Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য রনজিৎ গরাং এর লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো এই সমস্ত সমাধান বইটি ভালো করে খুঁটিয়ে পড়ে নিচে করে দেয়া হলো।
নবম শ্রেণী ভূগোল অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ
সঠিক উত্তরটি নির্বাচন করো :
প্রশ্নমান-1
১। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা—
ক) ১৭
খ) ১৮
গ) ১৯
ঘ) ২৩ টি
উত্তর:ঘ) ২৩ টি
২। নবতম জেলা হল—
ক)পূর্ব মেদিনীপুর
খ) পশ্চিম বর্ধমান
গ)আলিপুরদুয়ার
ঘ) দক্ষিণ দিনাজপুর
উত্তর:খ) পশ্চিম বর্ধমান
৩। আলিপুরদুয়ার জেলা গঠিত হয়—
ক) দার্জিলিং
খ) জলপাইগুড়ি
গ) কোচবিহার
ঘ) মালদা জেলা ভেঙে
উত্তর:(খ) জলপাইগুড়ি
৪। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে—
ক) নেপাল
খ) ভুটান
গ) পাকিস্তান
ঘ)বাংলাদেশের মধ্যে
উত্তর:ঘ)বাংলাদেশের
৫। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ—
ক) সান্দাকফু
খ) সবরগ্রাম
(গ) ফালুট
(ঘ) টাংলু
উত্তর:ক) সান্দাকফু
৬। অযোধ্যা পাহাড় রয়েছে—
ক) পুরুলিয়া
খ) বাঁকুড়া
গ) বর্ধমান
ঘ) বীরভূম জেলায়
উত্তর:ক) পুরুলিয়া
৭। তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে—
ক) তিস্তা
(খ) তোর্সা
গ) মহানন্দা
(ঘ) জলঢাকা নদীর মাধ্যমে
উত্তর:ক) তিস্তা
৮। সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় যে-জেলায় —
(ক) উত্তর ২৪ পরগনা
(খ) দক্ষিণ ২৪ পরগনা
(গ) কলকাতা
ঘ) হুগলি
উত্তর:(খ) দক্ষিণ ২৪ পরগনা
৯। উত্তরবঙ্গের ‘ত্রাসের নদী' হল—
(ক) তিস্তা
(খ) তোর্সা
(গ) জলঢাকা
ঘ) মহানন্দা
উত্তর:(ক) তিস্তা
১০। নিম্নলিখিত কোন্ নদীতে জোয়ারভাটা খেলে—
(ক) দামোদর
(খ) অজয়
গ) তোর্সা
(ঘ) মাতলা
উত্তর:(ঘ) মাতলা
১১। নিম্নলিখিত কোন্ নদীর জল লবণাক্ত নয়-
(ক) মাতলা
খ) গোসাবা
গ) পিয়ালী
(ঘ) অজয়
উত্তর:(ঘ) অজয়
১২। ‘বাংলার দুঃখ” বলা হত –
(ক) অজয় নদীকে
খ) ময়ূরাক্ষীনদীকে
(গ) দামোদর নদীকে
(ঘ) শিলাবতী নদীকে
উত্তর:(গ) দামোদর নদীকে
১৩। পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয়—
(ক) গ্রীষ্ম
খ) শরৎ
গ) শীত
ঘ) বর্ষাকালে
উত্তর:(ক) গ্রীষ্ম
১৪। নিম্নলিখিত কোন্ জেলায় সামুদ্রিক ঝড়ের প্রভাব খুব বেশি—
ক) দক্ষিণ ২৪ পরগনা
খ) মালদা
গ) পুরুলিয়া
ঘ) মুরশিদাবাদ
উত্তর:ক) দক্ষিণ ২৪ পরগনা
১৫। পশ্চিমবঙ্গের আমন ধান –
(ক) রবিশস্য
(খ) খরিফ শস্য
গ) জায়িদ শস্য
ঘ) বাগিচা শস্য
উত্তর:(খ) খরিফ শস্য
১৬। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার হল-
ক) হুগলি
খ) হাওড়া
গ) নদিয়া
ঘ) বর্ধমান
উত্তর:ঘ) বর্ধমান
১৭। নিম্নলিখিত কোন জেলায় পাট চাষে বিখ্যাত — (ক) নদিয়া
খ) বীরভূম
গ) বাঁকুড়া
ঘ) পুরুলিয়া
উত্তর:(ক) নদিয়া
১৮। পশ্চিমবঙ্গের প্রথম পাটকল গড়ে ওঠে—
ক) হাওড়া
খ) হুগলি
গ) নদিয়া
ঘ) মুরশিদাবাদ জেলায়
উত্তর:খ) হুগলি
১৯। নিম্নলিখিত কোটি সমুদ্রতীরের পর্যটন কেন্দ্র—
ক) জলদাপাড়া
খ) গরুমারা
গ) কুলিক
ঘ) দিঘা
উত্তর:ঘ) দিঘা
২০। নিম্নলিখিত কোন্ পর্যটন কেন্দ্রে প্রচুর বিদেশি পর্যটক আসে—
ক) দার্জিলিং
খ) ডুয়ার্স
গ) দিঘা
ঘ) মন্দারমণি
উত্তর:ক) দার্জিলিং
২১। পশ্চিমবঙ্গের কোন্ ভূপ্রাকৃতিক অংশে বালিয়াড়ি দেখা যায়—
ক) তরাই
খ) মালভূমি
গ) রাঢ়
ঘ) উপকূল
উত্তর:ঘ) উপকূল
২২। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল—
ক) শিলিগুড়ি
খ) জলপাইগুড়ি
গ) দার্জিলিং
ঘ) বালুরঘাট
উত্তর:ক) শিলিগুড়ি
২৩। কোন্ স্থানে ইস্পাতকেন্দ্র গড়ে উঠেছে-
ক) রানিগঞ্জ
খ) দুর্গাপুর
গ) হলদিয়া
ঘ) শিলিগুড়ি
উত্তর:খ) দুর্গাপুর
২৪। আউটসোর্সিং শব্দটি কোন্ শিল্পের সাথে যুক্ত— ক) খাদ্য প্রক্রিয়াকরণ
খ) বস্ত্র
গ )তথ্যপ্রযুক্তি
ঘ) পর্যটন
উত্তর:গ )তথ্যপ্রযুক্তি
২৫। ডানকুনি কোন্ শিল্পের জন্য বিখ্যাত—
ক) বস্ত্র
খ) পাট
গ) ইস্পাত
ঘ) দুগ্ধজাত
উত্তর:ঘ) দুগ্ধজাত
২৬। দার্জিলিং জেলার সাথে রয়েছে—
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি দেশের আন্তর্জাতিক সীমারেখা
উত্তর:গ) ৩টি
২৭। শহর হিসেবে মোট জনসংখ্যায় কলকাতার স্থান ভারতে কত—
(ক) ১ম
(খ) ২য়
(গ) ৩য়
(ঘ) ৪র্থ
উত্তর:(গ) ৩য়
২৮। কোন দেশটির সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক
সীমারেখা দীর্ঘতম
ক) বাংলাদেশ
(খ) নেপাল
গ) ভুটান
(ঘ) মায়ানমার
উত্তর:ক) বাংলাদেশ
২৯। কোন্ প্রতিবেশী রাজ্যটির রাজধানী রাঁচি-
ক)বিহার
(খ) ঝাড়খণ্ড
(গ) অসম
(ঘ) সিকিম
উত্তর:খ) ঝাড়খণ্ড
৩০। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হল-
(ক) সুবর্ণরেখা
খ) হলদি
গ) রূপনারায়ণ
(ঘ) অজয়
উত্তর:খ) হলদি
৩১। কোন্ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে জলের ব্যবহার বেশি—
(ক) শিল্প
(খ) গৃহস্থালি
গ) পানীয়
ঘ) জলসেচ
উত্তর:ঘ) জলসেচ
৩২। কোন্ মাসটি পশ্চিমবঙ্গে সবচেয়ে আর্দ্র—
ক) জানুয়ারি
(খ) এপ্রিল
গ) জুলাই
(ঘ) ডিসেম্বর
উত্তর:গ) জুলাই
৩৩। ভারতের শেফিল্ড হল—
ক) হাওড়া
(খ) আসানসোল
গ) দুর্গাপুর
ঘ) শিলিগুড়ি
উত্তর:ক) হাওড়া
৩৪। মিলিয়ন শহরের জনসংখ্যা—
ক) ১ কোটি
খ) ৫০ লক্ষ
(গ) ১০ লক্ষ
ঘ) ১ লক্ষ
উত্তর:গ) ১০ লক্ষ
৩৫। পশ্চিমবঙ্গের কোন্ স্থানে পাট গবেষণা কেন্দ্র রয়েছে—
ক) চুঁচুড়া
খ) ব্যারাকপুর
গ) বিষ্ণুপুর
ঘ) ঝালদা
উত্তর:খ) ব্যারাকপুর
৩৬। ভারতের রূঢ় কোন্ শহরকে বলা হয়—
(ক) কলকাতা
খ) হাওড়া
গ) হলদিয়া
ঘ) দুর্গাপুর
উত্তর:ঘ) দুর্গাপুর
৩৭। ভারতীয় টি বোর্ড-এর সদর দপ্তর কোথায়—
ক) শিলিগুড়ি
খ) কলকাতা
(গ) দার্জিলিং
(ঘ) হলদিয়া
উত্তর:খ) কলকাতা
৩৮। পশ্চিমবঙ্গে সংকর- ইস্পাতকেন্দ্র কোথায় আছে—
ক) আসানসোল
(খ) কুলটি
গ) বার্ণপুর
ঘ) দুর্গাপুর
উত্তর:ঘ) দুর্গাপুর
৩৯। বরাকর কোন্ নদীর উপনদী —
ক) অজয়
(খ) ময়ূরাক্ষী
গ) তিস্তা
(ঘ) দামোদর
উত্তর:ঘ) দামোদর
৪০। কোন প্রকার মাটি অনুর্বর ও রং বাদামি—
(ক) ল্যাটেরাইট
খ) নবীন পলিমাটি
(গ) প্রাচীন পলিমাটি
(ঘ) পার্বত্য মাটি
উত্তর:(ক) ল্যাটেরাইট
বাক্যটি 'সত্য' হলে 'ঠিক' এবং 'অসত্য' হলে 'ভুল' লেখো: প্রশ্নমান-1
*১। পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য।
উত্তর:'ভুল'
২। পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য দার্জিলিং জেলায় দেখা যায়।
উত্তর:'ভুল'
৩। সাগরদ্বীপ হুগলি নদীর মোহানায় রয়েছে।
উত্তর:'ঠিক'
৪। ধান পশ্চিমবঙ্গের বাগিচা ফসল।
উত্তর:'ভুল'
৫। শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হয়।
উত্তর:'ঠিক'
৬। দামোদরের জল লবণাক্ত।
উত্তর:'ভুল'
৭। ভাগীরথী পরবর্তী অংশে হুগলি নামে পরিচিত।
উত্তর:'ঠিক'
৮। তোর্সা দক্ষিণবঙ্গের নদী।
উত্তর:'ভুল'
৯। ল্যাটেরাইট মাটি অনুর্বর।
উত্তর:'ঠিক'
১০। পাট বাঁকুড়া জেলায় চাষ হয়।
উত্তর:'ভুল'
১১। গোরুমারা একটি অভয়ারণ্য।
উত্তর:'ঠিক'
১২। ভারতের প্রথম কাপড়কল পশ্চিমবঙ্গে গড়ে ওঠে।
উত্তর:'ঠিক'
১৩। সুন্দরবনের উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয়।
উত্তর:'ঠিক'
১৪। হাওড়া একটি মিলিয়ন শহর।
উত্তর:'ঠিক'
১৫। পশ্চিমবঙ্গের সব জেলাতেই পাট চাষ হয়।
উত্তর:'ভুল'
১৬। বাংলাদেশ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত।
উত্তর:'ভুল'
১৭। সরলবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায়।
উত্তর:'ঠিক'
১৮। মালভূমি অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়।
উত্তর:'ভুল'
১৯। সিঙ্কোনা এক ধরনের বাগিচা ফসল।
উত্তর:'ঠিক'
২০। IISCO কারখানাটি দুর্গাপুরে অবস্থিত।
উত্তর:'ভুল'
২১। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম।
উত্তর:'ভুল'
২২। দার্জিলিং শৈলশহরের রানি।
উত্তর:'ঠিক'
২৩। হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর।
উত্তর:'ঠিক'
২৪। শিলিগুড়ি হল ভারতের রুঢ়।
উত্তর:'ভুল'
২৫। TCS হল ভারতের বিখ্যাত ইস্পাত সংস্থা।
উত্তর:'ভুল'
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : প্রশ্নমান-1
১। স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গে জেলা ছিল______ টি।
উত্তর:১৪
২৷______প্রশাসনিক বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে কম।
উত্তর: বর্ধমান ও মালদহ
৩। এখন পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা_______ টি।
উত্তর:২৩
৪। জনঘনত্ব বিচারে পশ্চিমবঙ্গ ভারতে _______ স্থানে রয়েছে।
উত্তর: দ্বিতীয়
৫। কলকাতা_______ প্রশাসনিক বিভাগের অংশ।
উত্তর: প্রেসিডেন্সি
৬। গোর্গাবুরু________পাহাড়ে অবস্থান করছে।
উত্তর: অযোধ্যা
৭। _______ জেলার সবটাই মালভূমির মধ্যে রয়েছে।
উত্তর: পুরুলিয়া
৮। উত্তরবঙ্গ সমভূমির নবীন পলিগঠিত অংশের নাম ________।
উত্তর: দিয়ারা
৯। সুন্দরবন নামকরণ হয়েছে ______ গাছের জন্য।
উত্তর: সুন্দরী
১০। পশ্চিমবঙ্গের _______ শহরের পর ভাগীরথীর নাম হয়েছে হুগলি।
উত্তর: নবদ্বীপ- মায়াপুর
১১। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হল _________।
উত্তর: রূপনারায়ন
১২। পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল হল _______।
উত্তর:চা
১৩। কলকাতার পরিপুরক বন্দর হল_______।
উত্তর: হলদিয়া
১৪। ২০১১ সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মিলিয়ন শহরের সংখ্যা _______টি।
উত্তর:২
১৫। হাজারদুয়ারি রয়েছে _______ শহরে।
উত্তর: মুর্শিদাবাদ
১৬। পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিখ্যাত _______ অক্ষরেখা বিস্তৃত।
উত্তর: কর্কটক্রান্তি
১৭। পশ্চিমবঙ্গের সাথে __________ প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
উত্তর: বাংলাদেশ
১৮। সন্দাকফু শৃঙ্গ ________ শৈলশিরার অন্তর্গত।
উত্তর:সিঙ্গালিলা ও দার্জিলিং
১৯। ‘ডুয়ার্স” শব্দের অর্থ হল _______।
উত্তর: দরজা
২০। পশ্চিমবঙ্গের জলবায়ুর সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল _______।
উত্তর: মৌসুমী বায়ু
২১। পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসল হল ________।
উত্তর: পাট
২২। মালভূমি অঞ্চলের গরম বাতাস হল_______ ।
উত্তর: লু
২৩। ______পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলের পর্যটন কেন্দ্র।
উত্তর: দীঘা
২৪। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল _______ শহর।
উত্তর: শিলিগুড়ি
২৫। 'City of palaces' বলা হয় ______শহরকে।
উত্তর: কলকাতা
স্তম্ভ মেলাও :
প্রশ্নমান-1
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। নদিয়া (ক) বারাসাত
২। উত্তর দিনাজপুর (খ) রায়গঞ্জ
৩। দক্ষিণ দিনাজপুর (গ) কৃষ্ণনগর
৪। উত্তর ২৪ পরগনা (ঘ) বালুরঘাট
৫। বীরভূম (ঙ) শিলিগুড়ি
৬। দার্জিলিং (চ) সিউড়ি
উত্তর:
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। নদিয়া (গ) কৃষ্ণনগর
২। উত্তর দিনাজপুর (খ) রায়গঞ্জ
৩। দক্ষিণ দিনাজপুর (ঘ) বালুরঘাট
৪। উত্তর ২৪ পরগনা (ক) বারাসাত
৫। বীরভূম (চ) সিউড়ি
৬। দার্জিলিং (ঙ) শিলিগুড়ি
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। দুর্গাপুর (ক) তথ্যপ্রযুক্তি
২। ডানকুনি (খ) চা
৩। সল্টলেক (গ) লৌহ-ইস্পাত
৪। দার্জিলিং (ঘ) ডেয়ারি
৫। কৃষ্ণনগর (ঙ) তৈলশোধনাগার
৬। হলদিয়া (চ) মৃৎশিল্প
উত্তর:
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। দুর্গাপুর (গ) লৌহ-ইস্পাত
২। ডানকুনি (ঘ) ডেয়ারি
৩। সল্টলেক (ক) তথ্যপ্রযুক্তি
৪। দার্জিলিং (খ) চা
৫। কৃষ্ণনগর (চ) মৃৎশিল্প
৬। হলদিয়া (ঙ) তৈলশোধনাগার
দু-এক কথায় উত্তর দাও :
প্রশ্নমান-1
১। ভারতে রাজ্য পুনর্গঠন কোন্ সালে কার্যকরী হয়?
