Class 9 এর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মন্ডলের লেখা ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অনুশীলনীর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ,অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন সত্য বা মিথ্যা নিরুপণ ,শূন্যস্থান পূরণ , স্তম্ভ মেলাও, নীচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো , সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SA) প্রশ্ন সমাধান নিচে করে দেয়া হলো।
দ্বিতীয় অধ্যায় : বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ Class 9 History Chapter 2
(বিভাগ 'ক')
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) :
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
১.১ 'বিপ্লবের সন্তান' বলা _______ কে।
(a) ষোড়শ লুই,
(b) সপ্তদশ লুই,
(c) নেপোলিয়ন,
(d) মিরাবো।
উত্তর: (c) নেপোলিয়ন,
১.২ 'ওয়ার অ্যান্ড পিস' উপন্যাসটির লেখক হলেন-
(a) টলস্টয়,
(b) হেগেল,
(c) মিলটন,
(d) জন রাসকিনস।
উত্তর: (a) টলস্টয়
১.৩ পূর্ব ইউরোপের শোকাহত জাতীয়তাবাদের কেন্দ্র' হল-
(a) যুগোশ্লাভিয়া,
(b) পোল্যান্ড,
(c) ইউক্রেন,
(d) রুমানিয়া
উত্তর:(b) পোল্যান্ড
১.৪ নেপোলিয়ন চেয়েছিলেন-
(a) বামপন্থী,
(b) জিরন্ডিস্টপন্থী,
(c) জ্যাকোবিনপন্থী,
(d) চরমপন্থী।
উত্তর:(c) জ্যাকোবিনপন্থী,
১.৫ কোড নেপোলিয়ন' রচনা করেন____।
(a) ৪ জনে,
(b) ৫ জনে,
(c) ৭ জনে
(d) ১০ জনে।
উত্তর:(a) ৪ জনে,
১.৬ 'কনকর্ডাটের মাধ্যমে খুশি হন ____ ।
(a) পোপ,
(b) নেপোলিয়ন,
(c) ফ্রান্সের মানুষ
(d) নারীজাতি।
উত্তর:(a) পোপ
১.৭ ‘আধুনিক ফ্রান্সের সিজার' বলা হয় ____ কে।
(a) চতুর্দশ লুই,
(b) ষোড়শ লুই,
(c) নেপোলিয়ন,
(d) রোবসপিয়ার
উত্তর:(c) নেপোলিয়ন,
১.৮ টিলজিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?—
(a) ১৮০৭ খ্রি..
(b) ১৮০৮ খ্রি.,
(c) ১৮০৯ খ্রি..
(d) ১৮১০ খ্রি.।
উত্তর:(a) ১৮০৭ খ্রি.
১.৯ 'স্পেনের ক্ষতই ধ্বংস করেছে______কে।
(a) ফ্রান্স
(b) নেপোলিয়ন,
(c) ইংল্যান্ড,
(d) জাতীয় ঐক্য।
উত্তর:(b) নেপোলিয়ন
১.১০ 'চতুর্থ শক্তিজোট' গঠিত হয়েছিল-
(a) ১৮১০ খ্রি..
(b) ১৮১১ খ্রিঃ,
(c) ১৮১২ খ্রি.,
(d) ১৮১৩ খ্রি.।
উত্তর:(d) ১৮১৩ খ্রি.
(বিভাগ 'খ')
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্ন :
নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর)
A. একটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান ১
১। ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী?
উত্তর:ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা
২। কোড নেপোলিয়নের একটি উদ্দেশ্য লেখো।
উত্তর:কোড নেপোলিয়নের একটি উদ্দেশ্য- ফ্রান্সকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা
ii) ফরাসিবাসীকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা
৩। নেপোলিয়ন ডাইরেক্টরির শাসন কবে গড়ে তোলেন?
উত্তর:১৭৯৫ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন গড়ে তোলেন।
৪। কাদের মধ্যে টলেনটিনোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: নেপোলিয়নের সঙ্গে পোপ ষষ্ঠ পয়াস এর মধ্যে টিলেনটিনোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
৫। ‘দ্বিতীয় শক্তিজোট কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়।
উত্তর: অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ও তুরস্ক মিলিতভাবে দ্বিতীয় শক্তিজোট গঠন করে।
৬। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলে?
