Class 8 history 3rd unit question answer 2024 ।final poriksha History Suggetion

           

     তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2024

             শ্রেণী - অষ্টম শ্রেণী

             বিষয়-   ইতিহাস


পূর্ণমান : ৭০।                সময়: ২ ঘন্টা ৩০ মিনিট


সিলেবাস, নাম্বার বিভাজন প্রশ্নপত্র (উত্তরসহ)

(SUGGESTION) 


সিলেবাসঃ 

3. ঔপনিবেশিক কৰ্তৃত্ব প্রতিষ্ঠা

5. ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ

6. জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ

7. ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

৪. সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ

9. নবম অধ্যায় ভারতীয় সংবিধান: গণতন্ত্রের পরিকাঠামো ও জনগণের অধিকার।

Class 9 history final Suggetion 2023

                       প্রশ্নপত্র (উত্তরসহ)

১। সঠিক উত্তরটি নির্বাচন করো।     1×14=14

(1) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়- 

(A) 1800খ্রিস্টাব্দে

(B) 1817 খ্রিস্টাব্দে 

(C) 1700 খ্রিস্টাব্দে 

(D) 1717খ্রিস্টাব্দে

উত্তরঃ(A) 1800খ্রিস্টাব্দে

(2) ভারতসভা প্রতিষ্ঠিত হয়-

(A) 1875 খ্রিস্টাব্দে

(B) 1876খ্রিস্টাব্দে

(C) 1877 খ্রিস্টাব্দে 

(D) 1878 খ্রিস্টাব্দে

উত্তরঃ(B) 1876খ্রিস্টাব্দে

(3) দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন- 

(A) লর্ড রিপন

(B) লর্ড নর্থব্রুক

(C) লর্ড বেন্টিংক

(D) লর্ড ডালহৌসি

উত্তরঃ(A) লর্ড রিপন

(4) আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন- 

(A) রামমোহন রায় 

(B) স্বামী দয়ানন্দ সরস্বতী 

(C) রাজনারায়ণ বসু 

(D) বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত 

উত্তরঃ(A) রামমোহন রায় 

(5) ‘হুল’ শব্দের অর্থ— 

(A) মহাজন

(B) জমিদার

(C) বিদ্রোহ

(D) বহিরাগত

উত্তরঃ(C) বিদ্রোহ

(6) A Nation in Making আত্মজীবনীটির রচয়িতা হলেন- 

(A)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(C) দাদাভাই নওরাজি

(D) গোপালকৃষ্ণ গোখলে

উত্তরঃ(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(7) ‘শিবাজি উৎসব’ চালু করেন- 

(A) গোপালকৃষ্ণ গোখলে 

(B) বালগঙ্গাধর তিলক 

(C) লালা লাজপত রায় 

(D) বিপিনচন্দ্র পাল 

উত্তরঃ(B) বালগঙ্গাধর তিলক 

(8) ‘হিন্দ স্বরাজ' গ্রন্থের রচয়িতা হলেন- 

(A) ভগত সিং 

(B) কৃপাল সিং 

(C) রবিন সিং 

(D) গান্ধিজি

উত্তরঃ(D) গান্ধিজি

(9) 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 

(A) 15 অক্টোবর 

(B) 19 জুলাই 

(C) 30 ডিসেম্বর 

(D) 30 এপ্রিল

উত্তরঃ(B) 19 জুলাই 

 (10) গান্ধির নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন্ সময়ক্রমটি ঠিক?

(A) চম্পারন, খেড়া, ভারত ছাড়ো, অহিংস অসহযোগ 

(B) খেড়া, চম্পারন, ভারত ছাড়ো, অহিংস অসহযোগ 

(C) চম্পারন, খেড়া,অহিংস অসহযোগ, ভারত ছাড়ো 

(D) ভারত ছাড়ো, অহিংস অসহযোগ, খেড়া, চম্পারন।

উত্তরঃ(C) চম্পারন, খেড়া,অহিংস অসহযোগ, ভারত ছাড়ো

(11) ‘কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল' প্রতিষ্ঠিত হয় – 

(A) 1920 খ্রিস্টাব্দে

(B) 1921 খ্রিস্টাব্দে 

(C) 1922 খ্রিস্টাব্দে 

(D) 1923খ্রিস্টাব্দে

উত্তরঃ(C) 1922 খ্রিস্টাব্দে

(12) র‍্যাডক্লিফ লাইন হল- 

(A) ভারত বিভাজন মানচিত্র 

(B) আফগান সীমানা 

(C) বাংলাদেশের মানচিত্র 

(D) শ্রীলঙ্কার সীমানা

উত্তরঃ(A) ভারত বিভাজন মানচিত্র

(13) স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার- (A) জওহরলাল নেহরু 

(B) বি আর আম্বেদকর 

(C) রাজেন্দ্রপ্রসাদ 

(D) গান্ধিজি 

উত্তরঃ(B) বি আর আম্বেদকর 

(14) রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন- (A) 12 জন

(B) 14 জন 

(C) 18 জন

(D) 24 জন

উত্তরঃ(A) 12 জন

২। নির্দেশ অনুসারে উত্তর দাও।    1×14=14

(ক) সত্য না মিথ্যা বিবৃত কর : স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। 

উত্তরঃসত্য

(খ) শূন্যস্থান পূরণ করো : এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন __________।

উত্তরঃস্যার উইলিয়াম জোনস ।

(গ) বেমানান শব্দটি খুঁজে বের করো : লর্ড বেন্টিংক ,লর্ড কর্নওয়ালিশ, উইলিয়াম পিট, ওয়ারেন হেস্টিংস।

উত্তরঃ উইলিয়াম পিট।

(ঘ) স্তম্ভ দুটি মিলিয়ে লেখো :

'ক' স্তম্ভ                               'খ' স্তম্ভ

১.আত্মারাম পান্ডুরঙ্গ         অ.দীনবন্ধু মিত্ৰ

২.নীলদর্পণ                      আ.প্রার্থনাসমাজ

৩.হরিশচন্দ্র মুখোপাধ্যায়    ই.শিশিরকুমার ঘোষ    

৪.ইন্ডিয়ান লিগ                ঈ.বালগঙ্গাধর তিলক

৫.শিবাজি উৎসব             উ.হিন্দু প্যাট্রিয়ট

উত্তরঃ

 ১. আত্মারাম পান্ডুরঙ্গ - আ. প্রার্থনাসমাজ

২. নীলদর্পণ - অ. দীনবন্ধু মিত্র -

৩. হরিশচন্দ্র মুখোপাধ্যায় - উ. হিন্দু প্যাট্রিয়ট

৪. ইন্ডিয়ান লিগ - ই. শিশিরকুমার ঘোষ

৫. শিবাজি উৎসব - ঈ. বালগঙ্গাধর তিলক

(ঙ) ‘কাকোরি ষড়যন্ত্র' কী?

উত্তরঃ ভগৎ সিং ও তার সহযোগীদের কাকোরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার যে মামলা দায়ের  করে, তা ‘কাকোরি ষড়যন্ত্র' নামে পরিচিত।

(চ) কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল?

উত্তরঃ বোম্বের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল।

(ছ) শূন্যস্থান পূরণ করো :

 ভারতের প্রতিবেশী  পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল _______।

উত্তরঃ1947 খ্রিস্টাব্দে।

(জ) ঠিক না ভুল লেখো: চৌধুরি রহমত আলির লেখায় পাকিস্তানেরপ্রসঙ্গ ছিল। 

উত্তরঃ ঠিক

(ঝ) বেমানান শব্দটি বের করো: ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক,সার্বভৌম, ধনতান্ত্রিক।

উত্তরঃধনতান্ত্রিক।

(ঞ) পুণাচুক্তি কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ গান্ধীজি ও ড. বি আর আম্বেদকরের মধ্যে পুনাচুক্তি হয়েছিল।

৩. নীচের প্রশ্নগুলির অতিসংক্ষেপে উত্তর দাও (দু-তিনটি বাক্যের মধ্যে)।  2x6=12

(ক) সম্পদ নির্গমন কাকে বলে? অথবা, সভা-সমিতির যুগ কাকে বলে?

(খ) গান্ধির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? 

অথবা, 

কাকে,কেন ‘সীমান্ত গান্ধি’ বলা হত?

(গ) স্বরাজ্যপন্থী কাদের বলা হত? 

অথবা,

 ভারত ছাড়ো আন্দোলনে বাংলার "গান্ধী বুড়ি"মাতঙ্গিনি হাজরার ভূমিকা আলোচনা কর।

(ঘ) রাউলাট আইন কী? 

অথবা, 

মুসলিম লিগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ছিল?

(ঙ) আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? অথবা, 

ভারতীয় মুসলমানদের খিলাফত আন্দোলন শুরু করার মূল কারণ কি?

(চ) সংবিধান কাকে বলে? অথবা, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী?

৪. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-

কোনো পাঁচটি)।               3×5=15

(ক) 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী?

(খ) সাইমন কমিশন কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? ভারতীয়রা কীভাবে এই কমিশনের বিরোধিতা করে?

(গ) টীকা লেখো : ইলবার্ট বিল বিতর্ক।

(ঘ) টীকা লেখো: চিপকো আন্দোলন৷

(ঙ) বিপ্লবী ভগত সিং স্মরণীয় কেন? 

(চ) টীকা লেখো: অলিন্দ যুদ্ধ।

৫. নীচের প্রশ্নগুলির যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও (দশ-বারোটি বাক্যের মধ্যে)।

                                                  5x3=15

(ক) বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

(খ) ভারতের স্বাধীনতা সংগ্রামে 'নেতাজি সুভাষচন্দ্র বসু' ও "আজাদ হিন্দ ফৌজ"এর ভূমিকা আলোচনা করো।

(গ) চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি আলোচনা করো।

(ঘ) ভারতীয় সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক কর্তব্য রয়েছে বিস্তারিত আলোচনা কর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.