উত্তর: ১৯৫৬ সালে ভারতে রাজ্য পুনর্গঠন কার্যকরী হয়।
২। পশ্চিমবঙ্গের কোনটি বৃহত্তম জেলা?
উত্তর:পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ 24 পরগনা
৩। পশ্চিমবঙ্গ ও নেপাল কোন্ শৈলশিরা দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর: সিঙ্গালিলা শৈলশিরা দ্বারা পশ্চিমবঙ্গ ও নেপাল বিচ্ছিন্ন।
৪। কোন্ প্রতিবেশী দেশের মানুষ আমাদের ভাষাতেই কথা বলে?
উত্তর: বাংলাদেশের মানুষ আমাদের ভাষাতেই কথা বলে।
৫। বীরভূমের সদর দপ্তর কোনটি?
উত্তর:বীরভূমের সদর দপ্তর হল সিউড়ি।
৬। পশ্চিমবঙ্গে মহানগর ক-টি?
উত্তর:পশ্চিমবঙ্গে মহানগর ২-টি। কলকাতা ও আসানসোল।
৭। কলকাতা হুগলি নদীর কোন্ তীরে অবস্থিত?
উত্তর:কলকাতা হুগলি নদীর বামতীরে অবস্থিত
৮। কোন্ দুটি নদীর মিলিত প্রবাহ হলদি?
উত্তর: কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি।
৯। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের নদীতে উজান স্রোত দেখা যায়?
উত্তর:পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে উজান স্রোত দেখা যায়।
১০। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কী?
উত্তর: শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন।
১১। হাজারদুয়ারি কোন জেলায় রয়েছে?
উত্তর:হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় রয়েছে।
১২। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
উত্তর:পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর আসানসোল (জনসংখ্যার বিচার)
১৩। ‘ভারতের রুঢ়' কাকে বলা হয়?
উত্তর: দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়' বলা হয়।
১৪। পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্যটিকে আমরা কী নামে চিনি?
উত্তর:পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্যটিকে আমরা সুন্দরবন নামে চিনি।
১৫। পৌষমেলা কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর:পৌষমেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়।
১৬। ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা কোনটি?
উত্তর:ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা SAIL
১৭। DGHC পুরো কথা কী ?
উত্তর: DGHC পুরো কথা হল দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল।
১৮। গ্রীষ্মকালীন ফসলকে কী বলা হয়?
উত্তর:গ্রীষ্মকালীন ফসলকে খারিফ শস্য বলা হয়
১৯। শৈলশহরের রানি কাকে বলা হয়?
উত্তর: দার্জিলিংকে শৈলশহরের রানি বলা হয়।
২০। পশ্চিমবঙ্গের মৃৎশিল্পের জন্য কোন্ শহর বিখ্যাত?
উত্তর: পশ্চিমবঙ্গের মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর ,বিষ্ণুপুর বিখ্যাত।
২১। কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়?
উত্তর: ২০১৪ খ্রিস্টাব্দে ২৫ শে জুন আলিপুরদুয়ার জেলা গঠিত হয়।
২২। কোন্ রাজ্যের সাথে আমাদের রাজ্যের সীমারেখা দীর্ঘতম ?
উত্তর: ঝাড়খন্ড রাজ্যের সাথে আমাদের রাজ্যের সীমারেখা দীর্ঘতম।
২৩। জোঙ্গা কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা ?
উত্তর:জোঙ্গা হল ভুটানের সরকারি ভাষা।
২৪। মালদা জেলার নবীন পলিমাটি গঠিত অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর:মালদা জেলার নবীন পলিমাটি গঠিত অঞ্চল দিয়ারা নামে পরিচিত।
২৫। কোন্ স্থান থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি ?
উত্তর: নবদ্বীপ-মায়াপুর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি।
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : প্রশ্নমান-2
১। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুটি দেশের নাম লেখো।
উত্তর:পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুটি দেশের নাম হল বাংলাদেশ ও ভুটান।
২। পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা দুটির নাম কী?
উত্তর:পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা- দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা- কলকাতা
৩। পার্বত্য অঞ্চলের দুটি শৈলশিরা ও দুটি শৃঙ্গের নাম লেখো।
উত্তর:পার্বত্য অঞ্চলের দুটি শৈলশিরা- সিঙ্গালিলা, দার্জিলিং
পার্বত্য অঞ্চলের দুটি শৃঙ্গের নাম- সান্দাকফু, ফালুট
৪। মালভূমি অঞ্চলের দুটি পাহাড়ের নাম লেখো।
উত্তর:মালভূমি অঞ্চলের দুটি পাহাড়ের নাম - পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূমের মামাভাগ্নে পাহাড়
৫। তিস্তা কেন পূর্ববর্তী নদী?
উত্তর:সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন এই নদী সিকিম, পশ্চিমবঙ্গের তরাই-ডুয়ার্স অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী।
৬। কোন্ দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ?
উত্তর: দ্বারকেশ্বর ও শিলাই এই দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ।
৭। তিস্তাকে কেন ‘ত্রাসের নদী’ বলা হয়?
উত্তর: সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন এই নদী সিকিম, পশ্চিমবঙ্গের তরাই-ডুয়ার্স অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী প্রতিবছর তরাই ডুয়ার্সে ভয়ংকর বন্যা ঘটায় বলে একে উত্তরবঙ্গের ‘ত্রাসের নদী’ বলা হয়।
৮। কেন দামোদরকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ' বলা হত?
উত্তর: দামোদর : ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন দামোদর নদী মালভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি ফলতার বিপরীতে হুগলি নদীতে মিশেছে। বর্তমানে দামোদরের অধিকাংশ জল মুণ্ডেশ্বরীর মধ্য দিয়ে রূপনারায়ণ হয়ে হুগলি নদীতে পড়ে। বরাকর দামোদরের প্রধান উপনদী। অন্যান্য উপনদীগুলি হল কোনার, বোকারো প্রভৃতি। দামোদর পরিকল্পনার আগে এই নদীতে প্রবল বন্যা দেখা দিত বলে এটিকে 'বাংলার দুঃখ” বলা হতো।
৯। সুন্দরবনের নদীগুলিতে উজান স্রোত বয় কেন?
উত্তর: সুন্দরবনের নদীগুলিতে জোয়ারভাটা খেলে এবং জোয়ারের জলে পুষ্ট বলে চিরপ্রবাহী। জোয়ারের - কারণেই জল লবণাক্ত এবং উজানস্রোত দেখা যায়।
১০। মাতলা, গোসাবার জল লবণাক্ত কেন?
উত্তর:মাতলা, গোসাবা নদীগুলি নাতিদীর্ঘ এবং জোয়ারভাটার প্রকোপের কারণেই নদীগুলির অস্তিত্ব টিকে আছে। জোয়ারের কারণেই জল লবণাক্ত।
১১। ল্যাটেরাইট মাটি কোন্ কোন্ জেলায় দেখা যায়?
উত্তর:
১২। ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:(i) রং বাদামি বা লাল। (ii) মাটিতে জল থাকলে থকথকে কিন্তু জল শুকিয়ে গেলে শক্ত ঝামা ইটের মতো হয়। (iii) লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ অক্সাইড এই মাটির প্রধান উপকরণ। (iv) মাটি ক্ষয় হয়ে খোয়াই , অপভূমি সৃষ্টি হয়।
১৩। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:(i) নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তম্ভমূল ও ঠেসমূল থাকে। (ii) অতিসূক্ষ্ম লবণাক্ত পলিমাটিতে গাছগুলি জন্মায়। তাই বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্যে খাড়াভাবে উপরে উঠে আসে। এই মূল হল শ্বাসমূল। বা নিউমাটোফোর।
১৪। তরাই ডুয়ার্সের উদ্ভিদ চিরহরিৎ কেন?
উত্তর: বালি, নুড়ি, পাথর দিয়ে তরাই-ডুয়ার্স গঠিত। মাটির ফাঁক দিয়ে জল চুঁইয়ে প্রবেশ করে বলে সারাবছরই মাটি থাকে ভিজে বা স্যাঁতসেঁতে। সারাবছর গাছ মাটি থেকে জল পায় বলেই উদ্ভিদ হয়েছে চিরহরিৎ জাতীয়।
১৫। 'লু' কী?
উত্তর:'লু' : লু এক ধরনের গরম প্রবল বাতাস, তবে ঝড় নয়। লু দিনের বেলা (সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত) বয়। 'লু' প্রবাহকালে বাইরে বেরোতে গেলে চোখমুখ ঢেকে রাখতে হয়।
১৬। কালবৈশাখী কী?
উত্তর:গ্রীষ্মকালে মাঝে মাঝেই বিকেলে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং উত্তর-পশ্চিম দিকে ঝড় আসে। ঝড়ের সাথে বৃষ্টি এবং মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে একেই আমরা কালবৈশাখী বলি।
১৭। পশ্চিমবঙ্গের দুটি স্থানের নাম লেখো যেখানে লৌহ-ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর:দুর্গাপুর এবং বানপুর-কুলটিতে লৌহ-ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে
১৮। তথ্যপ্রযুক্তি শিল্প কী?
উত্তর: কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্যসংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন প্রভৃতি কাজ যখন ব্যাবসায়িক প্রয়োজনে করা হয় তখন তা হল তথ্যপ্রযুক্তি শিল্প।
১৯। পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্য-নির্ভর পর্যটনকেন্দ্রের নাম লেখো।
উত্তর:পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্য-নির্ভর পর্যটনকেন্দ্রের নাম 1. তরাই ও ডুয়ার্স অঞ্চল 2. কৃষ্ণনগর
২০। পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবনতির দুটি কারণ লেখো।
উত্তর:(i) কাঁচা পাটের সমস্যা : স্বাধীনতার পরপরই ভারত বিভাগের কারণে ভালো পাট চাষের জমিগুলো চলে যায় বাংলাদেশে। ফলে উন্নত পাটের অভাব বোধ করে কারখানাগুলি। (ii) অন্যান্য দেশে পাট উৎপাদন বৃদ্ধি : সম্প্রতি বাংলাদেশ, চিন, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশ পাট উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের বিকাশ ঘটার ফলে এদেশের পাটের চাহিদা কমতে থাকে।
২১। পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যে দুটি হিমালয়ে অবস্থিত।
উত্তর:পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী দেশ নাম যে দুটি হিমালয়ে অবস্থিত তা হল নেপাল ও ভুটান
২২। বরেন্দ্রভূমি কী?
উত্তর: দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশ হল বরেন্দ্রভূমি । এটি মৃদু ঢেউ খেলানো ও প্রাচীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চল।
২৩। সক্রিয় বদ্বীপ কাকে বলে?
উত্তর: সক্রিয় বদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল হল সক্রিয় বদ্বীপ। এখানে সমুদ্রগর্ত ভরাটের মধ্য দিয়ে বদ্বীপ গঠনের কাজ চলছে। তাই এই অংশে গঠিত হয়েছে অসংখ্য চর ও দ্বীপ। সাগরদ্বীপ, পূর্বাশা, নয়াচর এরূপই দ্বীপ।
২৪। দামোদর পরিকল্পনার দুটি জলাধারের নাম লেখো।
উত্তর:দামোদর পরিকল্পনার দুটি জলাধারের নাম হল বরাকর ও বোকারো
২৫। পশ্চিমবঙ্গের দুটি বাগিচা ফসলের নাম লেখো।
উত্তর:পশ্চিমবঙ্গের দুটি বাগিচা ফসলের নাম হল চা ও সিঙ্কোনা।
২৬। সুন্দরবন অঞ্চলের দুটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর:সুন্দরবন অঞ্চলের দুটি উদ্ভিদের নাম হল সুন্দরী, গরাণ, কাজুবাদাম ,নারকেল।
২৭। পাটকে ‘সোনালি তন্তু” বলে কেন?
উত্তর:পাট পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ও বাণিজ্যিক ফসল। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে আয়ের পথ সুগম হয় বলে এটিকে 'সোনালি তন্তু”' আখ্যা দেওয়া হয়।
২৮। IISCO পুরো কথা কী?
উত্তর:IISCO পুরো কথা হল Indian Iron and Steel Company.
২৯। দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম লেখো।
উত্তর:দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম হল 1.
মাংস ও পোলট্রি 2. ডিয়ারি ও মিষ্টি।
৩০। মিলিয়ন শহর কী ?
উত্তর:২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সবরকম মিলিয়ে আমাদের রাজ্যে মোট শহরের সংখ্যা ২৩৯টি। এ রাজ্যে রয়েছে দুটি মিলিয়ন শহর। কোনো শহরে জনসংখ্যা ১০ লক্ষের বেশি হলে তাকে মিলিয়ন শহর বলা হয়।
ভালো নাম্বার পেতে আরও পড়ুন:
●Class 9 Geography chapter 4 exercise