Class 9 life Science 2nd unit test questions answers 2024 নবম শ্রেণীর(class 9/ক্লাস নাইন) ছাত্র-ছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরীক্ষার (2nd unit test) সুবিধার জন্য নুর স্টাডি পয়েন্ট (nur study point) থেকে জীবন বিজ্ঞান সাজেশন দেওয়া হলো। Life science suggestion for 2nd unit test MCQ SA ,true & false , matching the column etc.
A) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
(1) সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের –
(a) গ্রানায়
(b) স্ট্রোমায়
(c) উভয় স্থানে
(d) নিউক্লিয়াসে।
উত্তর:(b) স্ট্রোমায়
(2) ফুলকপিতে হুইপটেল রোগ হয় –
(a) বোরন
(b) ম্যাঙ্গানিজ
(c) মলিবডেনাম
(d) জিংক মৌলের অভাবে।
উত্তর:(c) মলিবডেনাম
(3) বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার -
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
(d) কোনোটিই নয়।
উত্তর:(b) হ্রাস পায়
(4) কলশপত্রী উদ্ভিদ একপ্রকারের –
(a) পরভোজী
(b) মৃতজীবী
(c) পতঙ্গভুক
(d) মিথোজীবী।
উত্তর:(c) পতঙ্গভুক
(5) মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু –
(a) 100 দিন
(b) 110 দিন
(c) 120 দিন
(d) 150 দিন।
উত্তর:(c) 120 দিন
(6) 'O' গ্রুপের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা হল - (a) 0
(b) 1
(c) 2
(d) 4
উত্তর:a) 0
(7) বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহণকে বলে -
(a) সক্রিয় পরিবহণ
(b) সাধারণ ব্যাপন
(c) অভিস্রবণ
(d) সহায়ক ব্যাপন।
উত্তর:(a) সক্রিয় পরিবহণ
(8) কোনটি শ্বসনবস্তু নয়? –
(a) প্রোটিন
(b) ভিটামিন
(c) শর্করা
(d) ফ্যাট।
উত্তর:(b) ভিটামিন
(9) মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হল –
(a) গ্লুকোজ
(b) মলটোজ
(c) সুক্রোজ
(d) সেলুলোজ।
উত্তর:(d) সেলুলোজ।
(10) বৃক্কীয় নালিকায় পুনঃশোষনে সাহায্যকারী হরমোনের নাম হল –
(a) ACTH
(b) TSH
(c) GH
(d) ADH
উত্তর:(d) ADH
(11) সবাত শ্বসনে উৎপন্ন মোট ATP অণুর সংখ্যা হল - -
(a) 30 অণু
(b) 34 অণু
(c) 38 অণু
(d) 40 অণু।
উত্তর:(c) 38 অণু
(12) সালোকসংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে, সেটি হল –
(a) প্রোটিন জাতীয়
(b) ভিটামিন জাতীয়
(c) শর্করা জাতীয়
(d) ফ্যাট জাতীয়।
উত্তর:(c) শর্করা জাতীয়
(13) গবলেট কোশ দেখা যায় -
(a) পাকস্থলীতে
(b) অগ্ন্যাশয়ে
(c) যকৃতে
(d) আন্ত্রিক গ্রন্থি।
উত্তর:(d) আন্ত্রিক গ্রন্থি।
(14) হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে –
(a) সিস্টোল
(b) পেরিস্টলসিস
(c) ডায়াস্টোল
(d) অসমোসিস। -
উত্তর:(c) ডায়াস্টোল
(15) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) অপরিবর্তিত থাকে
(d) বন্ধ হয়।
উত্তর:(b) হ্রাস পায়
(16) একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হল –
(a) আম
(b) রবার
(c) পাইন
(d) বট।
উত্তর:(c) পাইন
(17) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল –
(a) PGAId
(b) PGA
(c) NADH2
(d) FADH2
উত্তর:(b) PGA
(18) কোন্ ক্ষেত্রে মিথোজীবীয় পুষ্টি লক্ষ করা যায়? -
(a) লাইকেন
(b) শ্বেত চন্দন
(c) মিউকর
(d) কলশপত্রী
উত্তর:(a) লাইকেন
(19) পাইন গাছ একটি কী ধরনের উদ্ভিদ? –
(a) আংশিক মৃতজীবী
(b) আংশিক পরজীবী
(c) আংশিক মিথোজীবী
(d) আংশিক পতঙ্গর
উত্তর:(a) আংশিক মৃতজীবী
(20) অন্ধকার দশায় CO2 গ্রাহক হল –
(a) RuBP
(b) ATP
(c) NADP
(d) PGA
উত্তর:(a) RuBP
(21) আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল – (a) দুটি
(b) তিনটি
(c) তেরোটি
(d) বারোটি।
উত্তর:(c) তেরোটি
(22) বৃক্কের একককে কী বলা হয়? -
(a) নেফ্রন
(b) নিউরোন
(c) গ্লোমেরুলাস
(d) সবুজ গ্রন্থি ।
উত্তর:(a) নেফ্রন
(23) কোনটি হিল বিকারক -
(a) পটাশিয়াম ফেরিক অক্সাইড
(b) পটাশিয়াম ফেরাস অক্সাইড
(c) পটাশিয়াম ফেরিক অক্সালেট
(d) পটাশিয়াম ফেরাস অক্সালেট।
উত্তর:(c) পটাশিয়াম ফেরিক অক্সালেট
(24) শ্বসনবস্তু নয়-
(a) শর্করা
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) ভিটামিন।
উত্তর:(d) ভিটামিন।
(25) পূর্ণ মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে -
(a) মিউকর
(b) পাকসিনিয়া
(c) রান্না
(d) গোলকৃমি।
উত্তর:(a) মিউকর
(26) ডান নিলয় থেকে ফুসফুসে CO2 যুক্ত রক্ত সরবরাহকারী রক্তবাহ হল –
(a) ফুসফুসীয় শিরা
(b) মহাধমনি
(c) ফুসফুসীয় ধমনি
(d) করোনারি
উত্তর:(c) ফুসফুসীয় ধমনি
(27) রেনিন ক্ষরণ করে -
(a) বৃক্ক
(b) ফুসফুস
(c) ত্বক
(d) ক্ষুদ্রান্ত্র।
উত্তর:(a) বৃক্ক
(28) হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার হল –
(a) AV নোড
(b) SA নোড
(c) হিজের বান্ডিল
(d) পারকিনজি তত্ত্ব।
উত্তর:(a) AV নোড
(29) প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ ?
(a) রজন
(b) গদ
(c) কুইনাইন
(d) তরুক্ষীর।
উত্তর:(c) কুইনাইন
(30) নেফ্রন কোথায় থাকে?
(a) বৃক্কে
(b) ফুসফুসে
(c) যকৃতে
(d) হৃৎপিণ্ডে।
উত্তর:(a) বৃক্কে
(31) মানব হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে –
(a) AV নোড
(b) SA নোড
(c) বান্ডিল অফ হিজ
(d) পারকিনজি তত্ত্ব।
উত্তর:(b) SA নোড
(32) পাইন গাছ একটি –
(a) আংশিক মৃতজীবী
(b) আংশিক পরজীবী
(c) আংশিক মিথোজীবী
(d) আংশিক পতঙ্গভুক।
উত্তর:(a) আংশিক মৃতজীবী
(33) মানুষের দাঁত চোয়ালে অস্থির সঙ্গে বসানো থাকে তাই এই প্রকার দাঁতকে বলা হয় -
(a) হেটারোডন্ট
(b) ডাইফিওডন্ট
(c) থেকোডন্ট
(d) মোলার।
উত্তর:(c) থেকোডন্ট
(34) ইস্টের যে উৎসেচক কোহল সন্ধান ঘটায় তা হল –
(a) প্রোটিয়েজ
(b) কার্বক্সিলেজ
(c) হাইড্রক্সিলেজ
(d) জাইমেজ।
উত্তর:(d) জাইমেজ।
(35) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 এর গ্রাহক হিসেবে কাজ করে –
(a) গ্লুকোজ
(b) RUBP
(c) PGA
(d) PGAld
উত্তর:(b) RUBP
(36) সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস –
(a) H2O
(b) CO2
(c) NO2
d) SO2
উত্তর:(b) CO2
(37) যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দার প্রয়োজন, সেটি হল –
(a) বাষ্পমোচন
(b) ব্যাপন
(c) অভিস্রবণ
(d) শোষণ।
উত্তর:(c) অভিস্রবণ
(38) প্রদত্ত কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক ? (a) পেপসিন
(b) লাইপেজ
(c) ট্রিপসিন
(d) মলটেজ।
উত্তর:(d) মলটেজ।
(39) তোমার বন্ধুর রক্তরসে α অ্যান্টিবডি থাকে, RBC-এর গাত্রে β-অ্যান্টিজেন থাকে। তোমার বন্ধুর রক্তশ্রেণি হবে –
(a) A
(b) B
(c) AB
(d) O
উত্তর:(b) B
(40) সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোকসংশ্লেষ সংঘটিত হয় তা হল -
(a) জাইলেম কলা
(b) মেসোফিল কলা
(c) কোলেনকাইমা কলা
(d) ফ্লোয়েম কলা।
উত্তর:(b) মেসোফিল কলা
(41) পাকস্থলীর অন্তর্গাত্রে HCI ক্ষরণকারী কোশটি হল –
(a) পেপটিক কোশ
(b) অক্সিনটিক কোশ
(c) ল্যাকটিয়াল
(d) বিটা কোশ।
উত্তর:(b) অক্সিনটিক কোশ
(42) স্বাভাবিক পেসমেকার বলা হয় -
(a) AV নোডকে
(b) SA নোডকে
(c) হিজের বান্ডিলকে
(d) পারকিনজি তন্তুকে।
উত্তর:(b) SA নোডকে
(43) মানব রেচনের ক্ষেত্রে পরিশ্রুত তরলের পুনঃশোষণ ঘটে
(a) গ্লোমেরুলাসে
(b) বাওম্যানস ক্যাপসুলে
(c) সংগ্রাহী নালিকায়
(d) বৃকীয় নালিকায়।
উত্তর:(d) বৃকীয় নালিকায়।
(44) বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় -
(a) ব্যাপনে
(b) অভিস্রবণে
(c) সক্রিয় পরিবহণে
(d) বাষ্পমোচনে।
উত্তর:(c) সক্রিয় পরিবহণে
(45)অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয় –
(a) নিউট্রোফিল
(b) বেসোফিল
(c) মনোসাইট
(d) ইওসিনোফিল।
উত্তর:(d) ইওসিনোফিল।
(46) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুতে অক্সিজেনের উৎস -
(a) H2O
(b)NO2
(c) CO2
(d) SO2
উত্তর:(c) CO2
(47) ট্রাকিয়া কোন্ প্রাণীর শ্বাস অঙ্গ-
(a) কেঁচো
(b) অ্যামিবা
(c) ফড়িং
(d) বাদুড়।
উত্তর:(c) ফড়িং
(48) সংরক্ষিত ছন্দ নিয়ামক বলে –
(a) SA নোডাকে
(b) AV নোডকে
(c) হিজের বান্ডিলকে
(d) পারকিনজি তন্তুকে।
উত্তর:(b) AV নোডকে
(49) গবলেট কোশ থাকে –
(a) পাকস্থলীতে
(b) অগ্ন্যাশয়ে
(c) আন্ত্রিক গ্রস্থিতে
(d) যকৃতে।
উত্তর:(c) আন্ত্রিক গ্রস্থিতে
(50) অরনিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন হয় —
(a) ইউরিয়া থেকে অ্যামোনিয়া
(b) অ্যামোনিয়া থেকে ইউরিয়া
(c) অ্যামোনিয়া থেকে ক্রিয়েটিন
(d) ক্রিয়েটিন থেকে অ্যামোনিয়া।
উত্তর:(b) অ্যামোনিয়া থেকে ইউরিয়া
(51) মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় –
(a) বৃত্তে
(b) যকৃতে
(c) ফুসফুসে
(d) পিত্তথলিতে।
উত্তর:(b) যকৃতে
(52) আমাদের একটি শ্বাসপেশির নাম –
(a) কিউটিকল
(b) প্লুরা
(c) চালুনিচ্ছদা
(d)মধ্যচ্ছদা ।
উত্তর:(d)মধ্যচ্ছদা ।
(53) যে জোড়টি সঠিক সেটি নির্বাচন করো -
(a) প্লাজমোলাইসিস - জলের পুনঃশোষণ,
(b) গ্লাইকোলাইসিস-জলের অ
(c) ফোটোলাইসিস—গ্লুকোজ অণুর ভাঙন,
(a) পেরিস্টলসিস—গ্রাসনালি ও ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে পেশির অনৈচ্ছিক বিচলন।
উত্তর:(a) পেরিস্টলসিস—গ্রাসনালি ও ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে পেশির অনৈচ্ছিক বিচলন।
(54) কোন্ প্রাণীদের দেহে হিমোগ্লোবিন বর্তমান ? – (a) আরশোলা ও কেঁচো
(b) কেঁচো ও মানুষ
(c) মানুষ ও চিংড়ি
(d) আরশোলা ও চিংড়ি
উত্তর:(b) কেঁচো ও মানুষ
(55) কোটি শ্বসনের বৈশিষ্ট্য? –
(a) ATP উৎপন্ন হয় না
(b) অক্সিজেন ছাড়া সম্পন্ন হয় না
(e) ATP ও তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না,
(d) অনিয়ন্ত্রিত জারণ।
উত্তর:(e) ATP ও তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না
(56) প্রদত্ত কোন্ উপাদানটি হেনলির লুপ দ্বারা শোষিত হয়? -
(á) Na+ আয়ন
(b) পটাশিয়াম
(c) ইউরিয়া
(d) গ্লুকোজ।
উত্তর:(á) Na+ আয়ন
(57) সোডিয়াম-পটাশিয়াম পাম্প-এর প্রয়োজন - (a) ব্যাপনে
(b) অভিস্রবণে
(c) সক্রিয় শোষণে
(d) নিষ্ক্রিয় শোষণে।
উত্তর:(c) সক্রিয় শোষণে
(58) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বনজাতীয় স্থায়ী যৌগ –
(a) ATP
(b) NADP
(c) PGA
(d) PGAld
উত্তর:(c) PGA
(59) উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত একটি রেচন পদার্থ -
(a) অ্যামোনিয়া
(b) ইউরিয়া
(c) ট্যানিন
(d) রেসারপিন।
উত্তর:(d) রেসারপিন।
(60) আমাদের দেহে হিমোগ্লোবিন থাকে -
(a) রক্তের প্লাজমায়
(b) রক্তকণিকায়
(c) লোহিত রক্তকণিকার ধাত্রে
(d) লোহিত রক্তকণিকার নিউক্লিয়াসে।
উত্তর:(c) লোহিত রক্তকণিকার ধাত্রে
(61) মানুষের জিহ্বায় মিষ্ট স্বাদ গ্রহণের স্বাদগ্রাহক থাকে জিহ্বার –
(a) অগ্রভাগে
(b) পশ্চাৎভাগে
(c) দুপাশে
(d) মধ্যভাগে
উত্তর:(a) অগ্রভাগে
B. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও
(1) মানুষের দুটি শ্বাসপেশির নাম লেখো।
উত্তর: মধ্যচ্ছদা, পঞ্জর মাধ্যমে
(2) সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দর্শী কোথায় সংগঠিত হয়?
উত্তর:ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
(3) কুইনাইন উপক্ষারের একটি গুরুত্ব লেখো। উত্তর:ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়
(4) বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়।
উত্তর:পাতার পত্ররন্ধ
(5) রিজার্ভ পেসমেকার কী?
উত্তর:AV Node
(6) NADP-এর পুরো নাম কী ?
উত্তর:
(7) কেঁচোর রেচন অঙ্গের নাম কী?
উত্তর:নেফ্রিডিয়া
(8) জলের আলোক বিশ্লেষণকে কী বলে? উত্তর:ফটোলাইসিস।
(9) ফোটন কণার কাজ কী?
উত্তর:ক্লোরোফিলকে উত্তেজিত করে
(10) অগ্ন্যাশয় রসে অবস্থিত একটি প্রোটিনভঙ্গক উৎসেচকের নাম লেখো।
(11) মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? উত্তর:যকৃৎ
(12) বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর:গ্যানাং প্রোটোমিটার
(13) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?
উত্তর: জল
(14) NPK কী?
উত্তর:সার (নাইট্রোজেন,পটাসিয়াম ও ফসফরাস)
(15) রক্তনালির প্রাচীরে অতিরিক্ত লিপিড জমা হলে কী সমস্যা হতে পারে?
উত্তর: রক্ত সঞ্চালন ব্যহত হয়
(16) ফুসফুসের আবরণের নাম কী?
উত্তর:প্লুরা
(17) বিসদৃশ শব্দটি লেখো: গঁদ, ডাটুরিন, তরুক্ষীর, রজন।
উত্তর:ডাটুরিন
(18) একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোকসংশ্লেষ ঘটে
উত্তর:
(19) আমাদের রক্তে অবস্থিত রক্ততঞ্চনরোধী পদার্থের নাম উল্লেখ করো।
উত্তর: হেপারিন
(20) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অবস্থিত O2 এর উৎস কী?
উত্তর:CO2
(21) কোন্ টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয় ?
উত্তর: বাষ্পমোচন টান
(22) পেলভিস কী?
উত্তর: বৃক্কের ফানেলের মতো দেখতে যে অংশ থেকে গবিনী উৎপন্ন হয়।
(23) PGAId-র সম্পূর্ণ নাম লেখো। উত্তর:ফসফোগ্লিসারিল ডি হাইড
(24) CSF-এর পুরো নাম কী?
উত্তর:সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
(25) বৃক্ক থেকে মূত্র কীসের মাধ্যমে মুত্রাশয়ে আসে?
উত্তর: গবিনী
26) জলের পুনঃবিশোষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখো
উত্তর:ADH
(27) NADP-এর পুরো নাম লেখো।
উত্তর: নিকোটিনামাইড অ্যাডোনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট
(28) বিসদৃশটি লেখো – SA নোড, পেরিকার্ডিয়াম, ব্রংকাস, AV নোড।
উত্তর:ব্রংকাস
(29) ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কী?
উত্তর:সাইট্রিক অ্যাসিড
(30) বিসদৃশ শব্দটি বেছে লেখো : টায়ালিন, ইনসুলিন, পেপসিন, লাইপেজ।
উত্তর:ইনসুলিন
(31) প্রথম জোড়া শব্দের মধ্যে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মিথোজীবী : লাইকেন ::পতঙ্গভুক:_____
উত্তর: কলসপত্রী
(32) প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি নির্ণয় করে লেখো :অঙ্গার আত্তীকরণ, কেলভিন চক্র ,ফোটোসিন্থেসিস, ফোটোলাইসিস।
উত্তর:ফোটোসিন্থেসিস
C. শূন্যস্থান পূরণ করো
(1)রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান ধাতব আয়ন হল ____
উত্তর:Ca+
(2) হাইডাথোড দেখতে পাওয়া যায়______উদ্ভিদে।
উত্তর: বীরুজাতীয় (কচু, টম্যাটো)
(3) শ্বসন প্রক্রিয়ায় মোট_________ অণু ATP উৎপন্ন হয়।
উত্তর:38
(4) পত্ররন্ধ্রের খোলা-বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে_______।
উত্তর: রক্ষী কোষের রস স্ফীতি
(5) পতঙ্গভুক উদ্ভিদ_____এর অভাব পূরণের জন্য পতঙ্গ শিকার করে।
উত্তর: নাইট্রোজেন
(6) অ্যানজাইনা পেকটোরিস______ অঙ্গের সঙ্গে সম্পর্কিত।
উত্তর:হৃৎপিণ্ড
(7) বাওম্যানস ক্যাপসুলের প্যারাইটাল স্তরটি _____নালিকার সঙ্গে যুক্ত।
উত্তর: বৃক্কীয়
(8) প্রোটিন বিপাকের ফলে _______ উৎপন্ন হয়।
উত্তর: অ্যামাইনো অ্যাসিড
(9)হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম _________।
উত্তর:পেরিকার্ডিয়াম
(10) ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হল_______।
উত্তর:বায়ুথলি
(11) ______-কে এনার্জি কারেন্সি বলা হয়।
উত্তর:ATP
(12) ক্লোরোফিল রঞ্জকে______ ধাতু বর্তমান।
উত্তর:ম্যাগনেসিয়াম
(13) --কে হিল বিকারক বলে।
উত্তর:NADP
(14) কাঁকড়ার শ্বাসঅঙ্গকে ______ বলে।
উত্তর:বুকগিল
(15) ফুসফুসীয় শিরা বহন করে _____রক্ত।
উত্তর: বিশুদ্ধ
(16) শ্বসনে উৎপন্ন শক্তি হল ________।
উত্তর:স্থিতিশক্তি।
(17) সূর্যালোকের ______ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় ।
উত্তর: ফোটন
(18) সংকোচনশীল গহ্বর _______ প্রাণীতে দেখা যায়।
উত্তর: অ্যামিবা
(19)_____অণু PGAld থেকে 6 অণু RuBP উৎপন্ন হয়।
উত্তর:10
(20) অ্যালভিওলাই থাকে _________ এ
উত্তর:ফুসফুস
(21) A গ্রুপের ব্যক্তির রক্তে______- অ্যাগ্লুটিনিন থাকে।
উত্তর:বিটা
(22) যকৃতের _____ - কোশ রোগজীবাণু ধ্বংস করে।
উত্তর: কুফার
(23) আরজেনটাফিন কোশ থাকে _____ গ্রন্থিতে।
উত্তর:আন্ত্রিক
(24) প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে রক্ত পরিস্রুত হয়।
উত্তর:125 ml
(25) পালমোনারি কপাটিকার অবস্থান _____।
উত্তর:ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মাঝে
(26) সালোকসংশ্লেষে অক্ষম সপুষ্পক উদ্ভিদ হল _________।
উত্তর:স্বর্ণলতা
(27)______ রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়
উত্তর:
(28) ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগটি হল __________।
উত্তর: সাইট্রিক অ্যাসিড
(29) আরশোলার বর্ণহীন রক্তকে______বলে।
উত্তর:
(30) ফিতাকৃমির রেচনাঙ্গের নাম ________
উত্তর:ফ্লেমকোশ।
(31) ফাইব্রিনোজেনবিহীন রক্তকে _______ বলে।
উত্তর:সিরাম
(32) একটি ভোজ্য রজন হল ______।
উত্তর:হিং
(33)একটি শ্বেত কণিকার নাম_______
উত্তর:লিম্ফোসাইট
D. সত্য / মিথ্যা নির্ণয় করো
(1) কেঁচো একটি বন্ধ সংবহনযুক্ত প্রাণী।
উত্তর:সত্য
(2) প্রান্তীয় শ্বসন সংঘটিত হয় সাইটোলাক্রমে। উত্তর:মিথ্যা
(3) উদ্ভিদদেহে উৎপন্ন খাদ্য জাইলেমের মাধ্যমে সরবরাহ হয়।
উত্তর:মিথ্যা
(4) এটুলি পোকা একটি স্যাংগুইনিকোরী প্রাণী। উত্তর: সত্য
(5) CSF কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোশগুলিকে পুষ্টি সরবরাহ করে।
উত্তর:সত্য
(6) বন্ধ সংবহনতন্ত্র দেখা যায় আরশোলার দেহে।
উত্তর:মিথ্যা
(7) মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার।
উত্তর:মিথ্যা
(8) কর্পূর একপ্রকার গদ
উত্তর:মিথ্যা
(9) SA নোডকে Pacemaker বলে।
উত্তর:সত্য
(10) জোঁক স্যাংগুইনিভোরী পুষ্টি সম্পন্ন করে।
উত্তর:সত্য
(11) শ্বেত রক্তকণিকা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে অ্যানিমিয়া হয়।
উত্তর:মিথ্যা
(12) যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয়, তাকে Type-1 ডায়াবেটিস বলে।
উত্তর:মিথ্যা
(13) ADH হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয়।
উত্তর:সত্য
(14) চিংড়ির রক্তে হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে।
উত্তর:সত্য
(15) গ্লাইকোলাইসিসে এ 4 অণু ATP উৎপন্ন হয়।
উত্তর:মিথ্যা
(16) সালোকসংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়।
উত্তর:মিথ্যা
(17) নাইট্রোজেনের অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয়।
উত্তর:মিথ্যা
(18) সীভনলের মাধ্যমে রসের উৎস্রোত হয়।
উত্তর:মিথ্যা
(19) ফ্লোয়েমের সীভনল খাদ্যরস পরিবহণে মুখ্য ভূমিকা পালন করে।
উত্তর:সত্য
(20) হেনলির লুপের আকৃতি ইংরেজি 'U' অক্ষরের মতো।'
উত্তর:সত্য
(21) সালোকসংশ্লেষ বিক্রিয়ায় ব্যবহৃত ইলেকট্রন বাহক হল সাইটোক্রোম
উত্তর:সত্য
(22) অ্যামাইলেজ পাকস্থলীতে অবস্থিত একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক।
উত্তর:মিথ্যা
(23) প্রতি কেজি শুষ্ক ওজনের জন্য উদ্ভিদে প্রায় 1 - 10 mg অতিমাত্রিক মৌল থাকে।
উত্তর:মিথ্যা
(24) চিংড়ির শ্বাসঅঙ্গ হল ত্বক।
উত্তর:মিথ্যা
(25) বয়ড়া ফলে কার্বনযুক্ত রেচন পদার্থ পাওয়া যায়।
উত্তর:সত্য
(26) মানুষের AB রক্তের গ্রুপে a এবং B উভয় অ্যান্টিবডি থাকে।
উত্তর:মিথ্যা
(27) মলকে রেচন পদার্থ বলা হয়।
উত্তর:মিথ্যা
(28) লাইকেন-এ মিথোজীবী পুষ্টি দেখা যায়।
উত্তর:সত্য
E.স্তম্ভ মিলিয়ে লেখো :
A]
(1)ক্রেবস চক্র। (a)রসের উৎস্রোত
(2)অন্ধকার দশা। (b)ড্রসেরা
(3)পতঙ্গভুক পুষ্টি। (c)ব্ল্যাকম্যান বিক্রিয়া
(4)সমসংযোগ ও (d)মাইটোকনড্রিয়া
অসমসংযোগ বল। (e)সক্রিয় শোষণ
উত্তর:
(1)ক্রেবস চক্র।→ (d)মাইটোকনড্রিয়া
(2)অন্ধকার দশা।→ (c)ব্ল্যাকম্যান বিক্রিয়া
(3)পতঙ্গভুক পুষ্টি।→ (b)ড্রসেরা
(4)সমসংযোগ ও→ (a)রসের উৎস্রোত
অসমসংযোগ বল।
B]
বামস্তম্ভ. ডানস্তস্ত
(1)গ্লাইকোলাইসিস। (a)সর্পগন্ধা গাছের মূল
(2)ফ্লেমকোশ। (b)লিম্ফোসাইট
(3)রেসারপিন। (c)মাইটোকনড্রিয়া
(4)অ্যান্টিবডি। (d)সাইটোপ্লাজম
(e)ফিতাকৃমি
উত্তর:
(1)গ্লাইকোলাইসিস।→ (d)সাইটোপ্লাজম
(2)ফ্লেমকোশ।→ (e)ফিতাকৃমি
(3)রেসারপিন।→ (a)সর্পগন্ধা গাছের মূল
(4)অ্যান্টিবডি।→ (b)লিম্ফোসাইট
C]
বামস্তম্ভ ডানস্তস্ত
(1)কার্বন ডাইঅক্সাইড। (a)বদ্ধ সংবহন
ও জল
(2)ক্রেবস চক্র (b)কাঁচামাল
সংঘটিত হয়।
(3)রক্ত সবসময় রক্তবাহে (c)সাইটোপ্লাজম
আবদ্ধ থাকে। (d)মাইটোকনড্রিয়া
উত্তর:
(1)কার্বন ডাইঅক্সাইড। (b)কাঁচামাল
ও জল→
(2)ক্রেবস চক্র (d)মাইটোকনড্রিয়া
সংঘটিত হয়।→
(3)রক্ত সবসময় রক্তবাহে
আবদ্ধ থাকে।→ (a)বদ্ধ সংবহন
D]
'A' স্তম্ভ 'B' স্তম্ভ
(1)শ্বেত রক্তকণিকা। (a)মিথোজীবী
(ii)পতঙ্গভুক উদ্ভিদ। (b)সিংকোনা গাছের ছাল
(iii)কুইনাইন। (c)কলশপত্রী
(iv)লাইকেন। (d)মনোসাইট
(e)মৃতজীবী
উত্তর:
(1)শ্বেত রক্তকণিকা।→ (d)মনোসাইট
(ii)পতঙ্গভুক উদ্ভিদ।→ (c)কলশপত্রী
(iii)কুইনাইন। (b)সিংকোনা গাছের ছাল
(iv)লাইকেন।→ (a)মিথোজীবী
E]
বামস্তম্ভ। ডানস্তস্ত
(1) হেপারিন। (a)ম্যাগনেশিয়াম
(2)বাকল মোচন। (b)অ্যালার্জি
(3) ক্লোরোসিস। (c)রক্তের তারল্য
(4)হিস্টামিন। (d)ফ্যাগোসাইটোসিস
(e)পেয়ারা
উত্তর:
(1) হেপারিন।→ (c)রক্তের তারল্য
(2)বাকল মোচন।→ (e)পেয়ারা
(3) ক্লোরোসিস।→ (a)ম্যাগনেশিয়াম
(4)হিস্টামিন।→ (b)অ্যালার্জি
