Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।
পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনী
[ বিভাগ ‘ক’]
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :
১. সঠিক উত্তরটি লেখো : (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
১.১ রাশিয়ায় প্রথম কে জার উপাধি নেন?–
(a) মিখাইল,
(b) চতুর্থ আইভান,
(c) পিটার দ্য গ্রেট,
(d) দ্বিতীয় নিকোলাস ।
উত্তর: (b) চতুর্থ আইভান,
১.২ কোন্ আন্দোলনকে রুশ নবজাগরণের ‘শুকতারা’ বলে?
(a) ডেমোক্রিস্ট,
(b) বলশেভিক,
(c) নিহিলিস্ট,
(d) মেনশেভিক।
উত্তর:(a) ডেমোক্রিস্ট,
১.৩ ‘রুশিকরণ নীতি’ কে প্রথম গ্রহণ করেন?—
(a) প্রথম নিকোলাস,
(b) দ্বিতীয় আলেকজান্ডার,
(c) তৃতীয় আলেকজান্ডার,
(d) দ্বিতীয় নিকোলাস।
উত্তর:(c) তৃতীয় আলেকজান্ডার,
১.৪ ‘রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র কোনটি?-
(a) ইস্ক্রা,
c) ডুমা,
(b) প্রাভদা,
(d) কমিউনিস্ট
উত্তর:(a) ইস্ক্রা,
১.৫ ‘ইউ-বোট' আসলে কী জিনিস? —
(a) যুদ্ধজাহাজ,
(b) মালবাহী জাহাজ,
(c) বড়ো নৌকা,
(d) মাছ ধরার ট্রলার।
উত্তর:(a) যুদ্ধজাহাজ,
১.৬ শূন্যস্থান পূরণ করো : ‘লিগ অব নেশনস'-এর প্রতিষ্ঠাতা_______
(a) হাডসন,
(b) জনসন,
(c) ব্রানসন,
(d) উইলসন।
উত্তর:(d) উইলসন।
১.৭ প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত হয় চুক্তি।—
(a) পাঁচটি,
(b) ছয়টি,
(c) আটটি
(d) দশটি।
উত্তর:(a) পাঁচটি,
১.৮ ‘ডাওয়েস কমিটি' গঠিত হয়
(a) ১৯২৩ খ্রি.,
(b) ১৯২৪ খ্রি.,
(c) ১৯২৫ খ্রি.,
(d) ১৯২৬ খ্রি.।
উত্তর:(b) ১৯২৪ খ্রি.,
১.৯ রুজভেল্টের ‘নতুন অর্থনীতি' (New Deal) প্রবর্তিত হয়—
(a) ১৯৩৩ খ্রি..
(b) ১৯৩২ খ্রি..
(c) ১৯৩১ খ্রি..
(d) ১৯৩০ খ্রি.।
উত্তর:(a) ১৯৩৩ খ্রি.
১.১০ ফ্রান্স ও জার্মানির তিক্ততার অবসানে _____ চুক্তি।
(a) ভার্সাই,
(b) লোকার্নো,
(c) কেলোগ-ব্রিয়াঁ,
(d) ব্রেস্টলিটেভিস্ক ।
উত্তর:(b) লোকার্নো,
১.১১ রাষ্ট্রপতি হুভার ক্ষতিপূরণে স্থগিতাদেশ দেন কোন্ দেশকে?—
(a) জার্মানি,
(b) ফ্রান্স,
(c) ইংল্যান্ড,
(d) রাশিয়া।
উত্তর:(a) জার্মানি,
১.১২ ‘ইল-দুচে’ কার উপাধি?—
(a) তেজো,
(b) মুসোলিনি,
(c) হিটলার,
(d) ফ্রাঙ্কো।
উত্তর:(b) মুসোলিনি,
১.১৩ কে নিজেকে ‘ফুয়েরার’ বলে প্রচার করেন?—
(a) হিটলার,
(b) মুসোলিনি,
(c) চার্চিল,
(d) দালাদিয়ের।
উত্তর:(a) হিটলার,
[বিভাগ ‘খ’]
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন :
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
A. একটি বাক্যে উত্তর দাও :
১। জারতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:জারতন্ত্রের প্রতিষ্ঠাতা চতুর্থ আইভান,
২। কবে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে?
উত্তর:১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে।
৩। কোন্ জারের আমলে ডেমোক্রিস্ট আন্দোলন হয়েছিল?
উত্তর: প্রথম নিকোলাসের আমলে ডেমোক্রিস্ট আন্দোলন হয়েছিল
৪। রাশিয়ার ‘ভূমিদাস উচ্ছেদ আইন’ কবে পাশ হয়?
উত্তর:১৮৮১ খ্রিস্টাব্দে রাশিয়ার ‘ভূমিদাস উচ্ছেদ আইন’ পাশ হয়।
৫। ‘RSDWP’ কথাটির অর্থ কী?
উত্তর:‘RSDWP’ কথাটির অর্থ রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টি' (RSDWP)
৬। রাশিয়ায় সংখ্যালঘু দলটির নাম কী?
উত্তর:রাশিয়ায় সংখ্যালঘু দলটির নাম ‘মেনশেভিক দল'
৭। রুশ পার্লামেন্টের নাম কী?
উত্তর:রুশ পার্লামেন্টের নাম ‘ডুমার’
৮। রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো।
উত্তর:রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম লিও টলস্টয়
৯। U.S.S.R কথাটির পুরো নাম কী?
উত্তর:সামন্ততান্ত্রিক রাশিয়া ইউনিয়ন অফ সোভিয়েত সোস্যালিস্ট রিপাবলিক' (U.S.S.R.) নামে পরিচিত।
১০। কোন্ ভারতীয় প্রথম ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনালে' নির্বাচিত হয়েছিলেন?
উত্তর:মানবেন্দ্র নাথ রায় (এম. এন. রায়) প্রথম ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনালে' নির্বাচিত হয়েছিলেন।
১১। ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:ফ্রেডারিক ইবার্ট ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
১২। কবে ‘ত্রিশক্তি আঁতাত' গঠিত হয়েছিল?
উত্তর:১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া গঠন করে ‘ত্রিশক্তি আঁতাত’।
১৩। প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত একটি নতুন রাষ্ট্রের নাম বলো।
উত্তর:প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত একটি নতুন রাষ্ট্রের নাম পোল্যান্ড
১৪। ‘ইয়ং কমিটির সুপারিশে কী বলা হয়েছিল?
উত্তর:ইয়ং কমিটির সুপারিশে জার্মানিকে ৮৩২,৫০০,০০০ ডলার ঋণ দেবার কথাও বলা হয়।
১৫। ‘কালো বৃহস্পতিবার’ কাকে বলে?
উত্তর:১৯২৯-এর ধস মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কৃষি ও শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছিল। ১৯২৯-এর ২৪ অক্টোবর ওয়াল স্ট্রিটে এই ধসের প্রভাব পড়ে। যা 'কালো বৃহস্পতিবার' নামে পরিচিত।
১৬। “নিউ ডিল’ কে প্রবর্তন করেন?
উত্তর:রুজভেল্ট ''নিউ ডিল’' প্রবর্তন করেন
১৭ জার্মান কমিউনিস্ট পার্টির নাম কী?
উত্তর:জার্মান কমিউনিস্ট পার্টির নাম 'ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি'
১৮। ‘ফ্যাসিস্ট' কথার অর্থ কী?
উত্তর:‘ফ্যাসেস' শব্দের অর্থ হল শক্তি।
১৯। নাৎসি পার্টির পুরো নাম কী?
উত্তর:নাৎসি পার্টির পুরো নাম 'ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি'
২০। ‘লেবেনস্রাউম' কথার অর্থ কী?
উত্তর:‘লেবেনস্রাউম' কথার অর্থ জার্মানদের জন্য আরও অধিক বাসভূমি প্রয়োজন।
সত্য বা মিথ্যা নিরুপণ করো :
(১) রাশিয়ার প্রথম জার হলেন চতুর্থ আইভান।
উত্তর:সত্য
(২) জার তৃতীয় আলেকজাণ্ডার ‘রুশীকরণ নীতি’র বিরোধিতা করেছিলেন।
উত্তর:মিথ্যা
(৩) রাশিয়া ও জার্মানি ব্রেস্টলিটোভস্কের সন্ধি (১৯১৮) স্বাক্ষর করেছিল।
উত্তর:সত্য
(৪) ফ্রান্স ত্রিশক্তি আঁতাতের অন্যতম শক্তি ছিল।
উত্তর:সত্য
C. শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দটি বেছে নিয়ে:
(১) ডেকাব্রিস্ট আন্দোলন ১৮২৫ খ্রি: মাসে (জুন/জুলাই/ডিসেম্বর)।
উত্তর:ডিসেম্বর
(২) ভূমিদাস প্রথার বিলোপ ঘটান জার দ্বিতীয় — (নিকোলাস/আলেকজাণ্ডার/নেপোলিয়ন)।
উত্তর:আলেকজাণ্ডার
(৩) বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন (স্ট্যালিন/লেনিন/ কেরেনেস্কি)।
উত্তর:লেনিন
(৪) — সন্ধির মধ্যে (প্যারিস/ভার্সাই/টিলজিট) - দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল।
উত্তর:ভার্সাই
D. স্তম্ভ মেলাও :
‘অ’ ‘আ’
(১) হিটলার ( A )স্পেন
(২) মুসোলিনি (B)জাপান
(৩) জেনারেল ফ্রাঙ্কো (C)জার্মানি
(৪) হিদেকি তোজো (D) ইতালি
উত্তর:
‘অ’ ‘আ’
(১) হিটলার (C)জার্মানি
(২) মুসোলিনি (D) ইতালি
(৩) জেনারেল ফ্রাঙ্কো ( A )স্পেন
(৪) হিদেকি তোজো (B)জাপান
‘অ’ ‘আ’
(১) জার (A)হিটলার
(২) ফুয়েরার (B)আলেকজাণ্ডার
(৩) ইল দ্যুচে (C)ফ্রাঙ্কো
(৪) কর্ডিলো (D) মুসোলিনি
উত্তর:
‘অ’ ‘আ’
(১) জার (B)আলেকজাণ্ডার
(২) ফুয়েরার (A)হিটলার
(৩) ইল দ্যুচে (D) মুসোলিনি
(৪) কর্ডিলো (C)ফ্রাঙ্কো
E. নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো :
১. বিবৃতি : ভূমিদাস উচ্ছেদ আইন (১৮৬১) রাশিয়ার এক ঐতিহাসিক ঘটনা।
ব্যাখ্যা ১: কারণ এর ফলে রাশিয়ায় শিল্পবিপ্লব শুরু হয়।
ব্যাখ্যা ২: কারণ এই আইন ভূমিদাসদের মুক্তি দিয়ে রাশিয়ার সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছিল।
ব্যাখ্যা ৩ : কারণ এই আইনবলে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল।
উত্তর:ব্যাখ্যা ২: কারণ এই আইন ভূমিদাসদের মুক্তি দিয়ে রাশিয়ার সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছিল।
২. বিবৃতি : মহামন্দার কারণে অর্থ সংকট তীব্র আকার নিয়ে ছিল।
ব্যাখ্যা ১: শেয়ার বাজারে ধ্বস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায়।
ব্যাখ্যা ২: আমদানী-রপ্তানী বাণিজ্য মার খাওয়ার জন্য সংকট নামে।
ব্যাখ্যা ৩: দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্প-বাণিজ্যে সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা অনিবার্য হয়ে ওঠে।
উত্তর:ব্যাখ্যা ৩: দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্প-বাণিজ্যে সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা অনিবার্য হয়ে ওঠে।
[বিভাগ-গ]
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SA) প্রশ্ন (দু-তিনটি বাক্যে লেখো) :
[প্রতিটি প্রশ্নের মান : ২ নম্বর]
১। ‘জারতন্ত্র’ বলতে কী বোঝ?
উত্তর: রাশিয়ায় প্রায় ১০২ বছর ধরে জার বা সম্রাট শাসনকার্য চালাতে গিয়ে নিজেদের মতো করে যেসব স্বৈর নিয়ম, নীতি, আইনকানুন তৈরি করেছিলেন। তাকে বলে 'জারতন্ত্র'।
২। প্রথম নিকোলাসের গৃহীত তিনটি নীতি।
উত্তর:(১) জাতীয়তাবাদীদের উদ্যোগে গঠিত বেশ কয়েকটি গুপ্ত সমিতি কৃষক আন্দোলনে প্রচ্ছন্ন মদত দিয়েছিল। (২) ১৮১৮ থেকে ১৮২০ খ্রিস্টাব্দের মধ্যে রাশিয়ার ডন নামক স্থানে কৃষক বিদ্রোহ হয়। (৩) ১৮১৬ খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গে ইউনিয়ন অব স্যালভেশন' নামে একটি গুপ্ত সমিতি গঠিত হয়।
৩। দ্বিতীয় আলেকজান্ডার এত স্মরণীয় কেন ?
উত্তর:দ্বিতীয় আলেকজান্ডার নির্দেশে ১৮৫৮ খ্রিস্টাব্দে। লিথুয়ানিয়ার ভূমিদাসাদের প্রথম মুক্তি দেওয়া হয়। তিনি ১৮৮১ খ্রি. 'ভূমিদাস উচ্ছেদ' আইন পাশ করে মুক্তিদাতা তারা উপাধি পান। এইজন্য দ্বিতীয় আলেকজান্ডার এত স্মরণীয় ।
৪। ‘রুশীকরণ নীতি’ কী?
উত্তর:রুশীকরণ নীতি : জার শাসনাধীন রাশিয়া ছিল 'বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার'। এখানে পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, বাইলো-রুশ, জর্জীয়, আর্মেনীয় প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করত। তাদের নিজস্ব ভাষা, বৃষ্টি ও সংস্কৃতি ছিল। ১৯০৫ খ্রিস্টাব্দের পর জার সরকার এই অঞ্চলের প্রচুর জমি অধিগ্রহণ করে, অ-রুশ জাতিগুলির ওপর তিনগুণ বেশি কর আরোপ করে এবং তাদের ওপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়।
৫। কে কবে ‘বলশেভিক দল' প্রতিষ্ঠা করেছিল?
উত্তর:লেনিন ১৯০৩ খ্রিস্টাব্দে ‘বলশেভিক দল' প্রতিষ্ঠা করেছিল।
৬। লালফৌজ কী?
উত্তর: গৃহযুদ্ধের প্রধান দুই বিবদমান পক্ষ হল— প্রতিবিপ্লবী সেনাবাহিনী বা ‘শ্বেতসেনা” এবং কমিউনিস্ট সেনাবাহিনী বা 'লাল ফৌজ'।
৭। ব্রেস্টলিটোভস্কের সন্ধির শর্ত কী?
উত্তর:(১৯১৭ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে 'ব্রেস্টলিটভস্কের সন্ধি' দ্বারা রাশিয়া যুদ্ধ ত্যাগ করলে ইঙ্গ-ফরাসি বাহিনী সংকটে পড়ে।
৮। কবে কাদের মধ্যে ‘ত্রিশক্তি চুক্তি' স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি ও অস্ট্রিয়া গঠন করে 'ত্রিশক্তি মৈত্রী চুক্তি' এবং ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া গঠন করে ‘ত্রিশক্তি আঁতাত'।
৯। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের দুটি কারণ লেখো।
উত্তর: মিত্রশক্তির জয়লাভের নানা কারণ আপাতদৃষ্টিতে আমরা দেখতে পাই। প্রথমত, জার্মান সেনাবাহিনী আক্রমণাত্মক যুদ্ধে দক্ষ হলেও আত্মরক্ষামূলক যুদ্ধে ততটা অভ্যস্ত ছিল না। দ্বিতীয়ত, স্বল্পস্থায়ী যুদ্ধে জার্মানি বেশি সুবিধা করতে পারত। কিন্তু বিশ্বযুদ্ধের মতো এত দীর্ঘস্থায়ী চার বছরের বেশি কাল যুদ্ধ পরিচালনার জন্য যে অস্ত্রশস্ত্র ও রসদ প্রয়োজন তার ব্যবস্থা জার্মানির ছিল না।
১০। কে কবে ‘লিগ অব নেশনস' প্রতিষ্ঠা করেছিল?
উত্তর:মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল 'লিগ অফ নেশনস'-এর প্রতিষ্ঠা করেছিল।
১১। আর্থিক মহামন্দা কী?
উত্তর:প্রথম বিশ্বযুদ্ধে বিকান্তে ইউরোপের প্রতিটি দেশের কাছে 'মহামন্দার' (১৯২৯-১৯৩৩) অশুভ বার্তা বয়ে এনেছিল। মহামন্দার জন্য ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি দেশে শুল্ক সংরক্ষণ নীতি' গৃহীত হয়। ইংল্যান্ডে স্বর্ণমান কমে যাওয়ায় পাউন্ডের দামও কমে যায়। মোট কথা বেকার সমস্যা, শ্রমিক ছাঁটাই, ক্রয়ক্ষমতা হ্রাস ইত্যাদি কারণে মহামন্দার যুগে আর্থিক সংকট তীব্র রূপ ধারণ করে।
১২। স্পেনের গৃহযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর:১৯৩৬ খ্রিস্টাব্দে জেনারেল ফ্রাঙ্কোর সাথে পপুলার ফ্রন্ট সরকারের স্পেনের গৃহযুদ্ধে (১৯৩৬-১৯৩৯) মধ্যে হয়েছিল।
১৩। জেনারেল ফ্রাঙ্কো এত বিখ্যাত কেন?
উত্তর: স্পেনের গৃহযুদ্ধে (১৯৩৬-১৯৩৯) প্রজাতান্ত্রিক সরকারের প্রধান ম্যানুয়েল আজানার পতন ঘটে এবং ফ্যাসিস্ট নেতা জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করেন হিটলার ও মুসোলিনির সহযোগিতায়। এই জয়লাভের জন্য জেনারেল ফ্রাঙ্কো এত বিখ্যাত।
১৪। স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব লেখো।
উত্তর: স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব : ১৯৩৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল ফ্রাঙ্কো জয়লাভ করে। স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে এই গৃহযুদ্ধে ১০,০০,০০০ স্পেনীয় সেনা মারা যায় এবং অনেকে দেশ ত্যাগ করেন। ঐতিহাসিক ডেভিড টমসন বলেন, 'এই যুদ্ধে প্রকৃতপক্ষে ফ্রাঙ্কো বা মুসোলিনির পরোর জয় হয়নি; একমাত্র হিটলার ছাড়া'
ভালো নাম্বার পেতে আরও পড়তে পারেন
1. নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
2.নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর3. নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
4.নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর