ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য রনজিৎ গরাং এর লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো এই সমস্ত সমাধান বইটি ভালো করে খুঁটিয়ে পড়ে নিচে করে দেয়া হলো।
চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অনুশীলনী । Class 9 Geography chapter 4 exercise
সঠিক উত্তরটি নির্বাচন করো :
প্রশ্নমান-1
১। ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন—
ক) পিঁচো
খ) পার্কার
(গ) হোমস্
(ঘ) কোবার
উত্তর:(গ) হোমস্
২। গিরিজনি আলোড়নের প্রভাবে কোন্ পর্বত গঠিত—
ক) হিমালয়
খ) সাতপুরা
গ) বিন্ধ্য
ঘ) পশ্চিমঘাট
উত্তর:ক) হিমালয়
৩। ভূপৃষ্ঠে গিরিজনি আলোড়ন কাজ করে—
ক)সমান্তরালে
খ) উল্লম্বভাবে
(গ) তির্যকভাবে
(ঘ) নিম্নদিকে
উত্তর:ক)সমান্তরালে
৪। মহিভাবক আলোড়নে শিলায় –
ক) ভাঁজ পড়ে
খ) চ্যুতি সৃষ্টি হয়
গ) উঁচুভূমি ক্ষয় হয়
ঘ) নিম্নভূমি সঞ্চয়ে ভরাট হয়
উত্তর:খ) চ্যুতি সৃষ্টি হয়
৫। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির—
ক) উচ্চতা বাড়ে
খ) উচ্চতা কমে
গ )একই থাকে
ঘ) ভূমি বসে যায়
উত্তর:খ) উচ্চতা কমে
৬। অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হল—
ক)অবরোহণ
খ) আরোহণ
গ) ভূ-আন্দোলন
ঘ) পর্যায়ন
উত্তর:ঘ) পর্যায়ন
৭। কোন্ পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট—
ক) পশ্চিমঘাট
খ) সাতপুরা
গ)হিমালয় পর্বত
ঘ) বিন্ধ্য।
উত্তর:গ)হিমালয় পর্বত
৮। অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হল—
(ক) পর্বতশৃঙ্খল
খ) পর্বতমালা
গ) পর্বত শৈলশিরা
(ঘ) পর্বতগ্রন্থি
উত্তর:(ঘ) পর্বতগ্রন্থি
৯। পৃথিবীর দীর্ঘতম পর্বত হল—
ক) আন্দিজ
খ) হিমালয়
গ) রকি
(ঘ) আল্পস
উত্তর:ক) আন্দিজ
১০। পৃথিবীর উচ্চতম পর্বত হল—
ক) হিমালয়
খ) আন্দিজ
গ) রকি
ঘ) আল্পস
উত্তর:ক) হিমালয়
১১। ভঙ্গিল পর্বতের সাথে কোন্ শব্দটি জড়িত-
ক) মহিভাবক
খ) গিরিজনি
গ) সমস্থিতিক
ঘ) ইউস্ট্যাটিক
উত্তর:খ) গিরিজনি
১২। পাতগাঠনিক তত্ত্বের জনক বলা হয় -
ক) পার্কার
খ) উইলসন
গ) হোমস্
ঘ) পিঁচো-কে
উত্তর:ঘ) পিঁচো-কে
১৩। পাতগুলি সরে যাওয়ার প্রধান কারণ—
ক) সৌরশক্তি
খ) পরিচলন স্রোত
গ) মহিভাবক আলোড়ন
ঘ) গিরিজনি আলোড়ন
উত্তর:খ) পরিচলন স্রোত
১৪। পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা—
ক) ৭টি
খ) ১২টি
গ) ১৮টি
ঘ) ২০টি
উত্তর: ক) ৭টি
১৫। মহাসাগরের নীচে শৈলশিরা গঠিত হয়েছে—
ক )প্রতিসারী
খ)অভিসারী
গ)নিরপেক্ষ
ঘ) অপরিবর্তনশীল পাতসীমানায়
উত্তর:খ)অভিসারী
১৬। পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে—
ক)প্রতিসারী
খ) অভিসারী
গ)নিরপেক্ষ
ঘ) অপরিবর্তনশীল পাতসীমানায়।
উত্তর:খ) অভিসারী
১৭। কোন্ দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি ঘটেছে—
ক) দক্ষিণ আমেরিকা-নাজকা
খ) উত্তর আমেরিকা-প্রশান্ত মহাসাগরীয় গ)আফ্রিকা-ইউরেশিয়া
ঘ) আফ্রিকা-ইন্দোঅস্ট্রেলিয়া
উত্তর:ক) দক্ষিণ আমেরিকা-নাজকা
১৮। কোন্ নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়—
ক) হিমালয়
খ) হিন্দুকুশ
গ) সুলেমান
ঘ) আন্দিজ
উত্তর:ঘ) আন্দিজ
১৯। কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত— ক)অ্যাপেলেসিয়ান
খ) হিন্দুকুশ
গ) হিমালয়
ঘ) আল্পস
উত্তর: ক)অ্যাপেলেসিয়ান
২০। ইউরোপ-এশিয়ার সীমান্তের উরাল পর্বত একটি—
ক) নবীন ভঙ্গিল পর্বত
খ) প্রাচীন ভঙ্গিল পর্বত
গ) আগ্নেয় পর্বত
ঘ) স্তূপ পর্বত
উত্তর:খ) প্রাচীন ভঙ্গিল পর্বত
২১। হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের উত্থানের ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ শব্দটি জড়িত— ক) হার্সিনিয়ান
খ) ক্যালিডোনিয়ান
গ) টার্সিয়ারি
ঘ) জুরাসিক
উত্তর:গ) টার্সিয়ারি
২২। কোন্ পাতসীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি—
ক) ধ্বংসাত্মক
খ) গঠনাত্মক
গ) অপরিবর্তনশীল
ঘ) নিরপেক্ষ।
উত্তর: ক) ধ্বংসাত্মক
২৩। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হল কোনটি—
ক) ভিসুভিয়াস
খ) স্ট্রোম্বলি
গ) এটনা
ঘ) ফুজিয়ামা
উত্তর:খ) স্ট্রোম্বলি
২৪। মায়ানমারের পোপা কি ধরনের আগ্নেয়গিরি-
ক) সবিরাম
খ) অবিরাম
গ) সুপ্ত
ঘ) মৃত
উত্তর:ঘ) মৃত
২৫। কোন্ আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেখলা বলয়ে অবস্থিত—
ক) ফুজিয়ামা
খ) ভিসুভিয়াস
গ) কিলিমাঞ্জারো
ঘ) স্ট্রোম্বলি
উত্তর:ক) ফুজিয়ামা
২৬। ভারতের কোন্ উপত্যকাটি গ্রস্ত উপত্যকা—
ক) মহানদী উপত্যকা
খ) গোদাবরী উপত্যকা
গ) লুনি উপত্যকা
ঘ) নর্মদা উপত্যকা
উত্তর:ঘ) নর্মদা উপত্যকা
২৭। স্তূপ পর্বত উৎপত্তির সাথে কোন্ শব্দটি জড়িত—
ক) মহিভাবক আলোড়ন
খ) গিরিজনি আলোড়ন
গ) সমস্থিতিক আলোড়ন
ঘ) কোনোটিই নয়
উত্তর:ক) মহিভাবক আলোড়ন
২৮। আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল—
ক) স্তূপ পর্বত
খ) হোস্ট
গ) ভঙ্গিল পর্বত
ঘ) আগ্নেয় পর্বত
উত্তর:গ) ভঙ্গিল পর্বত
২৯। নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত—
ক) অ্যাপেলোসিয়ান
খ)উরাল
গ) আরাবল্লী
ঘ) মহাকাল।
উত্তর:ঘ) মহাকাল।
৩০। ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমি হল — ক)লাডাক
খ) ডেকানট্র্যাপ
গ) বুন্দেলখণ্ড
ঘ) বাঘেলখণ্ড
উত্তর:ক)লাডাক
৩১। বিদার অগ্ন্যুদ্গমের সাথে ভারতের কোন্ মালভূমিটি সম্পর্কিত—
ক) ডেকানট্র্যাপ
খ) ছোটোনাগপুর
গ) ময়দান
ঘ) মালনাদ
উত্তর:ক) ডেকানট্র্যাপ
৩২। সমপ্রায়ভূমির অনুচ্চ টিলাগুলি হল -
ক) মোনাডনক
খ) ইনসেলবার্জ
গ) পেডিমেন্ট
ঘ) বাজাদা।
উত্তর:ক) মোনাডনক
৩৩। কোন্ সমভূমিতে লেগুন দেখা যায়—
ক )উপকূল সমভূমি
খ)পাদদেশীয় সমভূমি
গ) পেডিমেন্ট সমভূমি
ঘ) সমপ্রায়ভূমি
উত্তর:ক )উপকূল সমভূমি
৩৪। কোন্ ভূপ্রাকৃতিক অংশে সবচেয়ে বেশি মানুষ বাস করে—
ক) সমভূমি
খ) মালভূমি
গ) পর্বত
ঘ) মরুভূমি
উত্তর:ক) সমভূমি
৩৫। বৃহত্তম পাতটি হল-
ক) প্রশান্ত মহাসাগরীয় পাত
খ) ইউরেশিয়া পাত
গ) আফ্রিকা পাত
ঘ) নাজকা পাত
উত্তর:ক) প্রশান্ত মহাসাগরীয় পাত
৩৬। প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে—
ক) লোয়েস
খ) বাজাদা
গ) সমপ্রায়ভূমি
ঘ) পেডিমেন্ট
উত্তর:খ) বাজাদা
৩৭। পর্বতের পাদদেশের ভূমি হল—
ক) ইনসেলবার্জ
খ) মোনাডনক্
গ) পেডিমেন্ট
ঘ) পিডমন্ড
উত্তর:ঘ) পিডমন্ড
৩৮। টেথিস হল—
ক) ভঙ্গিল পর্বত
খ) পর্বতগ্রন্থি
গ)মহিখাত
ঘ) হটস্পট
উত্তর:গ)মহিখাত
৩৯। পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ড সমভূমি — ক)তরাই ও ডুয়ার্স
খ) রাঢ়
গ) বরেন্দ্রভূমি
ঘ) বদ্বীপ
উত্তর:ক)তরাই ও ডুয়ার্স
৪০। ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি—
ক) ডেকানট্র্যাপ
খ) লাডাক
গ) ছোটোনাগপুর
ঘ) বুন্দেলখণ্ড
উত্তর:ক) ডেকানট্র্যাপ
বাক্যটি ‘সত্য’ হলে ‘ঠিক' এবং 'অসত্য' হলে 'ভুল' লেখো : প্রশ্নমান-1
১। মহিভাবক ও গিরিজনি আলোড়ন একইসাথে কাজ করে।
উত্তর:‘ঠিক'
২। আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নীচু হয়।
উত্তর:'ভুল'
৩। মালভূমির আকৃতি কতকটা টেবিলের মতো।
উত্তর:‘ঠিক'
৪। দুটি পাত যে স্থানে মিলিত হয় তাকে পাতপ্রান্ত বলে।
উত্তর:'ভুল'
৫। পাতগুলি একজায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
উত্তর:'ভুল'
৬। প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাঁজ দেখা যেতে পারে।
উত্তর:‘ঠিক'
৭। জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি।
উত্তর:‘ঠিক'
৮। সকল পার্বত্য অঞ্চলেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে।
উত্তর:'ভুল'
৯। ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তির সাথে গিরিজনি প্রক্রিয়ার সম্পর্ক আছে।
উত্তর:'ভুল'
১০। ডেকানট্র্যাপ মালভূমি লাভা দ্বারা গঠিত।
উত্তর:‘ঠিক'
১১। বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত।
উত্তর:‘ঠিক'
১২। সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক।
উত্তর:‘ঠিক'
১৩। পর্বতে সেচব্যবস্থা উন্নত বলে কৃষি উন্নত।
উত্তর:'ভুল'
১৪। হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চয়ের ফলে।
উত্তর:‘ঠিক'
১৫। নীলনদ সমভূমি প্লাবন সমভূমির উদাহরণ।
উত্তর:‘ঠিক'
১৬। হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে।
উত্তর:‘ঠিক'
১৭। ডেকানট্র্যাপ হল ‘ভারতের খনিজভাণ্ডার’।
উত্তর:'ভুল'
১৮। ডেকানট্র্যাপ মালভূমিতে বেলেপাথরের প্রাধান্য বেশি।
উত্তর:'ভুল'
১৯। পর্বতবেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে গড়ে ওঠে।
উত্তর:‘ঠিক'
২০। “বিদার অগ্ন্যুদ্গম' বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত।
উত্তর:'ভুল'
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : প্রশ্নমান-1
১।__________আলোড়নের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে।
উত্তর: গিরিজনি
২। অবরোহণ প্রক্রিয়া_______ নামেও পরিচিত।
উত্তর: নগ্নীভবন
৩। ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তির প্রধান উৎস হল_________।
উত্তর: সূর্য
৪। খুব উঁচু এবং উপরিভাগ অত্যন্ত অসমতল বিশিষ্ট ভূমিভাগ হল _________।
উত্তর: পর্বত
৫। পৃথিবীর পাতগুলি অর্ধতরল______ এর উপর ভেসে আছে।
উত্তর: ‘অ্যাসথেনোস্ফিয়ার'
৬। পাতগাঠনিক তত্ত্বে ‘পাত’ ও ‘পাতগাঠনিক’ শব্দ দুটি প্রথম ব্যবহার করেন ________।
উত্তর:J.T. Wilson
৭। যখন দুটি পাত পাতসীমানা চ্যুতিরেখা বরাবর পরস্পর বিপরীতে সরে যায় তা হল________।
উত্তর: নিরপেক্ষ পাতসীমানা
৮। বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মহিখাতটি ছিল তার নাম হল_________. ।
উত্তর: টেথিস
৯। আগ্নেয় পর্বত প্রধানত_______ শিলা দিয়ে গঠিত।
উত্তর: ব্যাসল্ট
১০। মালভূমির অপর নাম হল ________।
উত্তর: টেবিলল্যান্ড
১১। পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে _______মহাসাগরের উভয় পাশে।
উত্তর: প্রশান্ত
১২। ক্ষয়জাত পৰ্বত ইউরাল আগে ছিল________ পর্বত।
উত্তর: ভঙ্গিল
১৩। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হল ______।
উত্তর: চিনের তিব্বত মালভূমি
১৪। দুটি সমান্তরাল চুক্তি বসে যাওয়া অংশকে______ বলে।
উত্তর: গ্রাবেন
১৫। ডেকানট্র্যাপ শব্দটি ‘ট্র্যাপ’-এর অর্থ হল_______
উত্তর: সিঁড়ি বা ধাপ
স্তম্ভ মেলাও :
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। লোয়েস সমভূমি (ক) সমপ্রায়ভূমি
২। তুরানের নিম্নভূমি (খ) শিল্ড
৩। মোনাডনক্ (গ) অবনমিত সমভূমি
৪। ইনসেলবার্জ (ঘ) ব্যবচ্ছিন্ন মালভূমি
৫। কানাডা উচ্চভূমি (ঙ) পেডিমেন্ট
৬। ময়দান ও মালনাদ (চ) চিন
উত্তর:
১। লোয়েস সমভূমি (চ) চিন
২। তুরানের নিম্নভূমি (গ) অবনমিত সমভূমি
৩। মোনাডনক্ (ক) সমপ্রায়ভূমি
৪। ইনসেলবার্জ (ঙ) পেডিমেন্ট
৫। কানাডা উচ্চভূমি (খ) শিল্ড
৬। ময়দান ও মালনাদ (ঘ) ব্যবচ্ছিন্ন মালভূমি
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। সান আন্দ্রিয়াস (ক) আগ্নেয়াগার
২। মহিখাত (খ) নিরপেক্ষ পাতসীমানা
৩। ক্রেটার (গ) মালভূমি
৪। গ্রস্ত উপত্যকা (ঘ) পাদদেশীয় সমভূমি
৫। টেবিলল্যান্ড (ঙ) ভঙ্গিল পর্বত
৬। তরাই ও ডুয়ার্স (চ) স্তূপ পর্বত
উত্তর:
১। সান আন্দ্রিয়াস (খ) নিরপেক্ষ পাতসীমানা
২। মহিখাত (ঙ) ভঙ্গিল পর্বত
৩। ক্রেটার (ক) আগ্নেয়গিরি
৪। গ্রস্ত উপত্যকা (চ) স্তূপ পর্বত
৫। টেবিলল্যান্ড (গ) মালভূমি
৬। তরাই ও ডুয়ার্স (ঘ) পাদদেশীয় সমভূমি
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
১। আর্থার হোমস্ (ক) প্লেট বা পাত
২। এল./সি. পিঁচো (খ) মোনাডনক
৩। উইলসন (গ) পরিচলন স্রোত
৪। ওয়েগনার (ঘ) পর্যায়ন
৫। চেম্বারলিন ও সলিসবেরি (ঙ) পাতগাঠনিক
তত্ত্বে জনক
৬। উইলিয়াম মরিস ডেভিস (চ) মহিসঞ্চরণ
উত্তর:
১। আর্থার হোমস্ (গ) পরিচলন স্রোত
২। এল.সি. পিঁচো (ঙ) পাতগাঠনিক
তত্ত্বে জনক
৩। উইলসন (ক) প্লেট বা পাত
৪। ওয়েগনার (চ) মহিসঞ্চরণ
৫। চেম্বারলিন ও সলিসবেরি (ঘ) পর্যায়ন
৬। উইলিয়াম মরিস ডেভিস খ) মোনাডনক
দু-এক কথায় উত্তর দাও :
১। কোন্ প্রকার ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে সমান্তরালে কাজ করে?
উত্তর: গিরিজনি ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে সমান্তরালে কাজ করে।
২। বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
উত্তর:বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি নগ্নীভবন নামে পরিচিত।
৩। পর্যায়ন প্রক্রিয়াটি কোন্ ভূতত্ত্ববিদ প্রথম ব্যবহার করেন?
উত্তর: চেম্বারলিন ও সলিশবেরি পর্যায়ন প্রক্রিয়াটি প্রথম ব্যবহার করেন।
৪। ভূগাঠনিক আলোড়ন কোন কোন্ পদ্ধতিতে কাজ করে?
উত্তর: মহিভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন এই দুটি পদ্ধতিতে ভূগাঠনিক আলোড়ন কাজ করে।
৫। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি এবং এই পর্বতটির বেশিরভাগ অংশ কোন্ দেশে অবস্থিত?
উত্তর:পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হল হিমালয় পর্বত এবং এই পর্বতটির বেশিরভাগ অংশ নেপালে অবস্থিত।
৬। পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা কে প্রথম দেন?
উত্তর:পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা প্রথম দেন আর্থার হোমস ।
৭। পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশে গলে যায় সেই অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর:পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশে গলে যায় সেই অঞ্চল ধ্বংসাত্মক নামে পরিচিত
৮। হিমালয় কোন্ যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত?
উত্তর:হিমালয় টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত।
৯। ভারতের কোন্ অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে?
উত্তর: ভারতের আন্দামানে ব্যারেন ও নারকোন্ডাম নামে দুটি আগ্নেয়গিরি রয়েছে।
১০। ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
উত্তর:ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লাদাখ মালভূমি।
১১। পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি কোনটি?
উত্তর:পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি হল চীনের তিব্বত মালভূমি।
১২। পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত?
উত্তর:পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি ইনসেলবার্জ নামে পরিচিত।
১৩। কোন্ প্রকার ভূ-আলোড়ন উল্লম্বভাবে কাজ করে?
উত্তর: মহিভাবক আলোড়ন লম্বভাবে কাজ করে।
১৪। বহির্জাত শক্তির মূল উৎস কোনটি?
উত্তর: বহির্জাত শক্তির মূল উৎস সূর্য।
১৫। পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম পাত হল প্রশান্ত মহাসাগরীয় পাত।
১৬। দুটি পাতের সীমানা অঞ্চলকে কী বলা হয়?
উত্তর: দুটি পাতের সীমানা অঞ্চলকে পাত সীমান্ত বা পাত সীমানা বলা হয়?
১৭। কোন্ মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে?
উত্তর: টেথিস মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে।
১৮। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর:ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী।
১৯। আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তা কী নামে পরিচিত?
উত্তর:আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তা জ্বালামুখ বা ক্রিটার নামে পরিচিত
২০। একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো।
উত্তর:একটি মৃত আগ্নেয়গিরির নাম মায়ানমারের পোপা।
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : প্রশ্নমান-2
১। ভূগাঠনিক বিপর্যয় কী?
উত্তর:1. ভূগাঠনিক বিপর্যয় (Diastrophism) : সুদীর্ঘকাল ধরে একটু-একটু করে উপরে উঠে বা বসে গিয়ে ভূপৃষ্ঠের পরিবর্তন হল ভূগাঠনিক বিপর্যয়। ভূগাঠনিক বিপর্যয়ের প্রধান প্রক্রিয়া হল (i) ভূগাঠনিক আলোড়ন, (ii) সমস্থিতিক আলোড়ন ও (iii) ইউস্ট্যাটিক আলোড়ন।
২। পরিচলন স্রোত কাকে বলে?
উত্তর:পরিচলন স্রোত : বায়ু বা তরল পদার্থে উয়তার তারতম্যজনিত ঘনত্বের পার্থক্যের ফলে উৎপন্ন স্রোত হল পরিচলন স্রোত। ব্রিটিশ ভূতত্ত্ববিদ আর্থার হোমস্ পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের কথা প্রথম উল্লেখ করেন।
৩। পর্যায়ন প্রক্রিয়া কী?
উত্তর:ভূবহিস্থ শক্তি ভূমিরূপ পরিবর্তনে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন হল ভূবহিস্থ বা বহির্জাত প্রক্রিয়া। একেই পর্যায়ন প্রক্রিয়া (Gradational Process) বলে। পর্যায়ন প্রক্রিয়া হল অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়ার সম্মিলিত কাজের ফল। চেম্বারলিন ও সলিশবেরি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন।
৪। পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
উত্তর:পর্বতের বৈশিষ্ট্য : (I) পর্বতের গড় উচ্চতা হবে
বেশি;
(ii) পর্বতের ভূমিভাগ হবে খুবই বন্ধুর এবং উপরিভাগ হবে অত্যন্ত অসমতল;
(iii) পর্বতে ভূমির ঢাল হবে খাড়া এবং ঢাল কখনো-কখনো৭৫° অতিক্রম করবে;
৫। ‘পাত’ ও ‘অ্যাসথেনোস্ফিয়ার' কী?
উত্তর:পৃথিবীর বাইরের আবরণটা (লিথোস্ফিয়ার) কতকগুলি অনমনীয় (Rigid) ও কঠিন (Solid) খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলি হল পাত। পাতগুলি অর্ধতরল অ্যাসথেনোস্ফিয়ারের' উপর ভেসে রয়েছে এবং পাতগুলি সরে সরে যাচ্ছে। পাতগুলি সরে যাওয়ার কারণেই পৃথিবীর ভূত্বকে নানাপ্রকার পরিবর্তন ঘটছে।
৬। অভিসারী পাতসীমানা কাকে বলে ও উদাহরণ দাও।
উত্তর:যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন তা হল অভিসারী পাতসীমানা। এখানে একটি পাত আর একটি পাতের ভিতরে ঢুকে গিয়ে গলে পাত ধ্বংস হয়। তাই এটি ধ্বংসাত্মক পাত সীমানা। রকি-আন্দিজ পর্বত বরাবর পাতসীমানা এরূপ।
৭। মহিখাত কী?
উত্তর: প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তর বা সংযোগস্থলের অগভীর সমুদ্র সেখান থেকে পলি সঞ্চয়ের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে তা হল মহিখাত। (i) এটি দীর্ঘ অগভীর ও সংকীর্ণ জলভাগ,
৮। ম্যাগমা ও লাভার তফাত কী?
উত্তর:ম্যাগমা লাভা
১/ ভূ-গর্ভে ম্যাগমার ভূপৃষ্ঠের উপরিভাগে
উপস্থিতি। লাভার উপস্থিতি।
২/ ভূ-গর্ভের তরল শিলা ভূ-পৃষ্ঠের তরল ও
হল ম্যাগমা। কঠিনের শিলার মিশ্রন।
৯। ক্রেটার ও ক্যালডেরা কাকে বলে?
উত্তর:আগ্নেয়গিরির যে-পথ দিয়ে লাভা ও অন্যান্য পদার্থ বের হয় তা হল জ্বালামুখ বা ক্রেটার। আগ্নেয়গিরিতে প্রধান জ্বালামুখের সাথে গৌণ জ্বালামুখও থাকে। ক্রেটার বিস্ফোরণে উড়ে গিয়ে সৃষ্ট গর্ত হল ক্যালডেরা।
১০। জীবন্ত ও মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও।
উত্তর:জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ ইটালির স্ট্রোম্বলি, ইকুয়েডরের কটোপক্সি,
ii) মৃত আগ্নেয়গিরির উদাহরণ মায়ানমারের পোপা,
১১। ‘দ্য গ্রেট রিফট ভ্যালি' বলতে কী বোঝ?
উত্তর:দ্যা গ্রেট রিফট ভ্যালি: (The Great Rift Valley) উত্তরে এশিয়ার সিরিয়া থেকে দক্ষিণের আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত প্রায় ৬০০০ কিমি দীর্ঘ পূর্ব আফ্রিকার দা গ্রেট রিফ্ট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম স্রংস বা গ্রস্ত উপত্যকা। এটি পূর্ব আফ্রিকা স্রংস নামেও পরিচিত।
১২। হোস্ট ও গ্রাবেন কী?
উত্তর: হোস্ট এবং গ্রাবেন : ভূ-আন্দোলনের দুটি সমান্তরাল চ্যুতির উঠে যাওয়া মধ্যবর্তী অংশ হল হোর্স্ট। হোর্স্টের উচ্চতা খুব বেশি হলে স্তূপ পর্বতরূপে অবস্থান করে। ভারতের সাতপুরা এরূপ একটি হোস্ট বা স্তুপ পর্বত। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশ হল গ্রাবেন। গ্রাবেন স্রংস বা গ্রস্ত উপত্যকা রূপে অবস্থান করে।
১৩। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি কোনটি এবং সেটি কোন্ দুটি পর্বতের মাঝে রয়েছে?
উত্তর:পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি চিনের তিব্বত মালভূমি এবং সেটি চিনে হিমালয় ও কুয়েনলুন দুটি পর্বতের মাঝে রয়েছে
১৪। ‘ডেকানট্র্যাপ’-এর বিশেষত্ব কী?
উত্তর:i)এখানে লাভার উদ্গিরণ বেশ কয়েকবার ঘটে।
ii) প্রায় ৫ লক্ষ বর্গকিমি ক্ষেত্রফলবিশিষ্ট ব্যাসল্ট শিলাগঠিত
iii) দুটি লাভা উদ্গিরণের মধ্যবর্তী সময়ের ব্যবধান কয়েক লক্ষ বছর হওয়ায় মধ্যবর্তী শান্তকালে পাললিক শিলার সৃষ্টি হয়।
১৫। মালভূমিতে প্রচুর খনিজ সম্পদ আছে কেন?
উত্তর:মালভূমি নানাভাবে তৈরি হতে পারে। এর মধ্যে যেসব মালভূমি আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত হয়, সেইসব মালভূমি সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূগর্ভের লাভা বাইরে বেরিয়ে এলে ধীরে ধীরে শীতল হয়ে যেসব মালভূমি গঠিত হয়, সেইসব মালভূমিতে লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি খনিজের প্রাধান্য দেখা যায়। আবার, রূপান্তরিত শিলায় গঠিত মালভূমিতে কয়লা, সোনা, রূপা, তামা ও আরও নানাপ্রকার খনিজ দ্রব্য পাওয়া যায়। ভারতের ছোটোনাগপুর মালভূমি নানাবিধ খনিজ সম্পদে সমৃদ্ধ বলে একে ‘ভারতের খনিজ ভাণ্ডার' বলে।
১৬। মোনাডনক ও ইনসেলবার্জ কী?
উত্তর: সমপ্রায়ভূমি বা পেনিপ্লেন বা তরঙ্গায়িত সমভূমিতে কঠিন শিলাগঠিত কিছু পাহাড় বা টিলা থাকে। এগুলি হল মোনাডনক্।
পেডিমেন্ট সমভূমি বা পেডিপ্লেন। এই সমভূমিতেও অনুচ্চ টিলা থাকে, যা ইনসেলবার্জ নামে পরিচিত। প্রায় সকল মরুভূমিতেই পেডিপ্লেন দেখা যায়।
১৭। লোয়েস কী?
উত্তর:মরুভূমির সূক্ষ্ম পলি ও বালিকণা হল লোয়েস। এই পদার্থ দিনের পর দিন মরুভূমি থেকে অন্যস্থানে উড়ে গিয়ে ও সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করে। চিনের হোয়াংহো অববাহিকায় গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে এসে লোয়েস সমভূমি গঠন করেছে।
১৮। গিরিজনি আলোড়ন কাকে বলে?
উত্তর:যে ভূআলোড়নের প্রভাবে পর্বত গঠিত হয় তাকে গিরিজনি আলোড়ন বলে। গিরিজনি আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে।
১৯। সমস্থিতিক আলোড়ন বলতে কী বোঝ?
উত্তর:আমাদের পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রতলদেশ সবই অ্যাসথেনোস্ফিয়ারের উপর ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় সাম্য অবস্থায় রয়েছে। ক্ষয় হয়ে পদার্থের অপসারণ বা সঞ্চয় কিংবা হিমবাহের সঞ্চয় বা গলন ইত্যাদি কারণে এই সাম্যের ব্যাঘাত ঘটলে যে আলোড়ন সৃষ্টি হয়, তা সমস্থিতিক আলোড়ন
২০।অবরোহণ ও আরোহণের মূল তফাত কী?
1. অবরোহণ (Degradation) : যে সকল প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে ক্রমশ নীচু হয়। সেই প্রক্রিয়া বা প্রক্রিয়াসমূহকে সম্মিলিতভাবে অবরোহণ বলে। এটিই নগ্নীভবন (denudation) নামে পরিচিত।
আরোহণ (Aggregation) : ভূপৃষ্ঠের উঁচু অংশ ক্ষয় হয়ে সৃষ্ট পদার্থসমূহ বাহিত হয়ে নীচু স্থানে সঞ্চিত হয়ে নীচু অংশকে ভরাট করে। এটি হল আরোহণ। এর অপর নাম সঞ্চয়।
২১। পর্বতগ্রন্থি ও পর্বতমালা কাকে বলে?
উত্তর:পর্বতগ্রন্থি (Knot) : অসংখ্য পর্বত যদি একটি স্থানে মিলিত হয় সেই স্থানটি হল পর্বতগ্রন্থি।
পর্বতমালা : একই যুগে সৃষ্ট অসংখ্য শৈলশিরা রেখার আকারে থাকলে তা পর্বতমালা।
২২। প্রতিসারী পাতসীমানা কাকে বলে?
উত্তর:প্রতিসারী বা গঠনাত্মক পাতসীমানায় দুটি পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ার কারণে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটেছে। মধ্য আটলান্টিকে আইসল্যান্ডের হেকলা, হেলগাফেল; সেন্ট হেলেনা দ্বীপের সেন্ট হেলেনা আগ্নেয়গিরির উৎপত্তি এভাবেই ঘটেছে।
২৩। জিওক্লাইন কী?
উত্তর: প্রাচীনকালে মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থলের সংকীর্ণ ও দীর্ঘ অবনমিত অঞ্চল হল জিওক্লাইন। এই অংশের সজ্জিত পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে। বর্তমানের রকি ও আন্দিজ পর্বতস্থলে প্রাচীনকালে ছিল জিওক্লাইন।
২৪। কোন্ দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের উত্থান ঘটেছে?
উত্তর: ভারত উপদ্বীপীয় পাত ও ইউরেশিয়া পাতের সংঘর্ষে টেথিস মহিখাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি
২৫। দুটি মাঝারি পাতের নাম লেখো।
উত্তর:দুটি মাঝারি পাতের নাম i)আরবীয়, (ii) ইরান, iii) নাজকা, (iv) কোকোস,
২৬। আন্দিজ পর্বতের দুপাশে কোন্ দুটি পাত রয়েছে?
উত্তর: নাজকা ও দক্ষিণ আমেরিকা পাতদ্বয়ের চাপে উৎপত্তি ঘটেছে আন্দিজ পর্বতের।
২৭। বেনিওফ এলাকা কাকে বলে?
উত্তর: অভিসারী পাতসীমানায় মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বের মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নীচে প্রায় ৪৫° কোণে প্রবেশ করে ভিতরে গিয়ে গলতে শুরু করে। অভ্যন্তরের যে অঞ্চলে পাত গলছে সেই অঞ্চল হল বেনিওফ এলাকা
২৮। অগ্ন্যুদ্গম ও আগ্নেয়গিরির তফাত কী ?
উত্তর: অগ্ন্যুদ্গম ও আগ্নেয়গিরি কিন্তু এক নয়। পৃথিবীর ভিতরের তরল পদার্থ বেরিয়ে আসার পদ্ধতি হল অগ্ন্যুদ্গম। আর এই পদার্থসমূহ ভূপৃষ্ঠে সজ্জিত হয়ে সৃষ্ট ভূমিরূপ হল আগ্নেয়গিরি। অতএব এইটুকু বলা যায়, অগ্ন্যুদ্গম হল একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার অনেকগুলি ফলের একটি হল আগ্নেয়গিরি।
২৯। টার্সিয়ারী যুগে সৃষ্ট দুটি পর্বতের নাম লেখো।
উত্তর:টার্সিয়ারী যুগে সৃষ্ট দুটি পর্বতের নাম হিমালয়,সাতপুরা।
৩০। হটস্পট কাকে বলে ?
উত্তর:ভূত্বকের যেখানে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা তাপপ্রবাহের মাত্রা বেশি তা হল হটস্পট।
৩১। আন্দিজ পর্বতে রয়েছে এরূপ দুটি আগ্নেয়গিরির নাম লেখো।
উত্তর:আন্দিজ পর্বতে রয়েছে এরূপ দুটি আগ্নেয়গিরির নাম কটোপক্সি, চিম্বোরাজো
ভালো নাম্বার পেতে আরও পড়ুন: