প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী প্রশ্ন উত্তর
Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো সমাধান নিচে করে দেয়া হলো।100% সঠিক সমাধান।class 9 history chapter 1 question answer west Bengal Board
বিভাগ 'ক'
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
১.১ ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন-
(a) রুশো
(b) মন্তেস্কু
(c) ভলতেয়ার
(d) চতুর্দশ লুই।
উত্তর:(c) ভলতেয়ার
১.২ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছেন— (a) আলফ্রেড কোবান
(b) গোল্ডস্মিথ
(c) ষোড়শ লুই
(d) অ্যাডাম স্মিথ।
উত্তর:(d) অ্যাডাম স্মিথ।
১.৩ ফ্রান্সে 'শ্রমকর' বা বেগার খাটাকে বলা হত-
(a) করভি
(b) টেইলি
(c) টাইথ
(d) গ্যাবেল।
উত্তর:(a) করভি
১.৪ 'পোইসির চুক্তি' অনুসারে স্বেচ্ছাকর দিত-
(a) অভিজাতরা
(b) যাজকরা
(c) কৃষকরা
(d) সাঁকুলোৎরা
উত্তর:(b) যাজকরা
১.৫ শূন্যস্থান পূরণ করো
ফ্রান্সে বুর্জোয়া শ্রেণি ছিলেন —---- এস্টেটের অন্তর্ভুক্ত।
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর:(c) তৃতীয়
১.৬ 'আমি ঈশ্বরের প্রতিনিধি'—কথাটি কার?
(a) চতুর্দশ লুই
(b) পঞ্চদশ লুই
(c) ষোড়শ লুই
(d) অষ্টাদশ লুই।
উত্তর:(c) ষোড়শ লুই
১.৭ 'স্পিরিট অব লজ' গ্রন্থটি কার লেখা?
(a) রুস্তান
(b) বুশো
(c) মন্তেস্কু
(d) ভলতেয়ার।
উত্তর:(c) মন্তেস্কু
১.৮ মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্গলে আবদ্ধ।"—উক্তিটি কার?
(a) রুশো
(b) ভলতেয়ার
(c) মন্তেস্কু
(d) জন লক।
উত্তর:(a) রুশো
১.৯ ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকের ভূমিকা ছিল তাঁর হলেন—
(a) রুশো
(b) ভলতেয়ার
(c) টমাস পেইন
(d) কুয়েসনে
উত্তর:(a) রুশো (b) ভলতেয়ার
১.১০ ফরাসি বিশ্বকোশের রচয়িতা ছিলেন—
(a) কুয়েসনে
(b) দিদেরো
(c) টুর্গো
(d) এলেমবার্ট।
উত্তর:(b) দিদেরো
১.১১ 'জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি বলে_____ মন্তব্য করেন।
(a) পঞ্চদশ লুই
(b) ভলতেয়ার
(c) রোবসপিয়ার
(d) রুশো
উত্তর:(d) রুশো
১.১২ কাদিদ' গ্রন্থটি ______ রচনা করেন।
(a) মন্তেস্কু
(b) ভলতেয়ার
(c) রুশো
(d) মিরাবো।
উত্তর:(b) ভলতেয়ার
১.১৩ ফরাসি বিপ্লবের জনক' বলা হয় প্রখ্যাত দার্শনিক-
(a) রুশো
(b) ভলতেয়ার
(c) মস্তেস্কু
(d) এলেমবার্ট।
উত্তর:(a) রুশো
১.১৪ 'ফরাসি বিপ্লবের জননী' বলা হয়_____ শহরকে।
(a) তুলোঁ
(b) ভার্সাই
(c) প্যারিস
(d) নর্মান্ডি
উত্তর:(c) প্যারিস
১.১৫ ‘স্টেটস জেনারেলের' অধিবেশন আহ্বান করেন
(a) চতুর্দশ লুই
(b) পঞ্চদশ লুই
(c) ষোড়শ লুই
(d) সপ্তদশ লুই।
উত্তর:(c) ষোড়শ লুই
১.১৬ 'বিপ্লবের সন্তান বলা হয় _______ কে
(a) নেপোলিয়ন
(b)মিরাবো
(c) রোবসপিয়ার
(d) রুশো।
উত্তর:(a) নেপোলিয়ন
১.১৭ ফ্রান্সের উগ্র বামপন্থী দল কোনটি ?
(a)জিরন্ডিস্ট দল
(b) জেকোবিন দল
(c) হেবাটিস্ট
(d) ফিউল্যান্ট দল।
উত্তর:(b) জেকোবিন দল
১.১৮ বাস্তিল দুর্গের পতন-
(a) ১৪ জুলাই, ১৭৮৯
(b) 20 জুন, ১৭৮৯
(c) ৪ আগস্ট, ১৭৮৯
(d) ২৫ ডিসেম্বর, ১৭৮৯
উত্তর:(a) ১৪ জুলাই, ১৭৮৯
১.১৯ ‘জাতীয় সভা' সংবিধান রচনা করে?-
(a) ১৭৮৯ খ্রি.
(b) ১৭৯০ খ্রি.
(c) ১৭৯১ খ্রি.
(d) ১৭৯২ খ্রি.
উত্তর:(c) ১৭৯১ খ্রি.
১.২০ ফরাসি বিপ্লবের সূচনা ১৭৮৯ খ্রিস্টাব্দে, কিন্তু সমাপ্তি ঘটে-
(a) ১৭৯৫ খ্রি.
(b) ১৭৯৬ খ্রি.
(c) ১৭৯৮ খ্রি.
(d) ১৭৯৯ খ্রি.।
উত্তর:(d) ১৭৯৯ খ্রি.।
১.২১ ফ্রান্সের কোন্ রাজা বলেছিলেন 'আমি নির্দোষ। আমার রক্তে ফ্রান্সের সুখ-শান্তি সুনিশ্চিত হোক।'
(a) রাজা একাদশ লুই
(b) রাজা চতুর্দশ লুই
(c) পঞ্চদশ লুই
(d) ষোড়শ লুই।
উত্তর:(d) ষোড়শ লুই।
১.২২ প্যাডয়া ঘোষণা'-
(a) ১৪ জুলাই, ১৭৮৯ খ্রিস্টাব্দ
(b) ১৬ জুন, ১৭৯০ খ্রিস্টাব্দ
(c) ৬ জুলাই, ১৭৯১ খ্রিস্টাব্দ
(d) ২৭ আগস্ট, ১৭৯১ খ্রিস্টাব্দ
উত্তর:(c) ৬ জুলাই, ১৭৯১ খ্রিস্টাব্দ
১.২৩ ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা কবে ঘোষিত হয়েছিল।
(a) ২০ জুন ১৭৮৯ খ্রিস্টাব্দ
(b) ১৪ জুলাই, ১৭৮৯ খ্রিস্টাব্দ
(c) ২৬ আগস্ট, ১৭৮৯ খ্রিস্টাব্দ
(d) ১ নভেম্বর, ১৭৮৯ খ্রিস্টাব্দ
উত্তর:(c) ২৬ আগস্ট, ১৭৮৯ খ্রিস্টাব্দ
বিভাগ 'খ'
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন :
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
A. একটি বাক্যে উত্তর দাও :
(১) ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী?
উত্তর: ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হল সাম্য মৈত্রী ও স্বাধীনতা
(২) ফ্রান্স 'রাজনৈতিক কারাগার' বলেছিলেন কে?
উত্তর:ফ্রান্স 'রাজনৈতিক কারাগার' বলেছিলেন ভলতেয়ার
(৩) 'লেটার ডি কেশেট' বলতে কী বোঝ?
উত্তর: লেটার দ্য ক্যাশে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজপুরুষরা যেকোনো সাধারণ নাগরিককে বিচারে কারারুদ্ধ করে রাখতে পারতো
(৪) 'ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছেন কে?
উত্তর: অ্যাডামস স্মিথ 'ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছেন
(৫) 'করভি' বলতে কী বোঝ?
উত্তর: রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কারের জন্য শ্রমকরদের বাধ্যতামূলকভাবে বেগার খাটতে হত। বাধ্যতামূলক শ্রমকরদের নাম ছিল 'করভি'।
(৬) ফ্রান্সে 'মেটায়ার" কাদের বলা হত?
উত্তর: ফ্রান্সে ভাগচাষিদের 'মেটায়ার" বলা হত।
(৭) 'বেষ্টনী আইন' কী?
উত্তর: বেষ্টনী আইন দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্য ছোট কৃষি জমিগুলো, বড় কৃষি খামারের আওতায় চলে আসে।
(৮) ফ্রান্সে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন?
উত্তর:ফ্রান্সে বুর্জোয়ারা তৃতীয় এস্টেট সম্প্রদায়ভুক্ত ছিলেন।
(৯) ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা কী?
উত্তর: রাষ্ট্রের প্রধান রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি
(১০) ফরাসি পার্লামেন্টকে কী বলা হত ?
উত্তর:ফরাসি পার্লামেন্টকে এস্টেট জেনারেল বলা হত
(১১) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি' বলতে কী বোঝ?
উত্তর: ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণের জন্য রাষ্ট্রের শাসন ,আইন ও বিচার বিভাগকে পৃথক করে তোলার পদ্ধতিকে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়
(১২) 'সামাজিক চুক্তি' মতবাদের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর: রুশোকে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা বলা হয়
(১৩) 'লেসা ফেয়ার নীতি কী?
উত্তর: সর্বপ্রকার রাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে অবাধ বাণিজ্যের তত্ত্বকে 'লেসা ফেয়ার নীতি বলে
(১৪) 'প্যারি কমিউন' কী
উত্তর: প্যারিস শহর শাসনের জন্য প্যারি কমিউন বা পৌরশাসন শুরু হয়
(১৫) জিরন্ডিস্ট ও জ্যাকোবিনদের মধ্যে মূল তফাত কী?
