নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন তৃতীয় ইউনিট টেস্ট । ক্লাস নাইন জীবন বিজ্ঞান সাজেশন ফাইনাল পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ১০০% কমন । Class 9 life science suggetion 2024 final examination West Bengal board
*একটি স্টার হল গুরুত্বপূর্ণ প্রশ্ন
** দুটি স্টার হল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন
জীবন ও তার বৈচিত্র্য
1.হট ডাইলুট সুপ কী?
2.কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখ।**
3.লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য লেখ এর সাতটি ধাপ কি কি ?*
4.দ্বিপদ নামকরণ কাকে বলে? কে প্রবর্তন করেন? দ্বিপদ নামকরনের নিয়মাবলী।**
5.'অগ্রাধিকার আইন' বলতে কী বোঝানো হয়?
6. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? পাঁচটি রাজ্যের নাম লেখ ।
7.মনেরা**, প্রোটিস্টা*, ফানজি* রাজ্যের বৈশিষ্ট্য।
8.পার্থক্য লেখ -
i)মসবর্গ (ব্রায়োফাইটা) ও ফার্নবর্গ (টেরিডোফাইটা)**
ii)ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ**
iii)একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।**
9.উদ্ভিদ রাজ্যের উভাচর কাদের বলে? কেন?**
10.চারটি করে বৈশিষ্ট্য এবং উদাহরণ - i)পরিফেরা,
ii)নিডারিয়া**
iii)টিনোফোরা,
iv)অ্যানিলিডা,
v)আর্থ্রোপোডা**
vi)মোলাস্কা,
vii)একাইনোডার্মাটা
viii)কর্ডাটা,
ix)কনড্রিকথিস**
x)অসটিকথিস**
xi)সরীসৃপ,
xii)পক্ষী,
xiii)স্তন্যপায়ী।
11.কনড্রিকথিস ও অসটিকথিসের পার্থক্য।
12."সমস্ত মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা, কিন্তু সমস্ত কর্ডাটা মেরুদণ্ডী নয়' - ব্যাখ্যা করো।
13.তারামাছ মাছ নয় কেনো?
14.কর্ডাটা' এই জীবগোষ্ঠীকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে ও কী কী?
জীবন সংগঠনের স্তর
1.অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও **
2.পার্থক্য লেখ -
i)DNA ও RNA **
ii) প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশ iii) জাইলেম ও ফ্লোয়েম **
iv)প্যালেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা*
3.ভাজক কলার বৈশিষ্ট্য।
4.আবরণী কলা**, পেশী কলা*, যোগ কলার বৈশিষ্ট্য ও কাজ।
5.কোশ পর্দার তরল-মোজাইক-মডেলের চিত্রসহ ব্যাখ্যা করো**
6.নিউক্লিয়াস ও মাইটোকনড্রিয়ার গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।**
7.কাকে আত্মঘাতী থলি বলে এবং কেন?*
8.কাকে 'কোশের মস্তিষ্ক' বলে এবং কেন?*
9.ভিটামিন A, D, C, E, B কমপ্লেক্স এর রাসায়নিক নাম ও কাজ।*
10.প্লাস্টিড, রাইবোজোম ও সেন্ট্রিওল এর কাজ লেখ।*
প্লাজমোডেসমাটা, প্রাইমরডিয়াল ইউট্রিকল, জোন অব্ এক্সক্লুশন।*
11.অবস্থান ও কাজ লেখো
i)অগ্নাশয়*,ii)প্লীহা,iii)বৃক্ক, iv)সুষুম্নাকাণ্ড*
জৈবনিক প্রক্রিয়া
উদ্ভিদ শারীরবিদ্যা
1.সালোকসংশ্লেষ কাকে বলে? এর সমীকরণটি লেখ।
2.সালোকসংশ্লেষে জল, ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা লেখ।
3.সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা কর।**
4.সালোকসংশ্লেষের কেলভিন চক্রটি শব্দ-ছকের মাধ্যমে বর্ণনা কর।**
5.সালোকসংশ্লেষ কে অঙ্গার আত্তীকরণ বলে কেন?*
6.কাকে বলে লেখ
i)ফটোলাইসিস**,ii) ফটোফসফোরাইলেশন*, iii)কার্য বর্ণালী।
7.ATP-কে কেন এনার্জি কারেন্সি বলা হয়?
8.আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশার পার্থক্য।
9.সালোকসংশ্লেষের তাৎপর্য লেখ।*
10.বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক ও আভ্যন্তরীণ শর্তাবলীর বিবরণ দাও ।
11.বাষ্পমোচনকে কেন 'প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি' বলা হয়?**
12.বাষ্পমোচন টানের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক লেখ।**
13.রসের উৎস্রোত সংক্রান্ত ডিক্সন ও জলির মতবাদটি বর্ণনা কর।**
14.ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখ।
জৈবনিক প্রক্রিয়া
শ্বসন
1.ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন? শব্দছকের মাধ্যমে এই চক্রটি বর্ণনা কর।**
2.গ্লাইকোলাইসিস কে EMP পথ বলে কেন? এই প্রক্রিয়ার পর্যায়গুলি লেখ।**
3.সন্ধান কাকে বলে? এর অর্থনৈতিক গুরুত্ব লেখো।**
4.সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য।
5.শ্বসনের তাৎপর্য লেখ।
জৈবনিক প্রক্রিয়া
পুষ্টি
1.মানুষের দন্ত সংকেত লেখ**। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে এবং তাদের অবস্থান লেখো*
2. সুষম খাদ্য কাকে বলে? উদাহরণসহ লেখ বিপাকীয় গলযোগের ফলে সৃষ্ট হয় এমন তিনটি রোগের নাম লেখ *
3.আমাদের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয় তা লেখ **
4.কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক গুলি এবং পরিপাকে তাদের ভূমিকা লেখ *
5.BMR কী? একজন প্রাপ্তবয়স্ক মানুষের BMR কত?*
6.উপচিতি এবং অপচিতি বিপাকের পার্থক্য
7.পৌষ্টিকতন্ত্রের ছবি।**
জৈবনিক প্রক্রিয়া
সংবহন
1.শিরা ও ধমনীর পার্থক্য লেখ।*
2. প্রতি প্রকার শ্বেত রক্তকণিকার কাজ।**
3. সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা কাকে বলে।**
4.এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী?**
5.রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখ। ABO অসংগতি কী?*
6.রক্ত তঞ্চন পদ্ধতিটি ব্যাখ্যা কর।**
7.চিত্রসহ হৃদপিন্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের পথটি ব্যাখ্যা কর।**
জৈবনিক প্রক্রিয়া
রেচন
1.উদ্ভিদ রেচনের পদ্ধতিগুলি লেখ।**
2.উদ্ভিদের রেচন পদার্থ গুলি এবং বিভিন্ন প্রাণীদেহের রেচন অঙ্গ গুলি খুব ভালো করে পড়ে রেখো।short question
3.রেচনে যকৃত ও ফুসফুসের ভূমিকা লেখ।
4.নেফ্রনের চিত্র।**
জীববিদ্যা ও মানকল্যাণ
1. একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ আলোচনা করো ***
2.অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখ।**
3.অনাক্রমতা কাকে বলে? অনাক্রমতা কত প্রকার ও কি কি?
4.রক্তে প্রবিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কীভাবে অ্যান্টিবডি (অনাক্রম্য) সাড়া সৃষ্টি করে তা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো ।*
5.কোশভিত্তিক অনাক্রম্যতার ক্রিয়াপদ্ধতির ধাপগুলি বর্ণনা করো।**
6. T - কোশ কত প্রকার ও কি কি ?
7.টিকা কাকে বলে? টিকাকরণের গুরুত্ব লেখো।**
8.রোগ নিরাময়ে ধৌতকরনের ভূমিকা।**
9.মানব কল্যাণে অণুজীবের ভূমিকা লেখ ।**
10.জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া, ভাইরাস-এর ভূমিকা।**
11.অনুজীব সার কাকে বলে? ব্যবহারের সুবিধা লেখ।*
12.অনুজীব সার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা।**
13.রোগগুলির প্যাথোজেন, উপসর্গ, সংক্রমণ পদ্ধতি লেখো -
i)ডায়েরিয়া,
ii) ম্যালেরিয়া,**
iii) ডিপথেরিয়া, *
iv)নিউমোনিয়া,*
v)টিটেনাস,*
vi)যক্ষা,**
vii)ডেঙ্গু,**
viii)AIDS**
পরিবেশ ও তার সম্পদ
1.জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য।**
2. পপুলেশান বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলী বর্ণনা কর।
3.পার্থক্য লেখ
i)ন্যাটালিটি ও মর্টালিটি, **
ii)উৎপাদক ও বিয়োজক
4.পরজীবীতা কাকে বলে? বৈশিষ্ট্য **
5. বাস্তুতন্ত্রের উপাদান গুলি ছকের সাহায্যে বর্ণনা কর।**
6.বিয়োজক কাদের বলে? বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব লেখো।*
7.খাদ্যশৃঙ্খল কাকে বলে? এর বৈশিষ্ট্য। তৃণভূমির খাদ্যশৃঙ্খল, জলাভূমির খাদ্যশৃঙ্খল।"*
8.খাদ্যজাল কাকে বলে? শব্দছকের মাধ্যমে একটি খাদ্যজলের বর্ণনা কর।**
9.শক্তি প্রবাহ কাকে বলে এর বৈশিষ্ট্য এবং পর্যায় গুলি লেখ।*
10.লীন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ**
11.পরিপোষক চক্র কাকে বলে?*
12.অরণ্য ধ্বংসের কারণ এবং ফলাফল বর্ণনা কর*
13.জল সংরক্ষণের পদ্ধতি গুলি লেখ*
14.বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ*
15.বিকল্প খাদ্যের উৎসগুলি বর্ণনা করো*
16.খাদ্য সংকটের কারণ ও ফলাফল বর্ণনা কর*
17.সৌরশক্তি এবং পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি লেখ*
18.দৈনন্দিন জীবনে তুমি কিভাবে শক্তির অপচয় বন্ধ করতে পারবে উদাহরণসহ লেখ*
__________________________________
Class 9 life science suggestion final exam pdf download
Class 9 life science suggestion final exam wbbse
Class 9 life science
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন
A class 9 question answer
Class 9 life Science syllabus in bengali
ক্লাস 9 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন 2023
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন
জীববিদ্যা ও মানবকল্যাণ
পরিবেশ ও সম্পদ class 9 প্রশ্ন
খনিজ পুষ্টি class 9
আরো পড়ুন
Class 9 Geography chapter 4 exercise