HS class 12 biology Suggestion pdf 2024। উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন ।100% common

 প্রিয় ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক[H.S] পরীক্ষায় biology একটি গুরুত্বপূর্ণ সাইন্স সাবজেক্ট। WBCHSE Class 12 Biology Question and Answer, complete Suggestion,  ,pdf দেওয়া হল। যা আগামী West Bengal Class 12th Twelve XII  / High SECONDARY Physics  Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক জীববিদ্যা পরীক্ষার জন্য খুবই উপকারী ।

HS class 12 biology Suggestion pdf 2024। উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন  ।100% common


HS class 12 biology Suggestion 2024। উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন

Marks 2


                  জীবের জনন

1) অ্যাপোমিক্সিস/ আম্ফিমিক্সিস / অ্যাপোগ্যামি অ্যাপোস্পোরি কি ?

2) বুলবিল কি? কোথায় দেখা যায়?

3) আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও ঊগ্যামি এর মধ্যে পার্থক্য লেখো | 

4) অপুংজনি কি?

5) অন্ত:নিষেক ও বহিঃনিষেকের পার্থক্য লেখো |


         সপুষ্পক উদ্ভিদের যৌন জনন

(6) স্পোরোপোলেনিন কি ? 

7) পোলেন কিট কি ?

৪) গর্ভযন্ত্র কাকে বলে ?

9) মেসোগ্যামি, চালাজোগ্যামি ও পোরোগ্যামি কাকে বলে ? 

10) কোলিও পটাইল, কোলিওরাইজা ও স্কুটেলাম কাকে বলে? 

11) পার্থেনোকার্পি কি?

12) বহুক্রণতা কাকে বলে? কোন ফলের কোন অংশ খাদ্য গ্রহণ যোগ্য ?

                     মানুষের জনন

13) ক্রিপটরকিডিজম কি ? 

14) ওভিউলেশন কি ?

15) সারটোলি কোষ ও লেডিগের আন্তর কোষের পার্থক্য লেখো ।

16) ঋতুচক্র ও রজঃচক্রের মধ্যে পার্থক্য লেখ। 

17) কটিক্যাল ক্যাল বিক্রিয়া কি ? 

18) ফার্টিলাইজিন ও অ্যান্টি ফার্টিলাইজিন কোথায় দেখতে পাওয়া যায়? 

19) মরুলা ও ব্লাস্টুলা এর মধ্যে পার্থক্য লেখো ।

20) ব্লাস্টুলা ও গ্যাস্টুলার মধ্যে পার্থক্য লেখো ।

 21 ) ইমপ্লান্টেশন কি ?

 22) একটোপিক প্রেগনেন্সি কি?

23) স্পার্মাটোজেনেসিস ও স্পার্মিওজেনেসিসের মধ্যে পার্থক্য লেখো । 

                    জননগত স্বাস্থ্য

24) গর্ভপাত কি? এটি কত সপ্তাহের মধ্যে সুরক্ষিত? (25) MTP, IVF ZIFT, GIFT কি ?

26) টেস্টটিউব বেবি কি? 

27 ) সারোগেট মাদার কাকে বলে? 

28) স্পার্ম ব্যাংক ও ওভা ব্যাংক কি ? 

29) কোলোস্ট্রাম কি?


           বংশগতি ও বিভেদ

30) 'সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়'-- ব্যাখ্যা করো। 

31) এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? 

32) রেকন, মিউটন,সিস্ট্রন ও রেপ্লিকন কি?

33) হোলানড্রিক জিন কি?

34) ক্রিসক্রস উত্তরাধিকার কি ?

35) c value ও value paradox কি ?


          বংশগতির আণবিক ভিত্তি

36) Chargaff's rule কি?

37) এক্সন ও ইন্ট্রন কি?

38) সেন্ট্রাল ডগমা কি বা রিভাইজড সেন্ট্রাল ডগমা কি ?

39) DNA রেপ্লিকেশনকে সেমিকনজারভেটিভ বলে কেন ? 

40) লিডিং তক্ত ও ল্যাগিং তক্ত কি?

41) ওকাজাকি খন্ড কাকে বলে ?

42) রেপ্লিকেশন ফর্ক বা Y ফর্ক কি? 

43 ) shine dalgarno sequence কি? 

44) TATAAT box বা pribnow box কি?

45) মিনি স্যাটেলাইট বা মাইক্রোস্যাটেলাইট বা VNTR কি?

46) হিউম্যান জিনোম প্রোজেক্ট কি ?

           অভিব্যক্তি বা বিবর্তন

47) হট ডাইলিউট সুপ কি?

48) কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার মডেল কি?

