অষ্টম শ্রেণীর ভূগোল
প্রথম অধ্যায়
পৃথিবীর অন্দরমহল
অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় - পৃথিবীর অন্দরমহল থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত সাত বছরের অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে লেখা প্রশ্ন উত্তর।West Bengal Board Class 8 History lesson 1 important questions answers suggestions.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১) পৃথিবীর গড় ব্যাসার্ধ ও গড় ঘনত্ব কত?
উত্তর:
• গড় ব্যাসার্ধ- ৬৩৭০ কিমি।
• গড় ঘনত্ব- ৫.৫ গ্রাম/ঘনসেমি।
২) ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত?
উত্তর:২.৬-৩.৩ গ্রাম/ঘনসেমি।
৩) পৃথিবীর গভীরতম খনি কোনটি? এর গভীরতা কত?
উত্তর:দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ। এর গভীরতা ৩-৪ কিমি।
৪) পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি?
উত্তর:উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীর গর্তটি।
৫) পৃথিবীর গভীরতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কি?
উত্তর:প্রতি ৩৩ মিটার গভীরতায় ১°C হারে তাপমাত্রা বাড়ে।
৬) জ্বালামুখ কাকে বলে?
উত্তর:আগ্নেয়গিরির সবচেয়ে উঁচু অংশ যেখান থেকে লাভা নির্গত হয় সেই অংশটিকে আগ্নেয়গিরির জ্বালামুখ বলে।
৭) ম্যাগমা ও লাভা কাকে বলে বা এদের পার্থক্য কি?
উত্তর:• ম্যাগমা- পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা অত্যাধিক বেশি হওয়ার কারণে সেখানে পাথর তরল অবস্থায় থাকে। একেই ম্যাগমা বলে।
• লাভা- ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে।
৮) ভূ-তাপশক্তি কাকে বলে?
উত্তর:পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপশক্তিকেই ভূ- তাপশক্তি বলে।
৯) কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূ-তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর:আমেরিকা যুক্তরাষ্ট্র।
১০) আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূ তাপশক্তি দ্বারা মেটায়?
উত্তর:৩০ শতাংশ।
১১) উষ্ণ প্রস্রবন কি?
উত্তর:পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে মাটির তলার জল বা ভৌমজল উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে। ঐ ফুটন্ত জল ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে।
১২) ভারতের কয়েকটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো।
উত্তর:পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, হিমাচলপ্রদেশের মনিকরণ, ছত্রিশগড়ের তাতাপানি।
১৩) ঘনত্ব কাকে বলে?
উত্তর:একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে ঐ পদার্থের ঘনত্ব বলে।
১৪) পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন?
উত্তর:পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে কেন্দ্রের দিকে চলে যায়। তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয়।
১৫) সিমা ও সিয়াল কাকে বলে?
উত্তর:• সিমা- মহাসাগরের নীচে প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত স্তরকে সিমা বলে।
•সিয়াল- মহাদেশের নীচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত স্তরকে সিয়াল বলে।
১৬) সিমা স্তর বা মহাসাগরীয় ভূ-ত্বক গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে?
উত্তর:ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে।
১৭) সিয়াল স্তর বা মহাদেশীয় ভূ-ত্বক গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে?
উত্তর:গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে।
১৮) বিযুক্তিরেখা কাকে বলে?
উত্তর:ভূ-পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেই স্থানকে বিযুক্তিরেখা বলে।
১৯) সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
উত্তর:কনরাড বিযুক্তিরেখা।
২০) Journey to the centre of the Earth গ্রন্থটি কার লেখা?
উত্তর:জুল ভার্নের লেখা।
২১) পৃথিবীর অভ্যন্তরের কত অংশ গুরুমন্ডল? এখানকার উষ্ণতা কত?
উত্তর:প্রায় ২৯০০ কিমি পর্যন্ত। এখানকার উষ্ণতা ২০০০-৩০০০ ডিগ্রি সেলসিয়াস।
২২) ভূত্বকের প্রধান উপাদান কি?
উত্তর:অক্সিজেন।
২৩) ক্রোফেসিমা ও নিফেসিমা স্তর কাকে বলে?
উত্তর:
• ক্রোফেসিমা- গুরুমন্ডলের ৩০-৭০০ কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই অংশটিকেই ক্রোফেসিমা স্তর বলে।
• নিফেসিমা- গুরুমন্ডলের ৭০০-২৯০০ কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই অংশটিকেই নিফেসিমা স্তর বলে।
২৪) ভূ-ত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা অবস্থান করেছে?
উত্তর:মোহোরোভিসিক বিযুক্তিরেখা।
২৫) ক্রোফেসিমা ও নিফেসিমা স্তরের মাঝে কোন বিযুক্তিরেখা অবস্থান করেছে?
উত্তর:রেপিত্তি বিযুক্তিরেখা।
২৬) শিলামন্ডল কি নিয়ে গঠিত হয়? এর গভীরতা কত?
উত্তর:ভূ-ত্বক ও গুরুমন্ডলের উপরের অংশ নিয়ে। এর গভীরতা ১০০ কিমি।
২৭) অ্যান্থেনোস্ফিয়ার কাকে বলে? এর অর্থ কি?
উত্তর:শিলামন্ডলের নীচে গুরুমন্ডলের উপরের বিশেষ স্তরটিকে বলে অ্যাস্থেনোস্ফিয়ার। এর অর্থ দুর্বল স্তর।
২৮) কেন্দ্রমন্ডল ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা অবস্থান করেছে?
উত্তর: গুটেনবার্গ বিযুক্তিরেখা।
২৯) কেন্দ্রমন্ডল কোন কোন খনিজ পদার্থ দিয়ে গঠিত? এখানকার গড় তাপমাত্রা কত?
উত্তর:নিকেল ও লোহা।
এখানকার গড় তাপমাত্রা ৫০০০ ডিগ্রি সেলসিয়াস।
৩০) কেন্দ্রমন্ডলের অপর নাম কি ও কেন?
উত্তর:অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে তৈরি বলে কেন্দ্রমন্ডলের অপর নাম নিফে।
৩১) অন্তঃকেন্দ্রমন্ডল ও বহিঃকেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা অবস্থান করছে?
উত্তর:লেহম্যান বিযুক্তিরেখা।
৩২) পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ-অভ্যন্তরের স্তর কোনটি?
উত্তর:বহিঃ কেন্দ্রমন্ডল।
৩৩) সান্দ্র পদার্থ কাকে বলে?
উত্তর:যে পদার্থ অর্ধেক তরল ও অর্ধেক কঠিন অবস্থায় আছে, তাকে সান্দ্র পদার্থ বলে।