HS History Best Suggestion 2024 100 % common। ক্লাস 12 ইতিহাস সাজেশন

 HS History  Best Suggestion 2024 । 100% common।উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ । দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন। Class 12 history suggestion West Bengal board

প্রিয় উচ্চ মাধ্যমিক(High Secondary/HS) ছাত্র-ছাত্রীদের ইতিহাস পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য অধ্যায়ভিত্তিক রচনাধর্মী প্রশ্ন (ইতিহাস বড় প্রশ্ন সাজেশন) সাজেশন দেওয়া হলো।

HS History  Best Suggestion 2024 100% common। Class 12 history suggestion West Bengal board

উচ্চ মাধ্যমিক ইতিহাসের সিলেবাস

প্রথম অধ্যায়

অতীত স্মরণ


দ্বিতীয় অধ্যায়

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

তৃতীয় অধ্যায়

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

চতুর্থ অধ্যায়

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া

পঞ্চম অধ্যায়

ঔপনিবেশিক ভারতের শাসন

ষষ্ঠ অধ্যায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

সপ্তম অধ্যায়

ঠান্ডা লড়াইয়ের যুগ


অষ্টম অধ্যায়

অব- উপনিবেশীকরন


উচ্চ মাধ্যমিক ইতিহাসের নাম্বার বিভাজন

অধ্যায়

MCQ

SAQ

Descriptive

প্রথম অধ্যায়

১×২=২

__________

গ্রুপ A 

৮×৪=

 (চারটি চ্যাপ্টা থেকে চারটি প্রশ্ন)

দ্বিতীয় অধ্যায়

১×২=২

১×৩=৩

তৃতীয় অধ্যায়

১×৩=৩

১×২=২

চতুর্থ অধ্যায়

১×৩=৩

১×৩=৩

পঞ্চম অধ্যায়

১×৩=৩

১×২=২

গ্রুপ B  (চারটি চ্যাপ্টার থেকে চারটি প্রশ্ন)

ষষ্ঠ অধ্যায়

১×৩=৩

১×২=২

সপ্তম অধ্যায়

১×৪=৪

১×২=২

অষ্টম অধ্যায়

১×৪=৪

১×২=২


মোট 

২৪

১৬ (২৪টি প্রশ্নের মধ্যে ১৬টি প্রশ্নের উত্তর করতে হবে।)

৪০ (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে দুটি প্রশ্ন আবশ্যক)


প্রথম অধ্যায়

১. জাদুঘর বলতে কী বোঝো ? জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ গুলি আলোচনা করো ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ***

২. ইতিহাস রচনায় ঐতিহাসিকদের ভূমিকা লেখো। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ব্যাখ্যা করো।****

৩. মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো ? এর গুরুত্ব বর্ণনা করো


দ্বিতীয় অধ্যায়

উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ 

১. সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন লেলিন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো।****

২.ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধান এর প্রভাব গুলি লেখ। ****

৩. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো।[ সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতা বাদের বিস্তারের গুরুত্বপূর্ণ উপাদান গুলি আলোচনা করো]***

৪. উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি আলোচনা

করো।

তৃতীয় অধ্যায়

১. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কী ছিল ? এই বাণিজ্যের অবসান কেন ঘটে ? ***

২. অবশিল্পায়ন কী ? এর কারণগুলি কী ছিল? উপনিবেশিক ভারতে / ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো।*

৩.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও।

৪. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো

৫. উপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব আলোচনা করো। ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো।


চতুর্থ অধ্যায়

১. বিংশ শতকে চিনে ৪ঠা মে'র আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। ৪ঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা কর। ****

২. পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেনীর উদ্ভব হয় ? চীনের তাইপিং সম্পর্কে টীকা লেখ ।

৩. বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা গুলি লেখ।

৪. আলীগড় আন্দোলন সম্পর্কে বিস্তারিত লেখো এবং এই আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা কর।

৫. ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।

পঞ্চম অধ্যায়

১. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত এবং গুরুত্ব আলোচনা কর।*** 

২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো।****

৩. লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো।

৪. মিরাট ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো।

৫. ১৯০৯ খ্রিস্টাব্দে মার্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব গুলি আলোচনা করো। 

৬. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধীজী কেন এর বিরোধিতা করেন ?

ষষ্ঠ অধ্যায়

১. ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই আন্দোলনের তাৎপর্য ও আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।****

২. ১৯৪৬ সালের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

৩. ক্রিপ্স কমিশন কেন ভারতে আসে ? ক্রিপস কমিশনের প্রস্তাবগুলি কী কী? কেন ভারতীয়রা এগুলিকে প্রত্যাখ্যান করেছিল ?

৪. মন্ত্রী মিশন ও মাউন্টব্যাটেন পরিকল্পনার বিষয়বস্তু আলোচনা কর।

৫. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।

সপ্তম  অধ্যায়

১. ট্রম্যান নীতি কী ? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি লেখো ***

২.কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো ৷ এর গুরুত্ব কী ছিল ? **

৩. জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো । জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য গুলি লেখ।

৪. ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ? ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ গুলি লেখো। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা কর

৫. দাঁতাত কী? দাতাতের উদ্ভবের কারণ ও গুরুত্ব লেখো

৬.কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো।

৭. ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা।

অষ্টম অধ্যায়

১. সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। সার্ক এর উদ্দেশ্য গুলি কী ছিল ?***

২. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।***

৩. অব উপনিবেশিকরণ বলতে কী বোঝায় ? এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখ।

৪. পাকিস্তানের শাসন ও আইন বিভাগের কাঠামো সম্পর্কে আলোচনা করো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.