পশ্চিমবঙ্গের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ ফাইনাল পরীক্ষার প্রশ্ন উত্তর /ক্লাস 5 আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর 2023/ক্লাস 5 এর পরিবেশ প্রশ্ন উত্তর সাজেশন দেওয়া হলো।
Class 5 poribesh 3rd unit test fill in blanks question answer
১। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
১.১ সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হল ______।
উঃ- বৃহস্পতি
১.২ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল______।
উঃ- প্রক্সিমা সেন্টাউরি।
১.৩ স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা
করেছিলেন ________।
উঃ-বি.আর.আম্বেদকর ।
১.৪ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদটি হল ______
উঃ- কয়লা
১.৫ টেলিস্কোপ আবিষ্কার করেন _______
উঃ- গ্যালিলিও।
১.৬ কলকাতায় রিকশা আসে______সালে।
উঃ- ১৯০০
১.৭ গৌণ জোয়ারের মূল কারণ হল ______।
উঃ- ঘূর্ণন
১.৮ একটি অবলুপ্ত প্রাণী হল ________।
উঃ- গোলাপি হাঁস
১.৯ নিমপাতা আগে ব্যবহৃত হত____________
হিসেবে।
উত্তরঃ নিমপাতা আগে ব্যবহৃত হত কীটনাশক হিসেবে।
১.১০ মালদায় ______পালনের জন্য______
গাছ চাষ হয়।
উত্তরঃ রেশমকীট , তুঁত
১.১১ আমরা সবসময় চাই____ও_____ পরিবেশ।
উত্তরঃ সুস্থ ও দূষণমুক্ত
১.১২ সূর্যগ্রহণে____ আড়াল করে______ কে।
উত্তরঃ সূর্যগ্রহণে চন্দ্র আড়াল করে সূর্যকে কে।
১.১৩ ১লা অক্টোবর পালিত হয় বিশ্ব_______দিবস হিসেবে।
উত্তরঃ ১লা অক্টোবর পালিত হয় বিশ্ব বয়স্ক দিবস হিসেবে।
Class 5 poribesh 3rd unit test question answer mcq
২। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
২.১ বৃহস্পতি গ্রহে যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম –
(ক) হ্যালি
(খ) বেরেলি
(গ) শ্যুমেকার-লেভি
(ঘ) বুধ।
উঃ - শ্যুমেকার-লেভি
২.২ সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসে তা হল –
(ক) অবলোহিত রশ্মি
(খ) x রশ্মি
(গ) অতিবেগুনি রশ্মি,
(ঘ) গামা রশ্মি।
উঃ - অতিবেগুনি রশ্মি।
২.৩ একটি প্রচলিত শক্তির উৎস হল
(ক) জলবিদ্যুৎ,
(খ) সৌরবিদ্যুৎ
(গ) বায়ুচালিত বিদ্যুৎ
(ঘ) পারমাণবিক বিদ্যুৎ।
উঃ - জলবিদ্যুৎ
২.৪ পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হল –
(ক) সাঁওতালডিহি
(খ) মেচেদা
(গ) ঝালং
(ঘ) বক্রেশ্বর ।
উঃ - ঝালং
২.৫ অধিক জনসংখ্যার প্রধান সমস্যা হল –
(ক) পরিবেশ দূষণ
(খ) বেকার সমস্যা
(গ) যানজট
(ঘ) সবকটি।
উঃ - সবকটি
২.৬ পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে
(ক) ১৮৫৩ সালে,
(খ) ১৮৫৪ সালে,
(গ) ১৮৫৫ সালে
(ঘ) ১৮৫৬ সালে।
উঃ -
২.৭ কয়লার দহনে সৃষ্ট ধোঁয়ার ফলে সৃষ্টি হয় – (ক) বায়ু দূষণ
(খ) জল দূষণ
(গ) মাটি দূষণ
(ঘ) সবকটি
উঃ - বায়ুদূষণ
২.৮ পেয়ারার জন্য বিখ্যাত অঞ্চল-
(ক)যাদবপুর
(খ)নরেন্দ্রপুর
(গ)সোনারপুর
(ঘ)বারুইপুর
উত্তরঃ বারুইপুর
২.৯ ‘টিলার' কথার অর্থ-
(ক)জমিচষা
(খ)ধানরোয়া
(গ)ধানকাটা
(ঘ)ধানঝাড়া) -এর যন্ত্র।
উত্তরঃ জমিচষা
২.১০ যে বিষয়টি পথসুরক্ষা বিরোধী-
(ক)গাড়ির সিটবেল্ট ব্যবহার
(খ)জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার
(গ)মোবাইল ফোন কানে রাস্তা পারাপার
(ঘ)হেলমেট পরে মোটরবাইক চালানো
উত্তরঃ মোবাইল ফোন কানে রাস্তা পারাপার
২.১১ সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায়-
(ক)৬
(খ)৭
(গ) ৮
(ঘ)৯ মিনিটে।
উত্তরঃ ৮
৩। বামদিকের সঙ্গে ডানদিকের মেলাও :
উঃ-
Class 5 poribesh 3rd unit test question answer
৪। নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও :
৪.১ কয়লার প্রধান উপাদান কি ?
