পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণি ছাত্র-ছাত্রীদের ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য বিষয় ভিত্তিক সাজেশন এর মধ্যে ভূগোল সাজেশন দেওয়া হলো।
ভূগোল
অষ্টম শ্রেণী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৪
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমান : ৭০
1. পৃথিবীর রেখামানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষগুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও : 1×5 = 5
(i) রকি পর্বত
(ii) দক্ষিণ আমেরিকার একমাত্র ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(iii) আথাবাস্কা হ্রদ
(iv) মাউন্ট কটোপ্যাক্সি
(v) মারে ডার্লিং নদী।
Extra
ক) গ্রেট অস্ট্রেলিয়ান বাইট
খ) আন্দিজ পর্বত
গ) মিসিসিপি-মিসৌরি নদী
ঘ) পম্পাস তৃণভূমি
2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×10 = 10
(i) অ্যাসথেনোস্ফিয়ার অবস্থান করে – a)গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে
b)গুরুমণ্ডলের নিম্নস্তরে
c)কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে
d)কেন্দ্রমণ্ডলের নিম্নস্তরে।
উত্তর a)গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে
(ii) লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় –
a)বেলেপাথর
b)কাদাপাথর
c)চুনাপাথর
d)নিস।
উত্তর c)চুনাপাথর
(iii) আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হয় –
a)ভোরবেলায়
b)দুপুরবেলায়
c)মধ্যরাত্রে
d)সন্ধ্যাবেলায়।
উত্তর b)দুপুরবেলায়
(iv) তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হল –
a)স্লিট
b)শিলাবৃষ্টি
c)তুষারপাত
d)গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
উত্তর a)স্লিট
(v) পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় -
a)তুন্দ্রা
b)ভূমধ্যসাগরীয়
c)মৌসুমি
d)নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
উত্তর b)ভূমধ্যসাগরীয়
(vi) ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়
a)মৌসুমি
b)তুন্দ্রা
c)নিরক্ষীয়
d)ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে।
উত্তর d)ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে।
(vii) মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয়
a)1977 সালে।
b)1947 সালে
c)1957 সালে
d)1967 সালে
উত্তর d)1967 সালে
(viii) ‘রামসার সম্মেলন' অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল –
a)জলা ভূমি সংরক্ষণ
b)ওজোন স্তর সংরক্ষণ
c)CO2-এর পরিমাণ হ্রাস
d)বিশ্ব উন্নায়ন নিয়ন্ত্রণ।
উত্তর a)জলা ভূমি সংরক্ষণ
(ix) প্রবাল দ্বীপটি হল –
a)ক্যারোলাইন
b)আয়ার
c)ক্লাথা
d)লিভারপুল।
উত্তর a)ক্যারোলাইন
(x) ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল –
a)মাউন্ট উইলহেলম
b)মৌনালোয়া
c)মাউন্ট কুক
d)মাউন্ট কোসিয়াস্কো ।
উত্তর a)মাউন্ট উইলহেলম
(xi) বজ্রমেঘ হল -
a)কিউমুলাস
b)কিউমুলোনিম্বাস
c)নিম্নোস্ট্যাটাস
d)স্ট্র্যাটোকিউমুলাস মেঘ
উত্তর b)কিউমুলোনিম্বাস
(xii) 'তুন্দ্রার সম্রাট” বলা হয় -কে। -
a)শ্বেত ভাল্লুক
b)সিলমাছ
c)শ্বেত শৃগাল
d)বলগা হরিণ
উত্তর a)শ্বেত ভাল্লুক
(xiii) অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম - a)প্রেইরি
b)স্তেপ
c)ডাউনস্
d)ভেল্ড।
উত্তর c)ডাউনস্
(xiv)______ এর রূপান্তরিত রূপ হল অ্যাম্ফিবোলাইট।
a)গ্রানাইট
b)ব্যাসল্ট
c)বেলেপাথর
d)চুনাপাথর-
উত্তর b)ব্যাসল্ট
(xv) আয়লা ঘূর্ণবাতটি হয়েছিল –
a)পশ্চিমবঙ্গ
b)কেরালা
c)কাশ্মীর
d)মণিপুর রাজ্যে। -
উত্তর a)পশ্চিমবঙ্গ
(xvi) যে জলবায়ু অঞ্চল ঋতুবৈচিত্র্যহীন তা হল - a)নিরক্ষীয়
b)মৌসুমি
c)মরু
d)ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল।
উত্তর a)নিরক্ষীয়
(xvii) তাহিতি দ্বীপটি অবস্থিত –
a)অস্ট্রেলেশিয়া
b)মেলানেশিয়া
c)পলিনেশিয়া
d)নিউজিল্যান্ড-এ।
উত্তর c)পলিনেশিয়া
xviii) আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসটি হল – a)মিথেন
b)হাইড্রোজেন
c)সালফার ডাইঅক্সাইড
d)নাইট্রোজেন।
উত্তর b)হাইড্রোজেন
(xix) ভূঅভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়- a)ভূমিকম্প তরঙ্গ
b)শব্দ তরঙ্গ
c)ভূমিরূপের পার্থক্য
d)ভূমির উচ্চতা দ্বারা।
উত্তর a)ভূমিকম্প তরঙ্গ দ্বারা।
3.A. শুদ্ধ ও অশুদ্ধ লেখো : 1× 7 = 7
(i) 2013 সালের 12 অক্টোবর ওড়িশার গোপালপুর এলাকায় ফাইলিন ঘূর্ণিঝড়টি তাণ্ডব
চালায় ।
উত্তর: শুদ্ধ
(ii) আলফ্রেড ওয়েগনার 'পাতসংস্থান তত্ত্বের প্রবক্তা।
উত্তর: অশুদ্ধ
(iii) একটি পাইরোক্লাসটিক শিলা হল টুক।
উত্তর: শুদ্ধ
(iv) উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু ।
উত্তর: শুদ্ধ
(v) গ্রানাইট রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়।
উত্তর: অশুদ্ধ
(vi) সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম P তরঙ্গ ধরা পড়ে।
উত্তর: শুদ্ধ
(vii) উয়ু প্রস্রবণ থেকে কাদা নির্গত হয়।
উত্তর: অশুদ্ধ
(viii) জাপানকে 'নিশীথ সূর্যের দেশ' বলা হয়।
উত্তর: অশুদ্ধ
(ix) নিউজিল্যান্ডকে দক্ষিণের সুইটজারল্যান্ড বলা হয়।
উত্তর:শুদ্ধ
3.B. শূন্যস্থান পূরণ করো : 1 ×8 = 8
(i) গিজার শব্দের অর্থ হল ________।
উত্তর:গর্জন করা
(ii) রিখটার স্কেলের মান _______।
উত্তর:0 - 10
(iii) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে ______ বলে।
উত্তর:হ্যারিকেন
(iv) জাপানের ফুজিয়ামা একটি ______ আগ্নেয়গিরি।
উত্তর:সুপ্ত
(v) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ________ বলে।
উত্তর:ঘনীভবন
(vi) _______ হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে।
উত্তর:আলাস্কা
(vii) WHO-এর সদর দপ্তর _______ অবস্থিত।
উত্তর:জেনেভাতে
(viii) লেম্যান বিযুক্তিরেখার অপর নাম________।
উত্তর:বোলান বিযুক্তি রেখা।
3. C. বাম দিক এবং ডান দিক মিলিয়ে লেখ 1× 5 = 5
বাম দিক ডানদিক
(i) উষ্ণ প্রস্রবণ অর্থক্লেজ ফেল্ডসপার (iii)
(ii) L তরঙ্গ ভূ-তাপ শক্তি (i)
(iii) পটাশিয়াম ঊর্ধ্বগামী (iv)
(iv) অ্যানাবেটিক বায়ু চার্লস রিখটার (v)
(v) রিখটার স্কেল। ধ্বংসাত্মক ও মারাত্মক (ii)
উত্তর:
বাম দিক ডানদিক
(i) উষ্ণ প্রস্রবণ ভূ-তাপ শক্তি (i)
(ii) L তরঙ্গ ধ্বংসাত্মক ও মারাত্মক (ii)
(iii) পটাশিয়াম অর্থক্লেজ ফেল্ডসপার (iii)
(iv) অ্যানাবেটিক বায়ু ঊর্ধ্বগামী (iv)
(v) রিখটার স্কেল। চার্লস রিখটার (v)
(i) লাভা কী?
উত্তর: ভূ-আন্দোলনের প্রভাবে সৃষ্ট ভূত্বকের কোনো ফাটল বা চ্যুতির মাধ্যমে কিংবা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে গলিত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ওপরে এসে পৌঁছায় তখন তার ভিতর থেকে গ্যাস ও বাষ্প পৃথক হয়ে যায়। এই তরল পদার্থকে লাভা (Lava) বলা হয়।
(ii) টীকা লেখো : সিসমোগ্রাফ।
উত্তর:
অর্থ : গ্রিক শব্দ 'সিসমোস' (Seismos) থেকে 'Seismo' শব্দটি এসেছে যার অর্থ “ভূকম্পন' এবং 'Graph'-এর অর্থ “লেখচিত্র'।
সংজ্ঞা : ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্পলিখ যন্ত্র বলে । আবিষ্কারক : 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে (Milney) প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন ।
© বৈশিষ্ট্য : এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। ও কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে। একে সিসমোগ্রাম বলে। ও আধুনিক সিসমোগ্রাফে আলোকরশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে।
(iii) সংঘাত শিলা কাকে বলে?
উত্তর - সংঘাত শিলা - বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাব প্রাথমিক আগ্নেয়শিল্পা ক্ষয়প্রাপ্ত হয়ে যে পাললিক শিলার সৃষ্টি হয়, তাকে সংঘাত শিলা বলে। উদাহরন - কাদাপাথর, বেলেপাথর, কংগ্লোমারেট প্রভৃতি।
(iv) 'Bumpy Cloud' বলতে কী বোঝো?
উত্তর: নিম্ন আকাশের অন্তর্গত স্তূপের মতো স্তরবিশিষ্ট এক বিশেষ প্রকার মেঘ হল স্ট্র্যাটোকিউমুলাস বা স্তর স্তূপ মেঘ।
বৈশিষ্ট্য : (i) এই মেঘ কিছুটা উজ্জ্বল ধূসর প্রকৃতির হয়। (ii) এই মেঘগুলি স্তরে স্তরে স্তূপাকারে আকাশে সজ্জিত থাকে। (ii) একটি নির্দিষ্ট বিন্যাসে এই মেঘ সজ্জিত থাকে। (iv) এই মেঘের স্তরগুলি সর্বদা গতিশীল থাকে বলে একে 'Bumpy Cloud' বলা হয়। (v) এই মেঘের আকৃতি তরঙ্গায়িত হওয়ায় একে বন্ধুর তরঙ্গায়িত মেঘ' বলা হয়।
প্রভাব : সাধারণভাবে এই মেঘের প্রভাবে আকাশ পরিষ্কার থাকে।
i) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো ।
উত্তর:
(ii) মারে ডার্লিং অববাহিকার কৃষি উন্নতির কারণ কি ?
উত্তর-
মারে-ডার্লিং অববাহিকা হল অস্ট্রেলিয়ার সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল। বিভিন্ন অনুকূল - মারে-ডার্লিং প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে এই অববাহিকায় প্রচুর পরিমাণে গম, যব, ভুট্টা, ওট, রাই ইত্যাদি খাদ্যশস্য উৎপাদন করা হয়। শুধু তাই নয়, এই অববাহিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, আপেল, লেবু, পিচ ইত্যাদি ফলের চাষ করা হয়। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় এই অভূতপূর্ব কৃষি উন্নতির কারণ গুলি হল-
1) সমতল ভূ-প্রকৃতি:- মারে ডার্লিং অববাহিকায় কৃষির উন্নতির প্রধান কারণ হল এখানকার সমতল ভূ-প্রকৃতি। এই সমতল ভূ-প্রকৃতির জন্য ভূমিকর্ষণ থেকে শুরু করে জলসেচ সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ কর্মের সুবিধা হওয়ায় এই অঞ্চলে কৃষি কাজের উন্নতি ঘটেছে।
2) অনুকূল জলবায়ু:-এই অঞ্চলের নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু তথা পরিমিত উচ্চতা ও মাঝারি বৃষ্টিপাত কৃষিজ ফসল উৎপাদনের পক্ষে সহায়ক। এছাড়া এখানকার দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু বিভিন্ন ফল উৎপাদনের ক্ষেত্রে উপযোগী।
3)উর্বর মৃত্তিকা:-মারে-ডার্লিং অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করছে নদী গঠিত উর্বর পলি মৃত্তিকা, যা এই অঞ্চলের বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনের পক্ষে অনুকূল।
(iii) গঙ্গা অ্যাকশন প্ল্যান' কী? এর উদ্দেশ্যগুলি লেখো।
উত্তর- ভারতের জাতীয় সম্পদ তথা সবচেয়ে দীর্ঘতম নদী গঙ্গা। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে গঙ্গার জল দূষিত হচ্ছে, যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1986 সালের 14 জুন গঙ্গার তীরে বারাণসী শহরে আনুষ্ঠানিকভাবে ‘গঙ্গা উন্নয়ন প্রকল্পের' (Ganga Action Plan) শুভ সূচনা করেন।
কর্মসূচি : এই প্রকল্পের কর্মসূচিগুলি হল-
1. নর্দমার ও খালের দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলা,
2. দৈনন্দিন জীবনে ব্যবহৃত জল ও শিল্পাঞ্চলের বর্জ্য জল দূষণমুক্ত করে গঙ্গায় ছাড়তে হবে,
3. স্নানের ঘাট মেরামত ও সৌন্দর্যায়ন করা,
4. শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা,
5. স্যানিটারি-শৌচাগার নির্মাণ করা,
6.গঙ্গার ভাঙন প্রতিরোধ করা ও গঙ্গার পাড় বাঁধানো,
7. শিল্পকেন্দ্রগুলির দূষণ নিয়ন্ত্রণ করা।
(iv) অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমিতে অধিক আতেজীয় কূপ দেখা যায় কেন ?
উত্তর অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমিতে অবস্থিত কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে | আর্টেজীয় কূপের প্রচলন সর্বাধিক। তাই অস্ট্রেলিয়াকে ‘আর্টেজীয় কূপের দেশ” বলে।
অর্ধচন্দ্রাকৃতির মৃত্তিকার স্তরযুক্ত কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিটি পৃথিবীর বৃহত্তম আর্টেজীয় কূপ সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে ভাঁজযুক্ত অর্ধচন্দ্রাকৃতির শিলা গঠিত অঞ্চলের দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে এবং তাদের প্রান্তদেশ ভূপৃষ্ঠে উন্মুক্ত রয়েছে বলে ওই শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়। ওপরে ও নীচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় ওই জল অন্য কোথাও যেতে পারে না। এই অবস্থায় | অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ খনন করলে পাম্পের সাহায্য ছাড়াই জল সহজে ভূপৃষ্ঠে ফোয়ারার মতো উঠে আসে। অস্ট্রেলিয়াতে এই কূপের সাহায্যে মধ্যভাগের সমভূমি অঞ্চলে কৃষিক্ষেত্রে জলসেচ ও তৃণভূমিতে পশুপালন করা হয় ।
(v) টেমস্ নদী সারাবছর সুনাব্য কেন?
(vi) লন্ডন অববাহিকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ কেন?
(vii) ‘পৃথিবীর সব জায়গায় বায়ুচাপের পরিমাণ সমান নয় – ব্যাখ্যা করো । -
(viii) মাটি দূষণে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আলোচনা করো । (ix) পার্থক্য লেখো : 'I' ও 'V' আকৃতির উপত্যকা
(i) ‘বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে'- উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো।
উ :- বায়ুচাপ বলয়গুলির নিয়মিত অবস্থান পরিবর্তন ঘটে। এই অবস্থান পরিবর্তন,দুই গোলোর্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষভাবে প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলগুলােেত গ্রীষ্মকালে আয়নবায়ু এবং শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবিত হয়। যেমন-
(a) সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সংলগ্ন দেশগুলােেত বৃষ্টিপাত হয় না বললেই চলে।
(b) আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এরই ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষিত হয়।
(ii) পরিবেশের অবনমন রোধ করতে আমরা ক্ষুদ্রভাবে হলেও কী কী করতে পারি ?
উত্তর:
১)নিজেদের স্কুল, বাড়ির চারিদিক পরিষ্কার রাখতে পারি ।
২) রাস্তার ধারেধারে গাছ লাগাতে পারি ।
৩)বিদ্যুৎ, জল প্রভৃতি ব্যবহারে সচেতন হতে পারি দেখতে হবে এই সব সম্পদের যাতে অপচয় না হয় ।
৪)রেফ্রিজেক্টর, এসি প্রভৃতি ইলেকট্রনিক যন্ত্র, ক্রিম , সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী কম ব্যবহার করতে পারি ।
৫)খনিজ তেল ও কাঠ পোড়ানো কম করতে পারি
৬) বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে চেষ্টা করতে পারি
(iii) উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিবরণ দাও
। উঃ । মধ্যভাগের সমভূমি অঞ্চল : এই সমভূমি একটি বৃহৎ সমভূমি বা Great plain নামে পরিচিত । কারণ, পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্ব ভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এটি অবস্থান করছে । এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হল ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি - মিসৌরি প্রভৃতি । এখানে প্রচুর মালভূমি, টিলা ও নিম্ন মালভূমি রয়েছে । সব মিলিয়ে অঞ্চলটিকে তরঙ্গায়িত বলা যায় । এই সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেষ্টন করে, কানাডিয়ান শিল্ড অবস্থান করছে । দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্য চলার ফলে এই অঞ্চলটি যায় সমভূমিতে পরিণত হয়েছে । এটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ । এখানের উল্লেখযোগ্য হ্রদগুলি হল উইনিপেগ ছোট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্নেভ ইত্যাদি । এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে । এগুলি হল সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও অন্টারিও । এই পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ ও বলা হয় ।
৬) অনধিক ৮০ শব্দে উত্তর দাও :
ক) দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণের বারান্দা বা জানলাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন ?
খ)উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও ।
গ) মারে-ডার্লিং অববাহিকায় পশুপালন ও পশুনির্ভর শিল্পোৎপাদনে সমৃদ্ধির কারণ আলোচনা করো।
ঘ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কীভাবে শিল্পোন্নতিতে সাহায্য করেছে তা আলোচনা কর।
আরো পড়ুন