49 ) লুপ্তপ্রায় অঙ্গ বা বা ভেস্টিজিয়াল অরগ্যান কি? উদাহরণ দাও।

(50) জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, জিন পুল কাকে বলে? (51) নয়াডারউইনিজম বা মডার্ন সিন্থেটিক তত্ত্ব কি?

52) হার্ডি উইন বার্গের মূলনীতিটি ব্যাখ্যা করো।


              অভিব্যক্তির কৌশল

53) অভিযোজিত বিচ্ছুরণ এর সূত্র কে উপস্থাপন করেন?

 54) প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কী বোঝো? 

(55) জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, জিনপুন কাকে বলে ?

56) পপুলেশন বটলনেক বলতে কী বোঝো ?


                 স্বাস্থ্য ও রোগ

57) এপিটোপ ও প্যারাটোপ কি ?

58) বিভিন্ন অ্যান্টিবডির কাজ লেখ।

59) মনোক্লোনাল ও পলিক্লোনাল অ্যান্টিবডি কি ?

60) ইন্টারফেরন কি ?

61) বুস্টার ডোজ কি ? DPT, BCG, OPV এর পুরো অর্থ লেখ ।

62) ফেব্রাইল পারঅক্সিজোম কি?

63) সিগনেট রিং দশা কি?

64) LSD এর পুরো অর্থ লেখ। এটি কোথা থেকে পাওয়া যায়?


               মানবকল্যাণে অণুজীব

65) মাইকোরাইজা কি ?

66) VAM কি ?


          জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ

67) ব্লু, রেড, গ্রে বায়োটেকনোলজি কি? 

68) জেনেটিক ফিউশন কি?

69) রিকম্বিনেন্ট DNA টেকনোলজিতে রিভার্স ট্রানস্ক্রিপটেজ ও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর ভূমিকা লেখ।

70) জিন গান কি?

71) মাইক্রোইনজেকশন কাকে বলে?

72) বায়োসেফটি বা জৈবনিরাপত্তা বিভিন্ন দিকগুলি উল্লেখ করো। 

73) ট্রান্সজেনিক জীব কাকে বলে? উদাহরণ দাও ।

74) GMO কি ?

75) বায়োপেটেন্ট কি ? 

76) জিন থেরাপি


         বাস্তব্যবিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা

77) অটোইকোলজি ও সিনইকোলজি মধ্যে পার্থক্য লেখ।

78) জন্মহার ও মৃত্যুহার কি ?

79) বায়োটিক পটেনশিয়াল কি ?

৪০) নিচ ও হ্যাবিটেট এর মধ্যে পার্থক্য লেখ। 

81) মাইক্রো হ্যাবিটেট কি?

82) ইকোলজিক্যাল নিচ্ কি ? 

83) ইকোটন কি? 

84) এজ ফ্যাক্ট কাকে বলে ?

85) বায়োম কি ?

86) আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখ।

87) ইউরিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন মাছের মধ্যে দুটি পার্থক্য লেখো |

88) অনুকৃতি বা মিমিক্রি কি? উদাহরণ দাও ।

89) বর্ণগ্রাহ বা কালারেশন কি? উদাহরণ দাও ।

                     বাস্তুতন্ত্র

90) কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে?

91) বিপরীতমুখী পিরামিড বা উল্টানো পিরামিড কাকে বলে?

92) প্রাথমিক উৎপাদন ও গৌণ উৎপাদন কাকে বলে?

93) পায়োনিয়ার কমিউনিটি, সেরাল কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি, সিরি কি ?


         জীববৈচিত্র্য এবং তার সংরক্ষন

94) ইনসিটু ও ইনসিটু সংরক্ষণ এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। 

95) গ্রিন ডাটা বুক ও ব্লু ডাটা বুক কি?

96) এজেন্ডা 21 কি?

             পরিবেশগত বিষয়

97) প্রাথমিক বায়ু দূষক ও গৌণ বায়ু দূষক এর মধ্যে পার্থক্য লেখো। 

98) ক্যাটালাইটিক কনভার্টার ও ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর কি?

99) Algal bloom কি?

100) বিপজ্জনক বর্জ্য কি? 

101) জৈবসঞ্চয় বা বায়োঅ্যাকুমুলেশন কি? 

102) ডিসলেক্সিয়া, মিনামাটা ও ইটাই ইটাই কোন দূষক পদার্থের ফলে সৃষ্টি হয়

103) প্রধান দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। 104) গ্রীন বেঞ্চ কি? 

105) চেরনোবিল দুর্ঘটনা কি?

106) কিয়োটো প্রটোকল কি?

                   

                   MARKS-5

                   জীবের জনন

1) মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? মাইক্রোপ্রোপাগেশনের পাঁচটি প্রয়োগ লেখ । 

2) যেকোনো তিন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো |


            সপুষ্পক উদ্ভিদের যৌন জনন

3) ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশলগুলি আলোচনা করো।

4) চিহ্নিত চিত্রসহ স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 

5) পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো অথবা পরাগরেণুর গঠন চিত্রসহ আলোচনা করো |

6) স্বপরাগযাগ ও ইতর পরাগযাগর পার্থক্য লেখো । 7) চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি আলোচনা করো।

৪) দ্বিবীজপত্রী উদ্ভিদের বিভিন্ন প্রকার শস্য গঠন সম্পর্কে আলোচনা করো।


                  মানুষের জনন

9) স্ত্রীজননতন্ত্রের চিহ্নিত চিত্রসহ বিবরণ দাও |

10) শুক্রাণুর একটি রেখাচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি সংক্ষেপে বুঝিয়ে দাও । 

11) চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের গঠন বর্ণনা করো |

12) উজেনেসিস কাকে বলে? এই পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো।

13) মানুষের নিষেক পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো।

14) রজঃচক্র চলাকালীন ডিম্বাশয় ও জরায়ুর পরিবর্তনসমূহ লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো।


                   জননগত স্বাস্থ্য

15) Amniocentesis কি? এর প্রয়োজনীয়তা লেখ| এটির একটি অপব্যবহার লেখ |

16) নিম্নলিখিত রোগগুলির প্যাথোজেন এর নাম, ইনকিউবেশন পিরিয়ড রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লেখ |

a) গনোরিয়া b) সিফিলিস


             বংশগতি ও বিভেদ

17) টেস্টক্রস ও ব্যাকক্রস এর মধ্যে পার্থক্য লেখো। এদের গুরুত্ব লেখ। একসংকর ও দ্বিসংকরজননের অনুপাত লেখো।

18) মাল্টিপল অ্যালিল, প্রিওট্রপি ও পলিজেনিক ইনহেরিটেন্স উদাহরণ সহযোগে আলোচনা করো। 19) সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো।

20) ক্রোমোজোম এর গঠন সম্পর্কিত নিউক্লিওজোম মডেল বা সোলেনয়েড মডেলটি বর্ণনা করো।

21) মানুষ ও মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো।

 22) উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বর্ণান্ধতা ও হিমোফিলিয়া সম্পর্কে আলোচনা করো |

23) মানুষের নিম্নলিখিত ক্রোমোজোমগত অস্বাভাবিকতার কারণ রোগেলক্ষণ ও ক্যারিওটাইপ সম্পর্কে আলোচনা করো।

a) টার্নার সিনড্রোম

b) ডাউন সিনড্রোম


            বংশগতির আণবিক ভিত্তি

24) mRNA, RNA ও tRNA এর একটি করে কাজ লেখ।

25) ট্রান্সডাকশন পরীক্ষার (হারসে ও চেজের পরীক্ষা) মাধ্যমে প্রমাণ করো DNA ই জেনেটিক পদার্থ ।

26) জেনেটিক কোডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

27) DNA প্রতিলিপিকরণ অর্থ সংরক্ষণশীল - এই সম্পর্কিত মেসেলসন ও স্টাল এর পরীক্ষাটি বর্ণনা করো।

28) DNA প্রতিলিপিকরনে নিম্নলিখিত উপাদানগুলির ভূমিকা আলোচনা করো

(a) SSB প্রোটিন

b) হেলিকেজ

c) RNA প্রাইমার

d) DNA pol

e) লাইগেজ

29) ট্রান্সস্ক্রিপশন এর প্রারম্ভিক পর্যায় এবং সমাপ্তি দশাটি আলোচনা করো।

30) ট্রানসলেশন বা প্রোটিন সংশ্লেষণ এর প্রারম্ভিক পর্যায় এবং সমাপ্তি দশাটি আলোচনা করো।

31) ল্যাক ওপেরন এর গঠন ও কার্য পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 

32) DNA ফিঙ্গারপ্রিন্টিং কি? DNA ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এই পদ্ধতির কয়েকটি উপযোগিতা লেখো।

            অভিব্যক্তি বা বিবর্তন

33) জীব বিবর্তনের সাপেক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণগুলি আলোচনা করো।

34) জীব বিবর্তনের স্বপক্ষে ভ্রুণতত্ত্বগত প্রমাণ আলোচনা করো।

35) মিসিং লিঙ্ক কি? আর্কিওপ্টেরিক্স এর তিনটি করে সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য লেখ। 

36) ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ডারউইনিজম কি? এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখ ।


            অভিব্যক্তির কৌশল

37) ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এর সাহায্যে প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো |

38) হার্ডি উইনবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্ব আলোচনা করো

39) অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে আলোচনা করো | 

40) মানুষ ও এপের মধ্যে পার্থক্য লেখো |

                 স্বাস্থ্য ও রোগ

41)) রসভিত্তিক অনাক্রমতা ও কোষভিত্তিক অনাক্রম্যতা এর মধ্যে পার্থক্য লেখো ।

42) একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ আলোচনা করো।

43) ম্যালেরিয়া রোগের পরজীবীর জীবনচক্র সংক্ষেপে/শব্দ ছকের সাহায্যে বর্ণনা করো | ম্যালেরিয়া রোগের দমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখ

 44) ফাইলেরিয়া রোগের জীবাণুর জীবনচক্র সংক্ষেপে বর্ণনা করো ফাইলেরিয়া রোগীর রক্ত পরীক্ষার জন্য গভীর রাতে রক্ত সংগ্রহ করা হয় কেন?

 45) ক্যান্সার কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

46) মদ্যপানের ফলে আমাদের শারীরিক কি ধরনের প্রভাব লক্ষ্য করা যায়? মাদক নির্ভরতার কয়েকটি লক্ষণ লেখ


           মানবকল্যাণে অণুজীব

47) সিউয়েজ ট্রিটমেন্ট প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা লেখ 

48) জৈবগ্যাসের প্রধান দুটি উপাদান লেখ। জৈব গ্যাস উৎপাদন পদ্ধতি লেখ ।

49) খাদ্য সামগ্রী উৎপাদনে চর্মশিল্পে, মদ্যশিল্পে, ওষুধ উৎপাদনে ব্যবহৃত অণুজীবের একটি করে উদাহরণ দাও। 

50) জৈব নিয়ন্ত্রণ কি? পেস্ট দমনে যেকোন চারপ্রকার জৈবিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।

(51) ডিপ লিটার কি? ডিপ লিটার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি চাষের ক্ষেত্রে কি কি বিষয়ে সর্তকতা অবলম্বন করা দরকার?

52) পোলট্রির ক্ষেত্রে রানীক্ষেত, পুলোরাম, ফাউল কলেরা ও অ্যাসপারজিলোসিস রোগের প্যাথোজেন এর নাম, একটি করে উপসর্গ ও প্রতিকার লেখ |


         জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ

53) রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে লেখ । 54) pBR322 প্লাজমিড এর চিহ্নিত চিত্র অঙ্কন করো।

55) সাদার্ন ব্লটিং টেস্ট পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।

56) ELISA পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।

57) কৃষি ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির একটি করে প্রয়োগ লেখ


       বাস্তব্যবিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা

58) লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করো।

59) বিভিন্ন প্রাণীর মরু অভিযোজন সংক্ষেপে আলোচনা করো।

60) উদাহরণসহ জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 

61) পপুলেশনের বৃদ্ধির ধরন সম্পর্কে ও আকৃতির লেখচিত্রের মধ্যে পার্থক্য লেখো

62) পপুলেশনের তিনটি বয়সভিত্তিক পিরামিড সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো (চিত্রসহ )


                        বাস্তুতন্ত্র

63) শক্তি প্রবাহ কাকে বলে ? শক্তি প্রবাহ সম্পর্কিত Y আকৃতির মডেলটি বর্ণনা করো 

64) খাদ্য পিরামিড কি? বিভিন্ন প্রকার খাদ্য পিরামিড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

65) নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায় শব্দছকের সাহায্যে বর্ণনা করো | 

66) বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে? উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো


           জীববৈচিত্র্য এবং তার সংরক্ষন

67) জীববৈচিত্রের অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো । 

68) জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভ এর মধ্যে তুলনামূলক আলোচনা করো

69) হটস্পট কি? হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখ। পৃথিবীতে ও ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা কত? হটস্পট এর নামকরণ কে করেন?


            পরিবেশগত বিষয়

70) জলদূষণের উৎস এবং মানবদেহে ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।

71) BOD ও COD এর মধ্যে পার্থক্য লেখো। পানীয় জলে এদের মাত্রা কত থাকা উচিত?

72) ইউট্রোফিকেশন কি? এর ফলে কিরূপ সমস্যার সৃষ্টি হয়?

73) জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কি? একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।

74) তেজস্ক্রিয় দূষণ কি? এর ক্ষতিকর প্রভাব গুলি লেখ ।

75) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি? এটি নিয়ন্ত্রণে তিনটি উপায় লেখ

76) মানবদেহে কৃষিজ রাসায়নিক এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।

77 ) গ্রিনহাউস কি? গ্রিনহাউস এর বিভিন্ন প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

78) ওজন গহবর কি? ওজোন স্তর নিয়ন্ত্রণের উপায়গুলি লেখ।

79) অম্ল বৃষ্টি কি? মানব দেহে এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।

80) JFM এর আলোকে চিপকো আন্দোলন সংক্ষেপে আলোচনা করো

You can also visits: HS PHYSICS Suggestion 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.