ক্লাস নাইন ইতিহাস অনুশীলনী ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ।class 9 history important question answer chapter 6 wbbse

        Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর class 9 history chapter 6 west bengal অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ  ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।

ষষ্ঠ অধ্যায়  দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর।class 9 history  important questions answers wbbse

ষষ্ঠ অধ্যায় : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর

                              বিভাগ ‘ক

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :

১. সঠিক উত্তরটি লেখো :

প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর

১.১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়—

(a) ১৯৩৯ খ্রি.,

(b) ১৯৪০ খ্রি..

(c) ১৯৪২ খ্রি.,

(d) ১৯৪৫ খ্রি.।

উত্তর:(a) ১৯৩৯ খ্রি.,

১.২ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল কার মধ্যে—

(a) প্যারিসের চুক্তি,

(b) ত্রিশক্তির চুক্তি,

(c) ভার্সাই চুক্তি,

(d) অ্যাংলো-জার্মান ন্যাভাল চুক্তি।

উত্তর:(c) ভার্সাই চুক্তি,

১.৩ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 

(a) ১৯৩৬ খ্রি.. 

(b) ১৯৩৭ খ্রি.,

(c) ১৯৩৮ খ্রি., 

(b) ১৯৩৭ খ্রি., 

(d) ১৯৩৯ খ্রি.।

উত্তর:(d) ১৯৩৯ খ্রি.

১.৪ শূন্যস্থান পূরণ : রাশিয়া 'লিগ অব নেশনস'-এ ইস্তফা দেয়— 

(a) ১৯৩৬ খ্রি., 

(b) ১৯৩৭ খ্রি.,

(c) ১৯৩৮ খ্রি.,

(d) ১৯৩৯ খ্রি.।

উত্তর:(d) ১৯৩৯ খ্রি.।

১.৫ হিটলারের ‘অপারেশন বারবারোসা' হল –

(a) পোল্যান্ড আক্রমণ নীতি,

(b) ইংল্যান্ড আক্রমণ নীতি,

(c) রাশিয়া আক্রমণ নীতি

(d) ফ্রান্স আক্রমণ নীতি।

উত্তর:(c) রাশিয়া আক্রমণ নীতি

১.৬ কোন্ দেশ ‘লেন্ড লিজ অ্যাক্ট' অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল—

(a) আমেরিকা যুক্তরাষ্ট্র,

(b) সোভিয়েত রাশিয়া,

(c) চিন,

(d) ইংল্যান্ড।

উত্তর:(a) আমেরিকা যুক্তরাষ্ট্র,

১.৭ ‘ডি. ডে' পালিত হয়েছিল—

(a) ১৯৪৩ খ্রি. ৩ সেপ্টেম্বর, 

(b) ১৯৪৪ খ্রি. ৬ জুন,

(c) ১৯৪৫ খ্রি. ১ মে,

(d) ১৯৪৫ খ্রি. ৮ মে।

উত্তর:(b) ১৯৪৪ খ্রি. ৬ জুন,

১.৮ হিটলারকে জব্দ করতে কে ‘পোড়ামাটি নীতি' গ্রহণ করেছিল— 

(a) লেনিন, 

(b) স্ট্যালিন,

(c) ট্রটস্কি, 

(d) ক্রুশ্চেভ।

উত্তর:(b) স্ট্যালিন,

১.৯ নেপোলিয়নের মস্কো অভিযানের ১২৯ বছর পর আবার ব্যর্থ মস্কো অভিযানে নেতৃত্ব দেন— 

(a) চার্চিল, 

(b) রুজভেল্ট

(c) হিটলার, 

(d) মুসোলিনি।

উত্তর:(c) হিটলার,

১.১০ আমেরিকার ‘ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতির মূল উদ্দেশ্য হল —— 

(a) গণতন্ত্রকে রক্ষা করা, 

(b) অস্ত্র সরবরাহ করা,

(c) অস্ত্র সরবরাহ না করা, 

(d) কূটনীতিতে মদত দেওয়া ।

উত্তর:(b) অস্ত্র সরবরাহ করা,

১.১১ পৃথিবীর কোন্ দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলে- 

(a) সোভিয়েত রাশিয়া, 

(b) গণপ্রজাতন্ত্রী চিন,

(c) দক্ষিণ কোরিয়া,

(d) আমেরিকা যুক্তরাষ্ট্র।

উত্তর:(d) আমেরিকা যুক্তরাষ্ট্র।

১.১২ হিরোসিমা ও নাগাসাকি শহর কবে ধ্বংস হয়েছিল-

(a) ১৯৪৪ খ্রিস্টাব্দে,

(b) ১৯৪৫ খ্রিস্টাব্দে,

(c) ১৯৪৬ খ্রিস্টাব্দে,

(d) ১৯৪৭ খ্রিস্টাব্দে।

উত্তর:(b) ১৯৪৫ খ্রিস্টাব্দে,

১.১৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন—

(a) থিয়োডোর রুজভেল্ট,

(b) ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট,

(c) হ্যারি এস. ট্রুম্যান,

(d) রিচার্ড এম. নিকসন।

উত্তর:(b) ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট,

১.১৪ ‘ঠান্ডা লড়াই’ বা স্নায়ুযুদ্ধ চলেছিল

(a) ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, 

(b) আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে, (c) ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে, 

(d) চিন ও সোভিয়েত রাশিয়ার মধ্যে।

উত্তর:(b) আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে,

১.১৫ আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে কোন্ বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার করেছিল—

(a) নাপাম,

(b) ক্লোরিন-বি,

(c) ফসজেন,

(d) মাস্টার্ড গ্যাস।

উত্তর:(a) নাপাম,

১.১৬ উগ্র জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল

(a) অষ্টাদশ ও উনবিংশ শতকে,

(b) ঊনবিংশ ও বিংশ শতকে,

(c) ঊনিশ শতকের শেষ ও বিংশ শতাব্দীর প্রথম দিকে,

(d) হিটলার ও মুসোলিনির আবির্ভাবের সময় থেকে।

উত্তর:(c) ঊনিশ শতকের শেষ ও বিংশ শতাব্দীর প্রথম দিকে


                     (বিভাগ ‘খ’)

 অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন :


২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)

A. একটি বাক্যে উত্তর দাও :

১। পোড়ামাটি নীতি কী

উত্তর: রুশ সেনা বা 'লালফৌজ' ‘পোড়ামাটি নীতি’ ('Scorched Earth Policy') অনুসারে সব শস্যাগার ও ঘরবাড়ি পুড়িয়ে দিলে প্রচণ্ড শীতে ও রসদপত্রের অভাবে জার্মানি বেকায়দায় পড়ে।

২। লেন্ড লিজ আইন কী? 

মিত্রপক্ষকে অস্ত্র সরবরাহ করার জন্য যে আইন তাকে‘লেন্ড লিজ আইন’ বলে।

৩। স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কবে হয়েছিল? 

উত্তর:১৯৪২ খ্রিস্টাব্দে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কবে হয়েছিল।

৪। ‘আনস্লাস’ বলতে কী বোঝ? 

উত্তর:অভ্যর্থনা করার জন্য গঠিত সভা। অস্ট্রিয়া দখল ‘আনস্লাস’ নীতি অনুযায়ী করা হয়েছিল।

৫। একটি বালটিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম বলো। 

উত্তর:একটি বালটিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লাটভিয়া, লিথুয়ানিয়া।

৬। আটলান্টিক চার্টার কী? 

উত্তর:বিশ্বশান্তি ভঙ্গাকারী যে-কোনো দেশের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উত্তর আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ডের কাছে মার্কিন যুদ্ধজাহাজ 'আগাথা হ্যারিসন' ও ব্রিটিশ জাহাজ 'প্রিন্স অফ ওয়েলস'-এর মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনার পর একটি সনদ আইন পাশ করেন। এটিই বিখ্যাত 'আটলান্টিক চার্টার' ('Atlantic Charter) নামে পরিচিত।

৭। কোন্ যুদ্ধজাহাজের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর:মার্কিন যুদ্ধজাহাজ 'আগাথা হ্যারিসন' মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল।

৮৷আইজেনহাওয়ার কে ছিলেন? 

উত্তর:ড্রাইটডেন আইজেনহাওয়ার ছিলেন মার্কিন সেনাপতি ।

৯। কবে তেহরান সম্মেলন আহূত হয়েছিল? 

উত্তর:১৯৪৩ খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন আহূত হয়েছিল।

১০। পার্ল হারবার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কী হয়েছিল?

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর ধ্বংস করেছিল ।

১১। তৃতীয় বিশ্ব কী? 

উত্তর:এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার পিছিয়ে পড়া দেশগুলির রাষ্ট্রজোট হল তৃতীয় বিশ্ব।

১২। ‘জেনেভা প্রোটোকলে' (১৯২৫) কী বলা হয়েছিল?

 উত্তর:প্রযুক্তি ব্যবহারের ধরন লক্ষ করে ১৯২৪ খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল'-এ সিদ্ধান্ত হয় যুদ্ধক্ষেত্রে রাসায়নিক গ্যাস ও ব্যাকটেরিয়া ব্যবহার করা যাবে না।

১৩। ‘MIVs’ বলতে কী বোঝ? 

উত্তর:এটা একটি  উন্নত ক্ষেপণাস্ত্র  MIRVs যার পুরো নাম Multiple Independent Reentry Vehicles.

১৪। হিটলার ও মুসোলিনি কোন্ ধরনের জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন ?

উত্তর: হিটলার ও মুসোলিনি উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন।


B. সত্য বা মিথ্যা নিরুপণ করো :

(১) ফ্যাসিবাদ এক জাতি, এক রাষ্ট্র ও এক নেতা’–এই নীতিতে বিশ্বাসী। 

উত্তর:সত্য

(২) ইঙ্গ-ফরাসি তোষণ নীতির দ্বারা শেষ পর্যন্ত হিটলারের ক্ষতি হয়েছিল। 

উত্তর:মিথ্যা

(৩) নিরস্ত্রীকরণ সম্মেলনের ভিত্তি স্থাপন করেছিল উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি। 

উত্তর:সত্য

(৪) ইউরোপকেন্দ্রিক দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কখনোই ‘বিশ্বজনীন যুদ্ধ’ বলা উচিত নয়।

উত্তর:মিথ্যা

C. শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ

(১) হিটলারের (মস্কো/প্যারিস / পোল্যান্ড) আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

উত্তর:পোল্যান্ড

 (২) সমুদ্রসিংহ বলা হত (রাশিয়া/ভারত/ইংল্যান্ড)-কে। 

উত্তর:ইংল্যান্ড

(৩) জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেন – (মার্শাল টিটো/জওহরলাল নেহরু / আহমেদ সুকর্ণ)।

উত্তর:জওহরলাল নেহরু

 (৪) বিশ্বে প্রথম অ্যাটমবোমা ফেলা হয়।(হিরোসিমা/নাগাসাকি/টোকিও) শহরে।

উত্তর: হিরোসিমা

D. স্তম্ভ মেলাও :

        ‘অ’                                              'আ'

(১) জেনেভা প্রোটোকল              (A) জাপান

(২) পার্ল হারবার ঘটনা          (B) ল্যাটিন আমেরিকা

(৩) হিরোসিমা হত্যা               (C) সুইজারল্যান্ড

(৪) তৃতীয় বিশ্ব                     (D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর:

      ‘অ’                                              'আ'

(১) জেনেভা প্রোটোকল              (C) সুইজারল্যান্ড

(২) পার্ল হারবার ঘটনা          (D) মার্কিন যুক্তরাষ্ট্র

(৩) হিরোসিমা হত্যা               (A) জাপান

(৪) তৃতীয় বিশ্ব                     (B) ল্যাটিন আমেরিকা


          “অ’                                      আ

(১) পোল্যান্ড আক্রমণ           (A) ১৯৪৫ খ্রিস্টাব্দে 

(২) অনাক্রমণ চুক্তি               (B) ১৯৪২ খ্রিস্টাব্দে

(৩) লেন্ড লিজ নীতি              (C) ১৯৩৯ খ্রিস্টাব্দের

                                                  ১ সেপ্টেম্বর

(৪) বিজয় দিবস                    (D) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তর:

          “অ’                                      আ

(১) পোল্যান্ড আক্রমণ           (C) ১৯৩৯ খ্রিস্টাব্দের

                                                  ১ সেপ্টেম্বর

(২) অনাক্রমণ চুক্তি               (D) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(৩) লেন্ড লিজ নীতি              (B) ১৯৪২ খ্রিস্টাব্দে                                                

(৪) বিজয় দিবস                    (A) ১৯৪৫ খ্রিস্টাব্দে


E. নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো :

১. বিবৃতি : গণতন্ত্রের বড়ো শত্রু ছিল ফ্যাসিবাদ। ব্যাখ্যা ১: এখানে জনমতের কোনো মূল্য নেই। 

ব্যাখ্যা ২ : এখানে বিরোধী দল বা দলনেতা বলে কেউ থাকে না। 

ব্যাখ্যা ৩ : এখানে ভয় দেখিয়ে নেতা সব কাজ করে থাকেন ।

উত্তর:ব্যাখ্যা ১: এখানে জনমতের কোনো মূল্য নেই।

২. বিবৃতি : উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। 

ব্যাখ্যা ১: উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী। 

ব্যাখ্যা ২: উগ্র জাতীয়তাবাদ উদার ও পারস্পরিক

উত্তর:ব্যাখ্যা ১: উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর ভাবাদর্শে বিশ্বাসী।


                             বিভাগ-গ

 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SA) প্রশ্ন (দু-তিনটি বাক্যে লেখো) : [প্রতিটি প্রশ্নের মান : ২ নম্বর]

১। ইঙ্গ-ফরাসি তোষণ নীতি কী? 

উত্তর: হিটলারকে তোষণ করে গেলে ইংল্যান্ড ও ফ্রান্স কেমন তাঁর আক্রমণ থেকে বাঁচবে, তেমনি পূর্ব ইউরোপে রাশিয়া আক্রমণে হিটলারকে প্ররোচিত করালে লাভ হবে ইউরোপের শান্তিকামী মানুষের। অন্যভাবে বলতে গেলে নাৎসিবাদকে রুশ সাম্যবাদ ধ্বংসের হাতিয়ার করতে ইংল্যান্ড ও ফ্রান্স যে আপসমূলক বনশীল নিরপেক্ষ ও সাবধানী অথচ নিষ্ক্রিয় নীতি ইটালি ও জার্মানির প্রতি নিয়েছিল তাকে বলে তোষণ নীতি। 

২। অক্ষশক্তি বলতে কী বোঝ? 

উত্তর:জার্মানি, ইটালি, জাপান ইত্যাদি  জোট নিয়ে গঠিত শক্তিকে অক্ষশক্তি বলে।

৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী? 

উত্তর:হিটলার পোল্যান্ড, ডানজিগ ও পোলিশ করিডোর দাবি করে। ১৯৩১ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন কিমন্স সভার অনুমতিক্রমে ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

৪। ১৯২৯-৩১-এর আর্থিক মন্দা বলতে কী বোঝ? 

উত্তর:দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উদ্ভূত অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব বাণিজ্য ও শিল্পায়ন ভেঙে পড়ে। দেশে দেশে নাম বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি দেখা দেয়। এই সমস্যার সমাধানের কোনো রাস্তাই ছিল না।

৫। টীকা লেখো : নিরস্ত্রীকরণ সম্মেলন (১৯৩২)। 

উত্তর:১৯৩২ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ নীতি ফলপ্রসূ করার জন্য সুইটজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্বের প্রথম নিরস্ত্রীকরণ সম্মেলন' বসে। কিন্তু হিটলার নিরস্ত্রীকরণ নীতির উদ্দেশ্য ব্যর্থ করে দিলে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।

৬। রুশ-জার্মান অনাক্রমণ নীতি সম্পর্কে লেখো। 

উত্তর:পোল্যান্ডের সোভিয়েত নীতির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় বলে বহু ঐতিহাসিক মনে করেন। এই অকারণ রুশ বিরোধী নীতির জন্যই ১৯৩৯ খ্রিস্টাব্দে 'রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয়।রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও হিটলার ১৯৪০ খ্রিস্টাব্দের জুন মাসে রাশিয়া আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

৭। কোন্ কোন্ মার্কিন নীতির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? 

উত্তর:অপমানজনক ভার্সাই সন্ধি,নিরস্ত্রীকরণ নীতি,‘লেন্ড লিজ আইন’,‘ক্যাশ অ্যান্ড ক্যারি’,

৮। আলামিনের যুদ্ধের পরিচয় দাও? 

উত্তর:এল-আলামেইনের যুদ্ধে (১৯৪২ জুন) নাৎসি বাহিনীর পরাজয়ের ফলে উত্তর আফ্রিকা টিউনিশ ও রিজারটা দখল করেন ইচ্ছা-মার্কিন বাহিনীর প্রধান ডাইট. ডি. আইজেনহাওয়ার। ১৯৪৪ খ্রি. ৬ জুন সমগ্র বিশ্ব জুড়ে মিত্রশক্তি 'ডি. ডে (D. Day)' বা 'পরিত্রাণ দিবস' পালন করে।

৯। হিটলারের মস্কো অভিযানের ফলাফল লেখো। 

উত্তর:১৯৪১ খ্রিস্টাব্দের অক্টোবরের ২ তারিখে জার্মান সেনারা মস্কোর দিকে অগ্রসর হয়। ভায়াজমাতে (Vyazma) জার্মানবাহিনীর প্রধান ভন বক ৬,০০,০০০ সৈন্যকে আত্মসমর্পণে বাধ্য করে তাদেরকে নিজেদের দলে নিয়ে আসেন। কিন্তু অক্টোবরের ৬ তারিখে তুষারপাতের জন্য জার্মানবাহিনী প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে মস্কোর ২০ মাইল দূরে পৌঁছে যায়। তবে ডিসেম্বরের প্রথমদিকে রুশবাহিনী তীব্র আঘাত হানলে জার্মানবাহিনী বিধ্বস্ত হয়। ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। রাশিয়ার শীতকাল জার্মানবাহিনীকে ধ্বংস করতে অনেকটাই সাহায্য করেছিল।

১০। আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের দুটি কারণ কী কী? 

উত্তর: (1) ১৯৪১ খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন সেনেটে মিত্রপক্ষকে অস্ত্র সরবরাহ করার জন্য 'লেও লিজ আইন' ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতি কার্যকর হয়। (2) হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন সেনাঘাঁটি পার্ল হারবারে ১৯৪১ খ্রি. ৮ ডিসেম্বর জাপানের অতর্কিত আক্রমণ।

১১। রাসায়নিক আগ্নেয়াস্ত্রের পরিচয় দাও। 

উত্তর: ১৯৭০ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রান যা বহু প্লেনবাহী একটা বড়ো জাহাজকে এক আঘাতে ডুবিয়ে দিতে পারে। ১৯৫০-এর দশকে যুদ্ধবিমানের ডানায় বেঁধে কয়েক টন ভারী পরমাণু বোমাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। ওই সময় প্রথম 'নিউক্লিয়ার রিফ্যাক্টর' ব্যবহৃত হয়। দশ বছরের মধ্যে পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র (missile) ও 'কুজার' আবির্ভূত হয়। ১৯৬০-এর দশকে এই যুদ্ধ প্রযুক্তি আরও উন্নত হয়। এই ক্ষেপণাস্ত্র উন্নত হয়ে MIRVs (Multiple Independent Reentry Vehicles) ক্ষেপণাস্ত্র আবিষ্কৃত হয়।

১২। উন্নত যুদ্ধাস্ত্রের দু-একটি উদাহরণ দাও। 

উত্তর:১৯৬০-এর দশকে এই যুদ্ধ প্রযুক্তি আরও উন্নত হয়। এই ক্ষেপণাস্ত্র উন্নত হয়ে MIRVs (Multiple Independent Reentry Vehicles) ক্ষেপণাস্ত্র আবিষ্কৃত হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দে ২৪টি মিশাইল বহনক্ষম সাবমেরিন ট্রাইডেন্ট-II' মানুষের হাতে আসে।

১৩। ‘হেরেনভক তত্ত্ব' কী?

উত্তর: হিটলার কেবলমাত্র জামান জাতের শ্রেষ্ঠত্বের দাবি তুলে বলেছিলেন 'পৃথিবীটা আমার পকেটের মধ্যে থাকবে' ( would have the world in my pocket.")। তিনি জার্মান জাতির শ্রেষ্ঠত্ব ও পবিত্রতা ব্যক্ত করতে গিয়ে তাঁর বিখ্যাত 'হেরেনভক তত্ত্ব' (Herrenvolk Theory) তুলে ধরেছিলেন। তাঁর মতে, একমাত্র জার্মানরাই বিশুদ্ধ আর্যজাতির বংশধর। তাই জার্মান জাতি পৃথিবীর সমস্ত জাতির উপর কর্তৃত্ব করবে।

ভালো নাম্বার পেতে আরও পড়তে পারেন

1. নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

2.নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
3. নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
4.নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.