hs 2024 Philosophy Question Paper and answer।উচ্চমাধ্যমিক 2024 দর্শন প্রশ্নপত্রের উত্তর

 উচ্চমাধ্যমিক 2024 দর্শন প্রশ্নপত্রের উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো? Higher Secondary 2024 Philosophy Question Paper and answer key

hs 2024 Philosophy Question Paper and answer।উচ্চমাধ্যমিক 2024 দর্শন প্রশ্নপত্রের উত্তর

আজ 23/02/2024 উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ  বিষয় দর্শন পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের  hs Philosophy exam 2024 খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন উচ্চমাধ্যমিক পরিবেশ বিদ্যা পরীক্ষায় কতগুলো  প্রশ্নের সঠিক উত্তর  করলে ।

Higher Secondary Philosophy  Question paper 2024 is very important for calculating your score with the help of Answer . Higher Secondary  2024 Philosophy  Question with Answers is given in this post.

Higher Secondary 2024 Philosophy answer 


পরীক্ষার নাম

উচ্চমাধ্যমিক পরীক্ষা (class 12 বা দ্বাদশ শ্রেণী)

পরিচালক 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)


রাজ্য

পশ্চিমবঙ্গ(West Bengal )

অফিসিয়াল ওয়েবসাইট

wbchse.wb.gov.in

আলচ্য বিষয় 

WBCHSE ক্লাস 12  পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র বিশ্লেষণ

বিষয়

  দর্শন (Philosophy)

পরীক্ষার তারিখ

23/02/2024 (শুক্রবার)

পরীক্ষার সময়

9:15 a.m. - 1:00 p.m.

পরীক্ষার সময়কাল

3 ঘন্টা 15 মিনিট(15মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য)

পূর্ণ মান

১০০(লিখিত -80 + প্রকল্প - 20)

সামগ্রিক অসুবিধা স্তর

মিডিয়াম 

PHILOSOPHY

 ( New Syllabus ) 

2024


Total Time: 3 Hours 15 minutes 

Total Marks: 80


বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর,

উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।


(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)

(i) বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই……. হবে। 


(a)সত্য


(b) মিথ্যা


(c) অনিশ্চিত


(d) স্ববিরোধী।


উত্তর:(a)সত্য


(ii)  “বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে।" - এই বিবৃতিটি -


(a)সত্য


(b) মিথ্যা


(c) অনিশ্চিত


(d) স্ববিরোধী


উত্তর:(a)সত্য



(iii)একটি যুক্তির আশ্রয়বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয়, তা হলো -


(a) অঙ্গবাক্য


(b) পূর্বগ


(c)সিদ্ধান্ত


(d) এদের কোনোটিই নয় ।


উত্তর:(c)সিদ্ধান্ত


(iv) I বচনে যে পদটি ব্যাপ্য হয়, তা হলো-


(a) উদ্দেশ্য


(b) বিধেয়


(c) প্রধান


(d) এদের কোনোটিই নয়


উত্তর:(d) এদের কোনোটিই নয়


(v) দ্বি-মূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই ……. হয়।


(a)সত্য বা মিথ্যা


(b) বৈধ বা অবৈধ


(c) নিশ্চিত বা সম্ভাব্য


(d) ব্যাপ্য বা অব্যাপ্য।


উত্তর:(a)সত্য বা মিথ্যা


(vi) নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো, বচন দুটির মধ্যে -


(a) কেবলমাত্র গুণের পার্থক্য থাকবে


(b)  কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকবে


(c) গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে


(d)  উদ্দেশ্য ও বিধেয় এক হবে।


উত্তর:(d)  উদ্দেশ্য ও বিধেয় এক হবে।



(vii) নিরপেক্ষ বচনের বিরোধানুমান হল এক প্রকার -


(a) ন্যায় অনুমান


(b) অনুমান  বোহ


(c) মাধ্যম অনুমান


(d)অমাধ্যম অনুমান।


উত্তর:(d)অমাধ্যম অনুমান।



(viii)  A00  মূর্তিটি বৈধ হয় ………সংস্থানে।


(a) প্রথম


 (b)দ্বিতীয়


(c) তৃতীয়


(d) চতুর্থ।


উত্তর: (b)দ্বিতীয়


(ix) একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নঞর্থক হলে, সিদ্ধান্তটি হবে -


(a) বিশেষ নঞর্থক


(b) বিশেষ সদর্থক


(c) সামান্য নঞর্থক


(d) সামান্য সদর্থক


উত্তর:(a) বিশেষ নঞর্থক


(x) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে করা হয়, তবে যুক্তিটি হবে - যদি অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার


(a) অবৈধ, অনুগ স্বীকৃতি জনিত দোষ


(b) বৈধ, M.T.


(c) অবৈধ, পূর্বগ দোষ জনিত


(d) বৈধ, M.P.


উত্তর:(a) অবৈধ, অনুগ স্বীকৃতি জনিত দোষ


(xi) "হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক। সুতরাং, লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক।"— উপরোক্ত যুক্তিটি -


(a)বৈধ


(b) অবৈধ


(c) সম্ভাব্য


(d) অনিশ্চিত ।


উত্তর:(a)বৈধ


(xii) "সকল অ-S হয় অ-P" - বচনটির বুলীয় ভাষ্য হলো-


(a) Sp̂ = O


(b) S̄P = O 


(c) Sp̂ ≠ O


(d) SP≠ O


উত্তর:(b) S̄P = O


(xiii) "সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন।" এই বচনটির অনুসারী ভেনচিত্রটি হলো (যদি S = দার্শনিকের শ্রেণী এবং P =ঈশ্বর বিশ্বাসী মানুষের শ্রেণী

philosophy question paper 2024
উত্তর:( c)

(xiv) ' - আজ শুক্রবার' - একটি



(a) নিরপেক্ষ বচন'


(b)সত্যাপেক্ষক যৌগিক বচন


(c) অসত্যাপেক্ষক যৌগিক বচন 


(d) সরল বচন।


উত্তর:(b)সত্যাপেক্ষক যৌগিক বচন


(xv) য়দি ' P⊃q' মিথ্যা হয় তাহলে ' pq' এর সত্যমূল্য হবে —

(a) সত্য


(b)মিথ্যা


(c) অনিশ্চিত


(d) এদের কোনোটিই নয় ।


উত্তর:(a) সত্য


(xvi) যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তার 'বচনাকারটি হবে -


(a) স্বতঃ সত্য


(b)স্বতঃ মিথ্যা


(c) আপতিক


(d) এদের কোনোটিই নয়। 


উত্তর:(b)স্বতঃ মিথ্যা


(xvii) লৌকিক আরোহ অনুমানকে 'শিশুসুলভ' বলেছেন-


(a) মিল


(b) জনসন


(c) হবস্


(d)বেকন।


উত্তর:(d)বেকন।


(xviii) আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এই অনুমানের সিদ্ধান্তটি


(a) আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়


(b) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়


(c) একটি বিশ্লেষক বচন হয়


(d) এদের কোনোটিই নয়।


উত্তর:(b) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়



(xix) প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো -


(a) বৈজ্ঞানিক আরোহ অনুমান


(b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান


(c) উপমা যুক্তি


(d)এদের কোনোটিই নয় । 


উত্তর:(c) উপমা যুক্তি


(xx) শক্তির অবিনশ্বরতা সূত্র হলো -


(a) কারণের গুণগত লক্ষণ


(b) কারণের পরিমাণগত লক্ষণ


(c) আবশ্যিক শর্তরূপে কারণ,


(d) পর্যাপ্ত শর্তরূপে কারণ ।


উত্তর:(b) কারণের পরিমাণগত লক্ষণ


(xxi) "অতিবৃষ্টি হলো বন্যার কারণ"- এখানে 'কারণ' কথাটি যে অর্থ নির্দেশ করেছে, তা হলো-  


(a) পর্যাপ্ত শর্তরূপে কারণ


(b) আবশ্যিক শর্তরূপে কারণ


(c) আবশ্যিক-পর্যাপ্ত শর্তরূপে কারণ 


(d) এদের কোনোটিই নয়।


উত্তর:(a) পর্যাপ্ত শর্তরূপে কারণ


(xxii) এক কারণবাদ কে সমর্থন করেন?


(a) অ্যারিস্টটল


(b) মিল


(c) বেইন


(d) কোপি।


উত্তর:(d) কোপি।


(xxiii) মিল তাঁর………বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি করেছেন।


(a) ইন্ডাক্টিভ লজিক Logic) (Inductive


(b) এ সিস্টেম  অফ লজিক (A System of Logic)


(c) ল্যাঙ্গুয়েজ, ট্রুথ অ্যান্ড লজিক (Language, Truth and Logic)


(d) লজিক অফ রীজন (Logic of Reason).


উত্তর:(b) এ সিস্টেম  অফ লজিক (A System of Logic)


(xxiv) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো -


(a) অন্বয়ী পদ্ধতি


(c) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি


(b) ব্যতিরেকী পদ্ধতি


 (d) সহপরিবর্তন পদ্ধতি।


উত্তর:(b) ব্যতিরেকী পদ্ধতি




(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)



2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):


1×16 = 16


(i) একটি যুক্তি কখন অবৈধ হয়?