F]
বামস্তম্ভ। ডানস্তস্ত
(1)ক্লোরোফিল- (a)ভিলাই
(2)রক্ষীকোশ। (b)C55H70O6N4Mg
(3) শোষণ। (c)পত্ররন্ধ্র
(d) C55H72O5N4Mg
উত্তর:
(1)ক্লোরোফিল- → (d) C55H72O5N4Mg
(2)রক্ষীকোশ। → (c)পত্ররন্ধ্র
(3) শোষণ। → (a)ভিলাই
G]
বামস্তম্ভ। ডানস্তস্ত
(1)পোডোসাইট কোশ। (a)অতিমাত্রিক মৌল
(2)লোহা। (b)শ্বেত রক্তকণিকা
(3)অবনমন। © ম্যালপিজিয়ান করপাসল
(4)রোগজীবাণু ধ্বংস করা। (d)অতিরিক্ত
বাষ্পমোচন
(e)বৃক্কীয় নালিকা
উত্তর:
(1)পোডোসাইট কোশ।© ম্যালপিজিয়ান
করপাসল
(2)লোহা। → (a)অতিমাত্রিক মৌল
(3)অবনমন। → (d)অতিরিক্ত
বাষ্পমোচন
(4)রোগজীবাণু ধ্বংস
করা। → (b)শ্বেত রক্তকণিকা
F.দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(1) পত্ররন্ধ্র : বাষ্পমোচন :: ল্যাকটিয়াল ________
উত্তর:ফ্যাট শোষণ
(2) ফুসফুস: কুমির :: _________: আরশোলা।
উত্তর:ট্র্যাকিয়া
(3) রক্ততঞ্চন : অণুচক্রিকা :: শ্বাসবায়ু পরিবহণ : _________
উত্তর:লোহিত রক্ত কণিকা
(4) প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ - শ্বসন : অপচিতি বিপাক :: সালোকসংশ্লেষ : ______
উত্তর: উপচিতি
(5)মুখগহ্বরের শর্করাভঙ্গক উৎসেচক : স্যালাইভারি অ্যামাইলেজ :: অগ্ন্যাশয় গ্রন্থির শর্করাভঙ্গক উৎসেচক : _________
উত্তর:মলটেজ
G. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও
(i) রেচনে চর্মের অথবা যকৃতের ভূমিকা লেখো।
(ii) হলোজোয়িক পুষ্টির পর্যায়গুলি লেখো।
(iii) উপচিতি বিপাক ও অপচিতি বিপাকের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
(iv) সন্ধান কাকে বলে?
(v) Rh ফ্যাক্টর বলতে কী বোঝায়?
(vi) একটি ইলেকট্রন বাহকের নাম লেখো এবং একটি ছিল বিকারকের নাম লেখো ।
(vii) সক্রিয় পরিবহণ পদ্ধতি বলতে কী বোঝায়?
(viii) অভিস্রবণের দুটি গুরুত্ব লেখো।
(ix) কপ্রোফ্যাগি কাকে বলে? উদাহরণ দাও।
(x) হলোফাইটিক পুষ্টি' ও 'হলোজোয়িক পুষ্টি"-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
(xi) একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চনবিরোধী পদার্থের নাম লেখো।
(xii) সালোকসংশ্লেষে জলের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো।
xiii) NADPH2-এর পুরো নাম কী?
xiv) সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরনটি লেখ
(xv) অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো।
(xvi) রক্তচাপ কাকে বলে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত?
(xvii) উদ্ভিদ কোন্ কোন্ অঙ্গের সাহায্যে কীভাবে শ্বাসবায়ু আদানপ্রদান করে সংক্ষেপে বর্ণনা করো। (xviii) আলোক (light) এবং বায়ুপ্রবাহ কীভাবে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে?
(xix) মানুষের কতবার দাঁত ওঠে? মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লেখো।
FOR PDF DOWNLOAD
আরো ভালো নাম্বার পাওয়ার জন্য নিচে ক্লিক করুন
2nd unit test Geography suggestion