মাধ্যমিক(Madhyamik) ভৌত বিজ্ঞান অষ্টম অধ্যায়- পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম- পর্যায় সারণী ও মৌলসমূহের ধর্মের পর্যায়বৃত্ততা সাজেশন( porjai sarani Suggestion)– WBBSE, Class 10th MADHYAMIK Physical Science periodic table Suggestion Pdf. এই | periodic table( porjai sarani) – প্রশ্ন উত্তর গুলি 2023 সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ (Important)। যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে খুব দুর্বল বা যারা ৯০ এর ওপর নাম্বার পেতে ইচ্ছুক, তারা নিচে দেওয়া প্রশ্ন উত্তর ভালো করে পড়তে পারেন। এই মাধ্যমিক ২০২৪পরীক্ষা তে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1.মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত কর।
উত্তর :ভিন্ন মৌলগুলোকে ক্রমবর্ধিত পারমাণবিক ভর অনুসারে সাজালে তাদের রাসায়নিক ও ভৌত ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
বিকল্প ভাবে বলা যায়-
মৌলগুলোর রাসায়নিক ও ভৌত ধর্মগুলো মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
2. পর্যায় সারণি বলতে কী বোঝো?
উঃ মৌলগুলোকে বর্ধিত পারমাণবিক গুরুত্ব অনুসারে কয়েকটি পর্যায় [7টি পর্যায় ]ও শ্রেণিতে [9টি/18টি শ্রেণি] সাজালে যে সমগ্র বিন্যাস বা চার্ট (CHART) তৈরি হয় তাকে মৌলগুলির পর্যায় সারণি বলে।
3. পর্যায় সারণির পর্যায় ও শ্রেণি কাকে বলে?
উঃ পর্যায় বা Period : পর্যায় সারণিতে যে অনুভূমিক সারি দেখা যায় তাকে পর্যায় বা Period বলে।
শ্রেণি বা Group : পর্যায় সারণিতে যে লম্ব বা উল্লম্ব (Vertical) সারি দেখা যায় তাকে শ্রেণি বা Group বলে।
4. মেন্ডেলিভের পর্যায় সারণি মৌলের কোন ধর্মের ওপর ভিত্তি (base) করে তৈরি করা হয়েছিল?
উঃ মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর ওপর ভিত্তি করে বানানো হয়েছিল।
5. মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে শূন্য শ্রেণি (group-0) না থাকার কারণ কি ?
উঃ মেন্ডেলিভের পর্যায় সারণি প্রকাশনের সময় (১৮৬৯ সালে) নিষ্ক্রিয় গ্যাসগুলি ( হিলিয়াম ,নিয়ন ,আর্গন) আবিষ্কার হয়নি। তাই তাঁর সারণিতে শূন্য শ্রেণি (Group-0) ছিল না।
6. পর্যায় সারণিতে মোট কতগুলো পর্যায় ও কতগুলো শ্রেণি রয়েছে?
উঃ বর্তমানে প্রচলিত ক্ষুদ্র পর্যায় সারণিতে বা মেন্ডেলিফের পর্যায় সারণিতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণি (Group - I থেকে Group - VIII এবং Group -0) পাওয়া যায়। I
বর্তমান দীর্ঘ পর্যায় সারণিতে সাত (7টি )পর্যায় এবং আঠারো( 18টি) শ্রেণি [Group - 1 থেকে Group -18 ) পাওয়া যায়।
7. মেন্ডেলিভের পর্যায় সারণির ত্রুটি আলোচনা কর।
উঃ মেন্ডেলিভের পর্যায় সারণির ত্রুটি
(১) কয়েকটি মৌলের ক্ষেত্রে শ্রেণি সাদৃশ্য বজায় রাখার জন্য অপেক্ষাকৃত কম পারমাণবিক গুরুত্ব সম্পন্ন মৌলকে স্থান দেওয়া হয়েছে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পরে ।
উদাহরণ: পটাসিয়াম (চিহ্ন-K)-এর পারমাণবিক গুরুত্ব 39.1 এবং আর্গন [Ar]-এর পারমাণবিক গুরুত্ব 39.94। কিন্তু আর্গন নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস এবং পটাসিয়াম সক্রিয় ক্ষারধাতু হওয়ার জন্য আর্গনকে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণিতে (Group-0) রেখে তার পরে পটাসিয়ামকে সক্রিয় ক্ষারধাতুগুলির শ্রেণিতে (Group-1) জায়গা দেওয়া হয়েছে।
8.মৌলের ধর্মের প্রকৃত নিয়ন্ত্রক কে?
উঃ মৌলের ধর্মের প্রকৃত নিয়ন্ত্রক পরমাণু ক্রমাঙ্ক[Atomic Number]।
9. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
উঃ মৌলসমূহের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্কের[Atomic number] সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
10. কয়েকটি ক্ষার ধাতুর (Alkali metals) উদাহরণ দাও। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এদের অবস্থান লেখো?
উঃ লিথিয়াম[Li], সোডিয়াম[ Na], পটাশিয়াম[ K ],রুবেডিয়াম[Rb ], সিজিয়াম[Cs] প্রভৃতি। দীর্ঘ পর্যায় সারণিতে এরা Group -1-এ অবস্থান করছে।
11. কয়েকটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর (Alkaline earth metals) উদাহরণ দাও। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এদের অবস্থান লেখো?
উঃ বেরেলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg) ক্যালসিয়াম( Ca) স্ট্রনসিয়াম(Sr) বেরিয়াম( Ba) প্রভৃতি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এরা Group -2-তে অবস্থিত।
12. কয়েকটি হ্যালোজেন মৌলের (Halogens) উদাহরণ দাও।
ওই মৌলগুলোকে হ্যালোজেন বলা হয় কেন ?
আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এদের অবস্থান লেখ?
উঃ ফ্লুরিন (F) ,ক্লোরিন (Cl) ,ব্রোমিন( Br) আয়োডিন (I) এস্টাটিন (At) প্রভৃতি।
হ্যালােজেন কথার অর্থ লবণ বা নুন উৎপাদক। এই মৌলগুলি লবণ বা নুন তৈরি করতে পারে তাই এদের হ্যালােজেন মৌল বলে।
আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এরা Group-17-এ অবস্থান করছে।
13. কয়েকটি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসের (Inert or Noble gases) উদাহরণ দাও । আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এদের অবস্থান কোথায়?
উঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), জেনন (Xe),ক্রিপ্টন (Kr) প্রভৃতি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এরা Group-18-এ অবস্থিত।
14.কয়েকটি সন্ধিগত মৌলের (Transitional elements) উদাহরণ দাও। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এদের অবস্থান কোথায়?
উঃ আয়রন (Fe), কোবাল্ট (Co), নিকেল( Ni), কপার (Cu) প্রভৃতি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এরা Group-3 থেকে Group-11-এর মধ্যে অবস্থান করছে ।
15. মেন্ডেলিভ দুষ্ট মৌল নামে কোন মৌলকে অভিহিত করেন ?
উঃ হাইড্রোজেনকে(H2)।
16. পদার্থের ধর্মের পর্যায়বৃত্ততা (periodicity of properties) বলতে কি বোঝো?
উঃ মৌলগুলোর ভিন্ন রাসায়নিক ও ভৌত ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে ধর্মের পর্যায়বৃত্ততা বলে।
17. পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পর্যায় সারণিতে এটি কিভাবে পরিবর্তিত হয়?
উঃ পরমাণুর নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের ইলেকট্রন কক্ষের সম্ভাব্য দূরত্বকে, ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে।
18. আয়নন বিভব কাকে বলে? পর্যায় সারণিতে এটি কিভাবে পরিবর্তিত হয়?
উঃ সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সবচেয়ে বাইরের ইলেকট্রন কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারণ করার জন্য যে নূন্যতম শক্তির দরকার তাকে আয়নন বিভব বা আয়নীয় শক্তি বলে।
পর্যায়ে পরিবর্তনঃ একই পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে সাধারণভাবে মৌলসমূহের আয়নন শক্তির মান ক্রমাগত বৃদ্ধি পায়। তবে এর কিছু ব্যতিক্রম দেখা যায়।
19.তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেক্ট্রোনেগেটিভিটি বলতে কী বোঝ? পর্যায় সারণিতে এটি কিভাবে পরিবর্তিত হয়?
উঃ অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকলে, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন-জোড়কে (electron pair) কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেক্ট্রোনেগেটিভিটি (electronegativity) বলে।

20. জারণ কী?পর্যায় সারণিতে এটি কিভাবে পরিবর্তিত হয়?
উঃ কোনো মৌলের(M) পরমাণু ইলেকট্রন(e‐) বর্জন করে ক্যাটায়নে (M+)পরিণত হলে তার জারণ ঘটে বা সেটি জারিত হয়। অর্থাৎ ইলেকট্রন বর্জন করাকে জারণ বলা হয়।
M – e‐ → M+

21. বিজারণ কী?পর্যায় সারণিতে এটি কিভাবে পরিবর্তিত হয়?
উঃ কোনো মৌলের(M) পরমাণু ইলেকট্রন(e-) গ্রহণ করে অ্যানায়নে (M‐)পরিণত হলে তার বিজারণ ঘটে বা সেটি বিজারিত হয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলা হয়।
M + e‐ → M‐

23. X, Y, Z মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, ৪ ও 10 ,Z হল নিষ্ক্রিয় মৌল। (i) কোনটি অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি ? (ii) কার পরমাণুর আকার সবচেয়ে কম? (iii) Y মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণির অবস্থান লেখাে।
উত্তর : X→6 → (K=2), (L=4)
Y→ 8 → (K=2), (L=6)
Z → 10 → (K=2), (L=8)
(i) পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে অপরাতড়িৎধর্মিতা বাড়তে থাকে । তাই Y- এর অপরা তড়িৎধর্মিতা বেশি।
(ii) পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে। তাই Y-এর পরমাণুর আকার সবচেয়ে কম।
(iii) Y এর অবস্থান : পর্যায় সংখ্যা = 2 আর শ্রেণি সংখ্যা = 6।
24. মৌলের পর্যাবৃত্ত ধর্ম কী? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও।
উত্তর : পর্যাবৃত্ত ধর্ম : মৌল সমূহের ভিন্ন রাসায়নিক ও ভৌত ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে (Repeat) ধর্মের পর্যায়বৃত্ততা বা পর্যাবৃত্ত ধর্ম বলা হয়।
তেজস্ক্রিয়তা একটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
25. আদর্শ বা প্রতিনিধি মৌল কাকে বলে ?
উত্তর : আদর্শ মৌল : যে সমস্ত মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ ছাড়া অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন (e‐) থাকে তাদের আদর্শ মৌল বলা হয়।
1, 2 এবং 13-17 নং শ্রেণির মৌলগুলি আদর্শ বা প্রতিনিধি মৌল।
26. পর্যায় সারণির আয়নন বিভবের( ionisation energy)মান পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় ? ব্যাখ্যা দাও।
উত্তর : পর্যায় সারণির বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে একটি প্রােটন বাড়ে। কিন্তু ইলেকট্রনগুলি ওই একই কক্ষে যুক্ত হওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বলও বাড়ে। এর ফলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ উল্লেখযােগ্যভাবে হ্রাসপ্রাপ্ত হয়। এইজন্য বাইরের কক্ষের ইলেকট্রনগুলি আরও বেশি শক্তিতে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় ও বাইরের ইলেকট্রনগুলি বের করতে অনেক বেশি শক্তির প্রয়ােজন হয়। ফলে আয়নন শক্তির (বিভবের) মানও বাড়তে থাকে ।
27. হাইড্রোজেনকে(H2) ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?
উত্তর : পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক। হাইড্রোজেনের কিছু ধর্ম শ্রেণী IA এর ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ আবার কিছু ধর্ম শ্রেণী VII A - এর হ্যালোজেন মৌল গুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ
1A শ্রেণীর ক্ষার ধাতু গুলোর ধর্মের সাথে সাদৃশ্য
1. হাইড্রোজেন এবং ক্ষার ধাতুগুলির যোজ্যতা 1
2. ক্ষার ধাতুর মত হাইড্রোজেনও তড়িৎ ধনাত্মক মৌল
3. ক্ষার ধাতুগুলো বিজারক এবং হাইড্রোজেনের বিজারক
4. ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড(H2O) গঠন করে
5. ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে ,যেমন–HF,HCl
VII A শ্রেণীর হ্যালোজেন মৌল গুলোর ধর্মের সঙ্গে সাদৃশ্য
হ্যালোজেন মৌল গুলোর মত হাইড্রোজেন দ্বি পরমাণু গ্যাসীয় অধাতু
হ্যালোজেন মৌল গুলোর মত হাইড্রোজেনেও যোজ্যতা 1
হ্যালোজেন মৌলগুলোর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হেলাইড যৌগ গঠন করে ,যেমন–NaCl । হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করে, যেমন–NaH ।
ক্ষার ধাতু এবং হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ উভয়ই বিদ্যামান । এই দ্বৈত আচর আচরণের জন্য মেন্ডেলি হাইড্রোজেনকে দুষ্টু (rouge) মৌল আখ্যা দিয়েছেন
28. কোন মৌলের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি অথবা সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
উঃ ফ্লোরিন (F2) ।
29. সবচেয়ে তড়িৎ ধনাত্মক(electropositive) মৌলের নাম কী ?
উঃ সিজিয়াম (Cs) ।
30. পর্যায় সারণির সর্বাধিক সুস্থিত (stable) মৌলের নাম কী অথবা কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি ?
উঃ হিলিয়াম (He)
More Read :তড়িৎ বিশ্লেষণ। মাধ্যমিক ভৌত বিজ্ঞান তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন-উত্তর সাজেশন 2023