উঃ - কয়লার প্রধান উপাদান হল কার্বন।
৪.২ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?
উঃ - ২৯ দিন ১২ ঘন্টা
৪.৩ ভারতবর্ষে 'সতীদাহ প্রথা' কে বন্ধ করেন ?
উঃ – রাজা রামমোহন রায় -
৪.৪ পশ্চিমবঙ্গের কোন্ স্থান ‘টেরাকোটা শিল্প'-এর জন্য বিখ্যাত ?
উঃ - বাঁকুড়া
৪.৫ একটি ‘অপ্রচলিত শক্তির' উদাহরণ দাও।
উঃ - সৌর বিদ্যুৎ
৪.৬ ‘কয়লার দহন' থেকে উৎপন্ন একটি ক্ষতিকারক গ্যাসের নাম লেখো।
উঃ - কার্বন ডাই অক্সাইড
৪.৭ জলশোধন করতে কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহারকরা হয়?
উঃ - পটাশিয়াম পারম্যাঙ্গানেট
৪.৮ তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হত ?
উঃ - পুঁথি
৫। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও :
(যে-কোনো পাঁচটি)
৫.১ অমাবস্যা পূর্ণিমায় জোয়ার বেশি হয় কেন ?
উঃ - চাঁদের আকর্ষণের জন্যই এমন হয়, সূর্য আর চাঁদ একই দিকে বা বিপরীত দিকে থাকলে আকর্ষণ বল বেড়ে যায়। চাঁদ পৃথিবীকে টানার ফলে পৃথিবী যে দিকটা চাঁদের সামনে থেকে সেখানকার সমুদ্রের জল একটু সরে আসে।
৫.২ ধুমকেতু কি ?
উঃ - ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো। আকাশে ছুটে বেড়ায়। মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে তখন ধূমকেতুকে অনেকটা ঝাঁটার মতো দেখতে লাগে।
৫.৩ পরিষেবার ঘাটতি হলে কি করা যেতে পারে?
উঃ - আমরা কোনো জিনিস কেনার পর তার দাম, ওজন, পরিমাপ বা মাপ নিয়ে ঠকে গেলে পরিষেবার ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়।
৫.৪ কয়লা খনিতে ধসের ভয় কিভাবে কমানো যেতে পারে?
উঃ - খনি অঞ্চলে বালি দিয়ে ভরাট করে দিলেও মাটি আলগা থেকে যায়। এজন্য খনি অঞ্চলে গাছ লাগানো দরকার । কারণ গাছের শিকড়গুলো মাটির নীচে জালের মতো ছড়ায়, এতে ধসের ভয় কিছুটা কমে।
৫.৫ জলচক্র কাকে বলে?
উঃ - ছোটো জলাশয়, নদী, সমুদ্র ইত্যাদি জল বাষ্প হচ্ছে। এই বাষ্প পাহাড়ের মাথায় জমে বরফ ও আকাশে মেঘ সৃষ্টি করছে। সেই বরফ ও মেঘ আবার গলে জল হয়ে পাহাড়ি নদীর সৃষ্টি করছে এবং মেঘ বৃষ্টি নিয়ে আসছে এবং সেই জলই আবার জলাশয় নদী ও সমুদ্রে মিশছে। একেই জলচক্র বলা হয়।
Class 5 amader paribesh final question answer 2023
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন চারটি)
৬.১ ভূমিকম্প হলে বাঁচার জন্য কি করা উচিত ? ২০০৯ সালে যে ঝড় হয়েছিল তার নাম কি
উঃ - ভরাট হয়ে যাওয়ার আগেই পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চলের নদীগুলিতে নুড়ি পাথর জমে হঠাৎ বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে। অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে হড়পা বান বলে।
• ২০০৯ সালে যে ঝড় হয়েছিল তার নাম হল আয়লা।
৬.২ শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো ।
উঃ - i) নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা।
ii) ১৪ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করার সবার অধিকার।
iii) খাদ্য ও পানীয় জল পাওয়া।
৬.৩ সূর্যগ্রহণ কীভাবে হয় চিত্রসহ বর্ণনা করো।
উঃ - সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন পৃথিবীর খানিকটা অংশে চাঁদের ছায়ায পড়ে। যতক্ষণ চাঁদ ওখানে থাকে ততক্ষণ সূর্য আড়াল হয়ে যায়। এইভাবেই সূর্য গ্রহণ হয়।
৭। পূর্ণবাক্যে উত্তর লেখো।
(ক) পাহাড়ের ঢালে চাষের পদ্ধতিকে কী বলে?
উত্তরঃ পাহাড়ের ঢালে চাষের পদ্ধতিকে ধাপচাষ বলে।
(খ) চাষখেতের জলে এখন বিভিন্ন ধরনের মাছের ঘাটতির কারণ কী?
উত্তরঃ চাষখেতের জলে এখন বিভিন্ন ধরনের মাছের ঘাটতির কারণ হলো বিভিন্ন প্রকার অত্যাধিক পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা
(গ) জলের পরিবেশে সবধরনের মাছকেই বাঁচানোর উদ্দেশ্য কি?
উত্তরঃ জলের পরিবেশে সব ধরনের মাছকেই বাঁচানোর প্রধান উদ্দেশ্য হলো জলের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা করা।
(ঘ) পরিবেশ কম দূষণকারী একটি দ্রুতগামী স্থলযানের উদাহরণ দাও।
উত্তরঃ পরিবেশ কম দূষণকারী একটি দ্রুতগামী স্থলযানের নাম হলো ট্রেন ও ট্রাম।
(ঙ) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ।
(চ) চিকিৎসা ছাড়াই স্বাস্থ্য স্বাভাবিক রাখার একটি উপায় লেখো।
উত্তরঃ প্রতিদিন নিয়মমত ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে।
(ছ) পূর্বাভাস কাকে বলে?
উত্তরঃ কোনো বিষয় (যেমন আবহাওয়া ) সম্পর্কে আগে থেকে জানানোকে এককথায় বলে পূর্বাভাস।
(জ) কোন্ গ্রহণে চাঁদের আংশিক অংশ ঢাকা পড়ে যাই?
উত্তরঃ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণে
(ঝ) পৃথিবীর গৌণ জোয়ারের প্রধান কারণটি কী?
উত্তরঃ সূর্যের আকর্ষণ
(ঞ) শিশুদের একটি মৌলিক অধিকারের উল্লেখ কর
উত্তরঃ শিশুদের একটি মৌলিক অধিকার শিক্ষা।
৮। সংক্ষিপ্ত উত্তর লেখো (যে-কোনো সাতটি)
(ক) গাড়ির ধোঁয়া-ধুলো গাছের কীভাবে ক্ষতি করে?
উত্তরঃ গাড়ির ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড গাছের পক্ষে সবথেকে ক্ষতিকারক। গাড়ির ধুলো পাতার ওপর জমে কালো হয়ে যায়, এরকম পাতা সূর্যালোক শোষণ করতে না-পারায় গাছপালা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না।
(খ) বন্যপ্রাণী সুরক্ষা কী?
উত্তরঃ বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় বা বাসস্থান ও খাদ্যের জোগানকে স্বাভাবিকভাবে বজায় রেখে তাদের নিরাপদে বংশবৃদ্ধি করতে সাহায্য করার পাশাপাশি তাদের নানান আক্রমণ ও চোরাশিকার থেকে বাঁচানো বা রক্ষা করাই বন্যপ্রাণী সুরক্ষা।
(গ) ভারতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
উত্তরঃ 1960-এর দশকে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির সাহায্যে ফসল উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটেছে, তাকে সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়েছে।
(ঘ) ট্রেন তার নির্দিষ্ট লাইন বরাবর চলতে পারে -ব্যাখ্যা কর।
উত্তরঃ ট্রেনের দু-দিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে। কোনো দিকই লাইন থেকে সরতে পারে না। তাই ট্রেন তার নির্দিষ্ট লাইন ধরে চলতে পারে।
(ঙ) মানবাধিকার কী?
উত্তরঃ মানুষের মর্যাদা রক্ষা, মানবিক স্বাধীনতা ও সাম্যকে সুরক্ষিত করা এবং সকল প্রকার বৈষম্য অবসানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হল মানবাধিকার।
(চ) সুনামি কী?
উত্তরঃ আমাদের ভূপৃষ্ঠ কতকগুলি স্তর বা প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলি একে অপরের কাছাকাছি এলে পরস্পরের সংঘর্ষের ফলে প্রবল ভূমিকম্প হয়, ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই প্রবল জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
(ছ) গাছ সূর্যের ওপর নির্ভরশীল কেন?
উত্তরঃ গাছ সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তার পাতায় থাকা ক্লোরোফিল- এর সাহায্যে নিজের খাদ্য তৈরি করে। তাই গাছ সূর্যের উপর নির্ভরশীল।
(জ) লিঙ্গবৈষম্য বলতে কী বোঝো?
উত্তরঃ সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে যে-শারীরবৃত্তীয় পার্থক্য আছে, তার সঙ্গে সামাজিক মূল্যবোধ ও গতানুগতিক সাংস্কৃতিক বোধ জড়িয়ে তাদের মধ্যে প্রভেদ সৃষ্টি করা হলে, তাকে লিঙ্গবৈষম্য বলে।
(ঝ) সূর্যগ্রহণ কীভাবে হয়?
উত্তরঃ পৃথিবী সূর্যকে ও চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে যদি সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ওপর চাঁদের ছায়া পড়ে এবং সেই অংশে তখন সূর্যগ্রহণ হয়।
(ঞ) জলের গুণমান ক্রমাগত কমে যাওয়ার কারণ কী?
উত্তরঃ শিল্পজাত আবর্জনা, শহরের নোংরা জল, কৃষিতে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি জলে মেশার ফলে জলের গুণমান ক্রমাগত কমে যাচ্ছে।
৯। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো (যে-কোনো চারটি)।
(ক) কীভাবে আমরা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারি?
উত্তরঃ ধনী-গরিব, ছোটো-বড়ো নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। সামাজিক বৈষম্য আমাদের পিছিয়ে দেয়। কাউকে বৈষম্য ও ঘৃণা না করে আমরা যদি পরস্পর পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের সামাজিক পরিবেশ সুস্থ হবে। (খ) স্থলপথকে বাদ দিয়ে লোকেরা জলপথকে বেছে নিল কেন?
উত্তরঃ আগেকার দিনে স্থলপথের চারিদিকে বন ছিল ও তার মধ্য দিয়ে ছিল রাস্তা, ফলে বন্য জন্তু ও দুর্বৃত্তের আক্রমণের ভয়ে মানুষ জলপথে যাতায়াত শুরু করল।
(গ) ভরা কোটাল ও মরা কোটাল কী?
উত্তরঃ
ভরা কোটালঃ পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে। তখন পৃথিবীর জলরাশিকে একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্য আকর্ষণ করে। এর ফলে উভয়দিকে যে জোয়ারের সৃষ্টি হয়, তাকে পূর্ণিমার ভরা কোটাল বলে।
মরা কোটালঃ শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদ ও সূর্য পরস্পরের বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে।
(ঘ) প্রত্যেক অমাবস্যাতে সূর্যগ্রহণ হয় না কেন?
উত্তরঃ পৃথিবীর ও চাঁদের কক্ষতল এক নয়। তাই প্রত্যেক অমাবস্যায় সূর্য, চাঁদ, পৃথিবী এক সরলরেখায় আসে না, তাই সব অমাবস্যায় সূর্যগ্রহণও হয় না।
(ঙ) শিশুদের অধিকারগুলি কী কী?
উত্তরঃ একটি শিশুর অধিকার হল বেঁচে থাকা, তার পরিমাণমতো খাদ্য ও পানীয় জল পাওয়া, 14 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ, নিজের মতামত প্রকাশ ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা লাভ করা।
(চ) জোয়ারভাটার দুটি সুবিধা লেখো।
উত্তরঃ জোয়ারভাটার দুটি সুবিধা হল -
১. জলবিদ্যুৎ উৎপাদনঃ জোয়ারভাটার সময় প্রবল জলপ্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
২. জাহাজ চলাচলঃ জোয়ারের সময় নদীর মোহানায় বেশি পরিমাণ জল প্রবেশ করায় বৃহৎ আকার জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে।