অষ্টম শ্রেণী
ইতিহাস
প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা
Class 8 History chapter 1 very important question answer. গত সাত বছরের অষ্টম শ্রেণীর ইতিহাস class 8
প্রশ্ন পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো , এটা থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ভালো রেজাল্ট করার জন্য অনেক সুবিধা হবে।
১ ও ২ নম্বর মার্কস এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর(Short Answer type):
১) 'সব দেশের ইতিহাস এক নয়'- একথা কে বলেন?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর।
২) ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর:তিনটি যুগে। প্রাচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ।
৩) আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর:অধুনা শব্দ থেকে।
৪) কে কত খ্রিস্টাব্দে রাজাবলি নামে একটি ইতিহাস বই লিখেছিলেন?
উত্তর:১৮০৮ খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
৫) কে কত খ্রিস্টাব্দে History of British India বইটি লেখেন?
উত্তর:১৮১৭ খ্রিস্টাব্দে জেমস মিল।
৬) History of British India বইটি লেখার উদ্দেশ্য কি ছিল?
উত্তর:
বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। যাতে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে। কারণ যে দেশ এবং দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও জানা প্রয়োজন।
৭) জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেন ও কি কি?
উত্তর:তিনটি যুগে ভাগ করেন। হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ।
৮) জেমস মিলের দৃষ্টিতে কোন যুগ অন্ধকারময় যুগ?
উত্তর:মুসলিম যুগ।
৯) সুলতান ইলতুৎমিস কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান?
উত্তর:নিজের কন্যা রাজিয়াকে।
১০) ইতিহাসের উপাদান বলতে কি বোঝো?
উত্তর:পুরোনো দিনের যে সকল বস্তু বা যে সকল তথ্যের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি, তাকে ইতিহাসের উপাদান বলা হয়।
১১) আধুনিক ভারতের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম লেখ।
উত্তর:সংবাদপত্র, দলিল, মানচিত্র, ছবি, চলচ্চিত্র প্রভৃতি।
১২) অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন কে?
উত্তর:উইলিয়াম ওয়েডারবার্ন।
১৩) ইতিহসের উপাদান হিসাবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয় কেন?
উত্তর:ইতিহাসের উপাদান হিসাবে সরাসরি আত্মজীবনী ব্যবহার করা উচিত নয়। কারণ যিনি আত্মজীবনী লিখছেন, তিনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সবকিছু ব্যাখ্যা করছেন।
ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা বিচার না করে পুরোপুরি মেনে নেন, তাহলে সেই বক্তব্য হয়ে যায়
একপেশে। ফলে ঐতিহাসিক ভুল সিদ্ধান্তেও পৌঁছে যেতে পারেন।
১৪) ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফ ব্যবহারের ত্রুটি কি হতে পারে?
উত্তর:ফটোগ্রাফার অর্থাৎ যিনি ছবি তুলছেন তাঁর দৃষ্টিভঙ্গির উপরেই ক্যামেরার দেখা নির্ভর করে। ফলে একই বিষয়ে দুইজনের তোলা দুটি ছবির দুইরকম অর্থ দাঁড়াতে পারে।
১৫) সাম্রাজ্যবাদ কি?
উত্তর:সাম্রাজ্যবাদ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র তুলনায় অপর একটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সবকিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজনমত পরিচালনা করে।
১৬) উপনিবেশবাদের মূলকথা কি?
উত্তর:উপনিবেশবাদের মূলকথা হল- একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে কোনো শক্তিমান দেশ অন্য একটি অঞ্চল বা নিজের দেশের স্বার্থে ব্যবহার করে।
১৭) 'আমি, তুমি সবাই ইতিহাস লিখব'- একথা কে বলেছিলেন?
উত্তর:বঙ্কিমচন্দ্র।
১৮) ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম কোন দেশে রপ্তানি হত?
উত্তর:চিন দেশে।
১৯) আজাদ হিন্দ ফৌজের সন্মানে কোন দেশ ডাকটিকিট প্রবর্তন করেছিল?
উত্তর:জাপান।
২০) কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী বলে অভিহিত করে?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর।
২১) সমস্ত ঐতিহাসিক উপাদানকেই প্রশ্ন করে খুঁটিয়ে কেন ঐতিহাসিককে দেখতে হয়?
উত্তর:সমস্ত ঐতিহাসিক উপাদানকে সরাসরি ব্যবহার করা যায় না। কারণ এগুলি লেখা হয় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং এতে ব্যক্তিগত মতামত উঠে আসে। তাই এগুলি অনেকসময় একপেশে হয়ে যায়। সেই কারণেই সব ঐতিহাসিক উপাদানকেই খুব খুঁটিয়ে দেখতে হয়।