উত্তর:জিরন্ডিস্টরা ছিল বামপন্থী এবং জ্যাকোবিনরা ছিল উগ্র বামপন্থী
জিরন্ডিস্টরা ছিল প্রজাতন্ত্রের সমর্থক এবং জ্যাকোবিনরা ছিল গণতন্ত্রের সমর্থক
(১৬) ফরাসি বিপ্লব করে শুরু হয়েছিল?
উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল।
(১৭) 'অ্যাসাইনেট' কী?
উত্তর: রাষ্ট্রায়াত্ত চার্চের সম্পত্তির মূল্যের ভিত্তিতে অ্যাসাইনেট নতুন কাগুজে নোট চালু হয়।
(১৮) রাজা ষোড়শ লুই ও রানি আঁতোয়ানেতকে কবে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়েছিল?
উত্তর:রাজা ষোড়শ লুই ও রানি আঁতোয়ানেতকে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১শে জানুয়ারি গিলোটিনে শিরশ্ছেদ করা হয়েছিল।
(১৯) নেপোলিয়নকে কেন 'বিপ্লবের ধ্বংসকারী' বলা হয়?
উত্তর: বিপ্লব রক্ষার জন্য বিপ্লবের সন্তান নেপোলিয়ান মানুষের জীবনের সাম্য ও মৈত্রী ফেরালেও স্বাধীনতা ফিরিয়ে দেননি। তাই তাকে বিপ্লবেরা 'বিপ্লবের ধ্বংসকারী' বলা হয়।
(২০) 'The Rights of Women'" (1791) কে রচনা করেছিলেন?
উত্তর:'The Rights of Women'" (1791) রচনা করেছিলেন অলিম্পে ডি গাউজেস।
(২১) ফরাসি নাগরিকদের জন্য গণতান্ত্রিক অধিকার ঘোষিত হয়েছিল কোন্ বছর।
উত্তর:ফরাসি নাগরিকদের জন্য গণতান্ত্রিক অধিকার ঘোষিত হয়েছিল ১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট
(২২) ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি সংবিধান রচনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম বলো।
উত্তর:১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি সংবিধান রচনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম 1. মিরাবো 2. রোবসপিয়ার।
সত্য বা মিথ্যা নিরুপণ করো :
(১) বাস্তিল দুর্গের পতন ঘটে ১৮৮৯ খ্রিস্টাব্দে।
উত্তর:মিথ্যা
(২) ফ্রান্সে করব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও তৃতীয় সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে।
উত্তর:মিথ্যা
(৩) ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিল।
উত্তর:সত্য
(৪) দার্শনিক মস্তেস্ক ক্ষমতা স্বতন্ত্রীকরণে বিশ্বাসী ছিলেন।
উত্তর:সত্য
C. শূন্যস্থান পূরণ করো :
(১) রাজা ষোড়শ লুই ____ যন্ত্রে প্রাণ হারান।
উত্তর: গিলোটিন
(২)কোয়েসনে হলেন একজন _________পন্থী।
উত্তর: ফিজিওক্র্যাট
(৩)টেনিস কোর্টের শপথ নেওয়া হয় _____ জুন, ১৭৮৯ খ্রি.
উত্তর:২০
(৪) _____হলেন একজন বিখ্যাত জ্যাকোবিন নেতা।
উত্তর:রোবসপিয়ার
D. স্তম্ভ মেলাও
প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
(১) ভলতেয়ার (a) স্পিরিট অব লজ
(২) রুশো (b) বিশ্বকোশ
(৩) মন্তেস্কু (c) কাঁদিদ
(৪) দিদেরো (d) সোশ্যাল কন্ট্রাক্ট
উত্তর: (১) ভলতেয়ার → (c) কাঁদিদ
(২) রুশো → (d) সোশ্যাল কন্ট্রাক্ট
(৩) মন্তেস্কু → (a) স্পিরিট অব লজ
(৪) দিদেরো → (b) বিশ্বকোশ
E.নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো :
১. বিবৃতি: ফরাসী সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন।
ব্যাখ্যা ১ তিনি জনগণের কথা শুনতেন না।
ব্যাখ্যা ২: তিনি স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেননি।
ব্যাখ্যা ৩: তিনি মানুষের উপর অত্যাচার করেছিলেন।
উত্তর:ব্যাখ্যা ১ তিনি জনগণের কথা শুনতেন না।
২. বিবৃতি : ১৭৯১-এর নতুন সংবিধান ফ্রান্সে পুরানো ব্যবস্থার সমাধি রচনা করেছিল।
ব্যাখ্যা ১: পুরানো ব্যবস্থার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
ব্যাখ্যা ২: ফ্রান্সের অধঃপতন রদ করা দরকার ছিল। ব্যাখ্যা ৩: নতুন সংবিধানে মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত হয়েছিল, যা আগে তারা পেত না।
উত্তর:ব্যাখ্যা ৩: নতুন সংবিধানে মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত হয়েছিল, যা আগে তারা পেত না।