Class 9 Physical Science 2nd Unit Test Question answer Suggestion 2024। ক্লাস নাইন ভৌতবিজ্ঞান সাজেশন

Class 9 Physical Science 2nd Unit Test Question answer Suggestion 2024। নবম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর সাজেশন ২০২৪

নবম শ্রেণীর(class 9/ক্লাস নাইন) ছাত্র-ছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার (2nd unit test) সুবিধার জন্য নুর স্টাডি পয়েন্ট (nur study point) থেকে ভৌত বিজ্ঞান সাজেশন দেওয়া হলো। Physical science suggestion for 2nd unit test MCQ SA ,true & false

Class 9 second unit test physical science suggestion

A.MCQ Suggestion

(1) একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির pH 

(a) 7 

(b) < 7 

(c) > 7

(d) কোনোটিই নয়। 

উত্তর:(c) > 7

ব্যাখ্যা:ক্ষারের pH 7 এর বেশি

ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে। সুতরাং দ্রবণটির pH 7 এর বেশি

(2) m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে ভরবেগ হবে-

(a)  √(2mE) 

(b) √(m/2E)

(c) √(2E/m)

(d) √(2mE²)

উত্তর:(a)  √(2mE)

সমাধান: ধরি,প্রাথমিক গতিশক্তি = E

                   অন্তিম গতিশক্তি=4E

              প্রাথমিক ভরবেগ=p1

             অন্তিম  ভরবেগ=p2

আমরা জানি গতিশক্তি, E=½mv²

                              বা,  mE=½m²v²

                              বা,  2mE=m²v²

                              বা,  √2mE=mv

                    অতএব   √2mE=p

(3) অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, এমন একটি ধাতু হল - 

(a) Cu

(b) Zn

(c) Fe

(d) Mg I

উত্তর:(b) Zn (জিংক)

(4) বারনৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল – 

(a) শক্তির সংরক্ষণ

(b) ভরের সংরক্ষণ

(c) ভরবেগের সংরক্ষণ

(d) কোনোটিই নয়।

উত্তর:(a) শক্তির সংরক্ষণ

(5) ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ – (a) পৃষ্ঠটান

(b) সান্দ্রতা

(c) স্থিতিস্থাপকতা

(d) প্লবতা। -

উত্তর:(a) পৃষ্ঠটান

(6) একটি ইমালসন হল – 

(a) কুয়াশা

(b) গঁদ

(c) সাবানের ফেনা

(d) দুধ।

উত্তর:(d) দুধ।

(7) কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে – (a) ঝড়ের সম্ভাবনা

(b) বৃষ্টির সম্ভাবনা

(c) ভালো আবহাওয়ার সম্ভাবনা

(d) শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকে।

উত্তর:(a) ঝড়ের সম্ভাবনা

(8) স্থিতিস্থাপক গুণাঙ্ক মাত্রাগতভাবে প্রদত্ত কোনটির সমতুল্য? – 

(a) পীড়ন

(b) বিকৃতি

(c) পৃষ্ঠটান

(d) ত্বরণ।

উত্তর:(a) পীড়ন

(9) একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত চাপ যে বিষয়ের ওপর নির্ভর করে না, তা হল -

(a) অভিকর্ষজ ত্বরণ

(b) পাত্রের তরলস্তম্ভের উচ্চতা

(c) পাত্রের তলদেশের ক্ষেত্রফল

(d) তরলের ঘনত্ব।

উত্তর:(c) পাত্রের তলদেশের ক্ষেত্রফল

(10) পৃষ্ঠটান বল কাজ করে - 

(a) তলের লম্বভাবে

(b) তলের স্পর্শকীয়ভাবে

(c) তলের সঙ্গে কৌণিকভাবে

(d) যে-কোনোটিই হতে পারে।

উত্তর:(b) তলের স্পর্শকীয়ভাবে

(11) STP তে 2 মোল CO2 গ্যাসের আয়তন - 

(a) 22.4L

(b) 11.2L

(c) 89.6 L

(d) 44.8 L

উত্তর:(d) 44.8 L

সমাধান: STP তে 1 মোল যেকোনো গ্যাসের আয়তন=22.4L

অতএব,STP তে 2 মোল CO2 গ্যাসের আয়তন=2×22.4

           =44.8L

(12) পদার্থের কোন্ বৈশিষ্ট্যটি ঝালাইয়ের কাজে লাগে ? 

উত্তর:

(a) স্থিতিস্থাপকতা

(b) পৃষ্ঠটান

(c) সান্দ্রতা

(d) ঘর্ষণ।

উত্তর:(a) স্থিতিস্থাপকতা

(13) স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটির মাত্রার অনুরূপ?

(a) কার্য ও ক্ষমতা

(b) চাপ এবং বিকৃতি

(c) চাপ এবং পীড়ন

(d) ইয়ং গুণাঙ্ক ও বিকৃতি।

উত্তর:(c) চাপ এবং পীড়ন

(14) 'মোল' কথাটির অর্থ হল - 

(a) ওহম

(b) সংখ্যা

(c) স্তূপ

(d) আয়তন।

উত্তর:(c) স্তূপ

(15) দ্রাব্যতার একক - 

(a) g / cc 

(b) kg /m² 

(c) g

(d) এককবিহীন।

উত্তর:(d) এককবিহীন।

(16) নির্দেশক হল – - 

(a) তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার জাতীয় পদার্থ, 

(b) মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার জাতীয় পদার্থ, 

(c) মৃদু জৈব অ্যাসিড বা মৃদু জৈব ক্ষার জাতীয় পদার্থ, 

(d) কোনোটিই নয়।

উত্তর:(c) মৃদু জৈব অ্যাসিড বা মৃদু জৈব ক্ষার জাতীয় পদার্থ

(17) H2SO4,NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে কয় ধরনের লবণ তৈরি করতে পারে? - 

(a) এক

(b) দুই

(c) তিন

(d) কোনোটিই নয়। 

উত্তর:(b) দুই

(18) প্রদত্ত কোনটি শক্তির একক নয়? – 

(a) কিলোওয়াট

(b) জুল

(c) নিউটন-মিটার

(d) কিলোওয়াট-ঘণ্টা।

উত্তর:(c) নিউটন-মিটার

(19) স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তনের লেখচিত্রটি হয় – 

(a) অধিবৃত্ত

(b) বৃত্ত

(c) সরলরেখা

(d) পরাবৃত্ত। -

উত্তর:(c) সরলরেখা

(20) প্রদত্ত কোনটিকে ইমালসন বলা হয় ? 

(a) মেঘ

(b) সাবানের ফেনা

(c) শ্যাম্পু

(d) জলে দ্রাব্য স্টার্চ।

উত্তর:(d) জলে দ্রাব্য স্টার্চ।

(21) মানুষের শরীরে রক্তের pH এর মান হওয়া উচিত – 

(a) 8.7

(b) 4.5

(c) 7.4

(d) 6.51 -

উত্তর:(c) 7.4

(22) একটি অ্যান্টাসিড হল – 

(a) প্যারাসিটামল

(b) জেলুসিল

(c) অ্যাসপিরিন

(d) ভ্যাসোপ্রেসিন। 

উত্তর:(b) জেলুসিল

(23) কোন্ বলের প্রভাবে কোনো বস্তু তরলে ভাসে? – 

(a) প্লবতা বল

(b) পৃষ্ঠটান

(c) ঘর্ষণ বল

(d) ওজন।

উত্তর:(a) প্লবতা বল

(24) ব্যারোমিটারের নলটিকে স্বাভাবিকের চেয়ে সরু করলে কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ 

(a) বাড়বে

(b) কমবে

(c) একই থাকবে

(d) পাঠ পাওয়া যাবে না।

উত্তর:(c) একই থাকবে

(25) জেল-এর ক্ষেত্রে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা যথাক্রমে হল - 

(a) তরল, কঠিন

(b) গ্যাস, তরল

(c) কঠিন, তরল

(d) তরল, গ্যাস।

উত্তর:(c) কঠিন, তরল

(26) শক্তির একক হল - 

(a) ওয়াট

(b) জুল

(c) আর্গ

(d) নিউটন।

উত্তর:(b) জুল

(27) মিউরিয়াটিক অ্যাসিড  - 

(a) H2SO4

(b) HNO3

(c) HCI

(d) অম্লবৃষ্টি।

উত্তর:(c) HCI

(28) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটি – 

(a) কীটনাশক

(b) ক্ষারনাশক

(c) অম্ল

(d) অম্লনাশক

উত্তর:(d) অম্লনাশক

(29) CGS পদ্ধতিতে কার্যের পরম একক হল – (a) ডাইন

(b) নিউটন

(c) আর্গ

(d) জুল 

উত্তর:(c) আর্গ

(30) ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কোণ হল - 

(a) 0°

(b) 45°

(c) 90°

(d) 180°

উত্তর:(d) 180°

(31) 36 g জলে অণুর সংখ্যা - 

(a) 6.022×10²³ 

(b) 12.044 ×10²³ 

(c) 3.011×10²³

(d) 9.0345×10²³

উত্তর:(b) 12.044 ×10²³ 

সমাধান:18g জলে অনুর সংখ্যা=6.022×10²³

            36g জলে অনুর সংখ্যা=2×6.022×10²³

                                            =12.044 ×10²³

(32) প্রকৃত দ্রবণে দ্রাব কণার ব্যাস -


(a)10-⁸  cm-এর কম

(b) 10-⁸ cm-এর বেশি

(c) 10-⁵ cm - 10-⁷cm-এর মধ্যে

(d) 10-⁴ cm-এর বেশি।

উত্তর:(b) 10-⁸ cm-এর বেশি

(33) প্রশম দ্রবণে pH এর মান - 

(a) 4

(b) 10

(c) 7

(d) 12 

উত্তর:(c) 7

(34) 1 টর (torr) হল - 

(a) 1mm of Hg

(b) 0.5 cm of Hg

(c) 2 mm of Hg

(d) 1 cm of Hg 1 

উত্তর:(a) 1mm of Hg

(35) প্রশম দ্রবণে লিটমাস-এর বর্ণ হবে 

(a) বেগুনি

(b) কমলা

(c) হলুদ

(d) লাল।

উত্তর:(a) বেগুনি

: (36) কার্য-সময় লেখচিত্রের নতি নির্দেশ করে (a) ক্ষমতা

(b) ভরবেগ

(c) তাৎক্ষণিক ক্ষমতা

(d) গতিশক্তি। 

উত্তর:(a) ক্ষমতা

(37) প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হল – 

(a) বেগুনি

(b) লাল

(c) নীল

(d) হলুদ।

উত্তর:(a) বেগুনি

(38) শক্তি হল 

(a) কার্য করার হার

(b) কার্য করার সামর্থ্য

(c) উভয়ই

(d) কোনোটিই নয়।

উত্তর:(b) কার্য করার সামর্থ্য

(39) A দ্রবণের pH =3; B দ্রবণের pH = 6 হলে, A দ্রবণটি B দ্রবণ অপেক্ষা - 

(a) দ্বিগুণ বেশি আম্লিক

(b) দ্বিগুণ কম আম্লিক

(c) 1000 গুণ বেশি আম্লিক

(d) কোনোটিই নয়।

উত্তর:(a) দ্বিগুণ বেশি আম্লিক

(40) ইমালসন বা অবদ্রব হল - 

(a) তরল-তরল কোলয়েড সিস্টেম

(b) কঠিন-তরল কোলয়েড সিস্টেম

(c) কঠিন কঠিন কোলয়েড সিস্টেম

(d) কোনোটিই নয়। 

উত্তর:(a) তরল-তরল কোলয়েড সিস্টেম

(41) Na2CO3 দ্রবণে মিথাইল অরেঞ্জ কোন্ বর্ণ ধারণ করে? - 

(a) কমলা

(b) হলুদ

(c) লাল

(d) বর্ণহীন। 

উত্তর:(b) হলুদ

যেহেতু Na2CO3 হলো একটি ক্ষারীয় দ্রবণ। মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে।

(42) 1 HP কোনটির সঙ্গে সমান?

(a) 74.6 kW 

(b) 746 kW 

(c) 0.746 kW 

(d) 7.46 W

উত্তর:(c) 0.746 kW 

(43) সমভরের দুটি বস্তুর বেগের অনুপাত 1: 2 হলে, গতিশক্তির অনুপাত হবে – 

(a) 1:2 

(b) 1:4 

(c) 2 : 1

(d) 4 : 11 

উত্তর:(b) 1:4

সমাধান:গতিশক্তি (KE) = 1/2×mv²

যেখানে,

KE = গতিশক্তি

m = বস্তুর মাস

V= বস্তুর বেগ

যদি প্রথম বস্তুর বেগটি V হয় তবে দ্বিতীয় বস্তুর বেগ হবে 2V (কারণ দুটি বস্তুর বেগের অনুপাত 1:2)।


এখানে, গতিশক্তির অনুপাত (এটি স্কেলার পরিমাণ) হলো:


KE1:KE2 = 1/2×mv²: 1/2×m(2v)²

KE1:KE2 = 1/2×mv²: 1/2×m×4v²

KE1:KE2 = 1 : 4

(44) রাসায়নিক পদার্থের রাজা' বলা হয় - 

(a) HNO3

(b) H2SO4

(c) HCI 

(d) NaOH-কে।

উত্তর:(b) H2SO4 সালফিউরিক অ্যাসিড

(45) একটি আম্লিক লবণ হল – 

(a) NaCl

(b) NaHSO4

(c) Pb(OH)Cl 

(d) Na2SO4

উত্তর:(b) NaHSO4

(46) বৃদ্ধ বয়সে ধমনির অভ্যন্তরভাগ সরু হয়ে রক্তচাপ বৃদ্ধি পায়, এটি কোন্ নীতি অনুযায়ী হয়? — 

(a) পাস্কালের সূত্র

(b) স্টোকসের সূত্র

(c) বারনৌলির উপপাদ্য

(d) আর্কিমিডিসের নীতি।

উত্তর:(c) বারনৌলির উপপাদ্য

(47) পুকুরের জলের পৃষ্ঠটান S এবং সমুদ্রের জলের পৃষ্ঠটান S' হলে – 

(a) S' = S

(b) S' < S 

(c) S' > S 

(d) কোনোটিই সঠিক নয়।

উত্তর:(c) S' > S 

(48) কেলাসনের পূর্ব মুহূর্তে দ্রবণ প্রকৃতপক্ষে কিছুটা - 

(a) সম্পৃক্ত হয়

(b) অসম্পৃক্ত হয়

(c) অতিপৃক্ত হয়

(d) অধঃক্ষিপ্ত হয়।

উত্তর:(c) অতিপৃক্ত হয়

(49) জলীয় দ্রবণে টারটারিক অ্যাসিড ও সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হল - 

(a) NO2

(b) CO2

(c) SO2

(d) কোনোটিই নয়। 

উত্তর:(b) CO2

(50) সুপার ফসফেট অব লাইম তৈরি করতে লাগে - 

(a) নাইট্রিক অ্যাসিড

(b) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(c) সোডিয়াম হাইড্রক্সাইড

(d) সালফিউরিক অ্যাসিড। 

উত্তর:(d) সালফিউরিক অ্যাসিড।

(51) জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি হল – 

(a)1 জুল  = 10⁵

(b) 1 জুল = 1 আৰ্গ

(c) 1 জুল = 10⁷ আর্গ

(d) 1 আর্গ = 10⁷ জুল -

উত্তর:(c) 1 জুল = 10⁷ আর্গ

(52) প্রবাহীতে নিমজ্জিত একটি বস্তুতে ক্রিয়াশীল প্লবতার অভিমুখ  - 

(a) নিম্নমুখী

(b) ঊর্ধ্বমুখী

(c) পাশাপাশি

(d) সবদিকে।

উত্তর:(b) ঊর্ধ্বমুখী

(53) বৃষ্টির ফোঁটার সমবেগে পড়ার কারণ হল – (a) সান্দ্রতা

(b) প্লবতা

(c) পৃষ্ঠটান

(d) বায়ুপ্রবাহ ।

উত্তর:(a) সান্দ্রতা

(54) কোনো বস্তুর বায়ুতে ওজন 25 g এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 g। বস্তুর আয়তন কত হবে? 

