ক্লাস সেভেন স্বাস্থ্য ও শরীর শিক্ষা অনুশীলনীর প্রশ্ন উত্তর ।class 7 health and physical education

 Class 7 (ক্লাস 7 / ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণী) এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্য ও শরীর শিক্ষা (class 7 health and physical education/ class 7 sastho o poribesh )  দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্যশিক্ষা অনুশীলনীর প্রশ্ন উত্তর পাঠ্য বই খুঁজে লেখা হল ।অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।

ক্লাস সেভেন স্বাস্থ্য ও শরীর শিক্ষা অনুশীলনীর প্রশ্ন উত্তর

১। দু-এক কথায় উত্তর দাও

(i) যদি কোনো শিক্ষার্থীর দেহভর সূচক ২৫ কিলোগ্রাম/মিটার'-এর বেশি হয় তাহলে সে কোন শ্রেণিভুক্ত? 

উত্তর:স্থূলকায় শ্রেণীভুক্ত

(ii) দেহভর সূচক কী ? 

উত্তর: দেহভর সূচক এমন একটি পদ্ধতি ,যার সাহায্যে মানব দেহের উচ্চতা(height) ও ওজনের (weight) অনুপাতে দেহে উপস্থিত মেদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় ।

(iii) খাদ্য কী? 

উত্তর:যে সকল কঠিন, তরল বা অর্ধ তরল আহার্য বস্তুতে দেহের প্রয়োজনীয় ক্যালোরি বা শক্তি উৎপাদনের ক্ষমতা বা তাপনমূল্য বা ফুড-ভ্যালু আছে তাদের খাদ্য বলে। যেমন—কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য।

২। অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি :

(i) ওজন কমানোর দুটি নীতি বর্ণনা করো।

উত্তর:(a) প্রতিদিন ৪০-৬০ মিনিট ধরে ঘাম-ঝরানো ব্যায়াম করতে হবে। 

(b) মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, রাস্তায় তৈরি খাবার ও অতিরিক্ত তেল-ঝাল-মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে। 

(c)খেলাধুলা-ব্যায়াম-শরীরচর্চায়, নিয়মিত অংশগ্রহণ করতে হবে।

(ii) মেদ বৃদ্ধি রোধ করে এমন  4টি ব্যায়ামের নাম লেখো।

উত্তর:(১) শশঙ্গাসন

        (২) সিট আপ

        (৩) পদহস্তাসন

        (৪) সর্বাঙ্গাসন

        (৫) শীর্ষাসন

(iii) খাদ্যের কাজ কী ?

উত্তর:শরীরের কার্যশক্তি যোগান দিয়ে শরীরকে কর্মক্ষম করে তোলে। কলা-কোশ গড়ে তুলতে ও তাদের মেরামতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শারীরবৃত্তীয় কাজগুলি সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন

তা খাদ্য যোগান দেয়।

(iv) সুসম খাদ্য কী?

উত্তর:যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়টিই উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে।

(v) স্বাস্থ্যকর খাদ্য কী ?

উত্তর:স্বাস্থ্যকর খাদ্য : যে সকল খাদ্য মানবদেহে পুষ্টির যোগান দেয় এবং স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে, সেই সকল খাদ্যবে স্বাস্থ্যকর খাদ্য বলে

(vi) পুষ্টি কাকে বলে?

উত্তর:যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে।

(vii) পরিপোষক কাকে বলে ?

উত্তর: আহার্য সামগ্রী থেকে যে সকল উপাদানগুলি নিয়ে জীব পুষ্টি সাধন করে তাকে পরিপোষক বলে। সকল খাদ্যই পরিপোষক, কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়।

(viii) পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী?

উত্তর:পুষ্টির ছয়টি পরিপোষক। 

যথা (১) কার্বোহাইড্রেট বা শর্করা (2) প্রোটিন বা আমিষ (৩) ফ্যাট বা চর্বি বা স্নেহপদার্থ (৪) ভিটামিন (৫) খনিজ লবণ (৬) জল।

(ix) অপুষ্টি কাকে বলে ?

উত্তর:অপুষ্টি : খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। 

(x) ঊনপুষ্টি কাকে বলে ?

উত্তর:ঊনপুষ্টি : ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মাত্রা যথাযথ না হয়ে কম বা বেশি হয়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে উনপুষ্টি বলে।

৩। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ

(i) দেহভর সূচক (BMI) আমাদের কী ধারণা দেয় ?

(ক)মেদের পরিমাণ 

(খ) মাংসের পরিমাণ 

(গ) হাড়ের পরিমাণ 

(ঘ) রক্তের পরিমাণ।

উত্তর:(ক)মেদের পরিমাণ

(i) একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেদের শতকরা পরিমাণ কত? 

(ক) ১০%

(খ) ১৫%

(গ) ২০% 

(ঘ) ২৫%।

উত্তর:(ঘ) ২৫%।

৪। সঠিক উত্তরটির পাশে সত্য (T)এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা(F) লেখো :

(i) ফাস্টফুড সুসম পুষ্টিকর খাদ্য নয়।

উত্তর:সত্য

(ii) বিদ্যালয়ে দ্বিপ্রাহরিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি।

উত্তর:সত্য

(ii) দেহভর সূচকের মান ১৮.৫-এর কম হলে ব্যক্তিকে কম ওজনবিশিষ্ট বলা হয়।

উত্তর:সত্য

(iv) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষের ওজনের ১৫% মেদ থাকে।

উত্তর:সত্য

(v) মেদ ঝরাতে ফাস্ট ফুড বর্জন করতে হবে।

উত্তর:সত্য

৫। রচনাধর্মী প্রশ্ন :

(i) স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি তালিকাভুক্ত করো।

উত্তর:(১) নির্মল বায়ু ও পর্যাপ্ত সূর্যালোক, 

        (২) জীবাণুমুক্ত পরিবেশ উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা,

(৩) বিশুদ্ধ পানীয় জল এবং জল ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ,

(৪) স্বাভাবিক জনবসতি, শব্দদূষণ নিয়ন্ত্রণ,

(৫) বিদ্যালয়ে স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা,

(৬) সুস্থতা ও অর্থনৈতিক স্বচ্ছলতা,

(৭) খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা,

(৮) বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা,

(ii) দেহভর সূচকের সূত্রটি লেখো।

উত্তর:

দেহভর সূচক =ওজন (কিলোগ্রাম)/উচ্চতা (মিটার)²

                  =   কিলোগ্রাম/মিটার²        

৭। বাঁ দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মিলিয়ে লেখো :

    A স্তম্ভ                      B স্তম্ভ

(i) স্থূলকায়             (a) ভিটামিন আছে

(ii) লাল সাকে         (b) ক্যালসিয়াম আছে

(iii) মাছ                  (c) শরীর চর্চা করতে হবে

(iv) দুধ জাতীয় পদার্থে (d) দেহভর সূচক

                                  ৩০ কিলোগ্রাম/মিটার'

(v) মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ  (e) শর্করা জাতীয় খাদ্য

উত্তর:

(i) স্থূলকায়              (d) দেহভর সূচক

                                  ৩০ কিলো গ্রাম / মিটার'

(ii) লাল সাকে         (e) শর্করা জাতীয় খাদ্য

(iii) মাছ                  (a) ভিটামিন আছে

(iv) দুধ জাতীয় পদার্থে (b) ক্যালসিয়াম আছে

(v) মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ  (c) শরীর চর্চা করতে হবে।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.