Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব ,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো
চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব ,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ Important Questions & Answers বিভাগ ‘ক
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :
১. সঠিক উত্তরটি লেখো : (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
১.১ শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন?-
(a) ফিলিস মারখাম,
(b) টয়েনবি,
(c) ফিলিস ডিন,
(d) অগাস্তি ব্ল্যাঙ্কি।
উত্তর:(d) অগাস্তি ব্ল্যাঙ্কি।
১.২ ইউরোপের কোন্ দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল?—
(a) ইংল্যান্ডে,
(b) ফ্রান্সে,
(c) জার্মানিতে,
(d) রাশিয়ায়।
উত্তর:(a) ইংল্যান্ডে,
১.৩ লুডাইট দাঙ্গার লক্ষ্য হল-
(a) প্রথম নিকোলাস,
(b) দ্বিতীয় আলেকজান্ডার,
(c) তৃতীয় আলেকজান্ডার,
(d) দ্বিতীয় নিকোলাস।
উত্তর:(a) প্রথম নিকোলাস,
১.৪ সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে ——।
(a) সাম্যবাদ,
(b) গণতন্ত্র,
(c) সমাজতন্ত্র,
(d) অভিজাততন্ত্র।
উত্তর:(c) সমাজতন্ত্র,
১.৫ আদি সমাজতন্ত্রের জনক কাকে বলে?-
(a) সেন্ট সাইমন,
(b) চার্লস ফুরিয়ার,
(c) কার্ল মার্কস,
(d) এঙ্গেলস।
উত্তর:(a) সেন্ট সাইমন,
১.৬ ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' রচিত হয়?—
(a) ১৮৪৮ খ্রি.,
(c) ১৮৬৭ খ্রি.,
(b) ১৮৩০ খ্রি.,
(d) ১৮৭০ খ্রি.।
উত্তর:(a) ১৮৪৮ খ্রি.,
১.৭ ‘সমাজতন্ত্রের বাইবেল' কাকে বলে? -
(a) কমিউনিস্ট ম্যানিফেস্টো,
(b) ডাস ক্যাপিটাল,
(c) পভারটি অব ফিলজফি,
(d) ওয়েলস অব নেশনস।
উত্তর:(b) ডাস ক্যাপিটাল
১.৮ প্রথম রেলপথ তৈরি হয় কোন্ দেশে?—
(a) রাশিয়ায়,
(b) ইংল্যান্ডে,
(c) ভারতবর্ষে,
(d) ফ্রান্সে।
উত্তর:(b) ইংল্যান্ডে,
(বিভাগ 'খ’)
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন :
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
A. একটি বাক্যে উত্তর দাও :
১। শিল্পবিপ্লব কী?
উত্তর:‘দৈহিক শ্রমের স্থলে যন্ত্রের মাধ্যমে শিল্পদ্রব্যের ব্যাপক উৎপাদনকে শিল্পবিপ্লব বলে।'
২। 'জোলভারেন' কী?
উত্তর:১৮১৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া বাদে জার্মানির ১৮টি রাজ্য নিয়ে গঠিত 'জোলভাবেন' নামে শুল্ক সংঘের উদ্যোগে জার্মানিতে শিল্পবিপ্লব শুরু হয়।
৩। লুডাইট দাঙ্গা' কাকে বলে?
উত্তর:শিল্পবিপ্লবের ফলে কুটিরশিল্প ভেঙে পড়ায় বহু মানুষ চিরাচরিত জীবিকা হারিয়ে ক্রুদ্ধ হয়ে মেশিন ভাঙার আন্দোলন শুরু করে। ইংল্যান্ডে এই দাঙ্গাকে লুডাইট দাঙ্গা' (১৮১১-১৮১৬) বলা হত।
৪। 'কারখানা প্রথা' কাকে বলে?
উত্তর:ফ্যাক্টরি প্রথা : শিল্পবিপ্লবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হল 'ফ্যাক্টরি প্রথা' প্রবর্তন। বাংলায় একে ‘কারখানা প্রথা’ বলে।
৫। বুর্জোয়া কারা?
উত্তর:ব্যবসায়ী ও পুঁজিপতিদের থেকে বুর্জোয়া-পুঁজিবাদী সম্প্রদায়ের উত্থান ঘটে। এই সম্প্রদায় ছিল রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণি।
৬। শ্রেণি কাদের বলে?
উত্তর:একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে থাকে সমাজের এমন এক-একটি অংশকে বলে এক-একটি শ্রেণি।
৭। কার্ল মার্কস তাঁর 'সাম্যবাদের ইস্তাহারে' কী বলেছেন?
উত্তর:কার্ল মার্কস তাঁর 'সাম্যবাদের ইস্তাহারে' বলেছেন ‘মানবসমাজের ইতিহাসই হল শ্রেণিসংগ্রামের ইতিহাস'
৮। ক্রুগার টেলিগ্রাম' কাকে বলে?
উত্তর:উপনিবেশ গঠনের সবচেয়ে বড়ো জায়গা—এশিয়া ও আফ্রিকা ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন বা পোর্তুগালের দখলে। ওইসব স্থানে উপনিবেশ গড়ে তুলতে কাইজার উদ্গ্রীব হয়ে ওঠেন। তাই 'বুয়োর যুদ্ধের (১৮৯৯-১৯০২) সময় তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মি. ক্রুগারকে টেলিগ্রাম করে তাঁকে সাহায্যের আশ্বাস দেন। এটি 'ক্রুগার টেলিগ্রাম' নামে পরিচিত।
৯। সুয়েজ খাল কোন্ কোম্পানি খনন করেছিল?
উত্তর:সুয়েজ খালটি খনন করে ‘সুয়েজ ক্যানাল কোম্পানি'
১০। উপনিবেশ কাকে বলে?
উত্তর: ভৌগোলিক আবিষ্কার ও শিল্পবিপ্লবের পর ইউরোপের প্রতিটি দেশ ইউরোপের বাইরে অপেক্ষাকৃত দুর্বল দেশের উপর আধিপত্য স্থাপনের জন্য মরিয়া হয়ে ওঠে। এইভাবে কোনো শক্তিশালী দেশের অন্য কোনো দুর্বল জাতি বা দেশের উপর আধিপত্য গড়ে তোলাকে বলে উপনিবেশ'।
১১। আফ্রিকাকে কেন 'অন্ধকার মহাদেশ' বলে ?
উত্তর:১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের কাছে অনাবিস্কৃত ছিল। তাই আফ্রিকাকে বলা হত 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলে।
১২। চিন ব্যবচ্ছেদ কী?
উত্তর:প্রথম ও দ্বিতীয় আফিমের যুদ্ধে (১৮৪০-১৮৬০) ব্রিটেনের কাছে চিনের পরাজয়ের পর চিনের অবগুণ্ঠন খুলে যায়।ইউরোপের বহু দখলদার দেশ চিনের অভ্যন্তরে ঢুকে পড়ে।আর্থিক ও সাম্রাজ্যবাদী স্বার্থে বহু দেশ চিনের ব্যবচ্ছেদের জন্য এগিয়ে আসে।
১৩। আফ্রিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের ফলাফল কী হয়েছিল?
উত্তর:সুদানের মাহতি উপজাতির হাতে ১১,০০০ ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছিল ‘খাটুম বা সুদানের যুদ্ধে।
B. শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দটি বেছে নিয়ে:
(১) প্রথম শিল্পবিপ্লব শুরু হয় (ফ্রান্স/ইংল্যান্ড/রাশিয়া) তে।
উত্তর:ইংল্যান্ড
(২) ‘শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন (ব্ল্যাঙ্ক/রস্টো/ফিলিকাডীন)।
উত্তর:ব্ল্যাঙ্ক
(৩) ‘বার্লিন সন্ধি' স্বাক্ষরিত হয়েছিল (১৮৭৫/১৮৮৫/১৮৯৫) খ্রিস্টাব্দে।
উত্তর:১৮৮৫
(৪) ‘অলিভার টুইস্ট’ লিখেছিলেন –(শেক্সপিয়ার/ডিকেন্স/রুশো)।
উত্তর:ডিকেন্স
(৫) ১৮৭০- ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে যুগ বলে (সাম্রাজ্যবাদের/ পুঁজিবাদের/সাম্যবাদের)।
উত্তর:সাম্রাজ্যবাদের
(৬) অন্ধকার মহাদেশ বলে কে (এশিয়া/দক্ষিণ আমেরিকা/আফ্রিকা)।
উত্তর:আফ্রিকা
(৭) চিনকে তরমুজ বলেছেন (ভিনাক/ব্যারাক্ল/আলফ্রেড কোবান)।
উত্তর:ভিনাক
C. সত্য বা মিথ্যা নিরুপণ করো :
(১) শিল্পবিপ্লবের সঙ্গে কৃষি বিপ্লবের সম্পর্ক ছিল।
উত্তর:সত্য
(২) সমস্ত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল শিল্প অর্থনীতি।
উত্তর:সত্য
(৩) জার্মানীতে শিল্পবিপ্লবের জন্য জোলভারেনের বিশেষ ভূমিকা ছিল।
উত্তর:সত্য
(৪) শিল্পবিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রবাস বিশ্বমারে চায়ছিল।
উত্তর:সত্য
D. স্তম্ভ মেলাও :
প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
(ক) কার্টরাইট (i) জার্মান পণ্ডিত
(খ) কার্ল মার্কস (ii) নিরাপত্তা বাতি
(গ) হামফ্রে ডেভি (iii) টেলিগ্রাফ
(ঘ) ক্লাউড চ্যাপেল (iv) শ্রমিক নেতা
উত্তর:
প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
(ক) কার্টরাইট (iv) শ্রমিক নেতা
(খ) কার্ল মার্কস (i) জার্মান পণ্ডিত
(গ) হামফ্রে ডেভি (ii) নিরাপত্তা বাতি
(ঘ) ক্লাউড চ্যাপেল (iii) টেলিগ্রাফ
নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো :
১. বিবৃতি : শিল্পবিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: নতুন নতুন অস্ত্রশস্ত্র তৈরি হয়েছিল।
ব্যাখ্যা ২ : বিভিন্ন দেশ শিল্পজাত পণ্য বিক্রির জন্য বাজার দখলের লড়াই শুরু করেছিল।
ব্যাখ্যা ৩ : শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল।
উত্তর:ব্যাখ্যা ৩ : শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল।
২. বিবৃতি: সমাজে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলে শ্রেণি সংগ্রাম শেষ হয়।।
ব্যাখ্যা ১: শোষিত ক্ষমতাসীন হয় বলে।
ব্যাখ্যা ২: সর্বহারা মানুষ দুর্বল হয়ে পড়ে বলে।
ব্যাখ্যা ৩: ধনী ও দরিদ্রকে নিয়ে গঠিত সমাজে দরিদ্র মানুষ শক্তিশালী হয় বলে।
উত্তর:ব্যাখ্যা ৩: ধনী ও দরিদ্রকে নিয়ে গঠিত সমাজে দরিদ্র মানুষ শক্তিশালী হয় বলে।
বিভাগ-গ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SA) প্রশ্ন (দু-তিনাট বাক্যে লেখো) :
১। শিল্পবিপ্লব বলতে কী বোঝ?
উত্তর:শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনকে সাধারণভাবে শিল্পবিপ্লব বলে। হস্তচালিত শক্তির বদলে বাষ্পচালিত শক্তির দ্বারা যন্ত্র চালনাকে 'শিল্পবিপ্লব' বলে। এর ফলে উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে এবং কুটিরশিল্পের পরিবর্তে যন্ত্রচালিত শিল্পের প্রাধান্য বাড়ে। ফিলিস ডিনের (P. Deane) মতে, যন্ত্রের আবিষ্কার, মূলধন, কাঁচামাল, সুলভ শ্রমিক ও বিস্তৃত বাজার একত্রে শিল্পবিপ্লব ঘটিয়ে থাকে। ঐতিহাসিক এইচ.এ.এল. ফিশার বলেছেন, দৈহিক শ্রমের স্থলে যন্ত্রের মাধ্যমে শিল্পদ্রবের ব্যাপক উৎপাদনকে শিল্পবিপ্লব বলে।
২। ইংল্যান্ডে ও ফ্রান্সে কোন্ সময় শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
উত্তর:ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়েছিল ১৮৪০-৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
ফ্রান্সে শিল্পবিপ্লব শুরু হয়েছিল ১৮১৫-৪৮ পর্যন্ত ।
৩। ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের দুটি কারণ লেখো।
উত্তর:i)অষ্টাদশ শতকের ইংল্যান্ডে রাজনৈতিক ও প্রশাসনিক স্থায়িত্ব এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অন্যান্য দেশ অপেক্ষা বেশি ছিল।
ii) যুদ্ধের প্রয়োজনে ইংল্যান্ডে শিল্পের দ্রুত উন্নতি ঘটতে থাকে।
৪। জোলভারেন সম্পর্কে টীকা লেখো।
উত্তর:জোলভারেন শুল্ক সংঘ জার্মানির ঐক্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা | নিয়েছিল। অ্যাডাম স্মিথের অবাধ বাণিজ্য নীতি অনুসারে প্রাশিয়ার নেতৃত্বে ১৮১৯ খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন প্রতিক্রিয়াপন্থী সাংবাদিক এই জোলভারেন শুল্ক সংঘ গঠন করেন। এর আগে ট্যারিফ রিফর্ম ল" (১৮১৮) অনুযায়ী উৎপাদিত পণ্যের উপর ১০% এবং ঔপনিবেশিক পণ্যের উপর ২০% শুল্ক ধার্য ছিল। পরে প্রাশিয়া জোলভারেন গঠন করে আন্তঃশুল্ক প্রাচীর তুলে দেয় ও বিভিন্ন রাজ্যের মধ্যে অবাধ বাণিজ্য গড়ে তোলার ব্যবস্থা করেন।
৫। ফ্রান্সে শিল্পবিপ্লবে প্রতিবন্ধকতার কারণ কী কী?
উত্তর:(i) সামন্ততান্ত্রিক স্বনির্ভর। রক্ষণশীল অর্থনৈতিক ব্যবস্থায় শিল্প-বাণিজ্য অপেক্ষা কৃষি ও কুটিরশিল্পের প্রতি মানুষের আকর্ষণ বেশি।
(ii) ফ্রান্সের সরকার শিল্প বিকাশে বিশেষ উৎসাহ দেখায়নি।
(iii) শিল্প গঠনের মূল কারিগর যারা, সেই ধনী বণিককুল ও বুর্জোয়াশ্রেণি সামাজিক মর্যাদা লাভে বঞ্চিত হয়েছিল।
৬। রাশিয়ায় বিলম্বিত শিল্পবিপ্লবের কারণ কী কী?
উত্তর:i)উনবিংশ শতকের মাঝামাঝি সময় রাশিয়াতে কোনো সুষ্ঠু মুদ্রা-ব্যবস্থা, ব্যাংক-ব্যবস্থা বা অন্য কোনো লগ্নিকারী সংস্থা গড়ে ওঠেনি। (ii) রাশিয়াতে পরিবহন ব্যবস্থা ছিল অনুন্নত। (iii) আন্তঃবাণিজ্য শুল্ক শিল্পোন্নয়নের বাধার একটি অন্যতম কারণ।
৭। সাম্যবাদ ও সমাজতন্ত্রের মধ্যে মূল তফাত কী?
উত্তর:শিল্পবিপ্লবোত্তর যুগে সম্পদের মালিকানার প্রশ্নে শ্রমিক-মালিক সংঘাত তীর হয়ে ওঠে। তখনই সম্পত্তির রাষ্ট্রীয়করণকে কেন্দ্র করে 'সমাজতন্ত্র' ('Socialism') ও সাম্য প্রতিষ্ঠার প্রশ্নে 'সাম্যবাদ' ('Communism')-এর উদ্ভব ঘটে।
৮। বুর্জোয়া-পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য কী কী?
উত্তর:(i) দুটি পরস্পরবিরোধী তথা বুর্জোয়া ও প্রলেতারিয়েত বা সমাজে শোষক শোষিত শ্রেণির উদ্ভব ঘটে।
(ii) পুঁজিপতিরা উৎপাদনের উপাদানের মালিক, কিন্তু সর্বহারা শ্রেণি উৎপাদনে শ্রমশক্তি দিলে কোনো মালিকানা তাদের থাকে না।
(iii) কার্ল মার্কসের মতে সর্বহারাদের শোষণের জন্য রাষ্ট্র পুঁজিপতিদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকে।
৯। শিল্পসমাজের সমাজতান্ত্রিক সমালোচনার দুটি দিক কী কী?
উত্তর:শিল্পবিপ্লবের মাধ্যমে শিল্পসমাজ গড়ে ওঠে। এই শিল্পসমাজে শ্রমিক ও সাঁকুলোত্ শ্রেণির উদ্ভব ঘটে। অন্যদিকে শিল্পপতি, পুঁজিপতি তথা বুর্জোয়া শ্রেণিরও আবির্ভাব ঘটে। আবার কুটিরশিল্প ও কারিগর শ্রেণি ধ্বংস হয়ে যায় শিল্পবিপ্লবের প্রভাবে। পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের ফলে পুঁজিবাদী শোষণ শুরু হয়। শিল্পবিপ্লবের ফলে 'গরিব আরও গরিব ও ধনী আরও ধনী হয়েছিল' বলে কার্ল মার্কস মন্তব্য করেছেন।
১০। টেলিগ্রাফ আবিষ্কারের কাহিনি লেখো ।
উত্তর:: গ্রিক শব্দ ‘টেলি' (Tele) বা দূরত্ব (at a distance) ও 'গ্রাফিন' (graphein) বা লেখা (to write) থেকে 'টেলিগ্রাফ' কথাটি এসেছে। দূরে অল্প কথায় কোনো খবর প্রেরণ করতে হয় টেলিগ্রাফের মাধ্যমে।কাউড চ্যাপেল (Claude Chapple) প্রথম 'টেলিগ্রাফ' ও 'সেমাফোন' কথাদুটি ব্যবহার করেন মোরস (Morse) বলেছেন, ১৮৩২ খ্রিস্টাব্দ থেকে টেলিগ্রাফের মাধ্যমে প্রেরক প্রাপকের কাছে বহু দূর থেকে বার্তা পাঠাতে শুরু করে করে। সেমাফোন, স্মোক সিগন্যাল, ফ্ল্যাগ সেমাফোন ব্যবহার করে ইলেকট্রিক্যাল টেলিগ্রাফ', 'রেডিয়ো টেলিগ্রাফ' ও 'ওয়ারলেস টেলিগ্রাফ'-এর ব্যবহার শুরু হয় ১৯০০ শতকের প্রথম থেকে।
১১। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার তিনটি কারণ লেখো।
উত্তর:(i)সপ্তায় কাঁচামাল সংগ্রহ, (ii) সুবিধাজনক বিপণন ক্ষেত্র গঠন, (iii) প্রচুর পরিমাণে বিনিয়োগ ও লাভের আশা, (iv) শোষণের নতুন নতুন কেন্দ্র খোঁজার পুঁজিবাদী লোভ ইত্যাদি।
১২। চিন ব্যবচ্ছেদের ধারণা দাও।
উত্তর:
১৩। সুয়েজ খালের গুরুত্ব কী?
উত্তর:১৮৫৯ খ্রিস্টাব্দে ২৫ এপ্রিল সুয়েজ খাল খনন শুরু হয়। সুয়েজ খাল মিশরে কৃত্রিমভাবে তৈরি হয়। এই জলপথটি মিশরকে ভূমধ্যসাগর লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এই খালটি ১০ বছর ধরে খননের পর জলপথরূপে খুলে দেওয়া হয়। ১৮৬৯ খ্রি. নভেম্বর মাসে। এই সুয়েজ খাল খননের পর ইউরোপ থেকে এশিয়াতে আসতে আর আফ্রিকা ঘুরে আসার দরকার হয় না। খালটি খনন করে ‘সুয়েজ ক্যানাল কোম্পানি'।
১৪। রেলপথের গুরুত্ব কী?
উত্তর:ঊনবিংশ শতকের তৃতীয় দশকে ব্রিটেনে রেলপথের যুগ শুরু হয়। ১৮৩০ খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন হিত রেলগাড়ি চলে ম্যাডেস্টার ও লিভারপুলের মধ্যে। ১৮৩৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় যখন প্রথম রেলপথ তৈরি তখন ইংল্যান্ড ও ওয়েলসে ৪৯০ মাইল ও স্কটল্যান্ডে ৫০ ইন রেলপথ তৈরি করতে ১৩ মিলিয়ন পাউন্ড খরচ হয়।শিল্পোন্নয়নে বিশ্বে দ্বিতীয় স্থানে অর্থাৎ ল্যান্ডের পরে বেলজিয়ামের স্থান। ফ্রান্সে অলিয়া শাসনকালে ১৯৩৭ খ্রি. রেলপথ গড়ে ওঠে প্যারিসে।
আরো পড়তে পারেন: 1.প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী2. দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
3.তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত