ক্লাস 9 ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর অনুশীলনী 2024

 ক্লাস 9 ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর অনুশীলনী

Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য  রনজিৎ গরাং এর লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো এই সমস্ত সমাধান বইটি ভালো করে খুঁটিয়ে পড়ে নিচে করে দেওয়া হলো।Class 9 geography chapter 1 question answer wb board

ক্লাস 9 ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর অনুশীলনী

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্রশ্নমান-1

১। প্রথম কে ধারণা করেন পৃথিবীর আকৃতি গোল- 

ক) পিথাগোরাস 

খ) টলেমি 

গ) অ্যারিস্টটল 

ঘ) কোপারনিকাস 

উত্তর:ক) পিথাগোরাস 

২। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে দেখি- 

ক) সরল 

খ)বৃত্তাকার 

গ)লম্বাকার 

ঘ) চ্যাপটা 

উত্তর:খ)বৃত্তাকার 

৩। পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের তফাত কত কিমি-

ক)৫০ 

খ)৩৪

গ) ৪৩ 

ঘ) ৫৩

উত্তর:গ) ৪৩ 

৪। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি 

ক)দ্রুত চলে 

খ)ধীরে চলে 

গ) পরিবর্তন হয় না 

ঘ) কোনোটিই ঠিক নয় 

উত্তর:ক)দ্রুত চলে

৫। পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে 

ক)প্রশান্ত 

খ)ভারত  

গ)আটলান্টিক 

ঘ) কুমেরু 

উত্তর:ক)প্রশান্ত 

৬। নিম্নলিখিত কোনটি বামন গ্রহ- 

ক) বুধ 

খ) শুক্র 

গ) মঙ্গল 

ঘ)প্লুটো 

উত্তর:ঘ)প্লুটো 

৭। পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন-

ক) টলেমি 

খ) অ্যারিস্টটল 

গ) কোপারনিকাস 

ঘ)এরাটোস্থেনিস 

উত্তর:ঘ)এরাটোস্থেনিস 

৮। কোন শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সঠিক ক)গোলাকার 

খ) উপবৃত্তাকার 

গ) অতিবৃত্তাকার 

ঘ) জিয়য়েড 

উত্তর:ঘ) জিয়য়েড 

৯। বর্তমানে বামন গ্রহের সংখ্যা- 

ক)৮টি 

খ)৫টি 

গ) ৩টি 

ঘ) ৯টি

উত্তর:খ)৫টি

বাক্যটি সত্য হলো 'ঠিক' ও মিথ্যা হলে 'ভুল' লেখ

১। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা। 

উত্তর:ভুল

২। উত্তর মেরু ৬ অপেক্ষা দক্ষিণ মেরু একটু বেশি চাপা।

উত্তর:ঠিক

৩। চন্দ্রগ্রহণের সময় বা পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল আকারে পড়ে।

 উত্তর:ভুল

৪।দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারাকে দেখা যায়।

উত্তর:ভুল

 ৫।পৃথিবীর প্রকৃত  আকৃতি গোলাকার।

 উত্তর:ভুল

৬।শুক্র গ্রহের উপগ্রহের সংখ্যা ২টি।

  উত্তর:ভুল

৭।শনির আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম।

 উত্তর:ভুল

৮।বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ হয়। 

উত্তর:ঠিক

 শূন্যস্থান পূরণ কর

১। যত উপরে ওঠা যায়। দিগন্তরেখার বিস্তৃতি ক্রমশ _______।

উত্তর:বাড়ে

২। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন_______।

 উত্তর: আলফ্রেড রাসেল

৩। উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হয় ______ ডিগ্রি।

 উত্তর:90°

৪। মেরু  অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা _______। 

উত্তর: বেশি 

৫। পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ____ কিমি অধিক। 

উত্তর:51কিমি

৬। মঙ্গলে উপগ্রহ সংখ্যা ____ টি। 

উত্তর:2টি

৭। GPS কার্যের জন্য ____টি উপগ্রহ পাঠানো হয়েছে। 

উত্তর:24টি

'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও

                  'ক'স্তম্ভ

    'খ'স্তম্ভ

১। ডেমোক্রিটাস

(ক) পৃথিবী পরিভ্রমণ

২। এরাটোসথেনিস

(খ) বেডফোর্ড লেবেল পরীক্ষা

৩। টলেমি

(গ) পৃথিবী চ্যাপটা

৪। ম্যাগেলান

(ঘ) দোলক ঘড়ি

৫। রাসেল ওয়ালেস

(ঙ)পৃথিবীর মানচিত্র

৬। জাঁ রিচার

(চ) পৃথিবীর পরিধি নির্ণয়

উত্তর:

      'ক'স্তম্ভ

  'খ'স্তম্ভ

১। ডেমোক্রিটাস

(গ) পৃথিবী চ্যাপটা

২। এরাটোসথেনিস

(চ) পৃথিবীর পরিধি নির্ণয়

৩। টলেমি

(ঙ)পৃথিবীর মানচিত্র

৪। ম্যাগেলান

(ক) পৃথিবী পরিভ্রমণ

৫। রাসেল ওয়ালেস

(খ) বেডফোর্ড লেবেল পরীক্ষা

৬। জাঁ রিচার

(ঘ) দোলক ঘড়ি

দু-এক কথায় উত্তর দাও:

                                                প্রশ্নমান-1

১। GPS পুরো কথা কী?

