Madhyamik 2024 Life Science question paper with answer ।মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর

 মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞান উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো?Madhyamik 2024 Life Science answer

আজ 09.02.2024 মাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ  বিষয় জীবন বিজ্ঞান পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের life science porikha খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন মাধ্যমিক লাইফ সায়েন্স পরীক্ষায় কতগুলো  প্রশ্নের সঠিক উত্তর  করলে ।

Madhyamik Life Science Question paper 2024 is very important for calculating your score with the help of Answer key. Madhyamik 2024 Life Science Question with answers is given in this post.

Madhyamik 2024 Life Science answer 

মাধ্যমিক ২০২৪ জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন দিয়েছেন তা উত্তরপত্রের সঙ্গে দেখে নিন। নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা life science এর mcq, short questions এর উত্তর কি হতে পারে দেখে নিন।

Madhyamik 2024 Life Science question paper with answer

পরীক্ষার নাম

মাধ্যমিক পরীক্ষা (দশম শ্রেণি)

পরিচালক 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)


রাজ্য

পশ্চিমবঙ্গ

অফিসিয়াল ওয়েবসাইট

wbbse.wb.gov.in

আলচ্য বিষয় 

WBBSE ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্নপত্র বিশ্লেষণ

বিষয়

জীবন বিজ্ঞান 

পরীক্ষার তারিখ

9/02/2024

পরীক্ষার সময়

9:15 a.m. - 1:00 p.m.

পরীক্ষার সময়কাল

3 ঘন্টা 15 মিনিট

পূর্ণ মান

১০০(লিখিত -৯০ + প্রকল্প - ১০)

সামগ্রিক অসুবিধা স্তর

সহজ থেকে মডারেট

                        2024

                  LIFE SCIENCE


(For Regular and External Candidates)


Time-Three Hours Fifteen Minutes


(First FIFTEEN minutes for reading the question paper only)


Full Marks- 90-For Regular and Sightless Regular Candidates 

100-For External and Sightless External Candidates


                       বিভাগ ক 


(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো।


১.১ নীচের সঠিক জোড়াটি নির্বাচন করো -


(ক) লেন্স- নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে 


(খ) রেটিনা – লেন্সকে সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে


(গ) করনিয়া - অ্যাকুয়াস হিউমর ক্ষরণ করে


(ঘ) কোরয়েড - অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে

উত্তর:(গ) করনিয়া - অ্যাকুয়াস হিউমর ক্ষরণ করে

১.২ হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও

হরমোন

স্নায়ুতন্ত্র

1 হরমোন ভৌত সমন্বায়ক

স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বায়ক

II হরমোনের কাজ ধীরগতিতে হয়

স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক

III হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী

স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী

IV হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে

স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয়


(ক) I, IV


(খ)I, III


(গ) II, III


(ঘ) II, IV

উত্তর:(গ) II, III

১.৩ বাইসেপস্, পাইরিফরমিস্ ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো -


(ক) অ্যাডাক্টর, এক্সটেনসর, অ্যাবডাক্টর


(খ) এক্সটেনসর, ফ্লেক্সর, রোটেটর


(গ) ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর


(ঘ) রোটেটর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর

উত্তর:(গ) ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর


১.৪ মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয়। দশাটি কী?


(ক) প্রোফেজ

(খ) টেলোফেজ

(গ) মেটাফেজ

(ঘ) অ্যানাফেজ

উত্তর:(খ) টেলোফেজ


১.৫ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নীচের কোন ঘটনাটি ঘটে ?


(ক) জাইগোট ফলে রূপান্তরিত হয়

(খ) জাইগোট বীজে রূপান্তরিত হয়।

(গ) এককোশী জাইগোট বহুকোশী ভ্রুণে রূপান্তরিত হয়

(ঘ) ডিম্বাশয় ভ্রুণে রূপান্তরিত হয়

উত্তর:(ঘ) ডিম্বাশয় ভ্রুণে রূপান্তরিত হয়

১.৬ ক্রোমোজোমের কোন্ গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো একপ্রান্তে অবস্থান করতে পারে ?


(ক) টেলোমিয়ার

(খ) নিউক্লিওলার অরগ্যানাইজার

(গ) স্যাটেলাইট

(ঘ) সেন্ট্রোমিয়ার

উত্তর:(গ) স্যাটেলাইট

১.৭ মটরগাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী?


(ক) বেগুনি ও সবুজ

(খ) বেগুনি ও সাদা

(গ) সাদা ও বেগুনি

(ঘ)বেগুনি ও হলুদ

উত্তর:(খ) বেগুনি ও সাদা

১.৮ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR, BBrr, bbRR ও bbrr জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি কী?


(ক) 1:1 :1 :1

(খ)2:4:2:4

(গ)4:2:2 :1

(ঘ) 2:4:1:2

উত্তর:(ঘ) 2:4:1:2

১.৯ একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্রসন্তান ও দুটি কন্যাসন্তান জন্মায়, তবে ঐ সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত?

(ক) 100% পুত্র হিমোফিলিক ও 0% কন্যা হিমোফিলিক

(খ) 50% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক

(গ) 0% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক

(ঘ) 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা

উত্তর:(ঘ) 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা

১.১০ নীচের কোনটি ইক্যুয়াসের বৈশিষ্ট্য ?


(ক) অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত তিনটি আঙুল

(খ) অগ্রপদের প্রত্যেকটিতে চারটি ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে দুটি খুরযুক্ত আঙুল

(গ) অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত দুটি আঙুল

 (ঘ) অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল

উত্তর:(ঘ) অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল


১.১১ নীচের কোন্ টি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত?


(ক) প্রাকৃতিক নির্বাচন


(খ) প্রকরণ


(গ) অত্যধিক হারে বংশবৃদ্ধি


(ঘ) সীমিত খাদ্য ও বাসস্থান

উত্তর:(খ) প্রকরণ


১.১২ উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সংগে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী?


(ক) বেলনাকার লোহিত রক্তকণিকা


(খ) গোলাকার লোহিত রক্তকণিকা


(গ) ডিম্বাকার লোহিত রক্তকণিকা


(ঘ) ঘনকাকার লোহিত রক্তকণিকা

উত্তর:(গ) ডিম্বাকার লোহিত রক্তকণিকা


১.১৩ নাইট্রোজেন চক্রের কোন্ ধাপের সংগে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট?


(ক) নাইট্রিফিকেশন

(খ) ডিনাইট্রিফিকেশন

(গ) নাইট্রোজেন স্থিতিকরণ

(ঘ) অ্যামোনিফিকেশন

উত্তর:(ক) নাইট্রিফিকেশন

১.১৪ মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন্ কোন্ জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত?


(ক) পূর্বহিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা


(খ) সুন্দাল্যান্ড, ইন্দো-বার্মা


(গ) ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড


(ঘ) সুন্দাল্যান্ড, পূর্ব হিমালয়

উত্তর:(গ) ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড


১.১৫ গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইন-সিটু সংরক্ষণ ?


(ক) জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য


(খ) বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান


(গ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ


(ঘ) বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান

উত্তর:(ক) জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য


                        বিভাগ – খ

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।


নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি):


২.১ স্নায়ুকোশের অ্যাক্সনের মেডুলারি সিদ্ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার _________কোশ দেখা যায়।

উত্তর: সোয়ান 

২.২_______ কোশ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয় না।

উত্তর: অ্যামাইটোসিস

২.৩ জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ______ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে।

উত্তর: বাহক

২.৪ পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো______।

উত্তর: প্রকরণ

২.৫ হাঁপানির সময় শ্বাসনালীর ক্রোমশাখা ও উপক্রোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে _______ র ক্ষরণ ঘটে। 

উত্তর: মিউকাস 

২.৬ মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ________ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।

উত্তর: ফসফেট / ফসফরাস



নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি):


২.৭ ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।

উত্তর:মিথ্যা

২.৮ হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।

উত্তর:মিথ্যা

২.৯ BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।

উত্তর:সত্য

২.১০ নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

উত্তর:মিথ্যা

২.১১ ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196℃ উয়তা ব্যবহার করা হয়।

উত্তর:সত্য

২.১২ চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।

উত্তর:সত্য


A স্তম্ভে দেওয়া শব্দের সগে B স্তস্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি): 



A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ অ্যাড্রেনালিন

(ক) বায়ুদূষক

২.১৪ স্বপরাগযোগ

(খ) বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল

২.১৫ ফুলের অবস্থান কাক্ষিক

(গ) মানব বিকাশের বয়ঃসন্ধি দশা

২.১৬ গরম তরল স্যুপ

(ঘ) বাহকের প্রয়োজন নেই

২.১৭ SPM

(ঙ) মানব বিকাশের বার্ধক্য দশা

২.১৮অস্থির ভঙ্গুরতা ও

        অস্থিসন্ধিতে ব্যথা

(চ) হৃদস্পন্দন, হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়ায়


(ছ) প্রকট বৈশিষ্ট্য

উত্তর:২.১৩ অ্যাড্রেনালিন →চ) হৃদস্পন্দন, হার্দ     

                             উৎপাদ ও রক্তচাপ বাড়ায়

   ২.১৪ স্বপরাগযোগ→ঘ) বাহকের প্রয়োজন নেই

২.১৫ ফুলের অবস্থান কাক্ষিক→ছ) প্রকট বৈশিষ্ট্য

২.১৬ গরম তরল স্যুপ→খ) বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল

২.১৭ SPM→ক) বায়ুদূষক

২.১৮অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা→ঙ) মানব বিকাশের বার্ধক্য দশা


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি):


২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো - ADH, FSH, LH, TSH

উত্তর:ADH

২.২০ উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী?

উত্তর: অক্সিন

২.২১ নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও


পিউরিন: অ্যাডেনিন:: পিরিমিডিন:______

উত্তর:    থাইমিন / গুয়ানিন 

২.২২ বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী?

উত্তর:X-ক্রোমোজোম বাহিত জিন

২.২৩ সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনদুটির মধ্যে পার্থক্য কী?

উত্তর:সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য - প্রচ্ছন্ন জিন

জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী -প্রকটজিন

২.২৪ সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী?

উত্তর:সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা হলো লবণ সঞ্চয় করা।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:


কফের সংগে ঘন শ্লেষ্মা নির্গমন, ব্রংকাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা, মানুষের শ্বসনতন্ত্রের ক্রোমশাখার প্রদাহ।

উত্তর:ব্রংকাইটিস

২.২৬কুমির সংরক্ষণে গৃহীত 'প্রোজেক্ট ক্রোকোডাইল'-এ কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে?

উত্তর: i)নিয়ন্ত্রিত প্রজনন

       ii) কুমিরের সংখ্যা বৃদ্ধি


WBBSE মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর কী খুঁজছেন ?

যেসব শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক 2024 পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর খুঁজছেন তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি পাওয়ার জন্য নুর স্টাডি পয়েন্ট এর বিশেষজ্ঞরা  প্রশ্নপত্র দেখে তার একটি সম্ভব্য তৈরি করেছেন এবং দেখে নিন মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞান প্রশ্নগুলির সঠিক উত্তর।

আরো পড়ুন

মাধ্যমিক ২০২৪ বাংলা উত্তর

Madhyamik 2024 English Answer

Madhyamik 2024 geography answers


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.