ক্লাস নাইন ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর । wbbse class 9 GEOGRAPHY chapter 5

 Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য  দীপ প্রকাশনী গৌতম মল্লিকের লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম  অধ্যায় আবহবিকার  অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো এই সমস্ত সমাধান বইটি ভালো করে খুঁটিয়ে পড়ে নিচে করে দেয়া হলো।

পঞ্চম  অধ্যায় আবহবিকার

নবম শ্রেণী ভূগোল পঞ্চম  অধ্যায় আবহবিকার

                             বিভাগ—ক

১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

                                    [প্রতিটি প্রশ্নের মান ১ ]

১.১ আবহবিকার হল আবহাওয়া দ্বারা ভূত্বকের উপরিভাগের শিলাস্তরের—

(ক) গঠন  

(খ) সৃষ্টি 

(গ) উৎপত্তি

(ঘ) বিকৃতি। 

উত্তর:(ঘ) বিকৃতি।

১.২ আবহবিকারের আর এক নাম – 

(ক) ক্ষয়ীভবন

(খ) বিচূর্ণীভবন

(গ) পুঞ্জিত ক্ষয়

(ঘ) নগ্নীভবন। 

উত্তর:(খ) বিচূর্ণীভবন

১.৩ যান্ত্রিক আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল – 

(ক) জারণ

(খ)অঙ্গারযোজন

(গ)শঙ্কমোচন 

(ঘ)জলযোজন ।

উত্তর:(গ) শল্কমোচন

১.৪ শিলার বিচূর্ণীভবনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে- (ক) উষ্ণতা 

খ) ঝড় 

(গ) বজ্রপাত  

(ঘ) মেঘাবরণ। 

উত্তর:(ক) উষ্ণতা

১.৫ তুহিন-খণ্ডীকরণ পদ্ধতিতে পর্বতের পাদদেশে সৃষ্টি হয়—

(ক) বালির স্তূপ

(খ) নুড়িক্ষেত্র 

(গ) সমতল ক্ষেত্র 

(ঘ) বড়ো বড়ো গর্ত। 

উত্তর:(খ) নুড়িক্ষেত্র

১.৬ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি সক্রিয় – 

(ক) জারণ 

(খ) ক্ষুদ্রকণা বিশারণ

(গ) প্রস্তরচাই খণ্ডীকরণ

(ঘ) সীটিং। 

উত্তর:(ক) জারণ 

১.৭ মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে আবহবিকারের মাধ্যমে সৃষ্টি হয়—

(ক) রেগোলিথ 

(খ) হিউমাস  

(গ) বালিকণা 

(ঘ) পলিকণা। 

উত্তর:(ক) রেগোলিথ 

১.৮ আবহবিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফল হল – (ক) খনিজ দ্রব্য উৎপাদন

(খ) হিউমাস সৃষ্টি  

(গ) ভূমিরূপের সমতলীকরণ

(ঘ)মৃত্তিকা সৃষ্টি। 

উত্তর:(ঘ)মৃত্তিকা সৃষ্টি।

১.৯ রাসায়নিক আবহবিকারের যে পদ্ধতির মাধ্যমে লোহায় মরিচা ধরে, তার নাম – 

(ক) জলযোজন 

(খ) অঙ্গারযোজন

(গ) জারণ

(ঘ) আর্দ্রবিশ্লেষণ। 

উত্তর:(গ) জারণ

১.১০ অঙ্গারযোজন প্রক্রিয়ায় সৃষ্টি হয় – 

(ক) চুন সমৃদ্ধ মাটি 

(খ) লিমোনাইট জাতীয় লৌহ আকরিক 

(গ) জিপসাম 

(ঘ) লবণ।

উত্তর:(ক) চুন সমৃদ্ধ মাটি

                       বিভাগ—খ


২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে 'অ' লেখো:


[প্রতিটি প্রশ্নের মান-১]


২.১.১ আবহবিকার হল স্থৈতিক প্রক্রিয়া। 

উত্তর:শুদ্ধ

২.১.২ যে প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণ অপসারিত হয়, তার নাম ক্ষয়ীভবন। 

উত্তর:শুদ্ধ

২.১.৩ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি আবহবিকার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে। 

উত্তর:অশুদ্ধ

২.১.৪ আবহবিকার অত্যন্ত ধীর প্রক্রিয়া। 

উত্তর:শুদ্ধ

২.১.৫ যান্ত্রিক আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল লবণের কেলাস গঠন। 

উত্তর:অশুদ্ধ

২.১.৬ সাধারণত একই জাতীয় খনিজে গঠিত অর্থাৎ সমধর্মী শিলায় ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়ায় বিচূর্ণীভবন লক্ষ করা যায়। 

উত্তর:অশুদ্ধ

২.১.৭ যখন শিলাস্তরে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল সৃষ্টি হয় এবং শিলাটি চাঁইয়ের আকারে ভেঙে পড়ে, তাকে বলে প্রস্তরচাই খণ্ডীকরণ। 

উত্তর:শুদ্ধ

২.১.৮ তুহিন-খণ্ডীকরণ প্রক্রিয়ায় পর্বতের পাদদেশে সৃষ্ট নাড়াক্ষেত্রের নাম আদ্রাবশ্লেষণ প্রক্রিয়ায় ফোনপার থেকে অ্যালমিনো সিলিসিক অ্যাসিড উৎপন্ন হয়। 

উত্তর:শুদ্ধ

২.১.৯ উদ্ভিদ, জীবজন্তু ও মানুষের ক্রিয়াকলাপের জন্য শিলার জৈব আবহবিকার ঘটে। 

উত্তর:শুদ্ধ

২.১.১০ বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। 

উত্তর:শুদ্ধ

২.১.১১ কার্বনিক অ্যাসিড অঙ্গারযোজনে সাহায্য করে। 

উত্তর:শুদ্ধ

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: [ প্রতিটি প্রশ্নের মান ১]

২.২.১ ইটে যে লোনা লাগে তার মূলে আছে ________। 

উত্তর: আবহবিকার

২.২.২ . যে প্রাকৃতিক প্রক্রিয়ায় একই সঙ্গে শিলার চূর্ণিকরণ, বিয়োজন ও অপসারণ ঘটে, তার নাম ___________ । 

উত্তর: ক্ষয়ীভবন

২.২.৩ আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন, এই তিনটি প্রক্রিয়াকে একসঙ্গে _______বলে ।

উত্তর: নগ্নীভবন

 ২.২.৪ _______হল দ্রুতগতির প্রক্রিয়া। 

উত্তর:ক্ষয়ীভবন

২.২.৫ যখন আবহবিকারের মাধ্যমে শিলার বাইরের স্তর নীচের স্তর থেকে পিঁয়াজের খোসার মতো খুলে আসে তাকে _______বলে ।

উত্তর: শল্কমোচন

 ২.২.৬ ______ আবহবিকারের জন্য শিলাটি শুধু ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়, শিলার বিভিন্ন উপাদানের মূল ধর্ম একই থাকে। 

উত্তর: যান্ত্রিক

২.২.৭ কর্দম সমৃদ্ধ পাললিক শিলার উদভেদ পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হলে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একে বলে ________।

উত্তর: স্লেকিং

 ২.২.৮ অক্সিডেশনের জন্য _______ ফেরিক অক্সাইড-এ পরিণত হলে সহজেই ভেঙে যায়। 

উত্তর: লোহা

২.২.৯ জলযোজন বা হাইড্রেশন প্রক্রিয়ায় হেমাটাইট থেকে ________ উৎপন্ন হয়। 

উত্তর: লিমোনাইট

২.২.১০ গাছের ডাল, পাতা, ফুল, ফল প্রভৃতি মাটিতে পড়ে পচে যায় এবং তা _______ আবহবিকারে সাহায্য করে। 

উত্তর: রাসায়নিক

২.২.১১ ____ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি। 

উত্তর: নিরক্ষীয়

২.২.১২.________ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায়।

উত্তর: উষ্ণ মরু 

২.৩ স্তম্ভ মেলাও  

 স্তম্ভ 'ক'                                  স্তম্ভ 'খ'

২.৩.১.আবহাওয়ার মাধ্যমে           (১) রেগোলিথ

শিলার বিচূর্ণীভবন

২.৩.২ অভিকর্ষের টানে

ভূমির ঢাল বেয়ে                          (২) কার্বোনেশন             

শিলা চূর্ণের পতন।

২.৩.৩ শিলাচূর্ণের বিয়োজন 

       ও অপসারণ                        (৩) ট্যালাস

২.৩.৪ আবহবিকার, 

পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন          (৪) জৈব            

                                                      আবহবিকার

২.৩.৫ প্রচণ্ড উন্নতায় বিষমধর্মী        (৫) শস্যাবর্তন

          শিলার বিচূর্ণীভবন


২.৩.৬ পর্বতের পাদদেশের              (৬) সীটিং

         নুড়িক্ষেত্র

২.৩.৭ প্রাণীর মাধ্যমে শিলার          (৭) শল্কমোচন

          বিচূর্ণীভবন


২.৩.৮ চুনাপাথর গঠিত            (৮) ক্ষুদ্রকণা বিশরণ

           অঞ্চলে আবহবিকার


২.৩.৯ ভারমুক্তিজনিত             (৯) পুঞ্জিত ক্ষয়

          যান্ত্রিক আবহবিকার


২.৩.১০ আবহবিকারজাত         (১০) নগ্নীভবন

         মৃত্তিকার মূল উপাদান।


২.৩.১১ জমিতে পর্যায়ক্রমে        (১১) আবহবিকার

         ধান ও ডালের চাষ

২.৩.১২ গ্রানাইট শিলাস্তরে         (১২) ক্ষয়ীভবন

      আবহবিকারের প্রক্রিয়া


উত্তর:


    স্তম্ভ 'ক'                                  স্তম্ভ 'খ'

২.৩.১.আবহাওয়ার মাধ্যমে          (১১) আবহবিকার

শিলার বিচূর্ণীভবন

২.৩.২ অভিকর্ষের টানে

ভূমির ঢাল বেয়ে                            (৯) পুঞ্জিত ক্ষয়         

শিলা চূর্ণের পতন।

২.৩.৩ শিলাচূর্ণের বিয়োজন 

       ও অপসারণ                         (১২) ক্ষয়ীভবন

২.৩.৪ আবহবিকার, 

পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন        (১০) নগ্নীভবন        

                                                      

২.৩.৫ প্রচণ্ড উন্নতায় বিষমধর্মী      (৮) ক্ষুদ্রকণা 

          শিলার বিচূর্ণীভবন             বিশরণ     


২.৩.৬ পর্বতের পাদদেশের              (৩) ট্যালাস

         নুড়িক্ষেত্র

২.৩.৭ প্রাণীর মাধ্যমে শিলার          (৪) জৈব

          বিচূর্ণীভবন                          আবহবিকার


২.৩.৮ চুনাপাথর গঠিত              (২) কার্বোনেশন

           অঞ্চলে আবহবিকার


২.৩.৯ ভারমুক্তিজনিত             (৬) সীটিং

          যান্ত্রিক আবহবিকার


২.৩.১০ আবহবিকারজাত           (১) রেগোলিথ

         মৃত্তিকার মূল উপাদান।


২.৩.১১ জমিতে পর্যায়ক্রমে        (৫) শস্যাবর্তন

         ধান ও ডালের চাষ

২.৩.১২ গ্রানাইট শিলাস্তরে         (৭) শল্কমোচন

      আবহবিকারের প্রক্রিয়া


২.৪ দু-এক কথায় উত্তর দাও : [প্রতিটি প্রশ্নের মান ১]


২.৪.১ আবহবিকারের আর এক নাম কী? 

উত্তর:আবহবিকারের আর এক নাম হল বিচূর্ণীভবন।

২.৪.২ আবহাওয়ার কোন্ উপাদানের প্রভাবে শিলার শল্কমোচন হয়? 

উত্তর:আবহাওয়ার উষ্ণতার তারতম্যে শিলার শল্কমোচন হয়।

২.৪.৩ কোন্ ধরনের শিলায় ক্ষুদ্রকণা বিশরণ জাতীয় আবহবিকার ঘটে? 

উত্তর: যেসব শিলায় বিভিন্ন ধরনের অর্থাৎ অসম প্রকৃতির বা অসমধর্মী খনিজ পদার্থ থাকে ( পাললিক শিলায়) ওই শিলায় ক্ষুদ্রকণা বিশরণ জাতীয় আবহবিকার ঘটে।

২.৪.৪ সমধর্মী শিলায় উয়তার তারতম্যের জন্য কোন প্রকার আবহবিকার সংঘটিত হয়? 

উত্তর:সমধর্মী শিলায় উয়তার তারতম্যের জন্য  শল্কমোচন সংঘটিত হয়।

২.৪.৫ উষ্ণতার তারতম্যের জন্য যখন ফাটল বরাবর শিলাস্তরের একটি অংশ চাঁইয়ের আকারে ভেঙে পড়ে তাকে কী বলে? 

উত্তর:উষ্ণতার তারতম্যের জন্য যখন ফাটল বরাবর শিলাস্তরের একটি অংশ চাঁইয়ের আকারে ভেঙে পড়ে তাকে প্রস্তরচাঁই খন্ডীকরণ বলে।

২.৪.৬ জল বরফে পরিণত হলে যখন তার চাপে শিলা চূর্ণবিচূর্ণ হয়, তাকে কী বলে? 

উত্তর:জল বরফে পরিণত হলে যখন তার চাপে শিলা চূর্ণবিচূর্ণ হয়, তাকে তুহিন-খন্ডীকরণ বলে।

২.৪.৭ কোন প্রকার শিলায় লবণের কেলাস গঠন জনিত আবহবিকার বেশি হয় ? 

উত্তর: বেলেপাথরে লবণের কেলাস গঠন জনিত আবহবিকার বেশি হয়।

২.৪.৮ আবহবিকারের কোন্ প্রক্রিয়ার মাধ্যমে চুনাপাথর গঠিত অঞ্চলে স্টালকটাইট, স্টালাগমাইট প্রভৃতি গঠিত হয়? 

উত্তর:আবহবিকারের অঙ্গারযোজন বা কার্বোনেশন প্রক্রিয়ার মাধ্যমে চুনাপাথর গঠিত অঞ্চলে স্টালকটাইট, স্টালাগমাইট প্রভৃতি গঠিত হয়।

২.৪.৯ কোন প্রকার আবহবিকারের জন্য লোহায় মরচে পড়ে? 

উত্তর: জারন বা অক্সিডেশনের জন্য লোহায় মরচে পড়ে।

২.৪.১০ আবহবিকারের কোন প্রক্রিয়ার জন্য অলিভিন থেকে সার্পেন্টাইন উৎপন্ন হয়? 

উত্তর: রাসায়নিক আবহবিকারের জল যোজন বা হাইড্রেশন প্রক্রিয়ার জন্য অলিভিন থেকে সার্পেন্টাইন উৎপন্ন হয়।

২.৪.১১ কেঁচো উইপোকা প্রভৃতি প্রাণী কোন প্রকার আবহবিকারে সাহায্য করে?

উত্তর:কেঁচো উইপোকা প্রভৃতি প্রাণী ,জৈব আবহবিকারে সাহায্য করে।

২.৪.১২ উষ্ণ মরু অঞ্চলে কোন্ ধরনের আবহবিকার বেশি হয়? 

উত্তর:উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয়।

২.৪.১৩ রাসায়নিক আবহবিকার কোন জলবায়ুতে বেশি সংঘটিত হয়? 

উত্তর:রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় জলবায়ুতে বেশি সংঘটিত হয়।

২.৪.১৪ তুন্দ্ৰা জলবায়ু অঞ্চলে কোন প্রকার আবহবিকার বেশি লক্ষ করা যায়? 

উত্তর:তুন্দ্ৰা জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায়।

২.৪.১৫ জিপসাম, খনিজ লবণ প্রভৃতি পদার্থ আবহবিকারের কোন্ প্রক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়? 

উত্তর:জিপসাম, খনিজ লবণ প্রভৃতি পদার্থ আবহবিকারের জলযোজন বা হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়।

২.৪.১৬ মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ার মাধ্যমে লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি খনিজ পদার্থ মাটির নিম্নস্তরে চলে যায় তাকে কী বলে?

উত্তর:মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ার মাধ্যমে লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি খনিজ পদার্থ মাটির নিম্নস্তরে চলে যায় তাকে এলুভিয়েশন বলে।


ভালো নাম্বার পেতে আরও পড়তে নিচে লিংকে ক্লিক করুন:

Class 9 Geography chapter 4 exercise 

Class 9 Geography chapter 8 anusiloni 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.