অষ্টম শ্রেণীর ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
আঞ্চলিক শক্তির উত্থান
অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় - আঞ্চলিক শক্তির উত্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত সাত বছরের অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে লেখা প্রশ্ন উত্তর।West Bengal Board Class 8 History lesson 2 important questions answers suggestions.
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
[ ১ ও ২ নম্বর মার্কস]
১) ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৭০৭ খ্রিস্টাব্দে।
২) কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল?
উত্তর:১৭৩৮ খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে।
৩) কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয়?
উত্তর:১৭৫৬ খ্রিস্টাব্দে আফগান নেতা আহমদ শাহ আবদালির নেতৃত্বে।
৪) আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল?
উত্তর:বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা।
৫) ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন?
উত্তর:মুর্শিদকুলি খান।
৬) মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে?
উত্তর:ফারুখশিয়র।
৭) মুর্শিদকুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন?
উত্তর:১৭১৭ খ্রিস্টাব্দে ফারুখশিয়র।
৮) কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে?
উত্তর:মুর্শিদকুলি খানের নেতৃত্বে।
৯) ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে কি বলা হত?
উত্তর:জাহাঙ্গীরনগর।
১০) খেলাৎ কি?
উত্তর:মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ।
১১) মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী এবং একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখ।
উত্তর:
• হিন্দু ব্যবসায়ী- উমিচাঁদ।
• আর্মেনীয় ব্যবসায়ী- খোজা ওয়াজিদ।
১২) মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন?
উত্তর:জগতশেঠ।
১৩) বাংলার কোষাগার এবং টাঁকশাল কার নিয়ন্ত্রণে চলত?
উত্তর:জগতশেঠের নিয়ন্ত্রণে।
১৪) কাদের বণিক রাজা বলা হত?
উত্তর:বাংলার বণিকদের।
১৫) কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:মুর্শিদকুলি খান।
১৬) মুর্শিদকুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৭২৭ খ্রিস্টাব্দে।
১৭) মুর্শিদকুলি খানের সময় কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল? উত্তর:ব্রিটিশ, ওলন্দাজ এবং ফরাসি কোম্পানি।
১৮) মুঘল শাসনের শেষদিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল?
উত্তর:মারাঠাদের।
১৯) কোন নবাবের সময় বর্গি আক্রমণ হয়েছিল?
উত্তর:আলিবর্দি খানের সময়।
২০) কাদের বাংলা আক্রমণ বর্গিহানা নামে পরিচিত?
উত্তর:মারাঠাদের।
২১) কে কাকে চিন কুলিচ খান উপাধি দেন?
উত্তর:সম্রাট ঔরঙ্গজেব মির কামারউদ্দিন খান সিদ্দিকিকে।
২২) মির কামারউদ্দিন খান সিদ্দিকি ফারুখশিয়র এবং মহম্মদ শাহের কাছ থেকে কি কি উপাধি পেয়েছিলেন?
উত্তর:
• ফারুখশিয়রের কাছ থেকে- নিজাম উল মূলক।
• মহম্মদ শাহের কাছ থেকে- আসফ ঝা।
২৩) হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?
উত্তর:১৭২৪ খ্রিস্টাব্দে মির কামারউদ্দিন সিদ্দিকি বা আসফ ঝা।
২৪) কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে?
উত্তর:১৭৪০ খ্রিস্টাব্দে।
২৫) কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে?
উত্তর:১৭২২ খ্রিস্টাব্দে সাদাৎ খানের নেতৃত্বে।
২৬) মহম্মদ শাহ সাদাৎ খানকে কি উপাধি দিয়েছিলেন?
উত্তর:বুরহান উল মূলক।
২৭) ফারুখশিয়রের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়?
উত্তর:১৭১৭ খ্রিস্টাব্দে।
২৮) ফারুখশিয়রের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায়?
উত্তর:ব্রিটিশ কোম্পানি।
২৯) ফারুখশিয়রের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কয়টি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায়?
উত্তর:৩৮ টি গ্রাম।
৩০) কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার পায়? উত্তর:বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে।
৩১) ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
উত্তর:লন্ডনে।
৩২) 'বণিকদের দুর্গের কি প্রয়োজন' একথা কে বলেছিলেন?
উত্তর:আলিবর্দি খান।
৩৩) মারাঠা আক্রমণকালে আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন?
উত্তর:৩০ লক্ষ টাকা।
৩৪) অষ্টাদশ শতকের সুবা বাংলার সেনাপতিকে আর কি বলা হত?
উত্তর:বক্সি।
৩৫) আলিবর্দি খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন?
উত্তর:মীরজাফর।
৩৬) আলিবর্দি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৭৫৬ খ্রিস্টাব্দে।
৩৭) আলিবর্দি খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন কে?
উত্তর:সিরাজ উদ দৌল্লা।
৩৮) সিরাজ উদ দৌল্লা কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন?
উত্তর:১৭৫৬ খ্রিস্টাব্দে।
৩৯) সিরাজ উদ দৌল্লা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন? কলকাতার নাম তিনি কি রেখেছিলেন?
উত্তর:১৭৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন। তিনি কলকাতার নাম রাখেন আলিনগর।
৪০) আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়?
উত্তর:নবাব সিরাজ উদ দৌল্লা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে।
৪১) অন্ধকূপ হত্যা ঘটনাটি কে রটিয়েছিলেন?
উত্তর:হলওয়েল।
৪২) হলওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ কতজন ব্রিটিশ নরনারীকে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন?
উত্তর:১৪৬ জন।
৪৩) কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে?
উত্তর:১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের মাধ্যমে।
৪৪) পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে কাকে নির্বাচিত করা হয়?
উত্তর:মীরজাফরকে।
৪৫) মীরজাফরের পর বাংলার নবাব হিসাবে কাকে বহাল করা হয়?
উত্তর:মীরজাফরের জামাতা মিরকাশিমকে।
৪৬) মিরকাসিম নবাব পদ পাওয়ার জন্য ব্রিটিশ কোম্পানিকে কত টাকা দিয়েছিলেন?
উত্তর:২৯ লক্ষ টাকা।
৪৭) মিরকাশিম ব্রিটিশ কোম্পানিকে কোন কোন স্থানের জমিদারির অধিকার প্রদান করেছিলেন?
উত্তর:বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম।
৪৮) মিরকাশিম কোন অঞ্চলকে বাংলার রাজধানী করেন?
উত্তর:মুঙ্গেরকে।
৪৯) কত খ্রিস্টাব্দে মিরকাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয়?
উত্তর:১৭৬৩ খ্রিস্টাব্দে।
৫০) মিরকাশিম ব্রিটিশদের কাছে হেরে কোথায় পালিয়ে যান?
উত্তর:অযোধ্যায়।
৫১) কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল?
উত্তর:১৭৬৪ খ্রিস্টাব্দে অযোধ্যার শাসক সুজা উদ দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মিরকাশিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সারের যুদ্ধ হয়।
৫২) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর:দ্বিতীয় শাহ আলম।
৫৩) কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার প্রদান করেন?
উত্তর:১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম।
৫৪) দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে কত টাকা দিতে অঙ্গীকার করে?
উত্তর:বার্ষিক ২৬ লক্ষ টাকা।
৫৫) দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তর:লর্ড ক্লাইভ।
৫৬) কে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান?
উত্তর:১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
৫৭) ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা কি নামে পরিচিত ছিল?
উত্তর:রেসিডেন্ট।
৫৮) বক্সারের যুদ্ধের পর ইংরেজ কোম্পানি কোন কোন স্থানে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করেন?
উত্তর:বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদে।
৫৯) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর:১৭৭০ খ্রিস্টাব্দে।
৬০) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
উত্তর:লর্ড ডালহৌসি।
৬১) স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে?
উত্তর:হায়দ্রাবাদের নিজাম।
৬২) মহীশুরের কোন শাসন অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেছিলেন?
উত্তর:টিপু সুলতান।
৬৩) অষ্টাদশ শতকে কাদের নেতৃত্বে মহীশুর দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে?
উত্তর:হায়দার আলি ও টিপু সুলতানের নেতৃত্বে।
৬৪) ইংরেজ কোম্পানি ও মহীশুরের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল?
উত্তর:চারটি।
৬৫) কোন যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশুর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন?
উত্তর:১৭৯৯ খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধের মাধ্যমে।
৬৬) মহীশুর শার্দুল কাকে বলা হত? তার রাজধানী কোথায় ছিল?
উত্তর:টিপু সুলতানকে বলা হত। তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে।
৬৭) করমন্ডল উপকূল ও তার পশ্চাদভূমিকে ইউরোপীয়রা কি নাম দিয়েছিল?
উত্তর:কর্ণাটিক।
৬৮) ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম লেখ।
উত্তর:চন্দননগর ও পন্ডিচেরী।
৬৯) জেনারেল দুপ্লে কে ছিলেন?
উত্তর:পন্ডিচেরীর ফরাসি গভর্নর।
৭০) কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়?
উত্তর:১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে।
৭১) কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবাইয়ের চুক্তি হয়েছিল?
উত্তর:১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের।
৭২) শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন?
উত্তর:দ্বিতীয় বাজিরাও।
৭৩) কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি সাক্ষরিত হয়?
উত্তর:১৮০২ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে।
৭৪) কোম্পানির সঙ্গে মারাঠাদের কয়টি যুদ্ধ হয়েছিল?
উত্তর:তিনটি।
৭৫) লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়?
উত্তর:১৮৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি এবং শিখদের মধ্যে।
৭৬) লাহোরের চুক্তি অনুযায়ী কোথায় ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়?
উত্তর:জলন্ধর দোয়াবে।
৭৭) স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন?
উত্তর:লর্ড ডালহৌসি।
৭৮) কোন দেশীয় রাজ্যে সর্বপ্রথম স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করা হয়?
সাতারা রাজ্যে।
৭৯) ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটি দখল করেন?
উত্তর:সাতারা রাজ্য।
৮০) গ্রন্থগুলির রচয়িতা কে?
উত্তর:
• মুর্শিদকুলি খাঁর অভ্যুদয়, বর্গীর হাঙ্গামা- যদুনাথ সরকার।
• মহারাষ্ট্র পুরাণ- বাঙালী কবি গঙ্গারাম।
সিরাজ উদ দৌল্লা, মন্বন্তর- অক্ষয়কুমার মৈত্র।
আরও দেখুন নীচের লিঙ্কে ক্লিক করে