West Bengal class 9 GEOGRAPHY chapter 5 question answers wbbse নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার 100% কমন প্রশ্ন উত্তর অনুশীলনী

 Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য  রনজিৎ গরাং এর লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম  অধ্যায় আবহবিকার  অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো এই সমস্ত সমাধান বইটি ভালো করে খুঁটিয়ে পড়ে নিচে করে দেয়া হলো।

নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায়: আবহবিকার

West Bengal class 9 GEOGRAPHY chapter 5 question answers wbbse নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার 100% কমন প্রশ্ন উত্তর অনুশীলনী

সঠিক উত্তরটি নির্বাচন করো :

প্রশ্নমান-1

১। নিম্নলিখিত কোন্ শব্দটি ক্ষয়ীভবনের সাথে যুক্ত নয়—

ক) নদীর কাজ 

(খ) বায়ুর কাজ 

গ) হিমবাহের কাজ

(ঘ) আবহবিকার

উত্তর:(ঘ) আবহবিকার

২। নিম্নলিখিত কোন্ শব্দটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত—

(ক) অবঘর্ষ 

(খ) অভিকর্ষ 

(গ) ক্ষয় 

(ঘ) ধস

উত্তর:(খ) অভিকর্ষ

৩। ধস এক ধরনের—

(ক) ক্ষয়ীভবন 

(খ) আবহবিকার

(গ) পুঞ্জিত ক্ষয় 

(ঘ) সঞ্চয়

উত্তর:(গ) পুঞ্জিত ক্ষয়

৪। পুঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ীভবনের মাত্রা –

 ক) বাড়ে

খ) কমে 

(গ) একই থাকে

 (ঘ) কোনোটিই প্রযোজ্য নয়

উত্তর:(ঘ) কোনোটিই প্রযোজ্য নয়

৫। অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থের নেমে আসা—

(ক) ক্ষয়ীভবন 

(খ) সঞ্চয়

(গ) দ্রবণ 

(ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তর:(ঘ) পুঞ্জিত ক্ষয়

৬। নগ্নীভবন ঘটে—

(ক) আবহবিকার 

(খ) ক্ষয়ীভবন 

গ) পুঞ্জিত ক্ষয় 

ঘ) উল্লিখিত তিনটি কারণেই

উত্তর:ঘ) উল্লিখিত তিনটি কারণেই

৭। প্রস্তর-চাঁই খণ্ডীকরণে শিলাস্তর ফাটল বরাবর-

(ক) খুলে আসে 

(খ) ভেঙে গুঁড়ো হয় 

(গ) দ্রবীভূত হয়

(ঘ) পিঁয়াজের খোসার মতো খুলে যায়

উত্তর:(ক) খুলে আসে

৮। নিম্নলিখিত কোন্ যান্ত্রিক প্রক্রিয়ায় শিলাস্তর পিঁয়াজের খোসার মতো খুলে যায়— 

ক) প্রস্তর-চাঁই খণ্ডীকরণ 

খ) ক্ষুদ্রকণা বিশরণ 

গ) শল্কমোচন 

ঘ) তুষারের কার্য 

উত্তর:গ) শল্কমোচন 

৯। শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন্ আবহবিকার প্রক্রিয়ায়— 

ক) শল্কমোচন 

(খ) ক্ষুদ্রকণা বিশরণ

গ) প্রস্তর-চাঁই খণ্ডীকরণ 

ঘ) তুষারের কার্য

উত্তর:(খ) ক্ষুদ্রকণা বিশরণ

১০। নিম্নলিখিত কোন্ আবহবিকারের প্রক্রিয়াটি মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি ঘটে—

(ক) ক্ষুদ্রকণা বিশরণ 

(খ) তুষারের কার্য 

(গ) জারণ

(ঘ) অঙ্গারযোজন

উত্তর:(ক) ক্ষুদ্রকণা বিশরণ

১১। উপগোলাকার আবহবিকার হল— 

ক) শল্কমোচন 

খ) ক্ষুদ্রকণা বিশরণ 

গ) প্রস্তর-চাঁই খণ্ডীকরণ 

ঘ) তুষারের কার্য।

উত্তর:ক) শল্কমোচন 

১২। অ্যান্টার্কটিকা অঞ্চলে নিম্নলিখিত কোন্ আবহবিকারের প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে—

ক) তুষারের কার্য 

খ) জারণ 

(গ) শল্কমোচন 

ঘ) জলযোজন

উত্তর:ক) তুষারের কার্য

 ১৩। চুনাপাথর অঞ্চলে কোন্ রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি----

ক)জারণ 

খ)জলযোজন

গ) আর্দ্রবিশ্লেষণ 

(ঘ) অঙ্গারযোজন

উত্তর:(ঘ) অঙ্গারযোজন

১৪। নিম্নলিখিত কোন্ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়—

ক)অঙ্গারযোজন

খ)জারণ

গ) জলযোজন

ঘ) আর্দ্রবিশ্লেষণ

উত্তর:গ) জলযোজন

১৫। জারণ প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী হয় নিম্নলিখিত কোন্ খনিজে—

ক) সিলিকা 

খ) কোয়ার্টজ 

(গ) ফেলস্পার 

(ঘ) লোহা

উত্তর:(ঘ) লোহা

১৬। নিম্নলিখিত কোন্ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে—

ক) নিরক্ষীয় 

খ) উয় মরু 

গ) নাতিশীতোষ্ণ মরু 

ঘ) মেরু জলবায়ুতে

উত্তর: ক) নিরক্ষীয়

১৭। ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন্ প্রকার আবহবিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ—

ক) যান্ত্রিক 

খ) রাসায়নিক 

গ) জৈব 

ঘ) কোনোটিই নয়

উত্তর:ক) যান্ত্রিক

১৮। আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল স্তর হল— ক) সোলাম 

খ) মৃত্তিকা 

গ) রেগোলিথ 

ঘ) স্ট্যালাকটাইট

উত্তর:গ) রেগোলিথ

১৯। নিম্নলিখিত কোন্ স্তরটি এলুভিয়েটেড স্তর—

ক) A 

খ) B 

গ) C 

ঘ) D

উত্তর:ক) A 

২০। ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়—

ক) ক্রান্তীয় 

খ) নাতিশীতোয়

গ) মেরু 

ঘ) মরু জলবায়ুতে

উত্তর:ক) ক্রান্তীয়

২১। মৃত্তিকার উপরিভাগ চাদরের স্তরের ন্যায় মৃত্তিকার অপসারণ হল—

ক) শিট ক্ষয় 

(খ) জলনালিকা ক্ষয়

গ) খোয়াই ক্ষয় 

ঘ) র‍্যাভাইন ক্ষয়

উত্তর:ক) শিট ক্ষয়

২২। হিমালয় পর্বতের উপরিভাগে কোন্ আবহবিকার প্রক্রিয়া সক্রিয়—

(ক) শল্কমোচন 

খ) পিণ্ডবিশরণ 

গ) তুষারের কার্য 

(ঘ) অঙ্গারযোজন

উত্তর:গ) তুষারের কার্য

২৩। মৃত্তিকার A স্তর থেকে B স্তরে পদার্থের অপসারণ হল—

ক) হিউমিফিকেশন 

(খ) খনিজকরণ

 গ) ইলুভিয়েশন

ঘ) এলুভিয়েশন

উত্তর:গ) ইলুভিয়েশন


বাক্যটি ‘সত্য’ হলে 'ঠিক' এবং 'অসত্য' হলে 'ভুল' লেখো :                              প্রশ্নমান-1 

১। আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া ।

উত্তর:'ভুল'

২। নদীর ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। 

উত্তর:'ঠিক'

৩। পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। 

উত্তর:'ভুল'

৪। আবহবিকারগ্রস্ত পদার্থ জলের মাধ্যমে অপসারণ হল পুঞ্জিত ক্ষয়। 

উত্তর:'ভুল'

৫। পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের মাত্রা বাড়ায়। 

উত্তর:'ভুল'

৬। হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে। 

উত্তর:'ঠিক'

৭। আবহবিকার হল একটি নগ্নীভবন প্রক্রিয়ার অংশ। 

উত্তর:'ঠিক'

৮। অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবহবিকার ঘটে। 

উত্তর:'ঠিক'

৯। অতিশীতল জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের মাত্রা খুব বেশি। 

উত্তর:'ভুল'

১০। মানুষ খুব দ্রুতহারে শিলার আবহবিকার ঘটায়।

উত্তর:'ঠিক'

 ১১। অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবহবিকার ঘটে। 

উত্তর:'ঠিক'

১২। মৃত্তিকা উৎপত্তির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। 

উত্তর:'ঠিক'

 ১৩। ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার 'A' স্তরে কার্যকর হয়। 

উত্তর:'ভুল'

১৪। বৃক্ষচ্ছেদন মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ। 

উত্তর:'ঠিক'

১৫। স্ট্যালাকটাইট ব্যাসল্ট গঠিত অঞ্চলের ভূমিরূপ।

উত্তর:'ভুল'


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো । প্রশ্নমান-1

১। ক্ষয়ীভবনের সঙ্গে _____ শব্দটি অত্যন্ত জড়িত। 

উত্তর: আবহবিকার

২। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, কিন্তু ক্ষয়ীভবন একটি_____  প্রক্রিয়া। 

উত্তর: গতিশীল

৩। পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমিরূপ হল _____। 

উত্তর: স্ক্রী ও ট্যালাস

৪। শিলা আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় যান্ত্রিক আবহবিকারের_____  প্রক্রিয়ার মাধ্যমে। 

উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ

৫। Onion Weathering প্রক্রিয়াকে আমরা _____ প্রক্রিয়া বলে জানি। 

উত্তর:শল্কমোচন

৬। কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের_____  প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে।

উত্তর:অঙ্গারযোজন

৭। অঙ্গারযোজন প্রক্রিয়ায় ক্যালশিয়াম কার্বনেট_____  এ পরিণত হয়।

উত্তর:ক্যালশিয়াম বাইকার্বনেট

 ৮। রাসায়নিক আবহবিকারের_____  প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে। 

উত্তর: জারণ

৯। অঙ্গারযোজনের মাধ্যমে চুনাপাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা হল_____  । 

উত্তর:কার্স্ট(karst)

১০। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হল______  । 

উত্তর: রেগোলিথ

১১। মৃত্তিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে নীচের জল উপরে উঠে আসার প্রক্রিয়া হল ______।

উত্তর: কৈশিক প্রক্রিয়া

১২। _____ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। 

উত্তর: হিউমিফিকেশন

১৩। বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ হল_____  |

 উত্তর: শস্যাবর্তন

১৪। _____ প্রক্রিয়ায় পদার্থ A স্তর থেকে B স্তরে সঞ্চিত হয়। 

উত্তর: ইলুভিয়েশন

১৫। 'Soil' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ _____ থেকে।

উত্তর:solum

স্তম্ভ মেলাও

স্তম্ভ 'ক'                                 স্তম্ভ 'খ'


১। ফাটল বরাবর শিলাখণ্ড     (ক) তুষারের কার্য 

         খুলে আসা

২। পিঁয়াজের খোসার মতো   

 শিলা খুলে যাওয়া           (খ) ক্ষুদ্রকণা বিশরণ     

                                        

৩। পিস্তল থেকে গুলি ছোড়ার 

আওয়াজ                             (গ) শল্কমোচন


৪। জল বরফ হলে চাপ সৃষ্টি  (ঘ) পিণ্ডবিশরণ


৫। অ্যানহাইড্রাইট থেকে জিপসাম (ঙ) অঙ্গারযোজন

৬। চুনাপাথর থেকে ক্যালশিয়াম

    বাইকার্বনেট                          (চ) জলযোজন

উত্তর:স্তম্ভ 'ক'                                 স্তম্ভ 'খ'


১। ফাটল বরাবর শিলাখণ্ড     (ঘ) পিণ্ডবিশরণ

         খুলে আসা

২। পিঁয়াজের খোসার মতো   

 শিলা খুলে যাওয়া              (গ) শল্কমোচন   

                                        

৩। পিস্তল থেকে গুলি ছোড়ার 

আওয়াজ                             (খ) ক্ষুদ্রকণা বিশরণ


৪। জল বরফ হলে চাপ সৃষ্টি  (ক) তুষারের কার্য


৫। অ্যানহাইড্রাইট থেকে জিপসাম (চ) জলযোজন

৬। চুনাপাথর থেকে ক্যালশিয়াম

    বাইকার্বনেট                          (ঙ) অঙ্গারযোজন               


দু এক কথায় উত্তর দাও:

১। প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ কী নামে পরিচিত? 

উত্তর:প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ  ক্ষয়ীভবন নামে পরিচিত।

২। পুঞ্জিত ক্ষয়ে কোন্ শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? 

উত্তর:পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষজ বল  সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।

৩। কোন্ জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম? 

উত্তর: মরু জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম।

৪। স্ট্যালাকটাইট কোন্ রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফল? 

উত্তর:স্ট্যালাকটাইট অঙ্গারযোজন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফল।

৫। কার্স্ট অঞ্চল প্রধানত কোন্ শিলা দ্বারা গঠিত? 

উত্তর:কার্স্ট অঞ্চল প্রধানত চুনাপাথর (পাললিক ) শিলা দ্বারা গঠিত।

৬। চুনাপাথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট কী নামে পরিচিত? 

উত্তর:চুনাপাথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট স্ট্র্যালাগমাইট নামে পরিচিত।

৭। কোন্ দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে?

 উত্তর:মৃত্তিকা স্তরের A ও B স্তরকে একত্রে সোলাম বলে।

৮। মানুষের কোন্ কাজে মৃত্তিকা ক্ষয় দ্রুত হারে বেড়েছে? 

উত্তর:মানুষের বনভূমি ধ্বংসের কাজে মৃত্তিকা ক্ষয় দ্রুত হারে বেড়েছে।

৯। পাহাড় ও পর্বতের ঢালে বড়ো বড়ো গর্ত তৈরির মূল উদ্দেশ্যটি কী? 

উত্তর:পাহাড় ও পর্বতের ঢালে বড়ো বড়ো গর্ত তৈরির মূল উদ্দেশ্যটি হল খনিজ উত্তোলন।

১০। জারণ কোন্ ধরনের আবহবিকারের প্রক্রিয়া?

উত্তর:জারণ রাসায়নিক   আবহবিকারের প্রক্রিয়া।

 ১১। কোন্ শিলায় ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়া ঘটে? 

উত্তর: গ্রানাইট, ব্যাসল্ট শিলায় ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়া ঘটে।

১২। ধাপ চাষ ও ফালি চাষের মূল উদ্দেশ্য কী ?

উত্তর: মৃত্তিকা সংরক্ষণ হলো ধাপ চাষ ও ফালি চাষের মূল উদ্দেশ্য।

১৩। গ্রানাইট শিলা পিঁয়াজের খোসার ন্যায় খুলে যাওয়া কী নামে পরিচিত? 

উত্তর:গ্রানাইট শিলা পিঁয়াজের খোসার ন্যায় খুলে যাওয়া শল্কমোচন নামে পরিচিত।

১৪। কোন্ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়? 

উত্তর: জলযোজন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়।

১৫। চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত?

উত্তর:চুনাপাথর গঠিত অঞ্চল চুনাপাথর কার্স্ট নামে পরিচিত।

নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : প্রশ্নমান-2 ১। আবহবিকার কী? 

উত্তর: আবহাওয়া ও বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের সাহায্যে (উয়তা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন বায়ুমণ্ডলীয় গ্যাস প্রভৃতি) ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়া হল আবহবিকার।

২। পুঞ্জিত ক্ষয় কী? 

উত্তর:উচ্চভূমির ঢালের মৃত্তিকা, শিলাস্তর ও অন্যান্য পদার্থরাশি অভিকর্ষের টানে ঢাল বেয়ে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর বলে।

৩। ধস কী ? 

উত্তর:কোনো মসৃণতল বরাবর অভিকর্ষের টানে পদার্থসমূহের নেমে আসা হল ধস।

৪। নগ্নীভবনের সূত্রটি কী ? 

উত্তর:নগ্নীভবন = আবহবিকার + পুঞ্জিত ক্ষয় + ক্ষয়ীভবন।

৫। জারণ কাকে বলে? 

উত্তর:শিলা খনিজের সাথে রাসায়নিকভাবে অক্সিজেন যুক্ত হওয়া হল জারণ। যেসকল শিলায় লোহা আছে সেখানে জারণ প্রক্রিয়া দেখা যায়। তবে অ্যাম্ফিবোল, পাইরক্সিন, বায়োটাইট প্রভৃতি খনিজের ওপরও জারণ প্রক্রিয়া কার্যকর হয়।

৬। শিলায় কী কারণে মরচে পড়ে? 

উত্তর:লোহা যখন অক্সাইডরূপে থাকে তখন কঠিন, কিন্তু জারণ প্রক্রিয়ায় ফেরিক অক্সাইডে পরিণত হলে (4FeO + O2 → 2Fe2O3) তা সহজে ভাঙে এবং শিলায় মরচে ধরে।

৭। রেগোলিথ কী ? 

উত্তর: বিভিন্ন আবহবিকার প্রক্রিয়ায় শিলাস্তরের উপরীভাগে চূর্ণবিচূর্ণ পদার্থ দিয়ে যে হালকা, শিথিল স্তর সৃষ্টি হয় তা হল রেগোলিথ। এই রেগোলিথ থেকেই মৃত্তিকার সৃষ্টি হয়।

৮। সোলাম কী? 

উত্তর: রেগোলিথের উপর থেকে নীচ পর্যন্ত তিনটি স্তর (A, B, C) সৃষ্টি হয়। এর মধ্যে প্রথম দুটি স্তর (A ও B) হল মৃত্তিকা এবং এদেরকে একত্রে বলা হয় সোলাম (মৃত্তিকা বা ‘Soil’ কথাটি এসেছে লাতিন শব্দ 'Solum' থেকে)।

৯। টেরারোসা কী? 

উত্তর:ক্রান্তীয়মণ্ডলে গভীর রাসায়নিক আবহবিকারের প্রভাবেই উচ্চভূমিতে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়, চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চল সৃষ্টি হয় টেরারোসা মৃত্তিকা।

১০। রেগোলিথ ও মৃত্তিকার তফাত কী? 

উত্তর:রেগোলিথ ও মৃত্তিকা কিন্তু এক নয়। আবহবিকারের প্রভাবে সৃষ্ট স্তর হল রেগোলিথ। যুগ যুগ ধরে এই রেগোলিথের ওপর বিভিন্ন প্রক্রিয়া কাজ করলে তবেই মৃত্তিকার উৎপত্তি হয়।

১১। এলুভিয়েশন কী? 

উত্তর: মৃত্তিকার 'A' স্তর থেকে যান্ত্রিক ও রাসায়নিকভাবে নীচে সূক্ষ্ম পদার্থের স্থানাস্তর হল এলুভিয়েশন। তাই 'A' স্তরটি হল এলুভিনেটেড স্তর।

১২। শস্যাবর্তনের সুবিধা কী কী? 

উত্তর: জমিতে একই ফসল বারংবার চাষ না-করে ঘুরিয়ে ফিরিয়ে পর্যায়ক্রমে দানাশস্য, পশুখাদ্য, শুঁটি জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরাশক্তি বজায় থাকে ও মৃত্তিকা ক্ষয় কমে।

১৩। ধাপ চাষ ও ফালি চাষ কেন করা হয়? 

উত্তর:  পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে জমি সমতল করে চাষ করলে মাটি ক্ষয় বন্ধ হয়। ধাপ বিভিন্ন রকম হয়, যেমন বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান সমতল সোপান প্রভৃতি। (গ) ফালি চাষ : ঢালু জমিতে যেখানে মাটির ক্ষয় বেশি সেখানে আড়াআড়িভাবে চওড়া ফিতের মতো জমি তৈরি করে মাটি ক্ষয়রোধকারী বিভিন্ন শস্য (শিম, ডাল, সয়াবিন )চাষ করলে মাটির ক্ষয় কমে এবং জমির উর্বরতা বাড়ে।

১৪। ক্ষয়ীভবন কাকে বলে? 

উত্তর:বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হল ক্ষমীভবন। এখানে পদার্থ বলতে শিলা, মাটি ইত্যাদিকে বোঝায়।

১৫। ক্ষয়সীমা কাকে বলে? 

উত্তর:ভূপৃষ্ঠ পরিবর্তনকারী শক্তিসমূহ ভূপৃষ্ঠকে ক্ষয় করতে করতে নীচে কতটা পর্যন্ত ক্ষয় করবে তা বলে গেছেন জন ওয়েসলি পাওয়েল। তাঁর মতে নীচে শক্তি যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাই হল ক্ষয়সীমা। সাধারণভাবে সমুদ্রতল হল শেষ ক্ষয়সীমা।

১৬। ইলুভিয়েশন কী? 

উত্তর:  A স্তর থেকে যে-সকল পদার্থ নীচে নামে তা B স্তরে সজ্জিত হয়। এই পদ্ধতি হল ইলুভিয়েশন এবং B স্তরটি হল ইলুডিয়েটেড স্তর।

১৭। Karst অঞ্চল কাকে বলে? 

উত্তর:চুনাপাথর দ্বারা গঠিত  অঙ্গারযোজন প্রক্রিয়া কাজ করেছে বলেই এরূপ ঘটেছে এবং ভূমিরূপগুলি ক্যালশিয়াম বাইকার্বনেট দিয়ে গঠিত।

১৮। নগ্নীভবন কী? 

উত্তর:আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়কারী শক্তিসমূহের (নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গা প্রভৃতি) সম্মিলিত কাজের ফলে ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয়ের ফলে পদার্থের অপসারণে নীচের শিলা উন্মুক্ত হওয়া এবং ভূমির উচ্চতা হ্রাস হল নগ্নীভবন।

১৯। জারণ কাকে বলে? 

উত্তর:

২০। আবহবিকারের দুটি ফলাফল  লেখো। 

উত্তর:(১) খনিজের পরিবর্তন ও নতুন খনিজ সৃষ্টি রাসায়নিক আবহবিকারের প্রভাবে ভারী খনিজ হালকা খনিজে পরিণত হয় এবং নতুন খনিজ সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে যেখানে শিলায় অ্যালুমিনার প্রাধান্য রয়েছে সেখানে গভীর রাসায়নিক আবহবিকারের প্রভাবে বক্সাইটের সময় ঘটে। (২) রেগোলিথের উৎপত্তি : বিভিন্ন আবহবিকার প্রক্রিয়ায় শিলাস্তরের উপরীভাগে চূর্ণবিচূর্ণ পদার্থ দিয়ে যে হালকা, শিথিল স্তর সৃষ্টি হয় তা হল রেগোলিথ। এই রেগোলিথ থেকেই মুক্তিকার সৃষ্টি হয়।

২১। ক্ষয়ীভবনের উদ্দেশ্য কী?

উত্তর:ক্ষয়ীভবনের উদ্দেশ্য : ক্ষয়ীভবনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অসমতল ভূমি সমতলে পরিণত হয়। তাই ক্ষয়ীভবনের মূল উদ্দেশ্যই হল ভূপৃষ্ঠকে সমান তলে  পরিণত করা।

আরো পড়তে পারেন: 

Class geography chapter 4

1.প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী
2. দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
3.তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.