উত্তর: ১৭৯৯-১৮১৪ সময় কালকে নেপোলিয়নের যুগ বলা হয়।
৭। কোড নেপোলিয়নে কয়টি ধারা রয়েছে?
উত্তর: কোড নেপোলিয়নে ২২৮৭ ধারা রয়েছে।
৮। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ন' বলে কেন?
উত্তর: আইন প্রণেতা রূপে নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। কারণ কোড নেপোলিয়ন ও কোড জাস্টিনিয়ানের মধ্যে অনেক মিল আছে।
৯। বার্লিন ডিক্রি' (১৮০৬) কেন জারি হয়েছিল?
উত্তর: ১৮০৬ খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি' জারি করে ইউরোপের বাজারে ব্রিটিশ পণ্য ঢোকার উপর নিষেধাজ্ঞ জারি করেন।
১০। পেনিনসুলার যুদ্ধের সময়কাল উল্লেখ করো।
উত্তর: ১৮০৯ খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধ হয়।
১১। কোন্ অভিযানে নেপোলিয়নের 'গ্রান্ড আর্মি' ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: মস্কো অভিযানে নেপোলিয়নের 'গ্রান্ড আর্মি' ক্ষতিগ্রস্ত হয়েছিল।
১২। কোন্ অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত বলে?
উত্তর: মস্কো অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত বলে
সত্য বা মিথ্যা নিরুপণ করো :
(১) নেপোলিয়ন ফরাসী বিপ্লবের কোনো আদর্শ মানতেন না।
উত্তর:মিথ্যা
(২) ৩০০টি ছোটো রাষ্ট্র নিয়ে রাইন-রাষ্ট্রসংঘ নেপোলিয়ন গঠন করেন।
উত্তর:মিথ্যা
(৩) নেপোলিয়ন বোনাপার্ট কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন।
উত্তর:সত্য
(৪) ইউরোপের ১৩টি জাতিরাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল
উত্তর:সত্য
C. সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর :
(১) ফান্সে ডাইরেক্টরের শাসন শুরু হয়___খ্রিস্টাব্দে (১৭৯৫/১৭৯৯/১৮০৫)।
উত্তর:১৭৯৫
(২) কোড নেপোলিয়নে_______ (২২২৭/২১৭৭/২২৮৭)টি ধারা আছে।
উত্তর:২২৮৭
(৩) মুকুটধারী জ্যাকোবিন হলেন (রোবসপিয়ার / ভাস্তে / নেপোলিয়ন বোনাপার্ট )।
উত্তর:নেপোলিয়ন বোনাপার্ট
(৪)নেপোলিয়ন মারা যান (কর্সিকা/ সেন্ট জেলেনা/ সেন্ট এলবা ) দ্বীপে।
উত্তর:সেন্ট হেলেনা
D. স্তম্ভ মেলাও
ক খ
(১) কনসুলেটের শাসন (a) রাশিয়া
(২) শত দিবসের শাসন (b) ১৮০৭ খ্রিস্টাব্দে
(৩) টিলজিটের সন্ধি (c) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(৪) গ্রান্ড আর্মি (d) ১৮১৫ খ্রিস্টাব্দে
উত্তর:(১) কনসুলেটের শাসন→ (c) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(২) শত দিবসের শাসন → (d) ১৮১৫ খ্রিস্টাব্দে
(৩) টিলজিটের সন্ধি → (b) ১৮০৭ খ্রিস্টাব্দে
(৪) গ্রান্ড আর্মি → (a) রাশিয়া
ক খ
(১) রাইন রাষ্ট্রসংঘ (a) ইংল্যান্ড
(২) মহাদেশীয় অবরোধ (b) স্পেন
(৩) উপদ্বীপের যুদ্ধ (c) রাশিয়া
(৪) পোড়ামাটি নীতি (d) জার্মানী
উত্তর:
(১) রাইন রাষ্ট্রসংঘ → (d) জার্মানী
(২) মহাদেশীয় অবরোধ → (a) ইংল্যান্ড
(৩) উপদ্বীপের যুদ্ধ → (b) স্পেন
(৪) পোড়ামাটি নীতি → (c) রাশিয়া
নীচের বিবৃত্তির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় কর :
১. বিবৃত্তি: নেপোলিয়নকে বলা হয় বিপ্লবের সন্তান। ব্যাখ্যা ১: তিনি বিপ্লবের আদর্শে বিশ্বাসী ছিলেন। ব্যাখ্যা ২: ফরাসী বিপ্লবের ভাবধারায় তিনি বিশ্বাসী। ব্যাখ্যা ৩: বিপ্লবের ভূমি থেকে তাঁর জন্ম।
উত্তর:ব্যাখ্যা ১: তিনি বিপ্লবের আদর্শে বিশ্বাসী ছিলেন।
২. বিবৃত্তি : নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে।
ব্যাখ্যা ১: তিনি বহু শাসককে হত্যা করেছিলেন। ব্যাখ্যা ২: তিনি ইউরোপ দখলের চেষ্টা করছিলেন। ব্যাখ্যা ৩: ফরাসী সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে বহু রাজবংশের অবসান ঘটাচ্ছিলেন।
উত্তর:ব্যাখ্যা ২: তিনি ইউরোপ দখলের চেষ্টা করছিলেন।
(বিভাগ-গ)
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SA) প্রশ্ন (দু-তিনটি বাক্যে লেখো) : [প্রতিটি প্রশ্নের মান ২]
১। নেপোলিয়নকে কে কেন "বিপ্লবের সন্তান' বলেন?
উত্তর: অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে ফ্রান্সের মহিমা তুলে ধরেছিলেন ফরাসি বিপ্লবের অগ্রদূত নেপোলিয়ন তাই ঐতিহাসিক এইচ. এ. এল. ফিশার বলেছিলেন নেপোলিয়ন 'বিপ্লবের সন্তান'।
২। নেপোলিয়নকে কেন 'বিপ্লবের ধ্বংসকারী' বলে?
উত্তর: নেপোলিয়ান নিজেই বলেছেন, 'আমি বিপ্লবকে ধ্বংস করেছি'। ঐতিহাসিক লেফেভর,গুডউইন, মাতিয়ে, জোয়ারেস বলেন ডাইরেক্টরি শাসন বিপ্লবকে ধ্বংস করেছে ভাই নেপোলিনীয় সাম্রাজ্যের মাধ্যমে বিপ্লবের আদর্শ ইউরোপে ছড়িয়েছিল বললে ভুল হবে। ঐতিহাসিক ডেভিট টমসন নেপোলিয়নের সাম্রাজ্যের অন্তর্নিহিত ও আত্মঘাতী স্ববিরোধ সাম্রাজ্যের পতন ঘটিয়েছে। তাই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলে।
৩। নেপোলিয়ন কীভাবে ক্ষমতা লাভ করেন।
উত্তর: ন্যাশনাল কনভেনশন [১৭৯২- ১৭৯৫] এর শাসনকালে নেপোলিয়ন সেনানায়কের পদে যুক্ত হয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ডাইরেক্টরের শাসনকালে [১৭৯৫- ১৭৯৯] তিনি বৈদেশিক শক্তির আক্রমণ থেকে ফ্রান্সকে বাঁচিয়েছিলেন। কনস্যুলেটের শাসনকালে [১৭৯৯- ১৮০০] তিনি ফ্রান্সকে প্রগতিশীলতার পথে উন্নীত করে বিপ্লবের উৎসস্থল বিজয়ী ফ্রান্সকে ইউরোপের মাটিতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
৪। ক্যাম্পো- ফোর্মিও সন্ধি'র ফলাফল লেখো।
উত্তর: ক্যাম্পো- ফোর্মিও সন্ধি'র ফলাফল
(i) জার্মানির রাইন পূর্ব পর্যন্ত ফরাসি সাম্রাজ্যের সীমারেখা চিহ্নিত হয়
(ii) অস্ট্রিয়া উত্তর ইটালির লম্বাডি ত্যাগ করে কিন্তু নতুন করে ভিনিশিয়া অধিকারের স্বীকৃতি লাভ করে (iii) আয়োনীয় দ্বীপপুঞ্জ, বেলজিয়াম অস্ট্রিয়াতে ফরাসি প্রাধান্য স্বীকৃতি পায়।
৫। কোড নেপোলিয়ন' বলতে কী বোঝ?
উত্তর: “কোড নেপোলিয়ন' বা নেপোলিয়নের আইন সংহিতা রচনা একটি ঐতিহাসিক সংস্কার বলে ধরা হয়। চারজন বিশিষ্ট ফরাসি আইনজীবী চার বছর (১৮০০-১৮০৪ খ্রি.) পরিশ্রম করে এই আইনবিধি সংকলন করেন। নেপোলিয়ন বুঝেছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ সাম্যবাদকে স্বীকৃতি দিয়ে ফ্রান্সে নতুন সমাজ কাঠামো গড়ে তোলা খুব প্রয়োজন। ফ্রান্সে আইনগত ঐক্য গড়ে তুলতে এই নয়া আইনবিধি নিয়ে ৮৪টি অধিবেশনের পর ১৮০৭ খ্রিস্টাব্দে নেপোলিয়ন এর নামকরণ করেন 'কোড নেপোলিয়ন' বা 'নেপোলিয়নের আইন-সংহিতা'।
৬। কোড নেপোলিয়নের দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর:কোড নেপোলিয়নের দুটি উদ্দেশ্য
(ক) ফ্রান্সকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে করা,
(খ) ফরাসিবাসীকে ধর্মীয় স্বাধীনতা করা
(গ) কৃষকদের মালিকানা স্বত্ব প্রদান করা,
৭। কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা কী কী?
উত্তর:কোডের সীমাবদ্ধতা : কোড নেপোলিয়নের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা হল – (ক) নয়া আইনে রোমান আইনকে বেশি গুরুত্ব দেওয়ায় তা প্রগতিশীল হতে পারেনি, (খ) নারীকে পুরুষের অধীনে রেখে এই আইন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে, (গ) নারীর সম্পত্তি ও বিবাহ-বিচ্ছেদের অধিকার সংকুচিত করা হয়, (ঘ) শ্রমিকদের অধিকারও সুরক্ষিত হয়নি।
৮। ডাইরেক্টরির শাসনের ফল কী হয়েছিল।
উত্তর:
৯। কোন সময়কালকে 'ফরাসি বিপ্লবের যুগ' বলে।
উত্তর: ১৭৮৯ থেকে ১৭৯৯ পর্যন্ত সময় কালকে 'ফরাসি বিপ্লবের যুগ' বলে।
১০। লিপজিগের যুদ্ধকে 'জাতিসমূহের যুদ্ধ' বলে কেন?
উত্তর: সমগ্র জার্মানিতে ছড়িয়ে পড়ে নেপোলিয়ন-বিরোধী প্রাশিয়ার ভাবধারা। ১৮১৩ খ্রিস্টাব্দে জার্মানির লিপজিগের যুদ্ধ চলার পর নেপোলিয়ন পিছু হটেন। এই তিন দিনের যুদ্ধে নেপোলিয়নের ক্ষতি হয়। তাঁর সাম্রাজ্য ভেঙে পড়ে। সহজেই জার্মানি নেপোলিয়নের শাসনমুক্ত হয়। ওয়েস্টফালিয়া, মেক্লেনবার্গ ও কনফেডারেশন অফ রাইন নেপোলিয়নের অধীনতা থেকে মুক্ত হয়। ইউরোপের তেরোটি জাতি লিপজিগের যুদ্ধে যুক্ত ছিলেন বলে একে ‘জাতিসমূহের যুদ্ধ' (Battle of Nations) বলা হয়।
১১। পেনিনসুলার যুদ্ধের কুফল কী হয়েছিল?
উত্তর:পেনিনসুলার যুদ্ধের কুফল : এইভাবে পেনিনসুলার যুদ্ধে (১৮০৯-১৮১৪) নেপোলিয়নের পরাজয়ের ফলে
(i) ফ্রান্স তথা সমগ্র ইউরোপে তাঁর আধিপত্য ভূ-লুণ্ঠিত হয়।
(i) এই দীর্ঘস্থায়ী যুদ্ধে তাঁর প্রায় ৩ লক্ষের অধিক সৈন্য মারা যায়, প্রচুর অর্থ ব্যয় হয়।
(iii) ফ্রান্সের সামরিক ও আর্থিক শক্তির অপূরণীয় ক্ষতি হয়।