Class 9 Geography 2nd Unit Test Questions Answers suggestion 2024।ক্লাস নাইন ভূগোল সাজেশন

 Class 9 geography 2nd unit test questions answers  নবম শ্রেণীর(class 9/ক্লাস নাইন) ছাত্র-ছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার (2nd unit test) সুবিধার জন্য নুর স্টাডি পয়েন্ট (nur study point) থেকে ভূগোল সাজেশন দেওয়া হলো। Geography suggestion for 2nd unit test MCQ SA ,true & false , matching the column etc.

Class 9 Geography 2nd Unit Test Questions Answers suggestion 2023।ক্লাস নাইন ভূগোল সাজেশন

                              বিভাগ-ক

সঠিক উত্তর নির্বাচন করো :

(1) নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে – (a) অক্ষাংশ

(b) দ্রাঘিমা

(c) অক্ষরেখা

(d) দ্রাঘিমারেখা।

উত্তর:(a) অক্ষাংশ

(2) আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে যে দ্রাঘিমারেখাকে অনুসরণ করে – 

(a) 360 °

(b) 180° 

(c) 0°

(d) 90° পশ্চিম। 

উত্তর:(b) 180°

(3) আরাবল্লী একটি – 

(a) নবীন ভঙ্গিল পর্বত

(b) স্তূপ পর্বত

(c) ক্ষয়জাত পর্বত

(d) আগ্নেয় পর্বত।

উত্তর:(a) নবীন ভঙ্গিল পর্বত

(4) চিনের হোয়াংহো নদী অববাহিকার সমভূমিটি একটি – 

(a) প্লাবন সমভূমি

(b) বদ্বীপ সমভূমি

(c) লোয়েস সমভূমি

(d) ক্ষয়প্রাপ্ত সমভূমি।

উত্তর:(c) লোয়েস সমভূমি

(5) শঙ্কমোচন ঘটে মূলত - 

(a) ব্যাসল্ট শিলায়

(b) গ্রানাইট শিলায়

(c) চুনাপাথরে

(d) পাললিক শিলায়। 

উত্তর:(b) গ্রানাইট শিলায়

(6) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হল – 

(a) কোচবিহার

(b) কালিম্পং

(c) ঝাড়গ্রাম

(d) কলকাতা।

উত্তর:(d) কলকাতা।

(7) পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল – 

(a) তিস্তা

(b) তোর্সা

(c) মহানন্দা

(d) মাতলা।

উত্তর:

(8) মূলমধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান - (a) 0°

(b) 90° পূর্ব

(c) 90° পশ্চিম

(d) 180°

উত্তর:(d) 180°

(9) নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হল – 

(a) 90°

(b) 0°

(c) 30°

(d) 180°

উত্তর:(d) 180°

(10) আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে বলে – 

(a) আদিশিলা

(b) মৃত্তিকা

(c) রেগোলিথ

(d) স্ক্রি । 

উত্তর:(c) রেগোলিথ

(11) কোন্ নদীতে উজান স্রোত দেখা যায়? 

(a) অজয়

(b) তোর্সা

(c) মহানন্দা

(d) সপ্তমুখী।  

উত্তর:

(12) নদীয়া জেলার সদর শহর – 

(a) রানাঘাট

(b) নবদ্বীপ

(c) কৃষ্ণনগর

(d) কল্যাণী। 

উত্তর:(c) কৃষ্ণনগর

(13) মহীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায় – (a) চ্যুতি

(b) ক্ষয়

(c) সঞ্চয়

(d) ভাঁজ।

উত্তর:(a) চ্যুতি

(14) ‘পাতসংস্থান তত্ত্বের জনক' বলা হয় – 

(a) উইলসন

(b) ম্যাকেঞ্জি

(c) পিঁচো

(d) মরগ্যান-কে।

উত্তর:(c) পিঁচো

 (15) ধ্রুবতারাকে সমকোণে অবস্থান করতে দেখা যায় কোন অক্ষাংশে? – 

(a) 0° 

(b) 66½°দ 

(c)23½°উ 

(d) 82° উ

উত্তর:(c)23½°উ

(16) দুটি দ্রাঘিমারেখার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লক্ষ করা যায় - 

(a) বিষুবরেখায়

(b) কর্কটক্রান্তি রেখায়

(c) মকরকান্তি রেখায়,

(d) মেরুবৃত্তে।

উত্তর:(d) মেরুবৃত্তে।

(17) সর্বাধিক রাসায়নিক আবহবিকার দেখা যায় – 

(a) উষ্ণ মরু

(b) শীতল মরু

(c)উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে।

উত্তর:(c)উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে।

(18) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ -

 (a) সান্দাকফু

(b) ফালুট 

(c) গোর্গাবুবু

(d) সবরগ্রাম।

উত্তর:(a) সান্দাকফু

(19) তরাই ও ডুয়ার্স সমভূমিকে দুই ভাগে ভাগ করেছে যে প্রধান নদী সেটি হল – 

(a) মহানন্দা

(b) তিস্তা

(c) গঙ্গা

(d) জলঢাকা।

উত্তর:(b) তিস্তা

 (20) স্তুপ পর্বত সৃষ্টি হয় – 

(a) মহীভাবক আলোড়ন

(b) গিরিজনি আলোড়ন

(c) অগ্ন্যুৎগম

(d) ভূমিকম্প - এর জন্য।

উত্তর:(a) মহীভাবক আলোড়ন

(21) ভূমিকম্প একটি – 

(a) অন্তর্জাত

(b) বহির্জাত

(c) বায়ুমণ্ডলীয়

(d) মহাজাগতিক - প্রক্রিয়া।

উত্তর:(a) অন্তর্জাত

(22) 1 ঘণ্টায় পৃথিবী তার পরিধির ― 

(a) 15°  

(b) 10° 

(c) 21° 

(d) 23° - দ্রাঘিমা অতিক্রম করে। 

উত্তর:(a) 15°

(23) কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় – 

(a) 6 ঘণ্টা

(b) 12 ঘণ্টা

(c) 24 ঘণ্টা

(d) 30 ঘণ্টা।

উত্তর:(b) 12 ঘণ্টা

(24) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হল – 

(a) রকি

(b) হিমালয়

(c) আন্দিজ

(d) আল্পস্।

উত্তর:(c) আন্দিজ

(25) কোনটি বিজাতীয় পর্বত ? 

(a) আরাবল্লী

(b) অ্যাপেলেশিয়ান

(c) ইউরাল

(d) হিমালয়।

উত্তর:(c) ইউরাল

(26) CaSO4 + 2H2O - এর বিক্রিয়ায় উৎপন্ন হয় 

a) অলিভিন

(b) পাইরক্সিন

(c) লিমোনাইট

(d) জিপসাম।

উত্তর:d) জিপসাম।

(27) শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় – 

(a) মেরু

(b) সাভানা

(c) ক্রান্তীয় মৌসুমি 

(d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

উত্তর:(a) মেরু

(28) কোন্ রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? 

(a) ঝাড়খণ্ড

(b) ওড়িশা

(c) বিহার

(d) অসম।

উত্তর:(a) ঝাড়খণ্ড

(29) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয় - (a) অবস্থান

(b) সময়

(c) দূরত্ব

(d) উচ্চতা। 

উত্তর:(a) অবস্থান

(30) 0° অক্ষাংশ, 180° দ্রাঘিমাতে অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের অবস্থান হল –

(a) 0° উত্তর, 180° পশ্চিম, 

(b) 0°, 0°

(c) 0°, 180°

(d) 0° দক্ষিণ, 180° পূর্ব। 

উত্তর:(b) 0°, 0°

(31) লোয়েস সমভূমি দেখা যায় – 

(a) গঙ্গা 

(b) হোয়াংহো

(c) ইয়াংসি কিয়াং

(d) আমুর অববাহিকায়।

উত্তর:(b) হোয়াংহো

(32) অক্সিজেনের প্রভাবে সংঘটিত রাসায়নিক আবহবিকারকে বলে - 

(a) হাইড্রোলিসিস

(b) জারণ

(c) অঙ্গারযোজন

(d) দ্রবণ।

উত্তর:(b) জারণ

(33) তিস্তা নদীর পূর্বদিকের অঞ্চলটি যে নামে পরিচিত তা হল – 

(a) তরাই

(b) ডুয়ার্স

(c) তাল

(d) বরেন্দ্রভূমি। 

উত্তর:(b) ডুয়ার্স

(34) পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় রয়েছে নিম্নলিখিত কোন্ শৈলশিরা ? -

