পঞ্চম শ্রেণী বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।Class 5 3rd unit test Bengali Question and Answer ।Class 5 final pariksh
সিলেবাস
পাতাবাহার :- মাস্টারদা, মিষ্টি, তালনবমী, একলা, আকাশে দুই বন্ধু, বোম্বাগড়ের রাজা
ভাষাপাঠ :- পুরুষ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ রচনা।
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ মাস্টারদা হাসিমুখে মেলামেশা করতেন – (ছেলেমেয়ে / ইংরেজ / ছোটো-বড়ো) দের সঙ্গে
উঃ - ছোটো- বড়ো
১.২ চড়াই-উতরাই রাস্তা দেখা যায় ( গ্রাম / পাহাড়ি / সমভূমি) অঞ্চলে ।
উঃ - সমভূমি
১.৩ সলজ্জ' শব্দটির বিপরীতার্থক শব্দ হল ( লজ্জিত /নির্লজ্জ/লাজুক)।
উঃ -নির্লজ্জ
১.৪ জটি পিসিমা কে ভোরবেলা তাল দিয়েছিল- (নেপাল / গোপাল / পাঁচু)।
উঃ -গোপাল
১.৫ কবি যখন একলা থাকেন তখন তাঁর সঙ্গে (বাবা / বই/ সবুজ গাছপালা) থাকে ।
উঃ - সবুজ গাছপালা
১.৬ 'মুক্ত' শব্দটির অর্থ—(গোলাম / চোর/স্বাধীন)।
উঃ - স্বাধীন
১.৭ 'নদী' শব্দটির সমার্থক শব্দ – ( সখা / তটিনী/গগন)।
উঃ -তটিনী
১.৮ চাঁদিয়াল ও পেটকাটার বন্ধু হল (আকাশ/ নদী / বাতাস)।
উঃ - আকাশ
১.৯ বোম্বাগড়ের রাজার বিছানা ( মাদুর / তোশক / শিরীষ কাগজ) দিয়ে পাতা হয়।
উঃ - শিরীষ কাগজ
১.১০ “জানে শুধু আকাশ”-এই বাক্যে ক্রিয়া হল- (শুধু/ জানে/আকাশ)।
উঃ - জানে
১.১১ 'শাসন' শব্দটির পদ পরিবর্তন করলে হয় (শোষণ/ শাসিত/শাসক)।
উঃ - শাসিত
১.১২ জটি পিসিমার তালের দরকার (মঙ্গলবার /শুক্রবার / সোমবার)।
উঃ - মঙ্গলবার
১.১৩'আকাশে দুই বন্ধু' গল্পটি নেওয়া হয়েছে (কিরণমালা / গল্পের মিনারে পাখি/ স্বপ্নে দেখি রূপকথা) থেকে।
উঃ - স্বপ্নে দেখি রূপকথা
১.১৪ সূর্যসেন চট্টগ্রামকে বিদেশী শাসন মুক্ত করেছিলেন (৩ মাসের জন্য/ ৩ দিনের জন্য / ৭ মাসের জন্য)।
উঃ - ৩ দিনের জন্য
১.১৫ উড়তে উড়তে আড়চোখে তাকিয়ে দেখে (পেটকাটা /চাঁদিয়াল/ বাঁশকাঠি/ লাটাই) ।
উঃ - চাঁদিয়াল
১.১৬ পথের পাঁচালী বইটির লেখক (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়/ রবীন্দ্রনাথ ঠাকুর)।
উঃ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১.১৭ সভায় রাজা চেঁচায় (হাম্বা হাম্বা /ঘেউ ঘেউ /হুক্কা হুয়া)।
উঃ - হুক্কা হুয়া
১.১৮ ‘একলা' কবিতাটির কবি হলেন (শঙ্খ ঘোষ / প্রেমেন্দ্র মিত্র /সুনির্মল বসু)।
উঃ - শঙ্খ ঘোষ
১.১৯ ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ রেখাঙ্কিত শব্দটি (একবচন/ দ্বিবচন/ বহুবচন)।
উঃ - বহুবচন
১.২০ পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে (কর্তার/ সর্বনামের /কর্মের/ ক্রিয়ার)।
উঃ - সর্বনামের
১.২১ মধ্যম পুরুষের একটি উদাহরণ হল (আপনারা /তিনি / আমার) ।
উঃ - আপনারা
২। অতি সংক্ষেপে উত্তর দাও :
২.১ মাস্টারদার আদর্শ পুরুষ করা ছিলেন ?
উঃ - মাস্টারদার আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ- বিবেকানন্দ।
২.২ 'মিষ্টি' কবিতাটি কার লেখা?
উঃ - 'মিষ্টি' কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা।
২.৩ ক্ষুদিরাম ভটচাজের বাড়িতে কদিন হাঁড়ি চড়েনি?
উঃ - ক্ষুদিরাম ভটচাজের বাড়িতে দুদিন হাড়ি চড়েনি।
২.৪ ‘একলা' কবিতায় কাঠবেড়ালি কার দিকে তাকায়।
উঃ - 'একলা' কবিতায় কাঠবিড়ালী কবির দিকে তাকায়।
২.৫ পেটকাটা কীভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এল?
উঃ পেটকাটা তীরবেগে চাঁদিয়ালের দিকে ধেয়ে এল।
২.৬ রাজার সিংহাসনে কী ঝোলানো থাকে?
উঃ রাজা সিংহাসনে ভাঙ্গা বোতল শিশি ঝোলানো থাকে।
২.৭ পাউরুটিতে পেরেক ঠোকে কে?
উঃ - পাউরুটিতে পেরেক ঠোকেন রানীর দাদা।
২.৯ নেপালের বয়স কত?
উঃ - নেপালের বয়স বারো বছর।
২.১০ কে পিটপিটিয়ে দেখে?
উঃ - পেটকাটা ঘুড়ি পিটপিটিয়ে দ্যাখে।
২.১১ “যেই না তাকে ধরতে যাব"-এখানে কাকে ধরার কথা বলা হয়েছে।
উঃ - এখানে কাঠবিড়ালি কে ধরার কথা বলা হয়েছে।
২.১২ মাস্টারদার প্রকৃত নাম কি?
উঃ - মাস্টারদার প্রকৃত নাম হল সূর্য কুমার সেন।
২.১৩ জটি পিসিমার ভালো নাম কি?
উঃ - জটি পিসিমার ভালো নাম হলো হরিমতি।
২.১৪ বোম্বাগড়ের রাজার পিসি কি দিয়ে ক্রিকেট খেলে?
উঃ - বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে।
২.১৫ ‘একলা' কবিতার মূল কাব্যের নাম কি?
উঃ - ‘একলা' কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হল ‘আমায় তুমি লক্ষী বলো’
২.১৬ রেস্তোরাঁর গায়ে নোটিশ এ কি লেখা থাকত?
উঃ - রেস্তোরার গায়ে নোটিশে লেখা থাকত – 'কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।'
২.১৭ ব্রিটিশ পতাকার নাম কি?
উঃ - ব্রিটিশ পতাকার নাম হল ইউনিয়ন জ্যাক।
২.১৮ গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল?
উঃ - গোপালকে গ্রামের উত্তরপাড়ায় গণেশ কাওরা ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল।
২.১৯‘মিষ্টি' কবিতায় কোন জিনিস চিবিয়ে খেতে হয়?
উঃ - মিষ্টি কবিতায় আখকে চিবিয়ে খেতে হয়।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ জটি পিসিমার বাড়িতে কী বারে, কেন তালের প্রয়োজন হয়েছিল?
উঃ - জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তালনবমী ব্রত থাকায় তালের প্রয়োজন হয়েছিল।
৩.২ “মস্ত আশীর্বাদের মতো”- পঙ্কিটি কোন কবিতার? কবি কোন বিষয়কে 'মস্ত আশীর্বাদ' বলেছেন?
উঃ - পঙ্কিটি কবি শঙ্খ ঘোষের লেখা 'একলা' কবিতার অংশ। তার মাথার উপরে পাতা ঝরে পড়াকে কবি 'মস্ত আশীর্বাদ' করেছে।
৩.৩ কবি মতে কোন আকাশ ভালো লাগে না ?
উঃ - যে আকাশে ঝড় ওঠে না মেঘ ও ডাকে না, রোদও নেই বৃষ্টি পড়ে না, সেই আকাশে কোনো বৈচিত্র্য নেই, সে আকাশ যেন একঘেঁয়ে একই রকম। সেই রকম আকাশ কবির ভালো লাগে না।
৩.৪ ‘তারপরেই আশ্চর্য ঘটনা ঘটে গেল'- আশ্চর্য ঘটনাটি কি লেখো। এই ঘটনায় কারা হেরে গেল আর কারা জিতল ?
উঃ - আশ্চর্য ঘটনাটি হল ঘুড়ির প্যাঁচের লড়াই এর সময় সূতো ছেড়ে সত্যি সত্যি চাঁদিয়াল আর পেটকাটা দুটি ঘুড়ি একসঙ্গে উড়ে গেল, খুশিতে মাথা নাড়তে নাড়তে। দুটি বন্ধু যখন আকাশে উড়ে গেল তখন ঘুড়ি ওড়াতে থাকা দুটি দলই হতভম্ব হয়ে আকাশের দিকে চেয়ে রইল।
৩.৫ “আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফ অফিসও” — কারা এমন করেছিল কেন করেছিল?
উঃ - চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল। তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলাবারুদের ভান্ডার দখল করার জন্য এমন করেছিল।
৩.৬ কোন পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যেতে পারে বলে কবি মনে করেন?
