Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা Class 9 history chapter 3 questions & answers wbbse ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
বিভাগ 'ক'
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :
১. সঠিক উত্তরটি লেখো : (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
১.১ ‘এক জাতি, এক রাষ্ট্রে'র স্লোগান _____ রাষ্ট্রের।
(a) জাতি,
(b) বহুজাতিক,
(c) সার্বভৌম,
(d) ছোটো।
উত্তর:(a) জাতি
১.২ ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন-
(a) প্রথম ফ্রান্সিস,
(b) মেটারনিক,
(c) প্রথম আলেকজান্ডার
(d) ট্যালির্যান্ড।
উত্তর:(b) মেটারনিক
১.৩ কবে ভিয়েনা সম্মেলন আহূত হয়েছিল?-
(a) ১৮১৫ খ্রি..
(b) ১৮১৬ খ্রি.,
(c) ১৮১৭ খ্রি.,
(d) ১৮১৮ খ্রি.।
উত্তর:(a) ১৮১৫ খ্রি..
১.৪ ইউরোপে ‘মেটারনিক যুগ' _____পর্যন্ত সময়কালকে বলে।
(a) ১৮১৫-৪৮ খ্রি.,
(b) ১৮১৮-৪৮ খ্রি
(c)১৮২০-৪৮ খ্রি.,
(d) ১৮২৫-৪৮ খ্রি.।
উত্তর:(a) ১৮১৫-৪৮ খ্রি.,
১.৫ ১৮৩০ খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ লুই-এর বিরুদ্ধে —
(a)কৃষক,
(b) জুলাই,
(c)ফেব্রুয়ারি,
(d) আগস্ট।
উত্তর:(b) জুলাই
১.৬ ফরাসি দেশ নয়, ফরাসি জাতির রাজা হলেন
(a) লুই ফিলিপ,
(b) মেটারনিক,
(c) ষোড়শ লুই,
(d) নেপোলিয়ন।
উত্তর:(a) লুই ফিলিপ,
১.৭ ভিক্টোর হুগোর প্রথম নাটক 'হারনানি' রচিত হয় —
(a) ১৮৩০ খ্রি..
(c) (c) বালজাকের সময়,
(b) রোমান্টিসিজমের যুগে,
(d) ১৮৪৮ খ্রি.।
উত্তর:(a) ১৮৩০ খ্রি..
১.৮ ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র' প্রতিষ্ঠিত হয় - — বিপ্লবের দ্বারা।
(a) ফরাসি,
(b) জুলাই,
(c) ফেব্রুয়ারি,
(d) অক্টোবর।
উত্তর:(c) ফেব্রুয়ারি,
১.৯ ‘রিসঅর্জিমেন্টো' পত্রিকার সম্পাদক কে ছিলেন?-
(a) ম্যাৎসিনি,
(b) ক্যাভুর,
(c) গ্যারিবল্ডি,
(d) মুসোলিনি।
উত্তর:(b) ক্যাভুর,
১.১০ ইয়ং হিটালি দল' কবে প্রতিষ্ঠিত হয়েছিল?-
(a) ১৮২৮ খ্রি.,
(b) ১৮২৯ খ্রি..
(c) ১৮৩০ খ্রি..
(d) ১৮৩১ খ্রি.।
উত্তর:(d) ১৮৩১ খ্রি.।
বিভাগ-খ
A. একটি বাক্যে উত্তর দাও :
১। জাতিরাষ্ট্র কী?
উত্তর:যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ভাষা, ধর্ম ও অন্যান্য সাধারণ কিছু ঐক্যের বিষয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে তখন তাকে জাতি-রাষ্ট্র বলে।
২। বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও।
উত্তর:যুগোশ্লাভিয়া একটি বহুজাতিক রাষ্ট্র ছিল।
৩। স্ট্যাটাস কুয়ো' বা ‘স্থিতাবস্থা নীতি' কী?
উত্তর:মেটারনিখ ছিলেন রাজতন্ত্রের উগ্র সমর্থক। তিনি ছিলেন গণতন্ত্র তথা বিপ্লববিরোধী। তিনি কোনো পরিবর্তনের পক্ষে ছিলেন না। সেজন্য ইউরোপীয় রাজাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘শাসন করুন, পরিবর্তন করবেন না'। ঐতিহাসিক ডেভিড টমসন মেটারনিখের এই রক্ষণশীল নীতিকেই স্থিতাবস্থাবাদ বলে উল্লেখ করেছেন।
৪। ভিয়েনা সম্মেলনের মধ্যমণি' কাকে বলে?
উত্তর:অস্ট্রিয়া, প্রাশিয়া রাশিয়া ও ইংল্যান্ড ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন।
৫। মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কী?
উত্তর:যৌবনশক্তিতে ক্রমোন্নত ইউরোপে মেটারনিক এক জীর্ণ-শীর্ণ ও বার্ধক্যদশাগ্রস্ত ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে ভুল করেছিলেন।
৬। ‘ব্রেড অর লেড' স্লোগানটি কোন বিপ্লবের সময়কার?
উত্তর:‘ব্রেড অর লেড' স্লোগানটি ফেব্রুয়ারি বিপ্লব বিপ্লবের সময়কার।
৭। কোন্ বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন' হয়েছিল?
উত্তর: জুলাই বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন' হয়েছিল
৮। রিসঅর্জিমেন্টো কথার অর্থ কী?
উত্তর:রিসঅর্জিমেন্টো কথার অর্থ পুনর্জন্ম বা পুনরুত্থান বা পুনর্জাগরণ।
৯। ‘ইয়ং ইটালি' দলের লক্ষ্য কী?
উত্তর: অস্ট্রিয়াকে বিনাশ করা হলো ‘ইয়ং ইটালি' দলের লক্ষ্য।
১০। কাদের মধ্যে প্লোম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লোম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
১১। গ্যারিবল্ডি ইটালির কোন্ অংশ ঐক্যবদ্ধ করেন?
উত্তর:গ্যারিবল্ডি ইটালির নেপলস অংশ ঐক্যবদ্ধ করেন
১২। মেটারনিকের ‘কার্লসবার্ড ডিক্রি' ঘোষণার কারণ কী?
উত্তর:"‘কার্লসবার্ড ডিগ্রি" জারি করে জার্মানির সব বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীন চিন্তায় বাধা সৃষ্টি করা হয়।
১৩। ‘ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট' কী?
উত্তর:উৎসাহী জার্মানবাসী সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত ৫৮৯ জন প্রতিনিধি নিয়ে ফ্রাঙ্কফোট শহরে একটি সভা গঠন করেন (ফেব্রুয়ারি ১৮৬৮)। এটি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত।
১৪। 'কুলটুর ক্যাম্প' কথার অর্থ কী?
উত্তর:'কুলটুর ক্যাম্প' কথার অর্থ সভ্যতার জন্য সংগ্রাম।
১৫। ইউরোপের রুগ্ণ মানুষ' কোন্ দেশকে বলে ?
উত্তর: তুরস্ককে ইউরোপের রুগণ মানুষ' দেশকে বলে।
১৬। ‘বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা' কাকে বলে?
উত্তর: দ্বিতীয় আলেকজান্ডারকে ‘বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা' বলে।
১৭। ‘রাশিয়ার মুক্তিদাতা জার' কে ?
উত্তর:দ্বিতীয় আলেকজান্ডারকে ‘রাশিয়ার মুক্তিদাতা জার' বলে।
B. সত্য বা মিথ্যা নিরুপণ করো :
(১) মেটারনিক অস্ট্রিয়ার এক রক্ষণশীল শাসন ছিলেন।
উত্তর:সত্য
(২) ভিয়েনা সম্মেলনে মূল নীতি হল নেপোলিয়নের আদর্শ অনুসরণ।
উত্তর:মিথ্যা
(৩) বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হত।
উত্তর:সত্য
(৪) ইয়ং ইতালি দল গঠন করেন ক্যাভুর।
উত্তর:মিথ্যা
C. শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তরটি বেছে নিয়ে
(১) — একটি বহুজাতিক রাষ্ট্র (যুগোস্লাভিয়া / গ্রীস / রাশিয়া)।
উত্তর:যুগোস্লাভিয়া
(২) ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হল – (রাজতন্ত্র / গণতন্ত্র /সমাজতন্ত্র) পুনঃপ্রতিষ্ঠা করা।
উত্তর:রাজতন্ত্র
(৩) ট্রপো ঘোষণা'র মূল লক্ষ্য হল (অরাজকতা/দাঙ্গা/বিপ্লব) দর্শন করা।
উত্তর:বিপ্লব
(৪) রিসর্জিমেন্টো কথার অর্থ হল (মানবতাবাদ/উপযোগবাদ / নবজাগরণ)।
উত্তর:নবজাগরণ।
D. স্তম্ভ মেলাও
প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
(ক) স্থিতাবস্থা নীতি (i) হল্যান্ড
(খ) অরেঞ্জ বংশ (ii)অস্ট্রিয়া
(গ) দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়ম (iii) প্রাশিয়া
(ঘ) মেটারনিক (iv)ট্রাপো ঘোষণা
উত্তর:
প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
(ক) স্থিতাবস্থা নীতি (iv)ট্রপো ঘোষণা
(খ) অরেঞ্জ বংশ (i) হল্যান্ড
(গ) দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়ম (iii) প্রাশিয়া
(ঘ) মেটারনিক (ii)অস্ট্রিয়া
E. নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো :
১. বিবৃতি : নেপোলিয়নের পতনের ঠিক পরেই ভিয়েনা সম্মেলন আহ্বান করা হয়েছিল।
ব্যাখ্যা ১: নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে যে পরিবর্তন করেছিলেন তা ঠিক করা।
ব্যাখ্যা ২: নেপোলিয়নের বংশধরদের উত্থান রদ করা।
ব্যাখ্যা ৩ : ইউরোপে নোপোলিয়ন-পূর্ব অবস্থা ফিরিয়ে আনা।
উত্তর: ব্যাখ্যা ৩ : ইউরোপে নোপোলিয়ন-পূর্ব অবস্থা ফিরিয়ে আনা।
২. বিবৃতি : ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা।
ব্যাখ্যা ১: এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যা সৃষ্টি হয়। ব্যাখ্যা ২: এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে।
ব্যাখ্যা ৩:ইউরোপের বহুদেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।
উত্তর: ব্যাখ্যা ৩:ইউরোপের বহুদেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।
বিভাগ-গ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (S.A) প্রশ্ন (প্রতিটি দু- তিনটি বাক্যে লেখো) : [প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর]
১। মেটারনিক ব্যবস্থা কাকে বলে?
উত্তর:অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তাঁর নিরঙ্কুশ প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। এই আদর্শগুলিকে বাস্তবে রূপায়িত করার জন্য তিনি যে দমনমূলক নীতি গ্রহণ করেন তা 'মেটারনিখ ব্যবস্থা' বা 'মেটারনিথ সিস্টেম' নামে পরিচিত।
২। ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কী কী?
উত্তর:(১) ন্যায় ও সততার ভিত্তিতে ইউরোপের পুনারিন, পুনর্বণ্টন, পূর্ববর্তী রাজনৈতিক জীবনে পুনরুজ্জীবন স্থায়ী শান্তি স্থাপনই ছিল ভিয়েনা অধিবেশনের উদ্দেশ্য। (২) আদর্শের বুলি যতই উচ্চারণ করুক না, বর তাঁরা ফরাসি বিপ্লবপ্রসূত জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারার অবসান ঘটিয়ে পুরোনো রাজতান্ত্রিক রীতিন স্বমহিমায় পুনঃপ্রবর্তন করতে চেয়েছিলেন। (৩)সুবর্ণ যুগ সৃষ্টির কথা বললেও বাস্তবে তা করেনি।
৩। ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি কী কী?
উত্তর:ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি : (১) ন্যায্য অধিকার নীতি (Principle of Legitimacy), (২) ক্ষতিপূরণ নীতি (Principle of Compensation) এবং (৩) শক্তি সাম্য নীতি (Principle of Balance of Power)
৪। 'ন্যায্য অধিকার নীতি' বলতে কী বোঝ?
উত্তর:
ন্যায্য অধিকার নীতি : ‘ন্যায্য অধিকার নীতি' বলতে বোঝায় নেপোলিয়নের আবির্ভাবের পূর্বে ইউরোপের যেখানে যে রাজবংশ রাজত্ব করছিল তা পুনরায় ফিরিয়ে আনা। প্যারিসের দ্বিতীয় চুক্তি (১৮১৫, নভেম্বর) অনুসারে ফ্রান্সে বুরবো রাজবংশ ক্ষমতায় ফেরে। রক্ষণশীলতার পূজারি মেটারনিক এই উদ্দেশ্য সফল করতে ন্যায্য অধিকার নীতির সঠিক প্রয়োগ করতে চেয়েছিলেন।
৫। ক্ষতিপূরণ নীতি কী?
উত্তর:ক্ষতিপূরণ নীতি : ভিয়েনা সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতি হল ক্ষতিপুরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকায় যেসব দেশের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল, তাদের ক্ষতিপূরণের জন্য প্রাশিয়াকে স্যাক্সনির ভাগ, ওয়েস্টফালিয়া, রাইন অঞ্চল ও পোল্যান্ডের ভাগ দেওয়া হয়। অস্ট্রিয়া ক্ষতিপূরণ হিসাবে উত্তর ইটালির ভেনিসিয়া ও লম্বার্ডি, টাইরল, অ্যাড্রিয়াটিক সাগরের ইলিরিয়া ও সালজবার্গ প্রদেশ পায়।
৬। শক্তিসাম্য নীতি কাকে বলে?
উত্তর:শক্তিসাম্য নীতি : ভিয়েনা কংগ্রেসের গৃহীত তৃতীয় পদক্ষেপ হল শক্তিসাম্য নীতি। ইউরোপের ভবিষ্যৎ শান্তি স্থাপন ও ফ্রান্সকে দুর্বল করাই ছিল শক্তিসাম্য নীতির মূল উদ্দেশ্য। ফ্রান্সের সঙ্গে শক্তির সমতা রক্ষা করে চলতে গিয়ে মিত্রশক্তি ফ্রান্সের চারদিকে একটি নিরাপত্তা বলয় তৈরি হয়েছিল।
৭। টীকা-শক্তি সমবায়।
উত্তর:শক্তি সমবায় : ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত কার্যকর করতে বৃহত্তর দেশগুলি ইউরোপীয় শক্তিসমবায়' ('Concert of Europe') গঠন করে। এর উদ্যোগে আইলাস্যাপেল (১৮১৮), ট্রপো (১৮২০), লাইব্যাক (১৮২১) ও ভেরোনা (১৮২২)-তে শক্তিসমবায়ের অধিবেশন বসে। এইসব অধিবেশনের দ্বারা মেটারনিক ব্যবস্থাকে ইউরোপে প্রয়োগের ব্যবস্থা হয়।
৮। কাদের মধ্যে কবে ‘ভিল্লাফ্রাঙ্কার সন্ধি' হয়েছিল ?
উত্তর:তৃতীয় নেপোলিয়ন ক্যাভুরের সঙ্গে কোনো আলোচনা না করেই ‘ভিল্লাফ্রাঙ্কার সন্ধি’ (জুলাই, ১৮৫৯) স্বাক্ষর করেন।
৯। প্যারিসকে বিপ্লবের 'জননী' বলে কেন?
উত্তর: ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সূচনার কেন্দ্রস্থল ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। এই কারণে অধ্যাপক টেলর প্যারিসকে বিপ্লবের জননী বলে আখ্যায়িত করেছেন। কেন্দ্রস্থল প্যারিস থেকে বিপ্লব গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে।
১০। রিসঅর্জিমেন্টোর দুটি দিক উল্লেখ করো।
উত্তর:রিসর্জিমেন্টো আন্দোলনের শেষ তলদেশ হল এক দৃঢ় নৈতিকতা ও মূল্যবোধের ধারণা, (খ) এই আন্দোলনের মূলভিত্তি হল মুক্ত ও ঐক্যবদ্ধ ইটালি, (গ) রোমান্টিক আন্দোলন থেকে রিসর্জিমেন্টো শক্তি ও সতেজতা পেয়েছে, (ঘ) এটা ইতালীয়দের অতীতের গৌরব ও মর্যাদা রক্ষা করে চলেছিল
১১। কবে কাদের মধ্যে ‘প্লোম্বিয়ার্সের চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে জুলাই মাসে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ন “প্লোম্বিয়ারের গোপন চুক্তি” স্বাক্ষর করেন।
১২। কোন্ তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল?
উত্তর:(ক) ডেনমার্কের যুদ্ধ, (খ) অস্ট্রো-প্রাশিয়ার যুদ্ধ, (গ) ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধ এই তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল
১৩। বলকান জাতীয়তাবাদ কাকে বলে?
উত্তর:'বলকান' শব্দের আক্ষরিক অর্থ পর্বত'। দানিয়ুব ও ইজিয়ান সাগরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত ছিল। গ্রিক, সার্ব, রোমানিয়ান প্রভৃতি বহু ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষের বাস ছিল এই অঞ্চলে। ফরাসি বিপ্লবপ্রসূত জাতীয়তাবাদী ভাবধারা বলকান জাতিগুলিকে প্রভাবিত করে। বলকান স্বাধীনতাকামী মানুষ জাতীয়তাবোধে উৎসাহিত হয়ে গ্রিস, সার্বিয়া, মোলদাভিয়া, মন্টিনিগ্রো প্রভৃতি অঞ্চলে জাতীয় আন্দোলন শুরু করে। এই ঘটনাকে 'প্যান স্লাভ আন্দোলন' বা 'বলকান জাতীয়তাবাদ' বলে অভিহিত করা হয়।
১৪। ‘কুজুক কাইনারজির চুক্তি' কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:১৭৭৪ খ্রিস্টাব্দে রাশিয়া ও তুরস্কের মধ্যে ‘কুসুক-কাইনারজির' (Kutchuk-Kainardji রুশ-তুর্কি) চুক্তি' হয়েছিল।
১৫। দ্বিতীয় আলেকজান্ডারকে কেন ‘মুক্তিদাতা জার' বলে?
উত্তর:১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি 'ভূমিদাসদের মুক্তির ঘোষণা' দ্বারা দ্বিতীয় আলেকজান্ডার সমগ্র রাশিয়া থেকে ভূমিদাস প্রথার আইনত উচ্ছেদ ঘটান। ঐতিহাসিক গাসেড, নাউমোভ ও পেত্রোভিক বলেন ভূমিদাস প্রথা এই সময় অলাভজনক ছিল বলে তিনি এই প্রথার অবসান ঘটান। কিন্তু ঐতিহাসিক ই. লিপসন 'মুক্তিদাতা জার' দ্বিতীয় আলেকজান্ডারকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
আরো পড়তে পারেন: 1.প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী
2. দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