(a) সিঙ্গালিলা

(b) দার্জিলিং

(c) তাকদা পেশক

(d) বাগোরা ডাওহিল। 

উত্তর:(a) সিঙ্গালিলা

(35) একটি পর্বতবেষ্টিত মালভূমি হল – 

(a) ছোটোনাগপুর মালভূমি

(b) ব্রাজিল মালভূমি

(c) দাক্ষিণাত্য মালভূমি

(d) তিব্বত মালভূমি।

উত্তর:(d) তিব্বত মালভূমি।

(36) পৃথিবীর কক্ষের আকৃতি – 

(a) বৃত্তাকার

(b) উপবৃত্তাকার

(c) অভিগত গোলকাকৃতি 

(d) চৌকাকার। 

উত্তর:(b) উপবৃত্তাকার

(37) পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান – 

(a) 90°

(b) 180°

 (c) 80°

(d) 50°

উত্তর:(b) 180°

(38) উয়তার তারতম্যের জন্য শিলা যখন চূর্ণবিচূর্ণ হয় তাকে বলে – 

(a) জৈবিক আবহবিকার 

(b) যান্ত্রিক আবহবিকার

(c) রাসায়নিক আবহবিকার

(d) নগ্নীভবন। 

উত্তর:(b) যান্ত্রিক আবহবিকার

(39) সমপরিমাণ জল বরফে পরিণত হলে – 

(a) আয়তনে কমে যায়

(b) আয়তনে বেড়ে যায়

(c) অপসৃত হয়

(d) কোনোটিই নয়। 

উত্তর:(b) আয়তনে বেড়ে যায়

(40) পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ। 

(a) বিহারীনাথ

(b) সান্দাকফু

(c) ফালুট

(d) গোর্গাবুরু। 

উত্তর:(d) গোর্গাবুরু।

(41) পশ্চিমবঙ্গের আয়তন 

(a) 88,752

(b) 87,852

(c) 86,852 

(d) 85,752 বর্গকিমি। 

উত্তর:(a) 88,752বর্গকিমি।

(42) ‘তরাই’শব্দের অর্থ – 

(a) স্যাঁতসেঁতে

(b) শুষ্ক

(c) চটচটে

(d) কোনোটিই নয়। 

উত্তর:(a) স্যাঁতসেঁতে

(43) দীর্ঘ সময়ব্যাপী ভূগাঠনিক বিপর্যয় নয় –

(a) টেকটনিক মুভমেন্ট

(b) আইসোস্ট্যাটিক মুভমেন্ট

(c) ইউস্ট্যাটিক মুভমেন্ট

(d) অগ্ন্যুৎপাত।

উত্তর:(a) টেকটনিক মুভমেন্ট

(44) ভিন্ন যুগে সৃষ্ট কয়েকটি পর্বত পরস্পর সমান্তরালে থাকলে তাকে বলে- 

(a) পর্বতমালা

(b) পর্বত বিন্যাস

(c) পর্বত শৈলশিরা

(d) উপরের কোনোটিই নয়।

উত্তর:

(45) অর্থক্লেজ ফেলডসপার কোন্ রাসায়নিক আবহবিকার পদ্ধতির মাধ্যমে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিডে পরিণত হয়? 

(a) অঙ্গারযোজন

(b) জলযোজন

(c) আর্দ্র বিশ্লেষণ

(d) জারণ।

উত্তর:(c) আর্দ্র বিশ্লেষণ

(46) জন হ্যারিসন কী আবিষ্কার করেন? – 

(a) অ্যানিমোমিটার

(b) ক্রোনোমিটার

(c) ব্যারোমিটার

(d) হাইগ্রোমিটার

উত্তর:(b) ক্রোনোমিটার

(47) কোন অক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দু নির্দেশ করে? – 

(a) 0° অক্ষরেখা

(b) 90° অক্ষরেখা

(c) 22° অক্ষরেখা

(d) 23½°অক্ষরেখা।

উত্তর:(a) 0° অক্ষরেখা

(48) কানাডা থেকে ভারতে আসলে তারিখের পরিবর্তন – 

(a) 1 দিন বাড়বে

(b) 2 দিন বাড়বে

(c) 3 দিন বাড়বে

(d) 1 দিন কমবে।

উত্তর:

(49) আমাদের রাজ্যের কোন জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? - 

(a) দুর্গাপুর

(b) আদ্রা

(c) কৃষ্ণনগর

(d) উপরের সবকটিই ঠিক।

উত্তর:(c) কৃষ্ণনগর

50) 'কুমারী নদীর উৎস কোন্ জেলায় ? – 

(a) পূর্ব বর্ধমান 

(b) পশ্চিম বর্ধমান 

(c) ঝাড়গ্রাম

( d) আলিপুরদুয়ার।

উত্তর:(c) ঝাড়গ্রাম

(51) পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে দিন _____। 

(a) কমে

(b) বাড়ে

(c) একই থাকে

(d) দ্বিগুণ হয়।

উত্তর:(b) বাড়ে

(52) মহীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায় 

(a) চ্যুতি

(b) ক্ষয়

(c) সঞ্চয়

(d) ভাঁজ

উত্তর:(a) চ্যুতি

(53) কোন্ পর্বতের উৎপত্তির সঙ্গে নগ্নীভবন প্রক্রিয়া জড়িত? – 

(a) স্তূপ

(b) ভঙ্গিল

(c) ক্ষয়জাত

(d)সঞ্চয়জাত।

উত্তর:

(54) প্রতি 1 সমাক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হয় প্রায় – 

(a) 69 km 

(b) 101 km 

(c) 111 km

(d) 6400km 

উত্তর:(c) 111 km

(55) শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় – 

(a) মেরু

(b) সাভানা

(c) ক্রান্তীয় মৌসুমি

(d) নিরক্ষীয় জলবায়ুতে। 

উত্তর:(a) মেরু

(56) পশ্চিমবঙ্গের কোন্ মাটিতে খোয়াই ক্ষয় দেখা যায়? - 

(a) পডজল

(b) লবণাক্ত

(c) ল্যাটেরাইট

(d) জলাভূমির মাটি। 

উত্তর:(c) ল্যাটেরাইট

(57) তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে – • (a) তিস্তা

(b) তোর্সা 

(c) জলঢাকা

(d) মহানন্দা নদী।

উত্তর:(a) তিস্তা

(58) আল্পস্ একটি – 

(a) ভঙ্গিল পর্বত

(b) স্তূপ পর্বত

(c) সঞ্চয়জাত পৰ্বত

(d) ক্ষয়জাত পর্বত। 

উত্তর:(a) ভঙ্গিল পর্বত

(59) আফ্রিকার আবিসিনিয়ার মালভূমি একটি – (a) পর্বতবেষ্টিত মালভূমি

(b) লাভা মালভূমি

(c) ব্যবচ্ছিন্ন মালভূমি

(d) মহাদেশীয় মালভূমি।

উত্তর:(d) মহাদেশীয় মালভূমি।

(60) উষ্ণমরু অঞ্চলে সৃষ্ট পর্বতের পাদদেশে মূলত জলধারার কার্যের ফলে নুড়ি, বালি, প্রস্তরখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে বলে – (a) পেডিমেন্ট সমভূমি

(b) বাজাদা সমভূমি

(c) বহিঃবিধৌত সমভূমি

(d) পেনিপ্লেন সমভূমি।

উত্তর:(b) বাজাদা সমভূমি

(61) প্রস্তর চাঁই-এর বিচ্ছিন্নকরণ দেখা যায় -- 

 (a)উষ্ণমরু অঞ্চলে

(b) শীতল মরু অঞ্চলে

(c) মেরু অঞ্চলে

(d) উঁচু পার্বত্য অঞ্চলে

উত্তর:(a)উষ্ণমরু অঞ্চলে

(62) ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় না যে প্রক্রিয়ায় তা হল - 

