মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞান উত্তর, আপনার কত গুলো উত্তর সঠিক হলো?Madhyamik 2024 physical Science answer
আজ 10/02/2024 মাধ্যমিক শিক্ষার্থীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ভৌত বিজ্ঞান পরীক্ষা হলো। আশা করা যায়,সমস্ত শিক্ষার্থীদের physical science exam খুবই ভালো হয়েছে।মিলিয়ে নিন মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স পরীক্ষায় কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করলে ।
Madhyamik physical Science Question paper 2024 is very important for calculating your score with the help of Answer . Madhyamik 2024 physical Science Question with answers is given in this post.
Madhyamik 2024 physical Science answer
মাধ্যমিক ২০২৪ ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন দিয়েছেন তা উত্তরপত্রের সঙ্গে দেখে নিন। নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা physical science এর mcq, short questions এর উত্তর কি হতে পারে দেখে নিন।
2024
PHYSICAL SCIENCE
(For Regular and External Candidates)
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
90-For Regular Candidates
Full Marks
100 - For External Candidates
বিভাগ 'ক' -
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো:
১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল -
(a) CH4
(b) CFC
(c) CO2
(d) CO
উত্তর:(a) CH4
১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে
(a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।
উত্তর:(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –
(a) 3
(b) 1
(c) 2
(d) 1.5
উত্তর:(c) 2
১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় -
(a) 1/2
(b) 0
(c) 1/273
(d)1
উত্তর:(d)1
১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল-
(a)µ = A + B/λ
(b) µ = A + Bλ²
(c)µ = Aλ + B
(d)µ = A + B/λ²
উত্তর:(d)µ = A + B/λ²
১.৬ বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয় -
(a) উত্তল দর্পণ দ্বারা
(চ) উত্তল লেন্স দ্বারা
(c) সমতল দর্পণ দ্বারা
(d) অবতল লেন্স দ্বারা
উত্তর:(চ) উত্তল লেন্স দ্বারা
১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা -
(a) বৃদ্ধি পাবে
(b) হ্রাস পাবে
(c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
(d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।
উত্তর:(b) হ্রাস পাবে
১.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-
(a) 6 কুলম্ব
(b) 150 কুলম্ব
(c) 300 কুলম্ব
(d) 30 কুলম্ব
উত্তর:(b) 150 কুলম্ব
১.৯ 86A²²² → 84B²¹⁰ বিক্রিয়াটিতে নিঃসৃত α ও ẞ কণার সংখ্যা হবে যথাক্রমে -
(a) 6α, 3β
(b) 3α,4β
(c) 4α,3β
(d) 3α, 6β
উত্তর:(b) 3α,4β
১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো
(a) C < N < 0 < F
(b)C > N > 0 > F
(c) 0 < N < C < F
(d) F > C > 0 > N
উত্তর:(b)C > N > 0 > F
১.১১ NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল -
(a) Nu - 2,8,8 ; Cl - 2,8
(b) Na - 2,8,7 ;Cl - 2,8,1
(c) Na - 2,8,1 ; Cl- 2,8,7
(d) Na - 2,8 Cl - 2 8, 8
উত্তর:(d) Na - 2,8 Cl - 2 8, 8
১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির
করো
(a) রাসায়নিক পরিবর্তন হয়
(b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
(c) উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
(d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।
উত্তর:(c)উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল -
(a) NO2
(b) H2S
(c) HCI
(d) NH3
উত্তর:(d) NH3
১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল -
(a) Ag
(b) Mg
(c) Fe
(d) Au
উত্তর:(c) Fe
১.১৫ কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো -
(a) CH4+ Cl2
(b) CH3Cl + Cl2
(c)CH2Cl2 + Cl2
(d) CHCl3 + Cl2
উত্তর:(c)CH2Cl2 + Cl2
বিভাগ 'খ'
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায় – একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।
উত্তর:CIO +O3→Cl+2O2
২.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?
উত্তর: বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়।
অথবা
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থিত ?
উত্তর:আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে অবস্থিত
২.৩ P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি?
উত্তর:P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি সরলরেখা।
২.৪ পরম উম্নতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।
উত্তর:পরম উম্নতার সঙ্গে গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্কটি হল ব্যস্তানুপাতিক
২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 °C-1 হলে, SI এককে এর মান কত হবে?
উত্তর:অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 °C-1 হলে, SI এককে এর মান 24×10-⁶ k-¹
কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়?
উত্তর: চালর্সের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়।
২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?
উত্তর:আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে ।
২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তর:উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব f ও 2f এর মাঝে গঠিত হবে।
২.৮ একটি বর্তনীতে 6Ω ও 1Ωরোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে?
উত্তর: 3Ω
২.৯ বার্লো চক্রের ঘুর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয় ?
উত্তর: ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম
২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তর: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
অথবা
নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?
উত্তর: উচ্চ উষ্ণতা সৃষ্টি করার জন্য
২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো
উত্তর:
২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোন্ টি KCI দ্রবীভূত হয়।
উত্তর:জল
২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে ?
উত্তর: অ্যানোড
অথবা
তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC -এর মধ্যে কোন্ টি ব্যবহৃত হয় ?
উত্তর:DC
২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?
উত্তর:H3O+ +Cl-
২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।
উত্তর: অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম :ইউরিয়া সংকেত: CO(NH2)2
অথবা
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তর:AgS
২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয় ?
উত্তর:
২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো।
উত্তর: ক)ইথাইল অ্যালকোহল
খ)ডাই মিথাইল ইথার
২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।
উত্তর: বিউটেন
অথবা
1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো।
উত্তর:
WBBSE মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর কী খুঁজছেন ?
যেসব শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক 2024 পরীক্ষার ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর খুঁজছেন তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি পাওয়ার জন্য নুর স্টাডি পয়েন্ট এর বিশেষজ্ঞরা প্রশ্নপত্র দেখে তার একটি সম্ভব্য তৈরি করেছেন এবং দেখে নিন মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞান প্রশ্নগুলির সঠিক উত্তর।