a)1:1


(ix) কোনো সম-উভোত্তল (double equiconvex) লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.5; যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ R হয়, তবে সেটির ফোকাস দূরত্ব হবে-


(a) 0


(b) R / 3


(c) 2R


(d) 3R.

উত্তর:(b) R / 3


(x) ইয়ং-এর দ্বি-রেখাছিদ্রের পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোনো একটির গতিপথে পাতলা কাচের পাত প্রবেশ করালে


(a) ঝালর প্রস্থ হ্রাস পাবে


(b) ঝালর প্রস্থ বৃদ্ধি পাবে


(c)ঝালর পটির স্থানান্তর ঘটে


(d) ঝালর পটির কোনো পরিবর্তন ঘটে না।

উত্তর:(c)ঝালর পটির স্থানান্তর ঘটে


(xi) সম্পৃক্ত আলোক-তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ভর করে -


(a) কম্পাঙ্কের উপর


(b) নিবৃত্তি বিভবের উপর


(c) কার্য অপেক্ষকের উপর


(d)আলোক প্রাবল্যের উপর।

উত্তর:(d)আলোক প্রাবল্যের উপর।


(xii) বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ [L] এবংব্যাসার্ধ [r] -এর মধ্যে সম্পর্ক হল-


(a) Lαr


(b) L α r-¹


(c) L α r²


 (d)ব্যাসার্ধের উপর নির্ভর করে না।

উত্তর:(d)ব্যাসার্ধের উপর নির্ভর করে না।


(xiii) কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে, আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের ক্ষেত্রে তা হল


(a)NAND


(b) AND


(c) NOR


(d) OR.

উত্তর:(a)NAND


(xiv) যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য-সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয়, তাকে বলে-


(a) বিস্তার মডিউলেশন


(b) ডি-মডিউলেশন


(c) বিবর্ধন ক্রিয়া


(d) একমুখীকরণ।

উত্তর:(a) বিস্তার মডিউলেশন


  SECTION - II


(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)


GROUP A


2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :


(i)একটি ও আধানগ্রস্ত কণিকা B প্রাবল্যের চৌম্বকক্ষেত্রের সঙ্গে θ কোণ করে v বেগে গতিশীল। কণাটি কী পরিমাণ বল অনুভব করবে ?


অথবা

     চৌম্বক মেরুশক্তির একক লেখো।


(ii) তড়িৎ বর্তনীতে আলো নেভানোর সময় সুইচে স্ফুলিঙ্গ উৎপন্ন হয় কেন?


(iii) একটি রেখ-উৎস থেকে উৎপন্ন তরঙ্গ-মুখের আকৃতির নাম লেখো।

অথবা

একটি সমতলীয় সমবর্তিত তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোন্ তলটিকে সমবর্তীয় সমতল বলে?


(iv) ট্রানজিস্টারের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় কেন?

অথবা

সাধারণ-ভূমি অথবা সাধারণ-নিঃসারক ট্রানজিস্টারের মধ্যে বিবর্ধক রূপে তুমি কোন্টি এবং কেন ব্যবহার করবে?



WBCHSE উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা প্রশ্নপত্র এর উত্তর কী খুঁজছেন ?

যেসব শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক 2024 পরীক্ষার পদার্থবিদ্যা প্রশ্নপত্র এর উত্তর খুঁজছেন তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি পাওয়ার জন্য নুর স্টাডি পয়েন্ট এর বিশেষজ্ঞরা  প্রশ্নপত্র দেখে তার একটি সম্ভব্য তৈরি করেছেন এবং দেখে নিন উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা  প্রশ্নগুলির সঠিক উত্তর।


উচ্চমাধ্যমিক 2024 পদার্থবিদ্যা প্রশ্নপত্র

Coming soon


এই প্রশ্নপত্রটির সঠিক উত্তর যে সকল শিক্ষার্থী 2025 সালে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exams) দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.