(a) 25 cc

(b) 20 cc

(c) 22.5 cc

(d) 5 cc

উত্তর:(d) 5 cc

(55) ইমালসনের উদাহরণ – 

(a) অ্যাসিড ও জলের মিশ্রণ

(b) তেলে জলের মিশ্রণ

(c) জলে চিনির দ্রবণ

(d) সাবানের ফেনা।

উত্তর:(b) তেলে জলের মিশ্রণ

(56) শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয়।

(a) নাইট্রিক অক্সাইড

(b) নাইট্রোজেন ডাইঅক্সাইড

(c) নাইট্রাস অক্সাইড

(d) হাইড্রোজেন

উত্তর:(c) নাইট্রাস অক্সাইড

B. নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও

(1) ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কীসের পূর্বাভাস পাওয়া যায়?

উত্তর:ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।

(2) চাঁদে সাইফন কাজ করে না কেন?

উত্তর:চাঁদে সাইফন কাজ করে না কারণ চাঁদে বায়ুমণ্ডল থাকে না।

(3) আপেক্ষিক গুরুত্বের একক নেই কেন?

উত্তর:আপেক্ষিক গুরুত্বের একক নেই কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত বলে।

(4)অ্যাসিড বৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব লেখো।

উত্তর: স্টোন ক্যান্সার, স্থাপত্য ও স্মৃতিসৌধের ক্ষয় হয়।

(5) বারনৌলির নীতিটি বিবৃত করো। 

উত্তর: অসংনম্য ও অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার যে কোনও বিন্দুতে প্রতি একক আয়তনের স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে।

(6)জলে তেল দিলে জলের পৃষ্ঠটানের কী পরিবর্তন হবে?

উত্তর:জলে তেল দিলে জলের পৃষ্ঠটান কমে যাবে।

(7) প্লবতা কেন্দ্র কাকে বলে? এটি কোথায় অবস্থান করে?

উত্তর:কোনো তরলে নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা যে বিন্দুতে ক্রিয়া করে, তাকে প্লবতা কেন্দ্র বা ভাসন কেন্দ্র বলে।

(8) একটি যন্ত্র 10s-এ 110J কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত?

উত্তর: সময়ের সাপেক্ষে কার্য করার হার কে ক্ষমতা বলে।

ক্ষমতা =কার্য/সময়

         =110/10

         =11 ওয়াট

(9) সোডার বোতল খুললে শব্দ হয় কেন?

উত্তর:সোডার বোতল খুললে শব্দ হয় কারণ প্রচন্ড গতিতে কার্বন-ডাই-অক্সাইড (CO2) বেরিয়ে যায়।

(10) সান্দ্র গতিবেগের নতিমাত্রা কাকে বলে?

উত্তর: কোনো তরল অনুভূমিক তলের ওপর দিয়ে চলার সময় যখন তরল  শান্ত প্রবাহ হয়, তখন তরল প্রবাহের অভিমুখের সমকোণে একক দূরত্বে তরল প্রবাহের বেগের যে পরিবর্তন ঘটে, তাকে গতিবেগের নতিমাত্রা বলা হয়।

(11) কেলাস জল আছে এমন একটি পদার্থের নাম ও সংকেত লেখো।

উত্তর:কেলাস জল আছে এমন একটি পদার্থের নাম তুঁতে

ও সংকেত CuSO4

(12) নির্দেশকের সাহায্যে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণকে কীভাবে শনাক্ত করবে?

উত্তর:  সোডিয়াম কার্বনেট দ্রবণে ফেনলপথ্যালিন দ্রবণ যোগ করলে লালচে-বেগুনি বর্ণ ধারণ করে। সোডিয়াম বাই- কার্বনেট দ্রবণে ফেনলপথ্যালিন দ্রবণ যোগ করলে দ্রবণ বর্ণহীন থাকে।

(13) লঘু HCI-এ AgNO3 দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে সেটি কোন্ দ্রাবকে দ্রবীভূত হয়? 

উত্তর:লঘু HCI-এ AgNO3 দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে সেটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH) দ্রাবকে দ্রবীভূত হয়।

(14) শক্তি স্কেলার না ভেক্টর রাশি?

উত্তর:শক্তি স্কেলার রাশি

(15)অভিকেন্দ্র বলের প্রভাবে ঘূর্ণায়মান বস্তু দ্বারা কৃতকার্য কত?

উত্তর:অভিকেন্দ্র বলের প্রভাবে ঘূর্ণায়মান বস্তু দ্বারা কৃতকার্য শূন্য হয়।

(16) আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? 

উত্তর:কোনো মৌলের একটি পরমাণু, কার্বন -12 পরমাণুর ভরের অংশের তুলনায় যতগুণ ভারী তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

(17) জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ইমালসনের নাম লেখো।

উত্তর:জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ইমালসনের নাম ডেটল।

(18) এমন একটি ধাতুর নাম লেখো, যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায়  H2 উৎপন্ন করে। 

উত্তর: জিংক (Zn),অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায়  H2 উৎপন্ন করে।

(19) অম্লনাশকের মূল উপাদান কী কী?

উত্তর:অম্লনাশকের মূল উপাদান সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3), অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al(OH)3

(20) বল ও সরণের মধ্যস্থ কোণ কত হলে কৃতকার্য শূন্য হয় ?

উত্তর:বল ও সরণের মধ্যস্থ কোণ 90° হলে কৃতকার্য শূন্য হয়।

(21) ইস্পাত ও রবারের মধ্যে কার স্থিতিস্থাপক বেশি?

উত্তর:ইস্পাত বেশি স্থিতিস্থাপক।

(22) শূন্যস্থান পূরণ করো : প্রবাহীতে গভীরতা বাড়লে চাপ______।

উত্তর: বাড়ে

(23) শূন্যস্থান পূরণ করো : স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ______ সমানুপাতিক।

উত্তর: বিকৃতির

(24) শূন্যস্থান পূরণ করো : সামান্য স্পর্শকীয় বলের প্রভাবে তরল প্রবাহিত হতে পারে বলে তরল পদার্থকে_____ বলা হয়।

উত্তর: প্রবাহী

(25) শূন্যস্থান পূরণ করো : 1 অশ্বক্ষমতা = _______ ওয়াট। 

উত্তর:746

(26) শূন্যস্থান পূরণ করো; 1 মোল বলতে ______ সংখ্যক উপাদান কণাকে বোঝানো হয়। 

উত্তর:6.023×10²³

(27) শূন্যস্থান পূরণ করো : 1 HP =___ ওয়াট। 

উত্তর:746

(28) 1 জুল =___  আর্গ।

উত্তর:10⁷

(29) শূন্যস্থান পূরণ করো : 1 kW =____ HP

উত্তর:1.341

যেহেতু, 1HP=746 kW

      1KW=1/746

              =1.341

(30)শূন্যস্থান পূরণ করো : আরহেনিয়াসের মতে, অ্যাসিড ধর্মের জন্য দায়ী _____আয়ন। 

উত্তর:H+

(31) শূন্যস্থান পূরণ করো : CGS পদ্ধতিতে চাপের একক ________

উত্তর: ডাইন/সেমি²

(32) সোডা ওয়াটারে কোন্ গ্যাস জলে দ্রবীভূত থাকে?

উত্তর:সোডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইড গ্যাস জলে দ্রবীভূত থাকে।

(33) কোন্ পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায়? 

উত্তর: বলয় পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায়।

(34) একটি অ্যাসিড-ক্ষার নির্দেশকের নাম লেখো।

উত্তর:একটি অ্যাসিড-ক্ষার নির্দেশকের নাম ফেনলপথ্যালিন

(35)একটি বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি?

উত্তর:একটি বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না।

(36) সূক্ষ্ম সূচ জলের ওপর ভাসে জলের কোন্ ধর্মের জন্য ? 

উত্তর:সূক্ষ্ম সূচ জলের ওপর ভাসে জলের পৃষ্ঠটান ধর্মের জন্য।

(37) ইয়ং গুণাঙ্কের SI-তে একক কী ? 

উত্তর:ইয়ং গুণাঙ্কের SI-তে একক নিউটন/মিটার²

(38) উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। 

উত্তর:উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম ক্যালসিয়াম সালফেট।

(39) একটি আম্লিক লবণের উদাহরণ দাও। 

উত্তর:একটি আম্লিক লবণের উদাহরণ হল সোডিয়াম বাই কার্বনেট NaHCO3

(40)একটি ক্ষারকীয় লবণের উদাহরণ দাও। 

উত্তর: একটি ক্ষারকীয় লবণের উদাহরণ হল বেসিক কপার ক্লোরাইড (CuCl2)

(41) ক্ষমতার SI একক কী?