(a) আবহবিকার

(b) ক্ষয়ীভবন

(c) পুঞ্জিত ক্ষয়

(d) নগ্নীভবন। 

উত্তর:(a) আবহবিকার

(63) পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম – 

(a) অসম

(b) ত্রিপুরা

(c) সিকিম

(d) ঝাড়খন্ড।

উত্তর:(d) ঝাড়খন্ড।

(64) উত্তরবঙ্গের অধিকাংশ নদী - 

(a) নেপালে

(b) ভুটানে

(c) বাংলাদেশে

(d) চিনে প্রবেশ করেছে।

উত্তর:(c) বাংলাদেশে

(65) প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক – 

(a) কানাডায়

(b) চিনে

(c) মার্কিন যুক্তরাষ্ট্রে

(গ) রাশিয়াতে। 

উত্তর:(গ) রাশিয়াতে।

(66) 6°15' দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়  (a) 27 মিনিট

(b) 25 মিনিট

(c ) 26 মিনিট

(d) 24 মিনিট।

উত্তর:(b) 25 মিনিট

(67) হটস্পট গঠিত হয়_______। 

(a) অভিসারী পাত সীমানাতে

(b) প্রতিসারী পাত সীমানাতে

(c) নিরপেক্ষ পাত সীমানাতে

(d) কোনোটিই নয়।

উত্তর:(a) অভিসারী পাত সীমানাতে

(68) প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন্ ধরনের সমভূমি গড়ে ওঠে ? - 

(a) লোয়েস

(b) বাজাদা

(c) সমপ্রায়ভূমি

(d) পেডিমেন্ট। 

উত্তর:(b) বাজাদা

(69) তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে - 

(a) তিস্তা

(b) তোর্সা

(c) জলঢাকা

(d) মহানন্দা নদী। 

উত্তর:(a) তিস্তা

(70) পশ্চিমবঙ্গের কোন্ মাটিতে খোয়াই ক্ষয় দেখা যায়? - 

(a) পডজল

(b) লবণাক্ত

(c) ল্যাটেরাইট

(d) জলাভূমির মাটিতে।

উত্তর:(c) ল্যাটেরাইট

(71) রাত্রে কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ – 

(a) 0°

(b) 23½°

(c) 66½°

(d) 90°

উত্তর:(b) 23½°

(72) প্রদত্ত কোন্ দেশটিতে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক? – 

(a) কানাডা

(b) রাশিয়া

(c) চিন

(d) আমেরিকা যুক্তরাষ্ট্র।

উত্তর:(b) রাশিয়া

(73) ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ' বলা হয় – 

(a) ভিসুভিয়াস

(b) স্ট্রম্বলি

(c) এটনা

(d) ফুজিয়ামা পর্বতকে।

উত্তর:(b) স্ট্রম্বলি

(74) সমপ্রায়ভূমির অনুচ্চ টিলাগুলি হল- 

(a) বাজাদা

(b) মোনাডনক

(c) ইনসেলবার্জ

(d) পেডিমেন্ট। -

উত্তর:(b) মোনাডনক

(75) মৃত্তিকার A স্তর থেকে B স্তরে পদার্থের অপসারণ হল – 

(a) খনিজকরণ

(b) হিউমিফিকেশন

(c) এলুভিয়েশন

(d) ইলুভিয়েশন। 

উত্তর:(c) এলুভিয়েশন

(76) পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ – 

(a) সান্দাকফু

(b) সবরগ্রাম

(c) ফালুট

(d) মাউন্ট এভারেস্ট।

উত্তর:(a) সান্দাকফু

(77) কেলেঘাই নদী ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হল – 

(a) সুবর্ণরেখা

(b) অজয়

(c) হলদি

(d) রূপনারায়ণ ।

উত্তর:(c) হলদি

(78) পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত 0° কাল্পনিক রেখাটির নাম হল - 

(a) মূলমধ্যরেখা

(b) কর্কটক্রান্তি রেখা 

(c) মকরক্রান্তি রেখা

(d) নিরক্ষরেখা।

উত্তর:(d) নিরক্ষরেখা।

(79) কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য - 

(a) 6 ঘণ্টা

(b) 12 ঘণ্টা

(c) 28 ঘণ্টা

(d) 30 ঘণ্টা। 

উত্তর:(b) 12 ঘণ্টা

(80) ভারতের হিমালয় পর্বত একধরনের – 

(a) ভঙ্গিল পর্বত

(b) স্তূপ পর্বত

(c) ক্ষয়জাত পর্বত

(d) সঞ্চয়জাত পর্বত। 

উত্তর:(a) ভঙ্গিল পর্বত

(81) একটি পর্বতবেষ্টিত মালভূমি হল –

(a) তিব্বত মালভূমি

(b) অল্টিপ্লানো মালভূমি

(c) ইথিওপিয়া মালভূমি

(d) ছোটোনাগপুর মালভূমি।

উত্তর:a) তিব্বত মালভূমি

(82) শিলায় মরচে পড়ে যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায়, তা হল - 