উঃ - যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে সেই পথই ভালো। তা সে যতই চড়াই ভাঙ্গা অনেক দূরের পথ হোক তবু সে পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন।
৩.৭ ক্ষুদিরাম ভট্টাচার্য কে? কিভাবে তার সংসার চলে?
উঃ - ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ। জমিজমার সামান্য কিছু আয় এবং দু-চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে অতিকষ্টে তার সংসার চলে। এই ভীষণ বর্ষায় তার ঘরে দুদিন হাঁড়ি চড়েনি।
৩.৮ বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল?
উঃ - বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটি নিজেরা নিজেদের সুতোয় দুজনে জড়িয়ে জট পাকিয়ে নিয়ে প্যাঁচের সময় সুতো ছিড়ে ফেলে, আকাশে উড়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছিল। ভেবেছিল এতেই তারা রক্ষা পাবে।
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৪.১ ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল?
উঃ - মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলেদের নিয়ে তাদের দেশের কথা বলে, খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে করে তুললেন। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল। আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। দু'জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। সেখানে বিপ্লবীরা
উড়েছিল স্বাধীন ভারতের পতাকা।
৪.২ বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কি ভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসারে লেখো
উঃ - তালনবমী দিন সকাল থেকে গোপাল দরজার সামনে - কাঠের গুড়ির উপর ঠায় হয়ে বসে রইল। তার সামনে দিয়ে গ্রামের সবাই নেমন্তন্ন খেতে গেল। গোপাল বসে রইল, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে কোনো নেমন্তন্ন এলো না। এই ভাবে বর্ষার রাতে গোপালে দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল।
৪.৩ ‘বোম্বাগড়ের রাজা' কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়ম-কানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো?
উঃ - 'বোম্বাগড়ের রাজা' কবিতাটি কবি সুকুমার রায়ের লেখা কবিতাটি খুব মজার এবং আনন্দদায়ক একটি দেশ বোম্বাগড় যেখানে সব মানুষগুলি অদ্ভুত এবং তাদের কাণ্ডকারখানা সবই আজব। সেই দেশের রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। তার বিছানা পাতা শিরিষ কাগজ দিয়ে এবং তিনি সভায় হুক্কা হুয়া বলে চেঁচান। রানী দিনরাত্রি মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। জোছনা রাতের সবাই সেখানে চোখে আলতা মাখেন সে দেশের মন্ত্রী রাজার কোলে বসে কলশি বাজান আর রাজামশাই সিংহাসনে ভাঙ্গা শিশি বোতল ঝুলিয়ে রাখেন। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। পন্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট মারেন।
ট্যাকঘড়িটা সবাই ঘি এর মধ্যে ডুবিয়ে রাখেন। এখানে খেয়ালখুশি মতো চলা রাজ্যটি এমনি সব বিচিত্র নিয়ম। এখানে নিয়ম-কানুন গুলি এতই মজার ও হাস্যকর তা আমায় খুব আনন্দ দিয়েছে।
৪.৪ পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল?
উঃ - এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি ওড়ানো হয়েছিল। হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। দুই ঘুড়ির দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়ার খেলায় তারা উঠে চলেছে। আরও উপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে এক অপরকে। তারা আড়চোখে দেখতে থাকে, দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কত দিনের বন্ধু।
৫.১ ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো:
(ক) আমার কথাটি ______শুনতে পাচ্ছিস।
উঃ- তুই
(খ) _______আগামীকাল বেড়াতে যাব।
উঃ-আমি
৫.২ বিপরীত শব্দ লেখো:
পাপ – পুণ্য
ঘন – পাতলা
সুন্দর - কুৎসিত
ভাজা – কাঁচা
আশীর্বাদ – অভিশাপ
প্রকাণ্ড – ক্ষুদ্র
৬) শূন্যস্থান পূরণ করো
৬.১) ক্ষুদিরাম সামান্য আয়ের _______।
উঃ-গৃহস্থ
৬.২) পেটকাটা আর________ কেমন আকাশে ভেসে যাচ্ছে।
উঃ-চাঁদিয়াল
৬.৩) ‘তখনই আমি একলা তো নয় থাকেনা আর
________ কোনোই।'
উঃ-দুঃখ
৬.৪) ঘনাদা চরিত্রটি _______সৃষ্টি।
উঃ-প্রেমেন্দ্র মিত্রের
৬.৫) একটা আছে ______ আমার দিকে তাকায় খালি।
উঃ-কাঠবিড়ালি
৭) পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি?
উঃ - পুরুষ : - বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামকে অবলম্বন করে সমাপিকা ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে পুরুষ বলে।
পুরুষ তিন প্রকারের হয় —
১) উত্তম পুরুষ
২) মধ্যম পুরুষ
৩) প্রথম পুরুষ