ক্লাস 9 ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর class 9 physical science chapter 3 wbbse

Class 9 (ক্লাস 9 / ক্লাস নাইন বা নবম শ্রেণী) এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনীর ধনঞ্জয় সরকার ও ড. অশোক কুমার ঘোষের লেখা নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের তৃতীয়  অধ্যায় পদার্থ :গঠন ও ধর্ম  অনুশীলনীর ( class 9 physical science  chapter 3 Matter :structure and properties west bengal board)বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো

ক্লাস 9 ভৌতবিজ্ঞান তৃতীয়  অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সঠিক উত্তর নির্বাচন

প্রশ্নমান - 1

[1] তরলের ভিতরে কোনো বিন্দুতে তরলের চাপ—

(a) h²dg

(b) hdg²

(c) hdg

(d) hd²g

উত্তর:(c) hdg

[2] কোনো বস্তুর ঘণত্ব হল-

(a) ভর x ক্ষেত্রফল

(b) ভর x আয়তন

(c) আয়তন ÷ ভর

(d) ভর ÷ আয়তন

উত্তর:(d) ভর ÷ আয়তন

[3] SI পদ্ধতিতে বলের ঘাতের একক হল -

(a) Nm²

(b) N

(c) Nm-¹

(d) Nm-²

উত্তর:(b) N

[4] অ্যাটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় -

(a) ভাসন নীতি

(b) আর্কিমিডিস নীতি

(c) বাণৌলি নীতি

(d) কোনোটিই নয়

উত্তর:(c) বাণৌলি নীতি

[5] বিকৃতির একক হল –

(a) dyne-cm

(b) cm/s

(c) dyne - /cm²

(d) একক নেই

উত্তর:(d) একক নেই

[6] স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয়। -

(a) তামা

(b) লোহা

(c) ইস্পাত

(d) রবার

উত্তর:(c) ইস্পাত

[7] কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া নির্দেশ করে-

(a) শুষ্ক আবহাওয়া

 (b) ভালো আবহাওয়া

(c) সাইক্লোনের পূর্বাভাস 

(d) বৃষ্টির পূর্বাভাস ।

উত্তর:(c) সাইক্লোনের পূর্বাভাস 

[8] পৃষ্ঠটানের মাত্রা হল -

(a) [MT-²]

(b) [MLT-²]

(c) [MT-¹]

(d) [LT-¹]

উত্তর:(a) [MT-²]

[9] বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য-

(a) পৃষ্ঠটান

(b) সান্দ্রতা

(c) বায়ুমণ্ডলীয় চাপ

(d) প্লবতা

উত্তর:(a) পৃষ্ঠটান

[10] নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা-

(a) পীড়ন

(b) বিকৃতি

(c) ইয়ং গুণাঙ্ক

(d) চাপ

উত্তর:(b) বিকৃতি

[11]বৃষ্টির ফোঁটার সমবেগের পড়ার কারণ হল

(a) সান্দ্রতা

(b) প্লবতা

(c) পৃষ্ঠটান

(d) কোনোটিই নয়

উত্তর:(a) সান্দ্রতা

B).অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন

                                                 প্রশ্নমান 1

[1] চাপ স্কেলার না ভেক্টর রাশি? 

উত্তর:চাপ স্কেলার  রাশি।

[2] ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে কী বোঝা যায় ? 

উত্তর:ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। সুতরাং শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

[3] SI -তে পৃষ্ঠটানের একক কী? 

উত্তর:SI -তে পৃষ্ঠটানের একক নিউটন মিটার-¹।

[4] তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কী পরিবর্তন হয়? 

উত্তর:তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটান কমে।

[5] পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। 

উত্তর:পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত [MT-²]

[6] বায়ুশূন্যস্থানে কী সাইফন কাজ করতে পারে? 

উত্তর:বায়ুশূন্যস্থানে  সাইফন ক্রিয়া ঘটবে না। কারণ বায়ুচাপই তরলকে স্থানান্তরিত হতে সাহায্য করে।

[7] উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে? 

উত্তর: উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত স্থিতিস্থাপক গুনাঙ্কের মান হ্রাস পায়।

[৪] সান্দ্রতা ও ঘণত্ব রাশি দুটি কি একই ? 

উত্তর:সান্দ্রতা ও ঘণত্ব দুটি আলাদা রাশি।

[9] বিকৃতির একক কী? 

উত্তর: দুটি সমজাতীয় রাশির  অনুপাত বলে বিকৃতির কোন একক নেই।

[10] ইয়ং গুণাঙ্কের CGS একক কী? 

উত্তর:ইয়ং গুণাঙ্কের CGS একক dyne cm‐² ।

[11] তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কীভাবে নির্ভর করে? 

উত্তর: তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ = ওই বিন্দুর গভীরতা × তরলের ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ ।

[12] আপেক্ষিক গুরুত্বের কী কোনো একক আছে?

উত্তর:আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটি একটি এককবিহীন ও মাত্রাহীন রাশি।

 [13] প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? 

উত্তর:প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়।

[14] স্বয়ংক্রিয় ফ্লাসে কোন নীতি কাজে লাগানো হয়? 

উত্তর:স্বয়ংক্রিয় ফ্লাসে সাইফন নীতি কাজে লাগানো হয়।

[15] সূক্ষ্ম সূঁচ জলের উপর ভাসে জলের কোন্ ধর্মের জন্য?

উত্তর:সূক্ষ্ম সূঁচ জলের উপর ভাসে জলের পৃষ্ঠটানের  জন্য ।

(C) সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন :

প্রশ্নমান - 2

[1] ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? 

উত্তর: (i) ব্যারোমিটারে পারদস্তরে উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। সুতরাং শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। [ii] ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অপসারিত হয়ে শুষ্ক বাতাস সেই স্থান দখল করেছে। সুতরাং আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্বল হবে।

[iii] ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমতে থাকলে বুঝতে হবে বায়ুচাপ দ্রুত হ্রাস পাচ্ছে। সুতরাং ঐ স্থানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ব্যারোমিটারের এইরূপ আচরণ ঝড়ের বার্তা বহন করে।

[iv] ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে অর্থাৎ বায়ুর চাপ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমান অনেক কমে গেছে। সুতরাং প্রবলবেগে শুকনো বায়ু বইবার সম্ভবনা আছে।

[2] সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

উত্তর:সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ: [i] সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোটো পারে স্থানান্তরিত করা হয়। [ii] শৌচাগারে ফ্লাসে সাইফন ব্যবহৃত হয়।

 [3] ঘণত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী? 

উত্তর:। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কোনো পদার্থের ঘনর d এবং 4°C তাপমাত্রায় বিশুদ্ধজলের ঘনত্ব d0 হলে,

 আপেক্ষিক গুরুত্ব (S) = d / d0 

                           d= S× d0

(CGS পদ্ধতিতে d0 = 1 g cm-³ d )

                      d= S g/ cm³ | 

কিন্তু S.I পদ্ধতিতে ঘনত্ব (d) = আপেক্ষিক ঘনত্ব (বা আ: গুরুত্ব) x 1000 kg /m³ (SI পদ্ধতিতে জলের ঘনত্ব = 10³ kg /m³?)

[4] স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন্ কোন্ রাশির এককের সঙ্গে অভিন্ন? এদের SI এককটি লেখো। 

উত্তর:পীড়ন এবং বিকৃতি এককের সঙ্গে স্থিতিস্থাপক গুণাঙ্ক অভিন্ন।

এদের SI একক নিউটন/মি² বা পাস্কাল।

[5] হুকের সূত্রটি ব্যাখ্যা করো। 

উত্তর:স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে

 পীড়ন∝ বিকৃতি 

বা পীড়ন / বিকৃতি= ধ্রুবক। 

[6] আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। 

উত্তর:আর্কিমিডিসের নীতি (Archimedes principle) : কোনো বস্তুকে (অদ্রবনীয়) স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের (প্রবাহীর) ওজনের সমান হয়।

[7] ধারারেখ প্রবাহ বলতে কী বোঝ? 

উত্তর:''কোন প্রবাহীর প্রবাহ কালে প্রবাহীর যেকোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহীর কণার গতিবেগের মান এবং দিক সময়ের সঙ্গে পরিবর্তিত না হলে প্রবাহীর প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে।"

[৪] আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘণত্ব বলা হয় কেন? 

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত তাই একে আপেক্ষিক ঘনত্বও বলা হয়।

[9] কোনো বস্তুর ভর 2kg এবং আয়তন 200 cm হলে বস্তুটির উপাদানের ঘনত্ব (SI- -তে) ও আপেক্ষিক গুরুত্ব কত? 

উত্তর:বস্তুর ভর =2kg

        বস্তুর আয়তন =200 cm         

        আয়তন = 2×10-⁴ m³

       ঘনত্ব=ভর \ আয়তন

              =2 kg / 2×10-⁴ m³

             =100000 kg/m³

[10] আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো।

উত্তর:কোনো বস্তুকে (অদ্রবনীয়) স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের (প্রবাহীর) ওজনের সমান হয়।

[11] সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো। 

উত্তর:সান্দ্রতা(i) তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলির সংসক্তি বলের জন্য সান্দ্রতার উদ্ভব হয়।

ঘর্ষণ(i) একটি বস্তু কোন একটি তলের উপর গতিশীল হলে বা গতিশীল হওয়ার উপক্রম করলে দুটি বস্তু মধ্যে আসঞ্জন বলের জন্য ঘর্ষণ বলের উদ্ভব হয়।


সান্দ্রতা (ii) তলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভরশীল। 

ঘর্ষণ(ii) তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ নির্ভরশীল নয়।

সান্দ্রতা (iii) দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব-প্রতিক্রিয়ার উপর সান্দ্রতা নির্ভরশীল নয়।

ঘর্ষণ (iii) ঘর্ষণ বল দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব-প্রতিক্রিয়ার সমানুপাতিক।


সান্দ্রতা

ঘর্ষণ

(i) তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলির সংসক্তি বলের জন্য সান্দ্রতার উদ্ভব হয়।

(i) একটি বস্তু কোন একটি তলের উপর গতিশীল হলে বা গতিশীল হওয়ার উপক্রম করলে দুটি বস্তু মধ্যে আসঞ্জন বলের জন্য ঘর্ষণ বলের উদ্ভব হয়।

(ii) তলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভরশীল।

(ii) তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ নির্ভরশীল নয়।

(iii) দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব-প্রতিক্রিয়ার উপর সান্দ্রতা নির্ভরশীল নয়।

(iii) ঘর্ষণ বল দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব-প্রতিক্রিয়ার সমানুপাতিক।


[12] রং করা তুলিকে জলে ডুবিয়ে তুলে দিলে আঁশগুলি জড়িয়ে যায় কেন? 

উত্তর: রং করা তুলিকে জলের মধ্যে  ডোবালে  তুলির প্রত্যেকটি চুল পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। আবার, জল থেকে তুলে আনলে চুলগুরের ভিতরে আবদ্ধ জলস্তরের ক্ষেত্রফল হ্রাসের দরুন চুলগুলি একসঙ্গে লেগে থাকে।

[13] প্লবতা কী কী বিষয়ের ওপর নির্ভরশীল? 

উত্তর: প্লবতা বস্তুর নিমজ্জিত স্থানের আয়তন, বস্তু যে মাধ্যমে নিমজ্জিত আছে তার ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল।

[14] কোনো প্রবাহীর সান্দ্রতা বলতে কী বোঝায়? 

উত্তর:সংশক্তি বলের জন্য কোনও প্রবাহমান তরলের দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায় এবং মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। তরলের এই ধর্মকে সান্দ্রতা বলে।

[15] দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন?

উত্তর: দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক: দ্রুতগামী ট্রেনের আশেপাশের বায়ু উচ্চ বেগে প্রবাহিত হয়। ফলে ট্রেনের সংলগ্ন স্থানে চাপ কমে যায়। অন্যদিকে ট্রেন থেকে দূরে থাকা বায়ু প্রায় স্থির থাকায় ওই স্থানে বায়ুর চাপ বেশি হয়। এই চাপের পার্থক্যের দরুন উদ্ধৃত বল দাঁড়িয়ে থাকা ব্যাক্তিকে ট্রেনের দিকে ঠেলে ফেলে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয়।

(D.) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন

                                                      প্রশ্নমান-3


[1] চিত্রসহ ফর্টিন ব্যারোমিটারের গঠন বর্ণনা করো।

ফর্টিন ব্যারোমিটারের গঠন বর্ণনা

উত্তর:(চিত্র ৩.৪) বিবরণ : [i]এই যন্ত্রে প্রায় ১ মিটার লম্বা একমুখ বন্ধ একটি কাচনল (AB)-কে শুষ্ক ও বিশুদ্ধ পারনপূর্ণ করে পাত্রের (C) উপর উপুড় করে রাখা হয়। [II] নলের খোলা মুখটি পাত্রের পারদের মধ্যে ডুবে থাকে এবং দেখা হয় যাতে কাঁচনলের মধ্যে সামান্য বায়ুও প্রবেশ করতে না পারে। [iii] বায়ুমণ্ডলের চাপের মান অনুযায়ী  কাচনলের মধ্যে  পারদস্তম্ভ একটি নির্দিষ্ট উচ্চতায় দাঁড়িয়ে থাকে। [iv] পারদস্তম্ভের উচ্চতা নির্ণয় করার জন্য আবরক পিতলনলের গায়ে একটি মিলিমিটারে অংশাঙ্কিত মূল স্কেল থাকে। এই মূল স্কেলের পাশেই একটি ভার্নিয়ার স্কেল থাকে, যা একটি স্কু-এর সাহায্যে মূল স্কেলের পাশেই উলম্বভাবে চলাচল করতে পারে। [iv] ধাতব আবরক নলের নিচের দিকে সংযুক্ত একটি ধাতুর ফ্রেমের সাহায্যে নীচের পারদ পাত্রটিকে ধরে রাখা হয়। এই পারদপাত্রের তলদেশ চামড়া দিয়ে তৈরী। [v] চামড়ার থলির নীচে লাগানো একটি  স্কু-এর সাহায্যে পারদপাত্রের পারদের মুক্ত তলকে ওঠানামা করানো যায়। [v] ধাতব ফ্রেমের সঙ্গে একটি ছোট গজদন্ত-সূচক ( ivory point) F লাগানো থাকে, যার সাহায্যে তরলের মুক্ততলের অবস্থান পরিবর্তন করে (F) এর প্রান্তভাগের সঙ্গে একই তলে আনলে পারদস্তম্ভে উচ্চতার সঠিক পাঠ পাওয়া যায়।

[2] সাইফন কী? এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। 

উত্তর: সাইফন হল এমন একটা ব্যবস্থা, যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্রকে তরলকে অপেক্ষাকৃত নীচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা যায়।

 সাইফোন ক্রিয়ার ব্যাখ্যা : পরে update দেওয়া হবে

[3] বাণৌলি উপপাদ্যটি লেখো ও গাণিতিক সমীকরণ দাও। 

উত্তর:বাণৌলি উপপাদ্য : কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহনালীর যে-কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক।

বাণৌলি উপপাদ্যটি লেখো ও গাণিতিক সমীকরণ দাও।

[4] সান্দ্র তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো। 

উত্তর: যখন একটি ছোট্ট বস্তু কোনো সান্দ্র তরলের ভিতর দিয়ে নীচে পড়ে তখন বস্তুর গতির বিরুদ্ধে তরলের সান্দ্রতাজনিত বল ক্রিয়া করে। বস্তুর বেগ যত বাড়ে বিরুদ্ধ সাবলও তত বাড়ে। শীঘ্রই সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল এবং বস্তুর উপর ক্রিয়াশীল নিম্নমুখী অভিকর্ষ বল সমান ও বিপরীত হয়ে যায়। তখন বস্তুর উপর লদি বল শূন্য হয় এবং গতিজাড্যের দরুন বস্তুটি স্থির বেগে নীচে পড়তে থাকে। বস্তুর এই স্থির বেগকে সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ বলে।

 মেঘ থেকে বৃষ্টিকণা যখন পৃথিবীপৃষ্ঠে নেমে আসে তখন বায়ুর সান্দ্রতার জন্য বৃষ্টিকণাগুলি প্রান্তীয় বেগে ভূপৃষ্ঠে  পড়ে। বায়ু না থাকলে বৃষ্টিকণাগুলি ত্বরান্বিত গতি নিয়ে প্রচণ্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করত।

[5] তরলের অভ্যন্তরে গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। 

উত্তর:স্থির তরলের যে-কোনো বিন্দুতে গতিবেগ শূন্য। স্থির তরলের উপর পৃষ্ঠে কোনো বিন্দু A -তে চাপ বায়ুমণ্ডলীয় চাপের (P0) সমান। h গভীরতায় কোনও বিন্দু B -তে চাপ = বায়ুমণ্ডলীয় চাপ (P0) + h তরল স্তম্ভের চাপ (P)। কোনও প্রমাণ অনুভূমিক তলের সাপেক্ষে A ও B -এর উচ্চতা h1 ও h2 হলে A এবং B দুটি বিন্দুতেই তরলের বেগ শূন্য। ওই দুটি বিন্দুতে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী,

 0 +ρgh1+P0 =0 +ρgh2+(P0+P)

 বা,P=ρg(h1-h2)

    P=hρg

[6] পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাবে আলোচনা করো। 

উত্তর: নিম্নলিখিত বিষয়গুলি তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে  

[i] দূষণ : তরলপৃষ্ঠে কোনো অপদ্রব্য ভাসতে থাকলে ওই তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন, জলের উপর তেল বা চর্বিজাতীয় পদার্থ ফেললে তারা জলের পৃষ্ঠের উপর ভাসতে থাকে। এতে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। 