(a) কার্বোনেশন

(b) হাইড্রেশন 

(c) জারণ

(d) আর্দ্র বিশ্লেষণ

উত্তর:(c) জারণ

(83) ভুটান -এর রাজধানী হল - 

(a) ঢাকা

(b) থিম্পু

(c) কাঠমাণ্ডু 

(d) দিসপুর। 

উত্তর:(b) থিম্পু

(84) সমগ্র পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম – 

(a) টংলু

(b) সবরগ্রাম

(c) সান্দাকফু

(d) ফালুট।

উত্তর:(c) সান্দাকফু

                             বিভাগ খ

এক কথায় উত্তর দাও .

(1) মহানন্দা নদীর উৎপত্তিস্থলটির নাম কী? উত্তর:

উত্তর:ডাওহিল

(2). পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানটির নাম লেখো? 

উত্তর: বক্সাদুয়ারে

3) কোন ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় নির্দেশ করা হয়। 

উত্তর:ক্রোনোমিটার

4) আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে কোন্ ধরনের মৃত্তিকার উপস্থিতি লক্ষ করা যায়?  

উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকা 

5) ভারতে অবস্থিত একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো? 

উত্তর:তিব্বতে মালভূমি 

(6) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?

 উত্তর: রূপনারায়ণ

(7) রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে সর্বাধিক দেখা যায়? 

উত্তর: উষ্ণ-আর্দ্রনিরক্ষীয় জলবায়ুতে

(8) " ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন্ আগ্নেয়গিরিকে বলা হয়? 

উত্তর:স্ট্রম্বোলি 

(9) ক্রোনোমিটার কী? 

উত্তর: গ্রিনিচের সময় মাপক যন্ত্র।

(10) রাসায়নিক আবহবিকারে সৃষ্ট একটি খনিজ আকরিক -এর নাম লেখো । 

উত্তর: হেমাটাইট 

(11) “ট্যালাস' বা 'স্ক্রি' প্রধানত কোন্ প্রক্রিয়ায় গঠিত হয়? 

উত্তর: তুষারের ক্ষয়কার্যের প্রক্রিয়ায়

(12) নগ্নীভবন কোন্ কোন্ প্রক্রিয়ার একত্রিত প্রভাব ? 

উত্তর:আবহবিকার, পুঞ্জিতক্ষয়  ও পরিবহন প্রক্রিয়া 

(13) 'IST'-এর পুরো কথা লেখো। 

উত্তর:Indian standard Time

(14) কর্কটক্রান্তি রেখার মান কত?

উত্তর:কর্কটক্রান্তি রেখার মান 23½° উ

(15) আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে? 

উত্তর:আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে  নগ্নিভবন বলে।

(16) পশ্চিমবঙ্গের নতুন ঘোষিত জেলার সংখ্যা কয়টি? 

উত্তর:পশ্চিমবঙ্গের নতুন ঘোষিত জেলার সংখ্যা ৭

 (17) নিউইয়র্ক -এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? উত্তর:106° পূর্ব 

(18) ভারতে অবস্থিত একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। 

উত্তর:ছোটনাগপুর

(18) তুহিন খন্ডীকরণ কোন অঞ্চলে বেশি দেখা যায়? 

উত্তর: পার্বত্য অঞ্চলে 

(19) মিটিওরাইট ক্রেটার -এর উদাহরণ দাও। 

উত্তর:উল্কাপাত

(20) সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে?

উত্তর: শল্কমোচন

(21) আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূআস্তরণকে কী বলে?

উত্তর:রেগোলিথ

(22) ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? 

উত্তর: দক্ষিণ ২৪ পরগনা

(23) চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কী বলে?

উত্তর:টেরারোসা

(24) ধাপচাষ ও ফালি চাষের মূল উদ্দেশ্য কী?

উত্তর:

(25) মাউন্ট এভারেস্ট -এর উচ্চতা কত? 

উত্তর:8849 মিটার। 

(26) আন্তর্জাতিক তারিখরেখার মান কত? 

 উত্তর:180°

(27) ‘লোয়েস' শব্দের অর্থ কী? 