অথবা


অবরোহ যুক্তি বলতে কী বোঝো ?


(ii) যদি '০' বচন সত্য হয় তাহলে তার বিরুদ্ধ বিরোধী বচনের সত্যমূল্য কা হবে?


অথবা


"মানুষ অসৎ হতে পারে।" - বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো।



(iii) অ্যারিস্টটলের মতে বচনের বচনের বিরোধিতা কয় প্রকার ও  কি কি?


(iv) বিরুদ্ধ পদ কাকে বলে? 

অথবা

"কোনো বস্তুই যুগপৎ ভালো এবং উত্তেজক নয়।" - বচনটির ব্যবর্তন করো।


(v) একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বেধ হয়?


(vi) বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো?


অথবা


একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও।


(vii) পরিপূরক শ্রেণি কাকে বলে?

অথবা


শূন্যগর্ভ শ্রেণি কাকে বলে?


(viii) ভেনচিত্রে প্রকাশ করো:

"অ- ধার্মিক কবি আছেন।" (যদি P = ধার্মিক শ্রেণী এবং S = কবি শ্রেণী হয়)


(ix) কোন্ কোন্ প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয় ?


অথবা


একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির (Law of Excluded middle) বক্তব্য কী?


(x) একটি বৈকল্পিক বচনের নিষেধ কী বচন হয়? 


(xi) আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী?


(xii) সামান্যীকরণ বলতে কী বোঝো?


অথবা


বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন?


(xiii) একটি মন্দ উপমাযুক্তির উদাহরণ দাও।

অথবা

উপমাযুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো।

(xiv) আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও।


(xv) মিল স্থায়ী কারণ বলতে কী বুঝিয়েছেন?


অথবা


বহুকারণবাদের সমর্থক কারা?


(xvi) কার্ডেথ রীড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন ?



(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

 8 × 5 = 40


(a) বচন কাকে বলে? উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো।একটি নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কী?

2 + 4 + 2


অথবা

নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন্ পদ ব্যাপ্য ও কোন্ পদ অব্যাপ্য নির্দেশ করো:

(1 + 1/2 + 1/2) ×4


(i) যে তরবারি ধারণ করবে সে তরবারির দ্বারাই বিনষ্ট হবে।


(ii) অসফল ডাক্তার আছেন। 


(iii) কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন।


(iv) দুই আর দুই-এ পাঁচ হয় না।


(b) অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। অমাধ্যম অনুমানকে কী প্রকৃত অনুমান বলা যায়?

 2 + 4 + 2


অথবা


নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো: 

 (1 + 1/2 + 1/2) ×4


(i) বেশিরভাগ মানুষই স্বার্থপর।


(ii) সৎ ব্যক্তিরা কখনও পরাজিত হন না।


(iii)সব ছাত্রই সাহসী হয় না।


(iv) কেবলমাত্র দার্শনিকেরা প্রকৃত জ্ঞানী।


(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো:

 4 + 4

(i) অভীকবাবু, অবশ্যই জ্ঞানী কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভীক বাবু একজন ভালো অধ্যাপক । 


(ii) যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নন ।


অথবা


প্রমাণ করো যে-

4 + 4


(i) মধ্যপদটি (হেতুপদটি) প্রথম ও দ্বিতীয় সংস্থানে উভয় আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে পারে না।

(ii) কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের চতুর্থ সংস্থানে o বচন প্রধান আশ্রয়বাক্য হতে পারে না।



(d) মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। । সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি)।


1 + 2 + 1 + 2 + 2

অথবা


"সোনার চাহিদা যত বাড়ছে ততই তার ক্রয়মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে, সুতরাং চাহিদা বৃদ্ধি সোনার ক্রয়মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণ।" - এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো।। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (২টি), অসুবিধা (২টি)। 

1 + 1 + 2 + 2 + 2


WBCHSE উচ্চমাধ্যমিক 2024 দর্শন প্রশ্নপত্র এর উত্তর কী খুঁজছেন ?

যেসব শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক 2024 পরীক্ষার দর্শন প্রশ্নপত্র এর উত্তর খুঁজছেন তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি পাওয়ার জন্য নুর স্টাডি পয়েন্ট এর বিশেষজ্ঞরা  প্রশ্নপত্র দেখে তার একটি সম্ভব্য তৈরি করেছেন এবং দেখে নিন উচ্চমাধ্যমিক 2024  দর্শন প্রশ্নগুলির সঠিক উত্তর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.