[ii] দ্রবীভূত পদার্থের উপস্থিতি : তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত থাকলে, পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন, সাধারণ লবণ (অজৈব পদার্থ) গোলা জলের পৃষ্ঠটান 0.083 নিউটন/মিটার কিন্তু বিশুদ্ধ জলের পৃষ্ঠটান প্রায় 0.072 নিউটন/মিটার এবং সাবান (জৈব পদার্থ) গোলা জলের পৃষ্ঠটান প্রায় 0.03 নিউটন/মিটার। 

[iii] তরলের তাপমাত্রা : উয়তা বাড়লে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে। উয়তা বাড়লে তরলের অনুগুলির মধ্যে গড় দূরত্ব বাড়ে এবং এর সংসক্তি বল কমে। এর ফলেই পৃষ্ঠ টান কমে। পরীক্ষায় দেখা গেছে যে, এক বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান প্রায় থাকে না। এই তাপমাত্রাকে ওই তরলের সংকট তাপমাত্রা বলা হয়। 

[iv] জলীয় বাষ্প : জলের উপর শুকনো বায়ু থাকলে পৃষ্ঠটানের মান হয় সাধারণ তাপমাত্রায় 72 dyne cm -¹ ; কিন্তু একই উয়তায় জলীয় বাষ্পের সংস্পর্শে পৃষ্ঠটানের মান 70 dyne cm- ¹। 

[v] তড়িতাহিতকরণ : তরল পৃষ্ঠ তড়িগ্রস্ত হলে তার পৃষ্ঠটানের মান হ্রাস পায়।

[7] জলের উপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকে কীভাবে? 

উত্তর:দাড়ি কাটার ব্লেড জলে ভাসার সময় ভালো করে লক্ষ করলে দেখা যাবে যে, ব্লেডের নীচের জলতলটি সামান্য নেমে গেছে। জলের পৃষ্ঠটান জল-ব্লেডের স্পর্শতল বরাবর স্পর্শকভাবে ক্রিয়া করে। ব্লেডের সঙ্গে জলের সংস্পর্শতলে প্রযুক্ত পৃষ্ঠটানজনিত বলের লব্বি ওপরের দিকে ক্রিয়া করে এবং ব্লেডের ওজনকে প্রতিমিত করায় ব্লেড জলে ভাসে।

[৪] বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি ব্যাখ্যা করো। 

উত্তর:ভাসনের শর্তাবলি : কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওপর দুটি বল কাজ করে।

[i] বস্তুর ওজন W1 যা উল্লম্ব রেখা বরাবর নীচের দিকে ক্রিয়া করে। 

[ii] বস্তুর ওপর তরলের উর্দ্ধমুখী ঘাত বা প্লাবতা W2 যা উল্লম্ব রেখা বরাবর ওপরের দিকে ক্রিয়া করে।


কোনো বস্তু কোনো তরলে ভাসবে না ডুববে তা নির্ভর করে W1ও W2 এর মানের ওপর।

তরলে ডোবার শর্ত : যদি W1 > W2 হয় অর্থাৎ বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সম আয়তন তরলের ওজন অপেক্ষা বেশি হয় তবে বস্তুটি তরলে ডুবে যাবে।

তরলে নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত : যদি W1 = W2 হয় অর্থাৎ বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সম আয়তন তরলের ওজনের সমান হয় তবে ওই বস্তু নিমজ্জিত অবস্থায় তরলেরযে কোনো স্থানে স্থিরাবস্থায় ভাসবে।

 তরলের উপর ভাসনের শর্ত : যদি W1 < W2 হয় অর্থাৎ বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সম আয়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।

[9] একটি নল থেকে তরল প্রবাহের হার নির্ণয় করো।

উত্তর: কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয়, তাকে তরল প্রবাহের হার বলে। (i) ধরা যাক, একটি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং এর মধ্য দিয়ে v স্থির বেগে তরল প্রবাহিত হয়। (ii) নলের যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয়, তা v দৈর্ঘ্য এবং A ক্ষেত্রফলের ঐ তরলের কল্পিত চোঙের আয়তনের সঙ্গে সমান । (ii) প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ = Av । সুতরাং তরল প্রবাহের হার = নলের প্রস্থচ্ছেদ x প্রবাহের বেগ = Av

ভালো নাম্বার পেতে আরও পড়তে নিচে লিংকে ক্লিক করুন: 

*নবম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ চতুর্থ অধ্যায় অনুশীলনী



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.