উত্তর:GPS পুরো কথা হল Global Positioning System

২। GPS উপগ্রহগুলি ক-টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? 

উত্তর:GPS উপগ্রহগুলি ৬-টি কক্ষপথে স্থাপন করা হয়েছে।

৩। পৃথিবীর উপগ্রহগুলি ক-টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? 

উত্তর:পৃথিবীর উপগ্রহগুলি ৪-টি কক্ষপথে স্থাপন করা হয়েছে

৪। বেডফোর্ড লেভেল পরীক্ষা কোন দেশে করা হয়েছিল? 

উত্তর:বেডফোর্ড লেভেল পরীক্ষা ইংল্যান্ডে করা হয়েছিল।

৫। পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়? 

উত্তর:পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য জিয়য়েড শব্দ ব্যবহার করা হয়।

৬। কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?

 উত্তর:এরাটোস্থেনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন।

৭। সিয়েন ও আলেকজান্দ্রিয়া স্থানদুটি বর্তমানে কোন দেশে অবস্থিত?

উত্তর:সিয়েন ও আলেকজান্দ্রিয়া স্থানদুটি বর্তমানে মিশরে অবস্থিত।


নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো:          প্রশ্নমান-2

১। কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে গেলে আবার স্বস্থানে ফিরে আসতে হয় কেন?

উত্তর: কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণে দিক পরিবর্তন না করে যেদিকেই যাওয়া যাক না কেন যাত্রাস্থলেই আবার ফিরে আসতে হবে। আমি একটি প্লেন চালিয়ে যেদিকেই যায় আমাকে সেই স্থানেই আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব।

২। অভিগত গোলক কী?

 উত্তর: বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর মেরুব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস ৪৩ কিমি দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ৫১ কিমি বেশি দীর্ঘ। সুতরাং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা। অতএব পৃথিবী ঠিক গোল নয়। পৃথিবীর আকৃতি হল 'অভিগত গোলক' 

৩। Geoid কী? 

উত্তর: পৃথিবীর ওপরটা মোটেই মসৃণ নয়। যদি সমুদ্রের সব জলকে আমরা সরিয়ে ফেলি তাহলে দেখব পৃথিবীটা কতটাই। এবড়োখেবড়ো ।সুতরাং পৃথিবীর আকৃতি কতকটা নাসপাতির মতো। আসলে পৃথিবীর আকৃতিকে কোনো কিছুর সাথে আমরা মেলাতে পারি না। তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই।' পৃথিবীর এই আকৃতিকেই আমরা বলি জিয়য়েড (Geoid)।

৪। নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়েছে কেন?

 উত্তর: মাঝবরাবর পৃথিবীর আবর্তনবেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিগ বল  বেশি। এই বল বস্তুকণাসমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিগ বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত।

৫। বেডফোর্ড লেভেল পরীক্ষা কী কারণে করা হয়? 

উত্তর: ১৮৭০ সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একই দৈর্ঘ্যের তিনটি লাঠি একই সরলরেখায় এক কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবিনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে।

৬। GPS রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায়?

 উত্তর:GPS রিসিভার স্কীনে অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা-এই তিনটি বিষয় ফুটে ওঠে। আগে ১০ মিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা হত। এখন রিসিভার এত উন্নত হয়েছে যে, কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়।সঠিক অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়। রিসিভারে ভূমির যে উচ্চতা ফুটে ওঠে তা জিওড তল (সমুদ্রতল) থেকে মাপা উচ্চতা।

৭। দুটি - বামন গ্রহের নাম লেখো।

 উত্তর:দুটি - বামন গ্রহের নাম i)প্লুটো ii)ইরিস

৮। পৃথিবীকে 'নীলগ্রহ' বলে কেন?

উত্তর:পৃথিবীর 3/4 ভাগ জল হওয়ায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় বলে পৃথিবীর অপর নাম 'নীলগ্রহ'।

৯। এরাটোস্থেনিস কোন দুটি স্থানের মধ্যে সূর্যের পতনকোণ - মেপেছিলেন? 

উত্তর:এরাটোস্থেনিস সিয়েন ও আলেকজান্দ্রিয়া এই দুটি স্থানের মধ্যে সূর্যের পতনকোণ - মেপেছিলেন 

১০। GPS রিসিভার কী?

উত্তর:GPS উপগ্রহ থেকে যে রেডিয়ো তরঙ্গ আসে, তা GPS রিসিভারে ধরা পড়ে এবং রিসিভার গণনা করে অবস্থান বলে দেয়।GPS রিসিভার জিনে অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা-এই তিনটি বিষয় ফুটে ওঠে। আগে ১০ মিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা হত। এখন রিসিভার এত উন্নত হয়েছে যে, কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.