 উত্তর:  স্থানচ্যুত বস্তুকণা

                           বিভাগ গ

শূন্যস্থান পুরণ করো 

 (1) ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ______ বলে।

উত্তর: অক্ষরেখা

(2) কোনো একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য ______ ঘণ্টা।

উত্তর:12

 (3) তিস্তা নদীর পূর্ব অংশ ______ নামে পরিচিত। 

উত্তর:ধ্বাসিলা

 (4) শিলা ও মাটির মাঝামাঝি অবস্থাই হল ______

উত্তর: রেগোলিথ

 (5) সমপ্রায় ভূমির মাঝে অবস্থিত অনুচ্চ টিলাগুলি _________নামে পরিচিত।

উত্তর: ইনসেলবার্জ

(6) পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানটি হল ________ 

উত্তর: বীরভূম জেলার ময়ূরেশ্বর

(7) পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা________

উত্তর: দক্ষিণ চব্বিশ পরগনা

(8) যান্ত্রিক আবহবিকার প্রধানত ____ ও____ জনিত কারণে ঘটে থাকে।

উত্তর:

(9) ধুনা, খয়ের, ______ অরণ্যের উপজাত দ্রব্য। 

উত্তর:সরলবর্গীয়

(10) পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেলস্টেশন _______

উত্তর:ঘুম

(11) নদীবাহিত পলি সজ্জিত হয়ে ________ সমভূমি গঠন করে। 

উত্তর:পলিগঠিত

(12) কোনো স্থানের ধ্রুবতারার উন্নতি কোণ হল সেই স্থানের ________ 

উত্তর: অক্ষাংশ

(13) _______ পর্বতে জীবাশ্ম দেখা যায়।

উত্তর: ভঙ্গিল

(14) কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য ______

উত্তর: ২৪ মিনিট

(15) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম _____

উত্তর:রূপনারায়ন

(16) শল্কমোচন হয় মূলত _____ জাতীয় শিলায়। উত্তর: গ্রানাইট 

(17) গ্রিনিচ শহরের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমারেখাটিকে ______ ধরা হয়। 

উত্তর:মূলমধ্যরেখা

(18) পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম হল _______

(19) পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য_____-এর জনঘনত্ব সর্বাধিক। 

উত্তর: বিহার

(20) পশ্চিমবঙ্গের 23তম জেলার সদর দপ্তর _____

উত্তর: ঝাড়গ্রাম

(21) পৃথিবীর কেন্দ্র থেকে সুমেরু বৃত্তের কৌণির দূরত্ব _________

উত্তর:111.3

 (22)_____ মহাসাগরের ওপর দিয়ে 180° দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে।

উত্তর: প্রশান্ত


(23) ‘প্লেট' বা 'পাত' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন __________

উত্তর: জি.টি উইলসন

(24)________প্রক্রিয়ায় বন্দুকের গুলি ছোঁড়ার মতো শব্দ শোনা যায়।

উত্তর:ক্ষুদ্রকণা বিশরণ

(25) কাঠমাণ্ডু______ নদীর তীরে অবস্থিত।

 উত্তর:কালিগণ্ডক

(26) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল ______

উত্তর:দ্যা গ্রেট রিফট ভ্যালি 

(27) ________ অঞ্চলে নগ্নীভবনের মাত্রা সবচেয়ে কম।

উত্তর: মরু

(28) বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা _____ টি।

উত্তর:23

(29) গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের _______  নামক স্থান থেকে।

উত্তর:গোমুখ গুহা

(30) 'Soil' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ______থেকে। 

উত্তর:সোলাম

(31) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হল ______।

 উত্তর:গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি

(32) সিকিম রাজ্যের রাজধানীর নাম-_____।

উত্তর:গ্যাংটক

                        বিভাগ ঘ

 বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো : 

(1) তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। 

উত্তর:'ভুল'

(2) সমাক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরাল। x

উত্তর:'ভুল'

(3) পাইন একটি ম্যানগ্রোভ উদ্ভিদ। X

উত্তর:'মিথ্যা'

(4) ময়ূরাক্ষী নদী একটি নিত্যবহ নদী। X

উত্তর:'মিথ্যা'

(5) একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না।

উত্তর:সত্য

(6) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার। উত্তর:  মিথ্যা X

(7) নদীক্ষয় একটি আবহবিকার প্রক্রিয়া। x

উত্তর:'অশুদ্ধ'

(8) পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ অংশ হল গোর্গাবুরু।

উত্তর:'শুদ্ধ'

(9) অসমসত্ত্ব শিলায় 'ক্ষুদ্রকণা বিশরণ' বেশি সংঘটিত হয়। 

উত্তর:সত্য

(10) কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখাকে সমাক্ষরেখা বলা হয়। 

উত্তর:মিথ্যা

(11) 89° অক্ষরেখা একটি ক্ষুদ্র বৃত্ত।

উত্তর:সত্য

(12) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার। উত্তর:'ভুল'

(13) হিউমিক অ্যাসিড জৈব-রাসায়নিক আবহবিকার ঘটায়।

উত্তর:'ঠিক'

(14) মরু সমপ্রায়ভূমির মাঝে বিক্ষিপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেলবার্জ বলে।

উত্তর:'ঠিক'

(15) ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়। 

উত্তর:সত্য

(16) মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে। 

উত্তর:অসত্য

(17) লৌহ মিশ্রিত শিলার উপর মরচে পড়ার কারণ হল আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়া। X

উত্তর:'ভুল'

(18) হিমবাহবাহিত নুড়ি, কাঁকর, বালি, কাদার সংমিশ্রণকে একসঙ্গে মোরেন বলে।

উত্তর:'ঠিক'

(19) ডেকানট্র্যাপ মালভূমি লাভা দ্বারা গঠিত।

উত্তর:'ঠিক'

(20) পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। X

উত্তর:'ভুল'

                          বিভাগ ঙ

স্তম্ভ মেলাও


1)'ক' স্তম্ভ।                                'খ' স্তম্ভ


(i) দামোদরের উপনদী।          (a) বরাকর

(ii) IST।                              (b)82°30' পূর্ব

                                           (c) মুণ্ডেশ্বরী

উত্তর:(i) দামোদরের উপনদী।          (a) বরাকর

(ii) IST।   →                           (b)82°30' পূর্ব



2)   'ক' স্তম্ভ.                             'খ' স্তম্ভ

(i) বরাভূম উচ্চভূমি.           (a)বীরভূম জেলা

(ii)মামা-ভাগ্নে পাহাড়.         (b)পুরুলিয়া জেলা

                                       (c)বাঁকুড়া

উত্তর:

(i) বরাভূম উচ্চভূমি.    →       (b)পুরুলিয়া জেলা

(ii)মামা-ভাগ্নে পাহাড়.  →       (a)বীরভূম জেলা


3)'ক' স্তম্ভ।                            'খ' স্তম্ভ


(i) মোনাডনক।                 (a) ডাওহিল

(ii) মহানন্দা।                    (b) পরেশনাথ

                                      (c) চুম্বি উপত্যকা

উত্তর:

(i) মোনাডনক। →                (b) পরেশনাথ

(ii) মহানন্দা।        →            (a) ডাওহিল


4) 'ক' স্তম্ভ                                             'খ' স্তম্ভ

(i)নরওয়ের উপকূলীয় সমভূমি।        (a)পূর্ণবৃত্ত

(ii)অক্ষরেখা।                                (b)অর্ধবৃত্ত

(iii)দ্রাঘিমারেখা।                        (c)তরঙ্গ কর্তিত

উত্তর:

'ক' স্তম্ভ                                             'খ' স্তম্ভ

(i)নরওয়ের উপকূলীয় সমভূমি।   (c)তরঙ্গ কর্তিত

(ii)অক্ষরেখা।     →                       (a)পূর্ণবৃত্ত

(iii)দ্রাঘিমারেখা।      →                  (b)অর্ধবৃত্ত


5)(i)পৃথিবীর ছাদ.                      (a)শঙ্কমোচন

(ii) আবহবিকার, ক্ষয়ীভবন ও (b)পামির 

পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ.      মালভূমি


                                         (c) তিব্বত মালভূমি

                                          (d)নগ্নীভবন


উত্তর:

(i)পৃথিবীর ছাদ.             →         (a)শঙ্কমোচন


(ii) আবহবিকার, ক্ষয়ীভবন ও (b)পামির 

পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ.      মালভূমি


Pdf download 
For pdf download


ভালো নাম্বার পেতে আরও পড়তে নিচে লিংকে ক্লিক করুন: 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.