উত্তর:ক্ষমতার SI একক জুল / সেকেন্ড

(42) কোনো বস্তুর গতিশক্তি পূর্বের 4 গুণ হলে, অস্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত কত হবে? 

উত্তর:1:2

সমাধান: ধরি,প্রাথমিক গতিশক্তি = E

                   অন্তিম গতিশক্তি=4E

              প্রাথমিক ভরবেগ=p1

             অন্তিম  ভরবেগ=p2

আমরা জানি গতিশক্তি, E=½mv²

                              বা,  mE=½m²v²

                              বা,  2mE=m²v²

                              বা,  √2mE=mv

                    অতএব   √2mE=p

অস্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত=p2:p1

                              = √2m(4E):√2mE 

                             =2:1                                     

(43) কোনো বস্তুর ভর ও বেগ উভয়েই দ্বিগুণ করা হলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে?

উত্তর:8 গুণ হবে

পূর্বের গতিশক্তি   = ½mv²_____ 

বর্তমান গতিশক্তি.    ½(2m)(2v)²

                         =⅛

বর্তমান গতিশক্তি= 8×পূর্বের গতিশক্তি

(44) পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো।

উত্তর:[MT]

(45) তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতার কীরূপ পরিবর্তন হয় ?

উত্তর: কোনো প্রবাহীর (তরল বা গ্যাসের) ঘনত্ব যত বাড়বে, তত প্লবতা বলের মান বৃদ্ধি পাবে। কিন্তু এর মানে এই নয় যে প্রবাহীর (তরল বা গ্যাসের) সান্দ্রতাও বাড়বে। বিপরীত উক্তিটিও সত্য। সান্দ্রতা নির্ভর করে মাধ্যমের বিভিন্ন স্তরগুলির মধ্যে আপেক্ষিক বেগের উপর, ঘনত্ব নির্ভর করে পদার্থের আন্ত-  আণবিক বিন্যাসের উপর।

(46) TNT-এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর: বিস্ফোরক তৈরিতে TNT-ব্যবহার করা হয়।

(47) প্রলম্বন দ্রবণে দ্রাব কণার ব্যাস কত ?

উত্তর:প্রলম্বন দ্রবণে দ্রাব কণার ব্যাস 10-5 cm চেয়ে বেশি।

(48) তরলের কোন্ ধর্মের জন্য তরল একই তলে থাকতে চায় ?

উত্তর: তরলের পৃষ্ঠটানের জন্য তরল একই তলে থাকতে চায় ।

অথবা, 

(49) কোলয়েডীয় দ্রবণের একটি উদাহরণ দাও ।

উত্তর:কোলয়েডীয় দ্রবণের একটি উদাহরণ হলো ভাতের ফ্যান।

অথবা, একটি ক্ষারকীয় লবণের উদাহরণ দাও।

উত্তর:

(50) প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান SI এককে কত? 

উত্তর:SI এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013×10⁵ পাস্কাল

(51) কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে আবহাওয়া কেমন থাকবে?

উত্তর:কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে আবহাওয়া পরিষ্কার হবে।

(52) পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো।

উত্তর:[MT-2]

(53) CGS পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক কী? 

উত্তর:CGS পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েজ।

(54)স্টোকস্ সূত্রের গাণিতিক রূপটি লেখো।

উত্তর:স্টোকস্ সূত্রের গাণিতিক রূপটি হল 6πrηv

(55) সত্য / মিথ্যা নির্দেশ করো : বল-সরণ লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করে।

উত্তর: সত্য

(56) সত্য / মিথ্যা লেখো: কাজ করার সামর্থ্যই হল শক্তি।

উত্তর:সত্য

(57) সত্য / মিথ্যা লেখো : তরলের যত গভীরে যাওয়া যায়, চাপ তত কম হয়।

উত্তর:মিথ্যা

(58)সত্য / মিথ্যা লেখো : উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে।

উত্তর:মিথ্যা

(59)যে স্প্রিং যত বেশি অনমনীয় তার বল ধ্রুবকের মান তত বেশি।

উত্তর:সত্য

আরও দেখুন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.