মিলিয়ে নিন মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কতগুলো mcq ঠিক করলে ।Madhyamik 2024 history answer key

Madhyamik 2024 history answer key

মাধ্যমিক ২০২৪ ইতিহাস পরীক্ষা কেমন দিয়েছেন তা উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিন। নিচে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা  ইতিহাস mcq এর উত্তর কি হতে পারে দেখে নিন।

Madhyamik 2024 history answer key

 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন -

(ক) শহরের ইতিহাসে

(খ) স্থানীয় ইতিহাসে

(গ) শিল্পচর্চার ইতিহাসে

(ঘ)বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

উত্তর:(ঘ)বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

১.২ 'নদীয়া কাহিনী' গ্রন্থটি রচনা করেন -

(ক) নিখিলনাথ রায়

(খ)কুমুদরঞ্জন মল্লিক

(গ) সতীশচন্দ্র মিত্র

(ঘ)কুমুদনাথ মল্লিক

উত্তর:(ঘ)কুমুদনাথ মল্লিক

১.৩ 'কাউন্সিল অফ এডুকেশন'। গঠিত হয়-

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ)১৮২৩ খ্রিঃ 

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ)১৮৪২ খ্রিঃ

উত্তর:(ঘ)১৮৪২ খ্রিঃ

১.৪ গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত 'স্ত্রীশিক্ষা বিধায়ক' পুস্তিকাটি প্রকাশিত। হয়-

(ক) ১৮১৭ খ্রিঃ

(খ) ১৮২২ খ্রিঃ

(গ) ১৮২৩ খ্রিঃ

(ঘ)১৮৩৫ খ্রিঃ 

উত্তর:(খ) ১৮২২ খ্রিঃ

১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-

(ক) স্যার রমেশচন্দ্র মিত্র

(খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল

উত্তর:(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

১.৬ ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল -

(ক) সাঁওতাল চুল 

(খ) মুণ্ডা বিদ্রোহ 

(গ) কোল বিদ্রোহ

(ঘ) রম্পা বিদ্রোহ 

উত্তর:(খ) মুণ্ডা বিদ্রোহ

১.৭ নীলবিদ্রোহের দু'জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল -

(ক) পাবনা জেলায়

(খ) খুলনা জেলায়

(গ)নদিয়া জেলায়

(ঘ) ফরিদপুর জেলায়

উত্তর:(গ)নদিয়া জেলায়

১.৮ ব্রিটিশ পার্লামেন্ট 'উন্নততর ভারতশাসন আইন' পাশ করেছিল -

(ক)১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ 

(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

(গ) ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ

(ঘ)৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ

উত্তর:(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

(ক) ভারত সভা

(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(গ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস

উত্তর:(ক) ভারত সভা

১.১০ নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার -

(ক)সভাপতি 

(খ)সহ-সভাপতি

(গ)সম্পাদক

(ঘ)সহ-সম্পাদক

উত্তর:(ঘ)সহ-সম্পাদক

১.১১ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন -

(ক) গণিত শাস্ত্রের

(খ) রসায়ন শাস্ত্রের

(গ) পদার্থ বিদ্যার

(ঘ) জীববিদ্যার

উত্তর:(গ) পদার্থ বিদ্যার

১.১২ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন -

(ক) উইলিয়ম কেরি

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

উত্তর:(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

১.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন-

(ক) বাবা রামচন্দ্র

(খ)এন. জি. রঙ্গ 

(গ)স্বামী সহজানন্দ

(ঘ) ফজলুল হক

উত্তর:(গ)স্বামী সহজানন্দ

 ১.১৪ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) বিহারে

(খ) গুজরাটে

(গ) রাজস্থানে

(ঘ) যুক্তপ্রদেশে

উত্তর:

১.১৫ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল-

(ক) ১৯১৮ খ্রিঃ

(খ) ১৯২২ খ্রিঃ

(গ) ১৯২৮ খ্রিঃ

(ঘ) ১৯৩২ খ্রিঃ

উত্তর:(গ) ১৯২৮ খ্রিঃ

১.১৬ ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন-

(ক) গুজরাটে

(খ) পাঞ্জাবে

(গ) আসামে

(ঘ) উড়িষ্যায়

উত্তর:(গ) আসামে

১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন-

(ক) শচীন্দ্র প্রসাদ বসু

(খ) কৃষ্ণকুমার মিত্র

(গ) চিত্তরঞ্জন দাস

(ঘ) আনন্দমোহন বসু

উত্তর:(ক) শচীন্দ্র প্রসাদ বসু

১.১৮ বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন।

(ক)১৯২৮ খ্রিঃ 

(খ) ১৯৩০ খ্রিঃ

(গ) ১৯৩২ খ্রিঃ

(ঘ) ১৯৩৬ খ্রিঃ

উত্তর:(গ) ১৯৩২ খ্রিঃ

১.১৯ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন- 

(ক) হৃদয়নাথ কুঞ্জরু

(খ) বল্লভ ভাই প্যাটেল

(গ) পত্তি শ্রীরামালু

(ঘ) পট্টভি সীতারামাইয়া 

উত্তর:(গ) পত্তি শ্রীরামালু

১.২০ গোয়া ভারতভুক্ত হয়-

(ক) ১৯৪৭ খ্রিঃ

(খ) ১৯৫৬ খ্রি

(গ)১৯৬১ খ্রি

(ঘ) ১৯৭১ খ্রিঃ

উত্তর:(গ)১৯৬১ খ্রি

একটি বাক্যে উত্তর দাও:

২.১.১ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রুপে উদ্ যাপন করা হয়?

 উত্তর:৫ই জুন

২.১.২ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? - উত্তর:মহাফেজখানা / লেখারমার

২.১.৩ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1921

২.১.৪ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর:রবীন্দ্রনাথ


       উপবিভাগ: ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো:

২.২.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে। 

উত্তর:ভুল

২.২.২ নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।

 উত্তর:ঠিক

২.২.৩ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা। 

উত্তর:ভুল

২.২.৪ 'দি বেঙ্গলী' পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

উত্তর:ঠিক


                উপবিভাগ: ২.৩


ক স্তম্ভ

খ স্তম্ভ

২.৩.১ লর্ড রিপন

(১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

২.৩.২ নেলী সেনগুপ্ত 


(২) সাধারণ জনশিক্ষা কমিটি

২.৩.৩ লর্ড আমহার্স্ট

(৩) হান্টার কমিশন

২.৩.৪ তারকনাথ পালিত


(৪) স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট

উত্তর:


ক স্তম্ভ

খ স্তম্ভ

২.৩.১ লর্ড রিপন

(৩) হান্টার কমিশন

২.৩.২ নেলী সেনগুপ্ত

(৪) স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট

২.৩.৩ লর্ড আমহার্স্ট


(২) সাধারণ জনশিক্ষা কমিটি

২.৩.৪ তারকনাথ পালিত


(১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট



উপবিভাগ: ২.৪


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো:

২.৪:১ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা।

২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – কানপুর। -

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র - দিল্লী।

২.৪,৪ পুনর্গঠিত রাজ্য – কেরল।


          উপবিভাগ: ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।


ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা।


ব্যাখ্যা ২: এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।


ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য।

উত্তর:ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য।


২.৫.২ বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।


ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন।


ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন।


ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে 

আন্দোলন।

উত্তর:ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন।

২৫.৩ বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।


ব্যাখ্যা ১: তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।


ব্যাখ্যা ২: তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।


ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা।

উত্তর:ব্যাখ্যা ১: তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।


২.৫.৪ বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রুপে পালিত হয়।


ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন 'ভারত ছাড়ো' আন্দোলনের জনৈক শহীদ।

ব্যাখ্যা ২ : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।

ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।

উত্তর:ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.